নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর –3

নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর –3
Class 9 Geography MCQ

1. এখন পর্যন্ত মােট -টি বামন গ্রহ আবিষ্কার হয়েছে
A. 5 টি           B. 6 টি
C. 7 টি           D. টি
 
2. দিনের বেলায় শুক্রগ্রহের উন্নতা অধিক হওয়ার জন্য যে গ্যাসটি দায়ী
A. মিথেন                      B. নাইট্রোজেন
C. কার্বন ডাইঅক্সাইড    D. নাইট্রাস অক্সাইড
 
3. যে অক্ষরেখার ব্যাস পৃথিবীর ব্যাসের সমান
A. নিরক্ষরেখা             B. কর্কটক্রান্তিরেখা
C. সুমেরুবৃত্তরেখা        D. মকরক্রান্তিরেখা
 
4. গ্রীষ্মকালীন সৌরস্থিতি বছরের কোন দিনটিতে বেশি হয়
A. 21 মার্চ               B. 21 জুন
C. 23 সেপ্টেম্বর        D. 22 ডিসেম্বর
 
5. অবরােহণ প্রক্রিয়ায় প্রধানত অংশগ্রহণ করে
A. নদী              B. হিমবাহ
C. বায়ু             D. সবকটি
 
6. যে পর্বতে চ্যুতি দেখা যায়, তা হল
A. ভঙ্গিল পর্বত             B. আগ্নেয় পর্বত
C. স্তুপ পর্বত                D. অবশিষ্ট পর্বত
 
7. তপ্তবিন্দুর উপরিভাগে ভূপৃষ্ঠে গড়ে ওঠে
A. আগ্নেয় পর্বত             B. ভঙ্গিল পর্বত
C. স্কুপ পর্বত                 D. ক্ষয়জাত পর্বত
 
8. লােয়েস সমভূমি সৃষ্টি হয়েছে
A. মার্কিন যুক্তরাষ্ট্রে        B. ভারতে
C. চিনে                         D. জাপানে
 
9. যান্ত্রিক আবহবিকারে আবহাওয়ার যে উপাদানটি অধিক ক্রিয়াশীল
A. বায়ুপ্রবাহ            B. আদ্রর্তা
C. উষ্ণতা               D. অধঃক্ষেপণ
 
10. পটাশিয়াম ক্যালশিয়াম থেকে ক্ষারধর্মী মৃত্তিকা সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়
A. হাইড্রোলিসিস         B. অক্সিডেশন
C. কার্বনেশন              D. হাইড্রেশন
 
11. সুন্দরবন অঞ্চলে বিপর্যয় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে যে কারণে
A. ভূমিধস                B. ভূমিকম্প
C. সুনামি                  D. খরা
 
12. পশ্চিম হিমালয়ে অধিক দেখা যায়
A. হিমানী সম্প্রপাত     B. ঘূর্ণিঝড়
C. খরা                       D. বন্যা
 
13. ভারতে প্রাপ্ত কয়লার অধিকাংশ যে শ্রেণির
A. অ্যানথ্রাসাইট         B. বিটুমিনাস
C. লিগনাইট              D. পিট
 
14. ভারতের একটি বেসরকারি খনিজতেল শােধনাগার হল
A. ডিগবয়           B. জামনগর
C. পানিপথ           D. হলদিয়া
 
15. ভারতের একমাত্র রাজ্য যেখানে দুটি পারমাণবিক কেন্দ্র আছে
A. গুজরাত         B. মহারাষ্ট্র
C. রাজস্থান        D. তামিলনাড়ু
 
16. সিকিম রাজ্যের অধিবাসীদের অন্যতম ভাষা হল
A. লেপচা           B. লিম্বু
C. ভুটিয়া           D. সবকটি
 
17. 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' বলা হয়
A. মালদাকে          B. বালুরঘাটকে
C. শিলিগুড়িকে      D. জলপাইগুড়িকে
 
18. মামা-ভাগনে পাহাড় যে জেলায় অবস্থিত
A. বীরভূম         B. ঝাড়গ্রাম
C. পুরুলিয়া        D. বাঁকুড়া
 
19. যে স্কেলে প্রগৌণভাগ থাকে, তা হল
A. রৈখিক স্কেল              B. লৈখিক স্কেল
C. ডায়াগােনাল স্কেল    D. ভার্নিয়ার স্কেল
 
20. সর্বজনীন স্কেল হল
A. ভগ্নাংশসূচক স্কেল     B. বিবৃতিমূলক স্কেল
C. লৈখিক স্কেল            D. রৈখিক স্কেল

Theme images by chuwy. Powered by Blogger.
close