একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 11 | XI Geography
![]() |
XI - MCQ Mock Test |
A. হেরােডােটাস B. কোপারনিকাস
C. এরাটোথেনিস D. কার্ল রিটার
2. কেন্দ্রমন্ডলের প্রধান উপাদান হল –
A. লোহা ও নিকেল B. ক্রোমিয়াম ও লোহা
C. সিলিকা ও অ্যালুমিনিয়াম D. নিকেল ও সিলিকা
3. ওয়েগনারের মতে জোয়াড়ি শক্তির প্রভাব মহাদেশগুলির কিরূপ চলন হয়েছে –
A. পূর্বমুখী B. পশ্চিমমুখী
C. উত্তরমুখী D. দক্ষিণমুখী
4. সংনমনজনিত বল কীভাবে কাজ করে –
A. পরস্পরের দিকে B. পরস্পরের বিপরীতে
C. উল্লম্বভাবে D. উভমুখী
5. চ্যুতির ঊর্ধক্ষেপ ও অধঃক্ষেপের অনুভূমিক দূরত্বকে বলে –
A. আয়াম B. ব্যবধি
C. চ্যুতিরেখা D. ক্ষেপ
6. 'ভূমধ্যসাগরের আলােকস্তম্ভ' নামে পরিচিত কোন্ আগ্নেয়গিরি –
A. হাওয়াই B. ফুজিয়ামা
C. স্ট্রম্বলি D. ভিসুভিয়াস
7. খনিজ তেল পাওয়া যায় সমুদ্র তলদেশের যে অংশে –
A. মহীসোপান B. মহীঢাল
C. মহাসাগরীয় শৈলশিরা D. মহাসাগরীয় মালভূমি
8. যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণ দ্বারা সমুদ্রজলের লবণতা নির্ণয় করা হয় তা হল –
A. ক্যালশিয়াম B. সােডিয়াম ক্লোরাইড
C. আয়ােডিন D. ম্যাগনেশিয়াম ব্রোমাইড
9. বেরিং স্রোত দেখা যায় –
A. প্রশান্ত মহাসাগরে B. আটলান্টিক মহাসাগরে
C. ভারত মহাসাগরে D. কুমেরু সাগরে
10. প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলে –
A. লেনটিক B. লােটিক
C. নেরিটিক D. ফোটিক
11. বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নামটি কে প্রথম প্রচলন করেন –
A. ট্যান্সলে B. লিন্ডেম্যান
C. ওডাম D. আর্নেস্ট হেকেল
12. সম্পদ সৃষ্টির ক্ষেত্রে একটি সামাজিক বাধা হল –
A. ধস B. জনবিস্ফোরণ
C. কুসংস্কার D. মুদ্রাস্ফীতি
13. ইউক্যালিপটাস যে অরণ্যের উদ্ভিদ তা হল –
A. ভূমধ্যসাগরীয় অরণ্য
B. ক্রান্তীয় পর্ণমােচী অরণ্য
C. নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
D. নাতিশীতােয় মিশ্র অরণ্য
14. ‘ভেল্ড’ তৃণভূমিটির অবস্থান হল –
A. দক্ষিণ আফ্রিকায় B. দক্ষিণ ইউরােপে
C. দক্ষিণ আমেরিকায় D. দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায়
15. সামুদ্রিক মৎস্য আহরণে ভারতে প্রথম স্থান অধিকার করে –
A. পশ্চিমবঙ্গ B. অন্ধ্রপ্রদেশ
C. কেরল D. গুজরাট
16. বেশিরভাগ জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে –
A. আর্জেন্টিনায় B. জাপানে
C. হল্যান্ডে D. তাসমানিয়ায়
17. সুড়ঙ্গ কেটে তার মধ্য দিয়ে জল চালনা করে জলসেচের পদ্ধতিকে বলা হয় –
A. ড্রিপ সেচ B. ক্যারেজ সেচ
C. ফারাে সেচ D. বর্ডার স্ট্রিপ সেচ
18. খনিজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –
A. প্রকৃতি প্রদত্ত B. মৌলিক পদার্থ
C. যৌগিক পদার্থ D. পুনর্ভব প্রকৃতির
19. প্রদত্ত দেশগুলির মধ্যে কোটি থােরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ –
A. মার্কিন যুক্তরাষ্ট্র B. কানাডা
C. কাজাকাস্তান D. ভারত
20. প্রচলিত ও পরিবেশ বান্ধব শক্তি হল –
A. কয়লা B. জলবিদ্যুৎ শক্তি
C. পেট্রোল D. পারমাণবিক শক্তি