খনিজ সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
Mineral Resource SAQ |
1. 'তরল সোনা' কাকে বলে?
উত্তর: খনিজ তেলকে 'তরল সোনা' বলা হয়।
2. ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি?
উত্তর: রানীগঞ্জ হয় ভারতের প্রাচীনতম কয়লাখনি।
3. ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি কোথায় অবস্থিত?
উত্তর: ছত্রিশগড়ের বাইলাডিলাতে ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি অবস্থিত।
4. ‘কালো সোনা’ কাকে বলা হয়?
উত্তর: অপরিশোধিত খনিজ তেলকে ‘কালো সোনা ‘বলা হয়।
5. ন্যাপথা কি থেকে পাওয়া যায়?
উত্তর: খনিজ তেলের উপজাত দ্রব্য হল ন্যাপথা।
6. কয়লার প্রধান উপাদান কি?
উত্তর: কার্বন হল কয়লার প্রধান উপাদান।
7. ভারতে অধিকাংশ কয়লা কোন ভূতাত্ত্বিক যুগের?
উত্তর: ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের।
8. কোন ক্ষেত্রে কয়লার ব্যবহার সর্বাধিক?
উত্তর: তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার সর্বাধিক।
9. পৃথিবীর সর্বাধিক ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ কোনটি?
উত্তর: কাজাকস্তান হলো পৃথিবীর সর্বাধিক ইউরোনিয়াম সমৃদ্ধ দেশ।
10. পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভে তৈলখনি কোনটি?
উত্তর: সাফানিয়া বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে তৈলখনি।
11. ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম কি?
উত্তর: মধ্যপ্রদেশের বালাঘাট ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি।
12. ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাটের জামনগর এ ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি অবস্থিত।
13. তামার সঙ্গে টিন মিশিয়ে কোন ধাতু উৎপন্ন হয়?
উত্তর: তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু উৎপন্ন হয়।
14. অভ্রের সবচেয়ে বেশি কোন শিল্পে ব্যবহার হয়?
উত্তর: বৈদ্যুতিক শিল্পে অভ্রের ব্যবহার সবচেয়ে বেশি।
15. দামোদর উপত্যকার কয়লা কোন যুগের?
উত্তর: দামোদর উপত্যকায় গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়।
16. বিমান চালাতে কি ব্যবহৃত হয়?
উত্তর: খনিজ তেলের উপজাত দ্রব্য গ্যাসোলিন বিমান চালাতে ব্যবহৃত হয়।
17. অগ্নি নির্বাপনের কাজে কোন খনিজ ব্যবহার করা হয়?
উত্তর: অগ্নি নির্বাপনের জন্য অভ্র ব্যবহার করা হয়।
18. কোন খনিজকে জৈব শিলা বলে?
উত্তর: কয়লাকে জৈব শিলা বলা হয়।
19. কয়লা সৃষ্টির শেষ পর্যায়ে কি গঠিত হয়?
উত্তর: কয়লা সৃষ্টির শেষ পর্যায়ে গ্রাফাইট গঠিত হয়।
20. কোক কয়লা কোন শিল্পে ব্যবহৃত হয়?
উত্তর: কোক কয়লা লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়।
21. শিল্প সভ্যতার ভিত কাকে বলা হয়?
উত্তর: কয়লাকে শিল্প-সভ্যতার ভিত হয়।
22. পৃথিবীর বৃহত্তম তামার খনির নাম কি?
উত্তর: চুকুইকামাটা হয় বিশ্বের বৃহত্তম তামার খনি।
23. থোরিয়ামের আকরিক মোনাজাইট বালুকা বিশ্বের কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: ভারতের মালাবার উপকূলে সবচেয়ে বেশি থোরিয়ামের আকরিক মোনাজাইট পাওয়া যায়।
24. ভারতের দুটি খনিজ তেল উত্তোলনকারী সংস্থার নাম লেখো?
উত্তর: ONGC, OIL ও RIL হয় ভারতের খনিজ তেল উত্তোলনকারী সংস্থা।
25. প্রথম খনিজ তেল কে আবিষ্কার করেন?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যামুয়েল এম কিয়ের 1848 সালে পেনসিলভেনিয়া প্রদেশের অ্যানিঘেনি নদীর তীরে প্রথম খনিজ তেল আবিষ্কার করেন।
26. মোম কোন খনিজের উপজাত দ্রব্য?
উত্তর: মোম হয় খনিজ তেলের খনিজের উপজাত দ্রব্য।
27. কলকারখানায় যন্ত্রপাতি সচল রাখতে কী ব্যবহৃত হয়?
উত্তর: কলকারখানায় যন্ত্রপাতি সচল রাখতে লুব্রিকেটিং অয়েল ব্যবহৃত হয়। যেমন- গ্রিজ।
28. খনিজ তেল উত্তোলন দেশগুলি কোন সংস্থা গঠন করেছে?
উত্তর: খনিজ তেল উত্তোলন দেশগুলি OPEC নামক সংস্থা গঠন করেছে।
29. OPEC - এর পুরো কথাটি কি?
উত্তর: Organisation of Petroleum Exporting Countries
30. OPEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: OPEC - এর সদরদপ্তর অস্ট্রেলিয়ার ভিয়েনাতে অবস্থিত।
31. ONGC - এর পুরো কথাটি কি?
উত্তর: Oil and Natural Gas Corporation
32. ONGC - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে ONGC - এর সদর দপ্তর অবস্থিত।
33. ভারতের সর্বাধিক কয়লা কোন অঞ্চল থেকে উত্তোলন করা হয়?
উত্তর: ভারতের প্রায় 70 শতাংশ কয়লা দামোদর উপত্যকা থেকে উত্তোলিত হয়।
34. লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ কি কারণে ব্যবহৃত হয়?
উত্তর: লোহার মধ্যে থাকা অপ বায়ু বা গ্যাসকে অপসারিত করতে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়।
35. তামার রপ্তানিতে প্রথম দেশ কোনটি?
উত্তর: জাম্বিয়া হল তামা রপ্তানিতে বিশ্বে প্রথম।
36. তামার সঙ্গে কোন ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয়?
উত্তর: তামার সঙ্গে দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়।
37. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনির নাম কি?
উত্তর: মেসাবি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি।
38. আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক লোহা কোন অঞ্চলে পাওয়া যায়?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 80% লোহা বৃহৎ হ্রদ অঞ্চল থেকে পাওয়া যায়।।
39. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর অভ্রের আকরিক এর নাম কি?
উত্তর: মাসকোভাইট হয় সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর অভ্রের আকরিক।
40. দক্ষিণ গোলার্ধের সর্বাধিক আকরিক লোহা উত্তোলক দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ায় সর্বাধিক আকরিক লোহা উত্তোলিত হয়।
41. কালো রঙের আকরিক লোহা কোনটি?
উত্তর: কালো রঙের আকরিক লোহা ম্যাগনেটাইট।
42. প্রাকৃতিক চুম্বক কাকে বলে?
উত্তর: ম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক বলে।
43. বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভান্ডার কোনটি?
উত্তর: ব্রাজিলের কারজাস হল বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভান্ডার।
44. পৃথিবীর বৃহত্তম তামার খনিটি কোন দেশে অবস্থিত?
উত্তর: পৃথিবীর বৃহত্তম তামার খনিটি চিলিতে অবস্থিত।
45. ব্রনাইট আকরিকটি কোন খনিজের?
উত্তর: ব্রনাইট আকরিকটি হল ম্যাঙ্গানিজের।
46. ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়?
উত্তর: ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় ঝাড়খণ্ডের যদুগোরা অঞ্চলে।
47. লৌহ সংকর ধাতব খনিজ গুলি কি কি?
উত্তর: ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ ও টাংস্টেন লৌহ সংকর ধাতুর খনিজ।
48. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি?
উত্তর: ট্রম্বে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার।
49. খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব হয় খনিজ তেল উত্তোলনে প্রথম।
50. সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা কোনটি?
উত্তর: পিট হয় সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা।
51. ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি?
উত্তর: ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি।
52. ভারতের কোন রাজ্য কয়লা উৎপাদনে প্রথম?
উত্তর: ছত্রিশগড় কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
53. ভারতের সবচেয়ে বেশি কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়?
উত্তর: ভারতের সবচেয়ে বেশি বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়।
54. কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
উত্তর: কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে চিন।
55. আলকাতরা কি থেকে পাওয়া যায়?
উত্তর: কয়লার উপজাত দ্রব্য হল আলকাতরা।
56. চ্যালকোপাইরাইট কি?
উত্তর: চ্যালকোপাইরাইট হল তামার একটি আকরিক।
57. বর্তমানে OPEC - এর সদস্য দেশের সংখ্যা কত?
উত্তর: বর্তমানে OPEC - এর সদস্য দেশের সংখ্যা হল 13।
58. পৃথিবীতে আকরিক লোহা উৎপাদনে প্রথম কোন দেশ?
উত্তর: চিন পৃথিবীতে আকরিক লোহা উত্তোলনে শীর্ষস্থানে রয়েছে।
59. আকরিক লোহা উত্তোলনে ভারতে প্রথম কোন রাজ্য?
উত্তর: উড়িষ্যা আকরিক লোহা উৎপাদনে প্রথম।
60. চিনের বৃহত্তম লৌহ খনি কোনটি?
উত্তর: আনসান হয় চিনের বৃহত্তম লৌহ খনি।
61. ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি?
উত্তর: বোম্বে হাই হল ভারতের বৃহত্তম তৈল।
62. জনপ্রতি খনিজ তেল উত্তোলনে কোন দেশ পৃথিবীতে প্রথম?
উত্তর: জনপ্রতি খনিজ তেল উত্তোলনে কুয়েত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।
63. প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান কোনটি?
উত্তর: মিথেন হল প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান।
64. ভারতের উত্তোলিত কয়লার কত শতাংশ গন্ডোয়ানা যুগের?
উত্তর: ভারতে উৎপাদিত কয়লার 90% গন্ডোয়ানা যুগের।
65. ভারতে লিগনাইট কয়লা কোন ভূতাত্ত্বিক যুগের সৃষ্টি হয়েছে?
উত্তর: টার্সিয়ারি ভূতাত্ত্বিক যুগে ভারতে লিগনাইট কয়লা সৃষ্টি হয়েছে।
66. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটির নাম কি?
উত্তর: তামিলনাড়ুর নেভেলি হল ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি।
67. বিশ্বের কোন দেশে সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করে?
উত্তর: ব্রাজিল সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করে।
68. ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি?
উত্তর: ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি।
69. বিশ্বের বৃহত্তম স্থলভাগের তৈল খনির নাম কি?
উত্তর: ঘাওয়ার বিশ্বের বৃহত্তম স্থলভাগের তৈল খনি।
70. বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি?
উত্তর: আবাদান হল বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার।
2. ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি?
উত্তর: রানীগঞ্জ হয় ভারতের প্রাচীনতম কয়লাখনি।
3. ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি কোথায় অবস্থিত?
উত্তর: ছত্রিশগড়ের বাইলাডিলাতে ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি অবস্থিত।
4. ‘কালো সোনা’ কাকে বলা হয়?
উত্তর: অপরিশোধিত খনিজ তেলকে ‘কালো সোনা ‘বলা হয়।
5. ন্যাপথা কি থেকে পাওয়া যায়?
উত্তর: খনিজ তেলের উপজাত দ্রব্য হল ন্যাপথা।
6. কয়লার প্রধান উপাদান কি?
উত্তর: কার্বন হল কয়লার প্রধান উপাদান।
7. ভারতে অধিকাংশ কয়লা কোন ভূতাত্ত্বিক যুগের?
উত্তর: ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের।
8. কোন ক্ষেত্রে কয়লার ব্যবহার সর্বাধিক?
উত্তর: তাপবিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার সর্বাধিক।
9. পৃথিবীর সর্বাধিক ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ কোনটি?
উত্তর: কাজাকস্তান হলো পৃথিবীর সর্বাধিক ইউরোনিয়াম সমৃদ্ধ দেশ।
10. পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভে তৈলখনি কোনটি?
উত্তর: সাফানিয়া বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে তৈলখনি।
11. ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম কি?
উত্তর: মধ্যপ্রদেশের বালাঘাট ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি।
12. ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাটের জামনগর এ ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি অবস্থিত।
13. তামার সঙ্গে টিন মিশিয়ে কোন ধাতু উৎপন্ন হয়?
উত্তর: তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু উৎপন্ন হয়।
14. অভ্রের সবচেয়ে বেশি কোন শিল্পে ব্যবহার হয়?
উত্তর: বৈদ্যুতিক শিল্পে অভ্রের ব্যবহার সবচেয়ে বেশি।
15. দামোদর উপত্যকার কয়লা কোন যুগের?
উত্তর: দামোদর উপত্যকায় গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়।
16. বিমান চালাতে কি ব্যবহৃত হয়?
উত্তর: খনিজ তেলের উপজাত দ্রব্য গ্যাসোলিন বিমান চালাতে ব্যবহৃত হয়।
17. অগ্নি নির্বাপনের কাজে কোন খনিজ ব্যবহার করা হয়?
উত্তর: অগ্নি নির্বাপনের জন্য অভ্র ব্যবহার করা হয়।
18. কোন খনিজকে জৈব শিলা বলে?
উত্তর: কয়লাকে জৈব শিলা বলা হয়।
19. কয়লা সৃষ্টির শেষ পর্যায়ে কি গঠিত হয়?
উত্তর: কয়লা সৃষ্টির শেষ পর্যায়ে গ্রাফাইট গঠিত হয়।
20. কোক কয়লা কোন শিল্পে ব্যবহৃত হয়?
উত্তর: কোক কয়লা লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়।
21. শিল্প সভ্যতার ভিত কাকে বলা হয়?
উত্তর: কয়লাকে শিল্প-সভ্যতার ভিত হয়।
22. পৃথিবীর বৃহত্তম তামার খনির নাম কি?
উত্তর: চুকুইকামাটা হয় বিশ্বের বৃহত্তম তামার খনি।
23. থোরিয়ামের আকরিক মোনাজাইট বালুকা বিশ্বের কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: ভারতের মালাবার উপকূলে সবচেয়ে বেশি থোরিয়ামের আকরিক মোনাজাইট পাওয়া যায়।
24. ভারতের দুটি খনিজ তেল উত্তোলনকারী সংস্থার নাম লেখো?
উত্তর: ONGC, OIL ও RIL হয় ভারতের খনিজ তেল উত্তোলনকারী সংস্থা।
25. প্রথম খনিজ তেল কে আবিষ্কার করেন?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যামুয়েল এম কিয়ের 1848 সালে পেনসিলভেনিয়া প্রদেশের অ্যানিঘেনি নদীর তীরে প্রথম খনিজ তেল আবিষ্কার করেন।
26. মোম কোন খনিজের উপজাত দ্রব্য?
উত্তর: মোম হয় খনিজ তেলের খনিজের উপজাত দ্রব্য।
27. কলকারখানায় যন্ত্রপাতি সচল রাখতে কী ব্যবহৃত হয়?
উত্তর: কলকারখানায় যন্ত্রপাতি সচল রাখতে লুব্রিকেটিং অয়েল ব্যবহৃত হয়। যেমন- গ্রিজ।
28. খনিজ তেল উত্তোলন দেশগুলি কোন সংস্থা গঠন করেছে?
উত্তর: খনিজ তেল উত্তোলন দেশগুলি OPEC নামক সংস্থা গঠন করেছে।
29. OPEC - এর পুরো কথাটি কি?
উত্তর: Organisation of Petroleum Exporting Countries
30. OPEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
31. ONGC - এর পুরো কথাটি কি?
উত্তর: Oil and Natural Gas Corporation
32. ONGC - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে ONGC - এর সদর দপ্তর অবস্থিত।
33. ভারতের সর্বাধিক কয়লা কোন অঞ্চল থেকে উত্তোলন করা হয়?
উত্তর: ভারতের প্রায় 70 শতাংশ কয়লা দামোদর উপত্যকা থেকে উত্তোলিত হয়।
34. লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ কি কারণে ব্যবহৃত হয়?
উত্তর: লোহার মধ্যে থাকা অপ বায়ু বা গ্যাসকে অপসারিত করতে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়।
35. তামার রপ্তানিতে প্রথম দেশ কোনটি?
উত্তর: জাম্বিয়া হল তামা রপ্তানিতে বিশ্বে প্রথম।
36. তামার সঙ্গে কোন ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয়?
উত্তর: তামার সঙ্গে দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়।
37. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনির নাম কি?
উত্তর: মেসাবি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি।
38. আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক লোহা কোন অঞ্চলে পাওয়া যায়?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 80% লোহা বৃহৎ হ্রদ অঞ্চল থেকে পাওয়া যায়।।
39. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর অভ্রের আকরিক এর নাম কি?
উত্তর: মাসকোভাইট হয় সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর অভ্রের আকরিক।
40. দক্ষিণ গোলার্ধের সর্বাধিক আকরিক লোহা উত্তোলক দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ায় সর্বাধিক আকরিক লোহা উত্তোলিত হয়।
41. কালো রঙের আকরিক লোহা কোনটি?
উত্তর: কালো রঙের আকরিক লোহা ম্যাগনেটাইট।
42. প্রাকৃতিক চুম্বক কাকে বলে?
উত্তর: ম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক বলে।
43. বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভান্ডার কোনটি?
উত্তর: ব্রাজিলের কারজাস হল বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভান্ডার।
44. পৃথিবীর বৃহত্তম তামার খনিটি কোন দেশে অবস্থিত?
উত্তর: পৃথিবীর বৃহত্তম তামার খনিটি চিলিতে অবস্থিত।
45. ব্রনাইট আকরিকটি কোন খনিজের?
উত্তর: ব্রনাইট আকরিকটি হল ম্যাঙ্গানিজের।
46. ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়?
উত্তর: ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় ঝাড়খণ্ডের যদুগোরা অঞ্চলে।
47. লৌহ সংকর ধাতব খনিজ গুলি কি কি?
উত্তর: ক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ ও টাংস্টেন লৌহ সংকর ধাতুর খনিজ।
48. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি?
উত্তর: ট্রম্বে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার।
49. খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
উত্তর: সৌদি আরব হয় খনিজ তেল উত্তোলনে প্রথম।
50. সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা কোনটি?
উত্তর: পিট হয় সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা।
51. ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি?
উত্তর: ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি।
52. ভারতের কোন রাজ্য কয়লা উৎপাদনে প্রথম?
উত্তর: ছত্রিশগড় কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
53. ভারতের সবচেয়ে বেশি কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়?
উত্তর: ভারতের সবচেয়ে বেশি বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়।
54. কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
উত্তর: কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে চিন।
55. আলকাতরা কি থেকে পাওয়া যায়?
উত্তর: কয়লার উপজাত দ্রব্য হল আলকাতরা।
56. চ্যালকোপাইরাইট কি?
উত্তর: চ্যালকোপাইরাইট হল তামার একটি আকরিক।
57. বর্তমানে OPEC - এর সদস্য দেশের সংখ্যা কত?
উত্তর: বর্তমানে OPEC - এর সদস্য দেশের সংখ্যা হল 13।
58. পৃথিবীতে আকরিক লোহা উৎপাদনে প্রথম কোন দেশ?
উত্তর: চিন পৃথিবীতে আকরিক লোহা উত্তোলনে শীর্ষস্থানে রয়েছে।
59. আকরিক লোহা উত্তোলনে ভারতে প্রথম কোন রাজ্য?
উত্তর: উড়িষ্যা আকরিক লোহা উৎপাদনে প্রথম।
60. চিনের বৃহত্তম লৌহ খনি কোনটি?
উত্তর: আনসান হয় চিনের বৃহত্তম লৌহ খনি।
61. ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি?
উত্তর: বোম্বে হাই হল ভারতের বৃহত্তম তৈল।
62. জনপ্রতি খনিজ তেল উত্তোলনে কোন দেশ পৃথিবীতে প্রথম?
উত্তর: জনপ্রতি খনিজ তেল উত্তোলনে কুয়েত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।
63. প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান কোনটি?
উত্তর: মিথেন হল প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান।
64. ভারতের উত্তোলিত কয়লার কত শতাংশ গন্ডোয়ানা যুগের?
উত্তর: ভারতে উৎপাদিত কয়লার 90% গন্ডোয়ানা যুগের।
65. ভারতে লিগনাইট কয়লা কোন ভূতাত্ত্বিক যুগের সৃষ্টি হয়েছে?
উত্তর: টার্সিয়ারি ভূতাত্ত্বিক যুগে ভারতে লিগনাইট কয়লা সৃষ্টি হয়েছে।
66. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটির নাম কি?
উত্তর: তামিলনাড়ুর নেভেলি হল ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি।
67. বিশ্বের কোন দেশে সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করে?
উত্তর: ব্রাজিল সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করে।
68. ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি?
উত্তর: ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি।
69. বিশ্বের বৃহত্তম স্থলভাগের তৈল খনির নাম কি?
উত্তর: ঘাওয়ার বিশ্বের বৃহত্তম স্থলভাগের তৈল খনি।
70. বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি?
উত্তর: আবাদান হল বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার।