ভূ-অভ্যন্তরের গঠন (Earth Interior)

1. ভূ-অভ্যন্তর কয়টি অংশ কি কি নিয়ে গঠিত?
উত্তরভূ-অভ্যন্তর তিনটি অংশ নিয়ে গঠিত ভূত্বক গুরুমন্ডল কেন্দ্রমন্ডল।
1. ভূত্বক 
2. গুরুমন্ডল 
3. কেন্দ্রমন্ডল
 
2. ভূ-অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কত?
উত্তরভূ-অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় 1°C তাপমাত্রা বৃদ্ধি পায়।
 
3. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উত্তরপৃথিবীর গড় ব্যাসার্ধ হয় প্রায় 6371 কিমি।
 
4. পৃথিবীর ভৌত উপাদান গুলির মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরপৃথিবীর ভৌত উপাদান গুলির মধ্যে লোহার পরিমাণ সবচেয়ে বেশি।
 
5. পৃথিবীর গড় ঘনত্ব কত?
উত্তরপৃথিবীর গড় ঘনত্ব হল 5.5 গ্রাম/ঘনসেমি।
 
6. পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত?
উত্তরপৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ প্রায় 3500 কিলোবার।
 
7. ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তরভূত্বকের গড় গভীরতা হয় 35 কিমি।
 
8. ভূত্বকের গড় ঘনত্ব কত?
উত্তরভূত্বকের গড় ঘনত্ব হয় প্রায় 2.2-2.9 গ্রাম/ঘনসেমি
 
9. ভূত্বকের উপাদানগুলি কি কি?
উত্তরভূত্বকের উপাদানগুলি হল সিলিকা, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম
 
10. শিলামন্ডল বা ভূত্বকের কয়টি অংশ কি কি?
উত্তরভূত্বকের দুটি অংশ সিয়াল সিমা
 
11. ভূত্বক প্রধানত কোন শিলায় গঠিত?
উত্তরভূত্বক প্রধানত আগ্নেয় শিলায় গঠিত
 
12. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি?
উত্তরমহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দিয়ে তৈরি
 
13. মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি?
উত্তরমহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি
 
14. মহাদেশীয় ভূত্বক বা সিয়াল স্তরের প্রধান উপাদান গুলি কি কি?
উত্তরসিয়াল স্তরের প্রধান উপাদান গুলি হল সিলিকা অ্যালুমিনিয়াম
 
15. মহাসাগরীয় ভূত্বক বা সিমা স্তরের প্রধান উপাদান গুলি কি কি?
উত্তরসিমা স্তরের প্রধান উপাদান হল সিলিকা ম্যাগনেসিয়াম

16. মহাদেশীয় ভূত্বক এর ঘনত্ব কত?
উত্তরমহাদেশীয় ভূত্বক এর ঘনত্ব প্রায় 2.2 গ্রাম/ঘনসেমি
 
17. মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব কত?
উত্তরমহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব প্রায় 2.9 গ্রাম/ঘনসেমি
 
18. গুরুমন্ডলের গড় ঘনত্ব কত?
উত্তরগুরুমন্ডলের গড় ঘনত্ব হয় 3.4-5.6 গ্রাম/ঘনসেমি
 
19. গুরুমন্ডলের উষ্ণতা কত?
উত্তরগুরুমন্ডলের উষ্ণতা হয় 2000-3000°C
 
20. গুরুমন্ডলের অপর নাম কি?
উত্তরগুরুমন্ডলের অপর নাম হয় ম‍্যান্টল
 
21. অ্যাস্থেনোস্ফিয়ার বলতে ভূ-অভ্যন্তরের কোন স্তরকে বোঝায়?
উত্তরঅ্যাস্থেনোস্ফিয়ার বলতে ভূ-অভ্যন্তরের ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বোঝায়
 
22. অ্যাস্থেনোস্ফিয়ারের অপর নাম কি?
উত্তরঅ্যাস্থেনোস্ফিয়ারের অপর নাম হয় বিক্ষুব্ধমন্ডল
 
23. কোন ভূতত্ত্ববিদ অ্যাস্থেনোস্ফিয়ার নামকরণ করেন?
উত্তরভূতত্ত্ববিদ ব‍্যারেল অ্যাস্থেনোস্ফিয়ার নামকরণ করেন
 
25. কত গভীরতায় অ্যাস্থেনোস্ফিয়া রয়েছে?
উত্তর70-220 কিমি গভীরতায় অ্যাস্থেনোস্ফিয়া রয়েছে
 
26. অ্যাস্থেনোস্ফিয়ার কোন শিলার উপস্থিতিতে সান্দ্র অবস্থায় রয়েছে?
উত্তরঅ্যাস্থেনোস্ফিয়ার পেরিডোটাইট শিলার উপস্থিতিতে সান্দ্র অবস্থায় রয়েছে।
 
27. গুরুমন্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অধিকার করে রয়েছে?
উত্তরগুরুমন্ডল পৃথিবীর মোট আয়তনের 82 শতাংশ স্থান অধিকার করে আছে
 
28. গুরুমন্ডল পৃথিবীর মোট ভরের কত শতাংশ অংশে রয়েছে?
উত্তরগুরুমন্ডল পৃথিবীর মোট ভরের 68 শতাংশ অংশে রয়েছে
 
29. কোন স্তর নিফেসিমা নামে পরিচিত?
উত্তরনিম্ন গুরুমন্ডল নিফেসিমা নামে পরিচিত
 
30. নিফেসিমা কোন কোন উপাদানে গঠিত?
উত্তরনিফেসিমা নিকেল, লোহা, সিলিকন ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত
www.geopediainfo.com
31. কোন স্তরকে ক্রোফেসিমা বলে?
উত্তরবহি:গুরুমণ্ডলকে ক্রোফেসিমা বলা হয়
 
32. ক্রোফেসিমা কোন কোন উপাদানে গঠিত?
উত্তরক্রোফেসিমা ক্রোমিয়াম, লোহা, নিকেল ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত।
 
33. ্যান্টলের প্রধান উপাদান গুলি কি কি?
উত্তর্যান্টলের প্রধান উপাদান গুলি হল অলিভিন পাইরক্সিন
 
34. ভূ-অভ্যন্তরের কোন স্তরকে মেসোস্ফিয়ার বলা হয়?
উত্তরভূ-অভ্যন্তরের নিম্ন গুরুমন্ডলকে মেসোস্ফিয়ার বলা হয়
 
35. ভূ-অভ্যন্তরের কোন স্তরে সবচেয়ে পুরু?
উত্তরভূ-অভ্যন্তরের কেন্দ্রমন্ডল হয় সবচেয়ে পুরু স্তর।
 
36. ভূ-অভ্যন্তরের মধ্যে কোন স্তরের ঘনত্ব ভার সবচেয়ে বেশি?
উত্তরভূ-অভ্যন্তরের মধ্যে কেন্দ্রমন্ডলের ঘনত্ব ভার হয় সবচেয়ে বেশি
 
37. কেন্দ্রমন্ডলের বিস্তৃতি কত কিমি?
উত্তরকেন্দ্রমন্ডলের বিস্তৃতি প্রায় 3471 কিমি
 
38. কেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান কি কি?
উত্তরকেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান হল লোহা নিকেল
 
39. কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ অংশে রয়েছে?
উত্তরকেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 15 শতাংশ অংশে রয়েছে
 
40. কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভরের কত শতাংশ অংশে রয়েছে?
উত্তরকেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভরের 32 শতাংশ অংশে রয়েছে
 
41. কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব কত?
উত্তরকেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব 9.1-13.1 গ্রাম/ঘনসেমি
 
42. কেন্দ্রমন্ডলের উষ্ণতা কত?
উত্তরকেন্দ্রমন্ডলের উষ্ণতা প্রায় 6000° C
 
43. কেন্দ্রমন্ডল কটি স্তরে বিভক্ত কি কি?
উত্তরকেন্দ্রমন্ডল প্রধানত দুটি স্তরে বিভক্ত
A.বহি:কেন্দ্রমন্ডল   B. অন্ত:কেন্দ্রমন্ডল
 
44. বহি:কেন্দ্রমন্ডলের পদার্থসমূহের প্রকৃতি কিরূপ?
উত্তরবহি:কেন্দ্রমন্ডলের পদার্থসমূহ কঠিন প্রকৃতির হয়
 
45. অন্ত:কেন্দ্রমন্ডলের পদার্থসমূহের প্রকৃতি কিরূপ?
উত্তরঅন্ত:কেন্দ্রমন্ডলের পদার্থসমূহ তরল প্রকৃতির হয়
www.geopediainfo.com
46. কেন্দ্রমন্ডলের অপর নাম কি?
উত্তরকেন্দ্রমন্ডলের অপর নাম হয় সেন্ট্রোস্ফিয়ার (Centrosphe)
 
47. ভূত্বক গুরুমন্ডল কোন বিযুক্তিরেখা দ্বারা বিভক্ত হয়েছে?
উত্তরভূত্বক গুরুমন্ডল মোহোরোভিসিক বিযুক্তিরেখা দ্বারা বিভক্ত হয়েছে
 
48. মোহোরোভিসিক বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন?
উত্তরক্রোয়েশিয়ার ভূবিজ্ঞানী অ্যান ড্রিজা মোহোরোভিসিক 1909 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন
 
49. সিয়াল সিমার মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তরসিয়াল সিমার মাঝে কনরাড বিযুক্তিরেখা রয়েছে
 
50. কনরাড বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন?
উত্তরঅস্ট্রিয়ার ভুপদার্থবিজ্ঞানী ভিক্টর কনরাড 1925 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন
 
51. কেন্দ্রমন্ডল গুরুমন্ডলের মধ্যবর্তী সীমানাকে কি বলে?
উত্তরকেন্দ্রমন্ডল গুরুমন্ডলের মধ্যবর্তী সীমানাকে গুটেনবার্গ বিযুক্তিরেখা বলা হয়

52. গুটেনবার্গ বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন?
উত্তরজার্মান ভূবিজ্ঞানী বেনো গুটেনবার্গ 1912 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন
 
53. গুটেনবার্গ বিযুক্তিতলটি ভূপৃষ্ঠ থেকে কত গভীরতা অবস্থিত?
উত্তরগুটেনবার্গ বিযুক্তিতলটি ভূপৃষ্ঠ থেকে 2900 কিমি গভীরতা অবস্থিত
 
54. কোন বিযুক্তিরেখা ঊর্ধ্ব গুরুমন্ডল নিম্ন গুরুমণ্ডলকে বিভক্ত করেছে?
উত্তররেপত্তি বিযুক্তিরেখা ঊর্ধ্ব গুরুমন্ডল নিম্ন গুরুমণ্ডলকে বিভক্ত করেছে
 
55. রেপত্তি বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন?
উত্তরআমেরিকান ভূমিকম্পবিদ উইলিয়াম সি রেপত্তি 1930 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন
 
56. কোন বিযুক্তিরেখা বহি:কেন্দ্রমন্ডল অন্ত:কেন্দ্রমন্ডলকে বিভক্ত করেছে?
উত্তরলেম‍্যান বিযুক্তিরেখা বহি:কেন্দ্রমন্ডল অন্ত:কেন্দ্রমন্ডলকে বিভক্ত করেছে
 
57. লেম‍্যান বিযুক্তিরেখা কত কিমি গভীরতায় রয়েছে?
উত্তরলেম‍্যান বিযুক্তিরেখা 5150 কিমি গভীরতায় রয়েছে
 
58. লেম‍্যান বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন?
উত্তরডেনমার্কের ভূমিকম্পবিদ ইঙ্গে লেম‍্যান 1936 সালে এই বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন
 
59. লেম‍্যান বিযুক্তিরেখার অপর নাম কি?
উত্তরলেম‍্যান বিযুক্তিরেখার অপর নাম হয় বুলেন বিযুক্তি
 
60. কোন তরঙ্গ সব স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে?
উত্তর'P' তরঙ্গ সব স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে
 
61. ভূ-অভ্যন্তরের কোন স্তরে ভূকম্প তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম হয়?
উত্তরঅ্যাস্থেনোস্ফিয়ারে ভূকম্প তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম হয়।
 
62. ভূমিকম্পের কেন্দ্র থেকে কোন কৌণিক দূরত্বের পর 'S' তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না?
উত্তরভূমিকম্পের কেন্দ্র থেকে 104° কৌণিক দূরত্বের পর 'S' তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না।
 


Theme images by chuwy. Powered by Blogger.
close