শক্তি সম্পদ-অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Power Resources-SAQ)
![]() |
Power Resource SAQ |
উত্তর: কয়লা হয় তাপবিদ্যুৎ শক্তির প্রধান কাঁচামাল।
2. কাগজ শিল্পে কোন বিদ্যুতের ব্যবহার সর্বাধিক?
উত্তর: কাগজ শিল্পে জলবিদ্যুতের ব্যবহার সর্বাধিক।
3. সাদা কয়লা কাকে বলে?
উত্তর: জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়।
4. বিশেষ শক্তি উৎপাদনের প্রায় কত শতাংশ যোগান দেয় প্রচলিত শক্তি?
উত্তর: বিশ্বের শক্তি উৎপাদনের প্রায় 86 শতাংশ যোগান দেয় প্রচলিত শক্তি।
5. বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: চিনের থ্রি গর্জ ড্যাম হল বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
6. বিশ্বে শক্তি উৎপাদনের কত শতাংশ কয়লা থেকে আসে?
উত্তর: প্রায় 23 শতাংশ বিশ্ব শক্তির উৎপাদন কয়লা থেকে আসে।
7. কোন শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না?
উত্তর: অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি ব্যবহারের পরিবেশ দূষিত হয় না।
8. ভারতের কোন অঞ্চলে সর্বাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর: ভারতের পূর্বাঞ্চলে সর্বাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে।
9. কোন শক্তি উৎপাদনে ভারী জল ব্যবহৃত হয়?
উত্তর: পারমাণবিক শক্তি উৎপাদনে ভারী জল ব্যবহৃত হয়।
10. OTEC এর পুরো কথাটি কি?
উত্তর: Ocean thermal energy conversion technology.
11. ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: মহারাষ্ট্রের ভেঙ্কুসাওয়াড়ে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত।
12. ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য কোন সংস্থা গঠিত হয়?
উত্তর: ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য NTPC গঠিত হয়।
13. NTPC কোন সালে স্থাপিত হয়?
উত্তর: NTPC স্থাপিত হয় 1975 সালে।
14. NTPC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: NTPC এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত।
15. জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার?
উত্তর: চিন জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
16. নরওয়ের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর: কেভিলডাল হয় নরওয়ের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র।
17. চেরনোবিল দুর্ঘটনা কবে হয়?
উত্তর: 1986 সালে 26 শে এপ্রিল চেরনোবিল দুর্ঘটনা হয়।
18. অচিরাচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে কোন বিপ্লব নাম দেওয়া হয়েছে?
উত্তর: অচিরাচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে বাদামি বিপ্লব নাম দেওয়া হয়েছে।
19. বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: চিনের গানসু হয় বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র।
20. বায়ুশক্তির সাহায্যে সমুদ্রের নোনাজল অপসারণ করা হয় কোন দেশে?
উত্তর: বায়ুশক্তির সাহায্যে সমুদ্রের নোনাজল অপসারণ করা হয় নেদারল্যান্ডে।
21. গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত?
উত্তর: গুজরাটের লাম্বা বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে বিখ্যাত।
22. ভারতের বৃহত্তম জোয়ারভাটা শক্তি কেন্দ্র কোনটি?
উত্তর: কাম্বে উপসাগর হয় ভারতের বৃহত্তম জোয়ারভাটা শক্তি কেন্দ্র।
23. পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কি?
উত্তর: ইউরোনিয়াম হয় পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল।
24. কোন দেশে সৌরশক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
উত্তর: সুদানে সৌরশক্তির ব্যবহার সবচেয়ে বেশি।
25. পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?
উত্তর: কালিংপং ও বালুরঘাট হল পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র।
26. পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?
উত্তর: মেজিয়া ও বজবজ পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র।
27. বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়?
উত্তর: ব্রিটেনের ক্যালেন্ডার হল হয় বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র।
28. ভারতের প্রথম সমুদ্র তরঙ্গশক্তি কোথায় চালু হয়েছে?
উত্তর: কেরালার ভিজিনজ্যামে ভারতের প্রথম সমুদ্রতরঙ্গ শক্তি স্থাপিত হয়েছে।
29. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্রটির নাম কি?
উত্তর: পালোভার্দে হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্র।
30. OTEC প্রযুক্তি সর্বপ্রথম কোন বিজ্ঞানী বাস্তবায়িত করেন?
উত্তর: OTEC প্রযুক্তি সর্বপ্রথম বিজ্ঞানী জি. ক্লাউড বাস্তবায়িত করেন।
2. কাগজ শিল্পে কোন বিদ্যুতের ব্যবহার সর্বাধিক?
উত্তর: কাগজ শিল্পে জলবিদ্যুতের ব্যবহার সর্বাধিক।
3. সাদা কয়লা কাকে বলে?
উত্তর: জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়।
4. বিশেষ শক্তি উৎপাদনের প্রায় কত শতাংশ যোগান দেয় প্রচলিত শক্তি?
উত্তর: বিশ্বের শক্তি উৎপাদনের প্রায় 86 শতাংশ যোগান দেয় প্রচলিত শক্তি।
5. বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: চিনের থ্রি গর্জ ড্যাম হল বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
6. বিশ্বে শক্তি উৎপাদনের কত শতাংশ কয়লা থেকে আসে?
উত্তর: প্রায় 23 শতাংশ বিশ্ব শক্তির উৎপাদন কয়লা থেকে আসে।
7. কোন শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না?
উত্তর: অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি ব্যবহারের পরিবেশ দূষিত হয় না।
8. ভারতের কোন অঞ্চলে সর্বাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর: ভারতের পূর্বাঞ্চলে সর্বাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে।
9. কোন শক্তি উৎপাদনে ভারী জল ব্যবহৃত হয়?
উত্তর: পারমাণবিক শক্তি উৎপাদনে ভারী জল ব্যবহৃত হয়।
10. OTEC এর পুরো কথাটি কি?
উত্তর: Ocean thermal energy conversion technology.
11. ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: মহারাষ্ট্রের ভেঙ্কুসাওয়াড়ে ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত।
12. ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য কোন সংস্থা গঠিত হয়?
উত্তর: ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনের উন্নতির জন্য NTPC গঠিত হয়।
13. NTPC কোন সালে স্থাপিত হয়?
উত্তর: NTPC স্থাপিত হয় 1975 সালে।
14. NTPC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: NTPC এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত।
15. জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার?
উত্তর: চিন জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
16. নরওয়ের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর: কেভিলডাল হয় নরওয়ের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র।
17. চেরনোবিল দুর্ঘটনা কবে হয়?
উত্তর: 1986 সালে 26 শে এপ্রিল চেরনোবিল দুর্ঘটনা হয়।
18. অচিরাচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে কোন বিপ্লব নাম দেওয়া হয়েছে?
উত্তর: অচিরাচরিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে বাদামি বিপ্লব নাম দেওয়া হয়েছে।
19. বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তর: চিনের গানসু হয় বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র।
20. বায়ুশক্তির সাহায্যে সমুদ্রের নোনাজল অপসারণ করা হয় কোন দেশে?
উত্তর: বায়ুশক্তির সাহায্যে সমুদ্রের নোনাজল অপসারণ করা হয় নেদারল্যান্ডে।
21. গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত?
উত্তর: গুজরাটের লাম্বা বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে বিখ্যাত।
22. ভারতের বৃহত্তম জোয়ারভাটা শক্তি কেন্দ্র কোনটি?
উত্তর: কাম্বে উপসাগর হয় ভারতের বৃহত্তম জোয়ারভাটা শক্তি কেন্দ্র।
23. পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল কি?
উত্তর: ইউরোনিয়াম হয় পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল।
24. কোন দেশে সৌরশক্তির ব্যবহার সবচেয়ে বেশি?
উত্তর: সুদানে সৌরশক্তির ব্যবহার সবচেয়ে বেশি।
25. পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?
উত্তর: কালিংপং ও বালুরঘাট হল পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র।
26. পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো?
উত্তর: মেজিয়া ও বজবজ পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র।
27. বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়?
উত্তর: ব্রিটেনের ক্যালেন্ডার হল হয় বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র।
28. ভারতের প্রথম সমুদ্র তরঙ্গশক্তি কোথায় চালু হয়েছে?
উত্তর: কেরালার ভিজিনজ্যামে ভারতের প্রথম সমুদ্রতরঙ্গ শক্তি স্থাপিত হয়েছে।
29. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্রটির নাম কি?
উত্তর: পালোভার্দে হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্র।
30. OTEC প্রযুক্তি সর্বপ্রথম কোন বিজ্ঞানী বাস্তবায়িত করেন?
উত্তর: OTEC প্রযুক্তি সর্বপ্রথম বিজ্ঞানী জি. ক্লাউড বাস্তবায়িত করেন।
31. ‘উরজা গ্রাম’ কি?
উত্তর: অপ্রচলিত শক্তির ব্যবহার যেসব গ্রামগুলোতে গ্রহণ করা হয়েছে তাদের ‘উরজা গ্রাম’ বলে।
32. তামিলনাড়ুর কালপক্কম কি জন্য প্রসিদ্ধ?
উত্তর: তামিলনাড়ুর কালপক্কমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে।
33. ডানলাইট কি?
উত্তর: ডানলাইট যন্ত্রের সাহায্যে বায়ুশক্তি উৎপাদন করা হয়।
34. কোন স্থানে বায়ুশক্তি উৎপাদন সবচেয়ে সম্ভাবনাময়?
উত্তর: সমুদ্র উপকূল বায়ুশক্তি উৎপাদনের সবচেয়ে সম্ভাবনাময় জায়গা।
35. উত্তরপ্রদেশে অবস্থিত ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি?
উত্তর: উত্তরপ্রদেশে অবস্থিত ভারতের পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম হল নারোরা।
36. বায়োডিজেল উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে?
উত্তর: জার্মানি বায়ো ডিজেল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
37. একটি বায়োফুয়েল এর উদাহরণ দাও?
উত্তর: ইথানল হল একটি বায়োফুয়েল।
38. পৌর জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদনে কোন দেশ প্রথম?
উত্তর: জাপান পৌর জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রথম।
39. ভারতের বৃহত্তম জৈবগ্যাস শক্তিকেন্দ্র কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গের সুন্দরবনের গোসাবা হয় ভারতের বৃহত্তম জৈবগ্যাস শক্তিকেন্দ্র।
40. ভারতের উৎপাদিত তাপবিদ্যুতের কত শতাংশ কয়লা থেকে আসে?
উত্তর: ভারতের উৎপাদিত তাপবিদ্যুতের 50 শতাংশের বেশি শতাংশ কয়লা থেকে আসে।
41. কোন পদ্ধতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তর: নিউক্লিয়ার ফিসন (বিভাজন) পদ্ধতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়।
42. পশ্চিমবঙ্গের একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম করো?
উত্তর: ফারাক্কা কয়লাভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র।
43. পশ্চিমবঙ্গের একটি প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম করো?
উত্তর: হলদিয়া হয় একটি প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র।
44. দূষণহীন চিরাচরিত শক্তির একটি উৎসের নাম করো?
উত্তর: জলবিদ্যুৎ হয় একটি দূষণহীন চিরাচরিত শক্তি।
45. ভারতের সর্বাধিক বায়ুশক্তি কোন রাজ্য উৎপাদিত হয়?
উত্তর: ভারতের সর্বাধিক বায়ুশক্তি তামিলনাড়ুতে উৎপাদিত হয়।
46. বিশ্বে প্রথম জোয়ারভাটা শক্তিকেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর: ফ্রান্সের রাঁশ নদীর খাঁড়িতে বিশ্বে প্রথম জোয়ারভাটা শক্তিকেন্দ্রটি স্থাপিত হয়েছিল।
47. বিশ্বের সর্বাধিক জৈব গ্যাসের ব্যবহার কোথায় হয়?
উত্তর: ভারতে বিশ্বের সর্বাধিক জৈব গ্যাসের ব্যবহার হয়।
48. বিশ্বের বৃহত্তম ভূতাপীয় শক্তি কেন্দ্রটির নাম কি?
উত্তর: আইসল্যান্ডের হেলিসেইডি বিশ্বের বৃহত্তম ভূতাপীয় শক্তি কেন্দ্র।
49. বিশ্বের প্রথম পরমাণু দুর্ঘটনাগ্রস্ত শক্তিকেন্দ্র কোনটি?
উত্তর: কানাডার চকরিভার হয় বিশ্বের প্রথম পরমাণু দুর্ঘটনাগ্রস্ত শক্তিকেন্দ্র।
50. বিশ্বের প্রথম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি কোন দেশে গড়ে উঠেছে?
উত্তর: বিশ্বের প্রথম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্রটি ডেনমার্কে গড়ে উঠেছে।
51. কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে?
উত্তর: জার্মানিতে সবচেয়ে বেশি সংখ্যায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।
52. ভারতের সর্বাধিক জোয়ারভাটা শক্তি কোন রাজ্য উৎপাদিত হয়?
উত্তর: ভারতের সর্বাধিক জোয়ারভাটা শক্তি গুজরাটে উৎপাদিত হয়।
53. ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর: মহারাষ্ট্রের তারাপুর হয় ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
54. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
উত্তর: মহারাষ্ট্রের তারাপুর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
55. কোন দেশের সর্বাধিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়।
56. সৌরশক্তি উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে?
উত্তর: সৌরশক্তি উৎপাদনে জার্মানি বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
57. সৌরশক্তি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য?
উত্তর: গুজরাট সৌরশক্তি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে।