ভূ-অভ্যন্তরের গঠন (Earth Interior)
1. ভূ-অভ্যন্তর কয়টি অংশ ও কি কি নিয়ে গঠিত?
উত্তর: ভূ-অভ্যন্তর তিনটি অংশ নিয়ে গঠিত ভূত্বক গুরুমন্ডল কেন্দ্রমন্ডল।
1. ভূত্বক
2. গুরুমন্ডল
3. কেন্দ্রমন্ডল
2. ভূ-অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কত?
উত্তর: ভূ-অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় 1°C তাপমাত্রা বৃদ্ধি পায়।
3. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?
উত্তর: পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় প্রায় 6371 কিমি।
4. পৃথিবীর ভৌত উপাদান গুলির মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: পৃথিবীর ভৌত উপাদান গুলির মধ্যে লোহার পরিমাণ সবচেয়ে বেশি।
5. পৃথিবীর গড় ঘনত্ব কত?
উত্তর: পৃথিবীর গড় ঘনত্ব হল 5.5 গ্রাম/ঘনসেমি।
6. পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত?
উত্তর: পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ প্রায় 3500 কিলোবার।
7. ভূত্বকের গড় গভীরতা কত?
উত্তর: ভূত্বকের গড় গভীরতা হয় 35 কিমি।
8. ভূত্বকের গড় ঘনত্ব কত?
উত্তর: ভূত্বকের গড় ঘনত্ব হয় প্রায় 2.2-2.9 গ্রাম/ঘনসেমি।
9. ভূত্বকের উপাদানগুলি কি কি?
উত্তর: ভূত্বকের উপাদানগুলি হল সিলিকা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম।
10. শিলামন্ডল বা ভূত্বকের কয়টি অংশ ও কি কি?
উত্তর: ভূত্বকের দুটি অংশ সিয়াল ও সিমা।
11. ভূত্বক প্রধানত কোন শিলায় গঠিত?
উত্তর: ভূত্বক প্রধানত আগ্নেয় শিলায় গঠিত।
12. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি?
উত্তর: মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দিয়ে তৈরি।
13. মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দিয়ে তৈরি?
উত্তর: মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি।
14. মহাদেশীয় ভূত্বক বা সিয়াল স্তরের প্রধান উপাদান গুলি কি কি?
উত্তর: সিয়াল স্তরের প্রধান উপাদান গুলি হল সিলিকা ও অ্যালুমিনিয়াম।
15. মহাসাগরীয় ভূত্বক বা সিমা স্তরের প্রধান উপাদান গুলি কি কি?
উত্তর: সিমা স্তরের প্রধান উপাদান হল সিলিকা ও ম্যাগনেসিয়াম।
16. মহাদেশীয় ভূত্বক এর ঘনত্ব কত?
উত্তর: মহাদেশীয় ভূত্বক এর ঘনত্ব প্রায় 2.2 গ্রাম/ঘনসেমি।
17. মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব কত?
উত্তর: মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব প্রায় 2.9 গ্রাম/ঘনসেমি।
18. গুরুমন্ডলের গড় ঘনত্ব কত?
উত্তর: গুরুমন্ডলের গড় ঘনত্ব হয় 3.4-5.6 গ্রাম/ঘনসেমি।
19. গুরুমন্ডলের উষ্ণতা কত?
উত্তর: গুরুমন্ডলের উষ্ণতা হয় 2000-3000°C।
20. গুরুমন্ডলের অপর নাম কি?
উত্তর: গুরুমন্ডলের অপর নাম হয় ম্যান্টল।
উত্তর: ভূ-অভ্যন্তর তিনটি অংশ নিয়ে গঠিত ভূত্বক গুরুমন্ডল কেন্দ্রমন্ডল।
1. ভূত্বক
উত্তর: ভূ-অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় 1°C তাপমাত্রা বৃদ্ধি পায়।
উত্তর: পৃথিবীর গড় ব্যাসার্ধ হয় প্রায় 6371 কিমি।
উত্তর: পৃথিবীর ভৌত উপাদান গুলির মধ্যে লোহার পরিমাণ সবচেয়ে বেশি।
উত্তর: পৃথিবীর গড় ঘনত্ব হল 5.5 গ্রাম/ঘনসেমি।
উত্তর: পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ প্রায় 3500 কিলোবার।
উত্তর: ভূত্বকের গড় গভীরতা হয় 35 কিমি।
উত্তর: ভূত্বকের গড় ঘনত্ব হয় প্রায় 2.2-2.9 গ্রাম/ঘনসেমি।
উত্তর: ভূত্বকের উপাদানগুলি হল সিলিকা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম।
উত্তর: ভূত্বকের দুটি অংশ সিয়াল ও সিমা।
উত্তর: ভূত্বক প্রধানত আগ্নেয় শিলায় গঠিত।
উত্তর: মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দিয়ে তৈরি।
উত্তর: মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি।
উত্তর: সিয়াল স্তরের প্রধান উপাদান গুলি হল সিলিকা ও অ্যালুমিনিয়াম।
উত্তর: সিমা স্তরের প্রধান উপাদান হল সিলিকা ও ম্যাগনেসিয়াম।
উত্তর: মহাদেশীয় ভূত্বক এর ঘনত্ব প্রায় 2.2 গ্রাম/ঘনসেমি।
উত্তর: মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব প্রায় 2.9 গ্রাম/ঘনসেমি।
উত্তর: গুরুমন্ডলের গড় ঘনত্ব হয় 3.4-5.6 গ্রাম/ঘনসেমি।
উত্তর: গুরুমন্ডলের উষ্ণতা হয় 2000-3000°C।
উত্তর: গুরুমন্ডলের অপর নাম হয় ম্যান্টল।
উত্তর: অ্যাস্থেনোস্ফিয়ার বলতে ভূ-অভ্যন্তরের ঊর্ধ্ব গুরুমণ্ডলকে বোঝায়।
উত্তর: অ্যাস্থেনোস্ফিয়ারের অপর নাম হয় বিক্ষুব্ধমন্ডল।
উত্তর: ভূতত্ত্ববিদ ব্যারেল অ্যাস্থেনোস্ফিয়ার নামকরণ করেন
উত্তর: 70-220 কিমি গভীরতায় অ্যাস্থেনোস্ফিয়া রয়েছে।
উত্তর: অ্যাস্থেনোস্ফিয়ার পেরিডোটাইট শিলার উপস্থিতিতে সান্দ্র অবস্থায় রয়েছে।
উত্তর: গুরুমন্ডল পৃথিবীর মোট আয়তনের 82 শতাংশ স্থান অধিকার করে আছে।
উত্তর: গুরুমন্ডল পৃথিবীর মোট ভরের 68 শতাংশ অংশে রয়েছে।
উত্তর: নিম্ন গুরুমন্ডল নিফেসিমা নামে পরিচিত।
উত্তর: নিফেসিমা নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত।
www.geopediainfo.com
31. কোন স্তরকে ক্রোফেসিমা বলে?
উত্তর: বহি:গুরুমণ্ডলকে ক্রোফেসিমা বলা হয়।
উত্তর: ক্রোফেসিমা ক্রোমিয়াম, লোহা, নিকেল ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত।
উত্তর: ম্যান্টলের প্রধান উপাদান গুলি হল অলিভিন ও পাইরক্সিন।
উত্তর: ভূ-অভ্যন্তরের নিম্ন গুরুমন্ডলকে মেসোস্ফিয়ার বলা হয়।
উত্তর: ভূ-অভ্যন্তরের কেন্দ্রমন্ডল হয় সবচেয়ে পুরু স্তর।
উত্তর: ভূ-অভ্যন্তরের মধ্যে কেন্দ্রমন্ডলের ঘনত্ব ও ভার হয় সবচেয়ে বেশি।
উত্তর: কেন্দ্রমন্ডলের বিস্তৃতি প্রায় 3471 কিমি।
উত্তর: কেন্দ্রমন্ডলের প্রধান দুটি উপাদান হল লোহা ও নিকেল।
উত্তর: কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের 15 শতাংশ অংশে রয়েছে।
উত্তর: কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট ভরের 32 শতাংশ অংশে রয়েছে।
উত্তর: কেন্দ্রমন্ডলের গড় ঘনত্ব 9.1-13.1 গ্রাম/ঘনসেমি।
উত্তর: কেন্দ্রমন্ডলের উষ্ণতা প্রায় 6000° C।
উত্তর: কেন্দ্রমন্ডল প্রধানত দুটি স্তরে বিভক্ত।
A.বহি:কেন্দ্রমন্ডল B. অন্ত:কেন্দ্রমন্ডল
উত্তর: বহি:কেন্দ্রমন্ডলের পদার্থসমূহ কঠিন প্রকৃতির হয়।
উত্তর: অন্ত:কেন্দ্রমন্ডলের পদার্থসমূহ তরল প্রকৃতির হয়।
www.geopediainfo.com
46. কেন্দ্রমন্ডলের অপর নাম কি?
উত্তর: কেন্দ্রমন্ডলের অপর নাম হয় সেন্ট্রোস্ফিয়ার (Centrosphe) ।
উত্তর: ভূত্বক ও গুরুমন্ডল মোহোরোভিসিক বিযুক্তিরেখা দ্বারা বিভক্ত হয়েছে।
উত্তর: ক্রোয়েশিয়ার ভূবিজ্ঞানী অ্যান ড্রিজা মোহোরোভিসিক 1909 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন।
উত্তর: সিয়াল ও সিমার মাঝে কনরাড বিযুক্তিরেখা রয়েছে।
উত্তর: অস্ট্রিয়ার ভুপদার্থবিজ্ঞানী ভিক্টর কনরাড 1925 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন
উত্তর: কেন্দ্রমন্ডল ও গুরুমন্ডলের মধ্যবর্তী সীমানাকে গুটেনবার্গ বিযুক্তিরেখা বলা হয়।
52. গুটেনবার্গ বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন?
উত্তর: জার্মান ভূবিজ্ঞানী বেনো গুটেনবার্গ 1912 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন।
উত্তর: গুটেনবার্গ বিযুক্তিতলটি ভূপৃষ্ঠ থেকে 2900 কিমি গভীরতা অবস্থিত।
উত্তর: রেপত্তি বিযুক্তিরেখা ঊর্ধ্ব গুরুমন্ডল ও নিম্ন গুরুমণ্ডলকে বিভক্ত করেছে।
উত্তর: আমেরিকান ভূমিকম্পবিদ উইলিয়াম সি রেপত্তি 1930 সালে এই বিযুক্তিরেখা আবিষ্কার করেন।
উত্তর: লেম্যান বিযুক্তিরেখা বহি:কেন্দ্রমন্ডল ও অন্ত:কেন্দ্রমন্ডলকে বিভক্ত করেছে।
উত্তর: লেম্যান বিযুক্তিরেখা 5150 কিমি গভীরতায় রয়েছে।
উত্তর: ডেনমার্কের ভূমিকম্পবিদ ইঙ্গে লেম্যান 1936 সালে এই বিযুক্তিরেখা কে আবিষ্কার করেন।
উত্তর: লেম্যান বিযুক্তিরেখার অপর নাম হয় বুলেন বিযুক্তি।
উত্তর: 'P' তরঙ্গ সব স্তরের মধ্যে দিয়ে চলাচল করতে পারে।
উত্তর: অ্যাস্থেনোস্ফিয়ারে ভূকম্প তরঙ্গের গতিবেগ সবচেয়ে কম হয়।
উত্তর: ভূমিকম্পের কেন্দ্র থেকে 104° কৌণিক দূরত্বের পর 'S' তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না।