খনিজ সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

খনিজ সম্পদ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ),  Mineral Resource SAQ

Mineral Resource SAQ
 
1. 'তরল সোনা' কাকে বলে?
উত্তরখনিজ তেলকে 'তরল সোনা' বলা হয়
 
2. ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি?
উত্তররানীগঞ্জ হয় ভারতের প্রাচীনতম কয়লাখনি
 
3. ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি কোথায় অবস্থিত?
উত্তরছত্রিশগড়ের বাইলাডিলাতে ভারতের বৃহত্তম লৌহ আকরিক খনি অবস্থিত
 
4. ‘কালো সোনাকাকে বলা হয়?
উত্তরঅপরিশোধিত খনিজ তেলকে কালো সোনা বলা হয়
 
5. ন্যাপথা কি থেকে পাওয়া যায়?
উত্তরখনিজ তেলের উপজাত দ্রব্য হল ন্যাপথা
 
6. কয়লার প্রধান উপাদান কি?
উত্তরকার্বন হল কয়লার প্রধান উপাদান
 
7. ভারতে অধিকাংশ কয়লা কোন ভূতাত্ত্বিক যুগের?
উত্তরভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা যুগের
 
8. কোন ক্ষেত্রে কয়লার ব্যবহার সর্বাধিক?
উত্তরতাপবিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার সর্বাধিক
 
9. পৃথিবীর সর্বাধিক ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ কোনটি?
উত্তরকাজাকস্তান হলো পৃথিবীর সর্বাধিক ইউরোনিয়াম সমৃদ্ধ দেশ
 
10. পৃথিবীর বৃহত্তম সমুদ্রগর্ভে তৈলখনি কোনটি?
উত্তরসাফানিয়া বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে তৈলখনি
 
11. ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনির নাম কি?
উত্তরমধ্যপ্রদেশের বালাঘাট ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ খনি
 
12. ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?
উত্তরগুজরাটের জামনগর ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি অবস্থিত
 
13. তামার সঙ্গে টিন মিশিয়ে কোন ধাতু উৎপন্ন হয়?
উত্তরতামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু উৎপন্ন হয়
 
14. অভ্রের সবচেয়ে বেশি কোন শিল্পে ব্যবহার হয়?
উত্তরবৈদ্যুতিক শিল্পে অভ্রের ব্যবহার সবচেয়ে বেশি
 
15. দামোদর উপত্যকার কয়লা কোন যুগের?
উত্তরদামোদর উপত্যকায় গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়
 
16. বিমান চালাতে কি ব্যবহৃত হয়?
উত্তরখনিজ তেলের উপজাত দ্রব্য গ্যাসোলিন বিমান চালাতে ব্যবহৃত হয়
 
17. অগ্নি নির্বাপনের কাজে কোন খনিজ ব্যবহার করা হয়?
উত্তরঅগ্নি নির্বাপনের জন্য অভ্র ব্যবহার করা হয়
 
18. কোন খনিজকে জৈব শিলা বলে?
উত্তরকয়লাকে জৈব শিলা বলা হয়
 
19. কয়লা সৃষ্টির শেষ পর্যায়ে কি গঠিত হয়?
উত্তরকয়লা সৃষ্টির শেষ পর্যায়ে গ্রাফাইট গঠিত হয়
 
20. কোক কয়লা কোন শিল্পে ব্যবহৃত হয়?
উত্তরকোক কয়লা লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়
 
21. শিল্প সভ্যতার ভিত কাকে বলা হয়?
উত্তরকয়লাকে শিল্প-সভ্যতার ভিত হয়
 
22. পৃথিবীর বৃহত্তম তামার খনির নাম কি?
উত্তরচুকুইকামাটা হয় বিশ্বের বৃহত্তম তামার খনি
 
23. থোরিয়ামের আকরিক মোনাজাইট বালুকা বিশ্বের কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তরভারতের মালাবার উপকূলে সবচেয়ে বেশি থোরিয়ামের আকরিক মোনাজাইট পাওয়া যায়
 
24. ভারতের দুটি খনিজ তেল উত্তোলনকারী সংস্থার নাম লেখো?
উত্তরONGC, OIL RIL হয় ভারতের খনিজ তেল উত্তোলনকারী সংস্থা
 
25. প্রথম খনিজ তেল কে আবিষ্কার করেন?
উত্তরআমেরিকা যুক্তরাষ্ট্রের স্যামুয়েল এম কিয়ের 1848 সালে পেনসিলভেনিয়া প্রদেশের অ্যানিঘেনি নদীর তীরে প্রথম খনিজ তেল আবিষ্কার করেন
 
26. মোম কোন খনিজের উপজাত দ্রব্য?
উত্তরমোম হয় খনিজ তেলের খনিজের উপজাত দ্রব্য
 
27. কলকারখানায় যন্ত্রপাতি সচল রাখতে কী ব্যবহৃত হয়?
উত্তরকলকারখানায় যন্ত্রপাতি সচল রাখতে লুব্রিকেটিং অয়েল ব্যবহৃত হয়। যেমন- গ্রিজ
 
28. খনিজ তেল উত্তোলন দেশগুলি কোন সংস্থা গঠন করেছে?
উত্তরখনিজ তেল উত্তোলন দেশগুলি OPEC নামক সংস্থা গঠন করেছে
 
29. OPEC - এর পুরো কথাটি কি?
উত্তরOrganisation of Petroleum Exporting Countries
 
30. OPEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরOPEC - এর সদরদপ্তর অস্ট্রেলিয়ার ভিয়েনাতে অবস্থিত
 
31. ONGC - এর পুরো কথাটি কি?
উত্তরOil and Natural Gas Corporation
 
32. ONGC - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরউত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে ONGC - এর সদর দপ্তর অবস্থিত
 
33. ভারতের সর্বাধিক কয়লা কোন অঞ্চল থেকে উত্তোলন করা হয়?
উত্তরভারতের প্রায় 70 শতাংশ কয়লা দামোদর উপত্যকা থেকে উত্তোলিত হয়
 
34. লৌহ ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ কি কারণে ব্যবহৃত হয়?
উত্তরলোহার মধ্যে থাকা অপ বায়ু বা গ্যাসকে অপসারিত করতে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়
 
35. তামার রপ্তানিতে প্রথম দেশ কোনটি?
উত্তরজাম্বিয়া হল তামা রপ্তানিতে বিশ্বে প্রথম
 
36. তামার সঙ্গে কোন ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয়?
উত্তরতামার সঙ্গে দস্তা মিশিয়ে পিতল তৈরি করা হয়
 
37. আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনির নাম কি?
উত্তরমেসাবি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ খনি
 
38. আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক লোহা কোন অঞ্চলে পাওয়া যায়?
উত্তরআমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 80% লোহা বৃহৎ হ্রদ অঞ্চল থেকে পাওয়া যায়।।
 
39. সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর অভ্রের আকরিক এর নাম কি?
উত্তরমাসকোভাইট হয় সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর অভ্রের আকরিক
 
40. দক্ষিণ গোলার্ধের সর্বাধিক আকরিক লোহা উত্তোলক দেশ কোনটি?
উত্তরদক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ায় সর্বাধিক আকরিক লোহা উত্তোলিত হয়
 
41. কালো রঙের আকরিক লোহা কোনটি?
উত্তরকালো রঙের আকরিক লোহা ম্যাগনেটাইট
 
42. প্রাকৃতিক চুম্বক কাকে বলে?
উত্তরম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক বলে
 
43. বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভান্ডার কোনটি?
উত্তরব্রাজিলের কারজাস হল বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভান্ডার
 
44. পৃথিবীর বৃহত্তম তামার খনিটি কোন দেশে অবস্থিত?
উত্তরপৃথিবীর বৃহত্তম তামার খনিটি চিলিতে অবস্থিত
 
45. ব্রনাইট আকরিকটি কোন খনিজের?
উত্তরব্রনাইট আকরিকটি হল ম্যাঙ্গানিজের
 
46. ভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়?
উত্তরভারতের সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় ঝাড়খণ্ডের যদুগোরা অঞ্চলে
 
47. লৌহ সংকর ধাতব খনিজ গুলি কি কি?
উত্তরক্রোমিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ টাংস্টেন লৌহ সংকর ধাতুর খনিজ
 
48. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি?
উত্তরট্রম্বে ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার
 
49. খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি?
উত্তরসৌদি আরব হয় খনিজ তেল উত্তোলনে প্রথম
 
50. সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা কোনটি?
উত্তরপিট হয় সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা
 
51. ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি?
উত্তরঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি
 
52. ভারতের কোন রাজ্য কয়লা উৎপাদনে প্রথম?
উত্তর: ছত্রিশগড় কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে
 
53. ভারতের সবচেয়ে বেশি কোন শ্রেণীর কয়লা পাওয়া যায়?
উত্তরভারতের সবচেয়ে বেশি বিটুমিনাস শ্রেণীর কয়লা পাওয়া যায়
 
54. কয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে কোন দেশ?
উত্তরকয়লা উত্তোলনে বিশ্বের প্রথম স্থান অধিকার করে চিন
 
55. আলকাতরা কি থেকে পাওয়া যায়?
উত্তরকয়লার উপজাত দ্রব্য হল আলকাতরা
 
56. ্যালকোপাইরাইট কি?
উত্তর্যালকোপাইরাইট হল তামার একটি আকরিক
 
57. বর্তমানে OPEC - এর সদস্য দেশের সংখ্যা কত?
উত্তরবর্তমানে OPEC - এর সদস্য দেশের সংখ্যা হল 13
 
58. পৃথিবীতে আকরিক লোহা উৎপাদনে প্রথম কোন দেশ?
উত্তরচিন পৃথিবীতে আকরিক লোহা উত্তোলনে শীর্ষস্থানে রয়েছে
 
59. আকরিক লোহা উত্তোলনে ভারতে প্রথম কোন রাজ্য?
উত্তরউড়িষ্যা আকরিক লোহা উৎপাদনে প্রথম
 
60. চিনের বৃহত্তম লৌহ খনি কোনটি?
উত্তরআনসান হয় চিনের বৃহত্তম লৌহ খনি
 
61. ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি?
উত্তরবোম্বে হাই হল ভারতের বৃহত্তম তৈল
 
62. জনপ্রতি খনিজ তেল উত্তোলনে কোন দেশ পৃথিবীতে প্রথম?
উত্তরজনপ্রতি খনিজ তেল উত্তোলনে কুয়েত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে
 
63. প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান কোনটি?
উত্তরমিথেন হল প্রাকৃতিক গ্যাসের মূল রাসায়নিক উপাদান
 
64. ভারতের উত্তোলিত কয়লার কত শতাংশ গন্ডোয়ানা যুগের?
উত্তরভারতে উৎপাদিত কয়লার 90% গন্ডোয়ানা যুগের
 
65. ভারতে লিগনাইট কয়লা কোন ভূতাত্ত্বিক যুগের সৃষ্টি হয়েছে?
উত্তরটার্সিয়ারি ভূতাত্ত্বিক যুগে ভারতে লিগনাইট কয়লা সৃষ্টি হয়েছে
 
66. ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটির নাম কি?
উত্তরতামিলনাড়ুর নেভেলি হল ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি
 
67. বিশ্বের কোন দেশে সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করে?
উত্তরব্রাজিল সর্বাধিক আকরিক লোহা রপ্তানি করে
 
68. ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি?
উত্তরডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি
 
69. বিশ্বের বৃহত্তম স্থলভাগের তৈল খনির নাম কি?
উত্তরঘাওয়ার বিশ্বের বৃহত্তম স্থলভাগের তৈল খনি
 
70. বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি?
উত্তরআবাদান হল বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার

Theme images by chuwy. Powered by Blogger.
close