শক্তি সম্পদ-অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Power Resources-SAQ)

শক্তি সম্পদ-অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Power Resources-SAQ)
Power Resource SAQ

 1. তাপবিদ্যুৎ শক্তির প্রধান কাঁচামাল কি?
উত্তরকয়লা হয় তাপবিদ্যুৎ শক্তির প্রধান কাঁচামাল
 
2. কাগজ শিল্পে কোন বিদ্যুতের ব্যবহার সর্বাধিক?
উত্তরকাগজ শিল্পে জলবিদ্যুতের ব্যবহার সর্বাধিক
 
3. সাদা কয়লা কাকে বলে?
উত্তরজলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়
 
4. বিশেষ শক্তি উৎপাদনের প্রায় কত শতাংশ যোগান দেয় প্রচলিত শক্তি?
উত্তরবিশ্বের শক্তি উৎপাদনের প্রায় 86 শতাংশ যোগান দেয় প্রচলিত শক্তি
 
5. বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তরচিনের থ্রি গর্জ ্যাম হল বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
 
6. বিশ্বে শক্তি উৎপাদনের কত শতাংশ কয়লা থেকে আসে?
উত্তরপ্রায় 23 শতাংশ বিশ্ব শক্তির উৎপাদন কয়লা থেকে আসে
 
7. কোন শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না?
উত্তরঅচিরাচরিত বা অপ্রচলিত শক্তি ব্যবহারের পরিবেশ দূষিত হয় না
 
8. ভারতের কোন অঞ্চলে সর্বাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে?
উত্তরভারতের পূর্বাঞ্চলে সর্বাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে
 
9. কোন শক্তি উৎপাদনে ভারী জল ব্যবহৃত হয়?
উত্তরপারমাণবিক শক্তি উৎপাদনে ভারী জল ব্যবহৃত হয়
 
10. OTEC এর পুরো কথাটি কি?
উত্তরOcean thermal energy conversion technology.
 
11. ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তরমহারাষ্ট্রের ভেঙ্কুসাওয়াড়ে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত
 
12. ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য কোন সংস্থা গঠিত হয়?
উত্তরভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য NTPC গঠিত হয়
 
13. NTPC কোন সালে স্থাপিত হয়?
উত্তরNTPC স্থাপিত হয় 1975 সালে
 
14. NTPC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরNTPC এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত
 
15. জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার?
উত্তরচিন জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে
 
16. নরওয়ের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তরকেভিলডাল হয় নরওয়ের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র
 
17. চেরনোবিল দুর্ঘটনা কবে হয়?
উত্তর1986 সালে 26 শে এপ্রিল চেরনোবিল দুর্ঘটনা হয়
 
18. অচিরাচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে কোন বিপ্লব নাম দেওয়া হয়েছে?
উত্তরঅচিরাচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে বাদামি বিপ্লব নাম দেওয়া হয়েছে
 
19. বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তরচিনের গানসু হয় বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র
 
20. বায়ুশক্তির সাহায্যে সমুদ্রের নোনাজল অপসারণ করা হয় কোন দেশে?
উত্তরবায়ুশক্তির সাহায্যে সমুদ্রের নোনাজল অপসারণ করা হয় নেদারল্যান্ডে
 
21. গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত?
উত্তরগুজরাটের লাম্বা বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে বিখ্যাত
 
22. ভারতের বৃহত্তম জোয়ারভাটা শক্তি কেন্দ্র কোনটি?
উত্তরকাম্বে উপসাগর হয় ভারতের বৃহত্তম জোয়ারভাটা শক্তি কেন্দ্র
 
23. পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কি?
উত্তরইউরোনিয়াম হয় পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল
 
24. কোন দেশে সৌরশক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
উত্তরসুদানে সৌরশক্তির ব্যবহার সবচেয়ে বেশি
 
25. পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?
উত্তরকালিংপং বালুরঘাট হল পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র
 
26. পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?
উত্তরমেজিয়া বজবজ পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র
 
27. বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়?
উত্তরব্রিটেনের ক্যালেন্ডার হল হয় বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র
 
28. ভারতের প্রথম সমুদ্র তরঙ্গশক্তি কোথায় চালু হয়েছে?
উত্তরকেরালার ভিজিনজ্যামে ভারতের প্রথম সমুদ্রতরঙ্গ শক্তি স্থাপিত হয়েছে
 
29. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্রটির নাম কি?
উত্তরপালোভার্দে হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্র
 
30. OTEC প্রযুক্তি সর্বপ্রথম কোন বিজ্ঞানী বাস্তবায়িত করেন?
উত্তরOTEC প্রযুক্তি সর্বপ্রথম বিজ্ঞানী জি. ক্লাউড বাস্তবায়িত করেন
 

31. ‘উরজা গ্রামকি?
উত্তরঅপ্রচলিত শক্তির ব্যবহার যেসব গ্রামগুলোতে গ্রহণ করা হয়েছে তাদের উরজা গ্রাম বলে
 
32. তামিলনাড়ুর কালপক্কম কি জন্য প্রসিদ্ধ?
উত্তরতামিলনাড়ুর কালপক্কমে  পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে
 
33. ডানলাইট কি?
উত্তরডানলাইট যন্ত্রের সাহায্যে বায়ুশক্তি উৎপাদন করা হয়
 
34. কোন স্থানে বায়ুশক্তি উৎপাদন সবচেয়ে সম্ভাবনাময়?
উত্তরসমুদ্র উপকূল বায়ুশক্তি উৎপাদনের সবচেয়ে সম্ভাবনাময় জায়গা
 
35. উত্তরপ্রদেশে অবস্থিত ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি?
উত্তরউত্তরপ্রদেশে অবস্থিত ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম হল নারোরা
 
36. বায়োডিজেল উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তরজার্মানি বায়ো ডিজেল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে
 
37. একটি বায়োফুয়েল এর উদাহরণ দাও?
উত্তরইথানল হল একটি বায়োফুয়েল
 
38. পৌর জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদনে কোন দেশ প্রথম?
উত্তরজাপান পৌর জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রথম
 
39. ভারতের বৃহত্তম জৈবগ্যাস শক্তিকেন্দ্র কোনটি?
উত্তরপশ্চিমবঙ্গের সুন্দরবনের গোসাবা হয় ভারতের বৃহত্তম জৈবগ্যাস শক্তিকেন্দ্র
 
40. ভারতের উৎপাদিত তাপবিদ্যুতের কত শতাংশ কয়লা থেকে আসে?
উত্তরভারতের উৎপাদিত তাপবিদ্যুতের 50 শতাংশের বেশি শতাংশ কয়লা থেকে আসে
 
41. কোন পদ্ধতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তরনিউক্লিয়ার ফিসন (বিভাজন) পদ্ধতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়
 
42. পশ্চিমবঙ্গের একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম করো?
উত্তরফারাক্কা কয়লাভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র
 
43. পশ্চিমবঙ্গের একটি প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম করো?
উত্তরহলদিয়া হয় একটি প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র
 
44. দূষণহীন চিরাচরিত শক্তির একটি উৎসের নাম করো?
উত্তরজলবিদ্যুৎ হয় একটি দূষণহীন চিরাচরিত শক্তি
 
45. ভারতের সর্বাধিক বায়ুশক্তি কোন রাজ্য উৎপাদিত হয়?
উত্তরভারতের সর্বাধিক বায়ুশক্তি তামিলনাড়ুতে উৎপাদিত হয়
 
46. বিশ্বে প্রথম জোয়ারভাটা শক্তিকেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরফ্রান্সের রাঁশ  নদীর খাঁড়িতে বিশ্বে প্রথম জোয়ারভাটা শক্তিকেন্দ্রটি স্থাপিত হয়েছিল
 
47. বিশ্বের সর্বাধিক জৈব গ্যাসের ব্যবহার কোথায় হয়?
উত্তরভারতে বিশ্বের সর্বাধিক জৈব গ্যাসের ব্যবহার হয়
 
48. বিশ্বের বৃহত্তম ভূতাপীয় শক্তি কেন্দ্রটির নাম কি?
উত্তরআইসল্যান্ডের হেলিসেইডি বিশ্বের বৃহত্তম ভূতাপীয় শক্তি কেন্দ্র
 
49. বিশ্বের প্রথম পরমাণু দুর্ঘটনাগ্রস্ত শক্তিকেন্দ্র কোনটি?
উত্তরকানাডার চকরিভার হয় বিশ্বের প্রথম পরমাণু দুর্ঘটনাগ্রস্ত শক্তিকেন্দ্র
 
50. বিশ্বের প্রথম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি কোন দেশে গড়ে উঠেছে?
উত্তরবিশ্বের প্রথম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রটি ডেনমার্কে গড়ে উঠেছে
 
51. কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর: জার্মানিতে সবচেয়ে বেশি সংখ্যায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে
 
52. ভারতের সর্বাধিক জোয়ারভাটা শক্তি কোন রাজ্য উৎপাদিত হয়?
উত্তরভারতের সর্বাধিক জোয়ারভাটা শক্তি গুজরাটে উৎপাদিত হয়
 
53. ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তরমহারাষ্ট্রের তারাপুর হয় ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
 
54. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তরমহারাষ্ট্রের তারাপুর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
 
55. কোন দেশের সর্বাধিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তরআমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়
 
56. সৌরশক্তি উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে?
উত্তরসৌরশক্তি উৎপাদনে জার্মানি বিশ্বে প্রথম স্থান অধিকার করে
 
57. সৌরশক্তি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য?
উত্তরগুজরাট সৌরশক্তি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে

Theme images by chuwy. Powered by Blogger.
close