পৃথিবীর গতিসমূহ: আবর্তন ও পরিক্রমণ গতি
1. পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি?
উত্তর: আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি।
2. কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে?
উত্তর: কোপারনিকাস প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে।
3. পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: পৃথিবীর একবার আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 1 দিন সময় লাগে।
4. কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
উত্তর: নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি।
5. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত?
উত্তর: নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1674 কিমি/ঘন্টা।
6. কোথায় পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য?
উত্তর: উত্তর ও দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য।
7. পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন?
উত্তর: স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম বলেন।
8. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত?
উত্তর: কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ 1536 কিমি/ঘন্টা।
9. পৃথিবী কোন দিকে আবর্তন করছে?
উত্তর: পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে।
10. আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর: গ্যালিলিয়ো গ্যালিলিকে আধুনিক জ্যোতির্বিদ্যার জনক বলা হয়।
11. শুক্র গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: শুক্র গ্রহের একবার আবর্তন করতে 243 দিন সময় লাগে।
12. বৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: বৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে সময় লাগে 9 ঘণ্টা 50 মিনিট (সর্বনিম্ন আবর্তন সময়)।
13. পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়?
উত্তর: পৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়।
14. কোরিওলিস বলের অপর নাম কি?
উত্তর: কোরিওলিস বলের অপর নাম দিক বিক্ষেপকারী বল।
15. কোরিওলিস বলের মান সবচেয়ে কম কোন অঞ্চলে?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে কম।
16. কোন অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি।
17. ছায়াবৃত্ত কি?
উত্তর: দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলা হয়।
18. কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না?
উত্তর: মধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না।
19. পৃথিবীর কোন গতির জন্য দিনরাত্রি হয়?
উত্তর: পৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি হয়।
20. বায়ু ও সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটে কোন বলের জন্য?
উত্তর: বায়ু ও সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটে কোরিওলিস বলের জন্য।
21. কোন দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে?
উত্তর: শুক্র ও ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
22. সৌর দিন ও নক্ষত্র দিনের সময়ের পার্থক্য কত?
উত্তর: সৌর দিন ও নক্ষত্র দিনের সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড।
23. কোন গ্রহের আবর্তনে সর্বাধিক সময় লাগে?
উত্তর: শুক্রের আবর্তনে সর্বাধিক সময় লাগে (243 দিন)।
24. দিনের কোন সময় ক্ষুদ্রতম ছায়া হয়?
উত্তর: দুপুর 12 টা বা মধ্যাহ্নে দিনের ক্ষুদ্রতম ছায়া হয়।
25. নিশীথ কথার অর্থ কি?
উত্তর: নিশীথ কথার অর্থ মধ্যরাত।
26. নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
উত্তর: নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে নিশিথ সূর্যের দেশ বলা হয়।
27. পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে?
উত্তর: পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 661/2° কোণে হেলে অবস্থান করে।
28. কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তর: জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
29. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়?
উত্তর: অরুণাচল প্রদেশে ভারতের সর্বপ্রথম সূর্যোদয় হয়।
30. ভারতের কোন রাজ্যে শেষ সূর্যাস্ত হয়?
উত্তর: গুজরাটে শেষ সূর্যাস্ত হয়।
31. কোন গ্রহের অনুভূমিক অক্ষ রয়েছে?
উত্তর: ইউরেনাসের অনুভূমিক অক্ষ রয়েছে।
32. কোন কোন গ্রহের উলম্ব অক্ষর?
উত্তর: বুধ ও বৃহস্পতি গ্রহের উলম্ব অক্ষ রয়েছে।
33. পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্তের কারণ কি?
উত্তর: আবর্তন গতির জন্য পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে।
36. কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে?
উত্তর: ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম বলেন।
37. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয়?
উত্তর: আবর্তন গতির জন্য জোয়ার ভাটা সংঘটিত হয়।
38. পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?
উত্তর: পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে 1.2 সেকেন্ড।
39. পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য কোন গতি দায়ী?
উত্তর: পৃথিবীর উপবৃত্তাকার আক্তের জন্য আবর্তন গতি দায়ী।
40. শনি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: শনি গ্রহের একবার আবর্তন করতে 10 ঘণ্টা 14 মিনিট লাগে।
পরিক্রমণ গতি (Revolution)
1. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উত্তর: সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14.96 বা প্রায় 15 কোটি কিমি।
2. পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
উত্তর: পৃথিবীর কক্ষপথের পরিধি হয় প্রায় 96 কোটি।
3. কোন দিনটিকে অপসুর বলে?
উত্তর: 4 ঠা জুলাই অপসুর।
4. কোন দিনটিকে অনুসুর বলে?
উত্তর: 3 ই জানুয়ারি অনুসুর।
5. অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত?
উত্তর: অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি।
6. অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত?
উত্তর: অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিমি।
7. মেরুজ্যোতির অপর নাম কি?
উত্তর: মেরুজ্যোতির অপর নাম অরোরা।
8. বিষুব কথার অর্থ কী?
উত্তর: বিষুব কথার অর্থ সমান।
9. কোন দিনটিকে মহাবিষুব বলে?
উত্তর: 21 শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে।
10. কোন দিনটিকে জলবিষুব বলে?
উত্তর: 23 শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে।
11. কোন দিনটিকে কর্কটসংক্রান্তি বলে?
উত্তর: 22 শে জুন দিনটিকে কর্কটসংক্রান্তি বলা হয়।
12. কোন দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়?
উত্তর: 22শে ডিসেম্বর দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়।
13. কোন ঋতুতে উত্তর গোলার্ধে সূর্য বড় দেখায়?
উত্তর: শীত ঋতুতে উত্তর ভারতের সূর্য বড় দেখায়।
14. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: 21 শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
15. কোন দিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
16. সূর্যের উত্তরায়নের শেষ সীমা কোনটি?
উত্তর: সূর্যের উত্তরায়নের শেষ সীমা হয় কর্কটক্রান্তি রেখা।
17. সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা কোনটি?
উত্তর: সূর্যের দক্ষিণায়ন পশ্চিমা মকর ক্রান্তি রেখা।
18. পরিক্রমণ গতির অপর নাম কি?
উত্তর: পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি।
19. পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়?
উত্তর: পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়।
20. কার সূত্রানুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে?
উত্তর: ফেরলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে।
21. পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত?
উত্তর: পৃথিবীর পরিক্রমণ গতির বেগ প্রায় 30 কিমি/সেকেন্ডে।
22. অধিবর্ষ বছরটি কয়দিন হয়?
উত্তর: অধিবর্ষ বছরটি 366 দিনে হয়।
23. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
উত্তর: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়।
24. কয় বছর অন্তর অধিবর্ষ হয়?
উত্তর: 4 বছর অন্তর অধিবর্ষ হয়।
25. সংক্রান্তি কথার অর্থ কি?
উত্তর: সংক্রান্তি কথার অর্থ শেষ।
26. কোন অঞ্চলে সারাবছর দিন রাত্রি সমান হয়?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে সারাবছর দিন রাত্রি সমান হয়।
27. মেরু অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়?
উত্তর: মেরু অঞ্চলের সূর্য তীর্যকভাবে কিরণ দেয়।
28. উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে?
উত্তর: উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ ভারতে শীতকাল হয়।
29. কোন কোন তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়।
30. পৃথিবীর গড় কৌণিক বেগ কত?
উত্তর: পৃথিবীর গড় কৌণিক বেগ 15°/ঘন্টা।
31. অরোরা বোরিওলিস কোন মেরুতে দেখা যায়?
উত্তর: অরোরা বোরিওলিস সুমেরু দেখা যায়।
32. কোন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন?
উত্তর: 21 জুন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন।
33. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন?
উত্তর: 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন।
34. কোন গ্রহের সূর্যকে পরিক্রমণ করতে সবচেয়ে কম সময় লাগে?
উত্তর: বুধ সবচেয়ে কম সময়ে সূর্যকে পরিক্রমণ করে (88 দিন)।
35. 21 জুন কোথায় 24 ঘন্টা দিন হয়?
উত্তর: 21 জুন সুমেরুতে 24 ঘন্টা দিন হয়।
36. অস্ট্রেলিয়ায় কোন সময় বড়দিন পালিত হয়?
উত্তর: গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়।
37. কোন কোন তারিখে ছায়াবৃত্ত ও অক্ষরেখা সমকোণে ছেদ করে?
উত্তর: 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে ছায়াবৃত্ত ও অক্ষরেখা সমকোণে ছেদ করে।
38. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক?
উত্তর: বুধের পরিক্রমণ বেগ সর্বাধিক, 48 কিমি/সে।
39. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বনিম্ন?
উত্তর: নেপচুনের পরিক্রমণ বেগ সর্বনিম্ন, 5 কিমি/সে।
40. কোন গ্রহের আবর্তনের তুলনায় পরিক্রমণে কম সময় লাগে?
উত্তর: শুক্রের আবর্তনের তুলনায় পরিক্রমণে কম সময় লাগে।
41. কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়?
উত্তর: 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়।
42. কোন দিন থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়?
উত্তর: 23 ডিসেম্বর থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়।
উত্তর: আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি।
2. কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে?
উত্তর: কোপারনিকাস প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে।
3. পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: পৃথিবীর একবার আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 1 দিন সময় লাগে।
4. কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
উত্তর: নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি।
5. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত?
উত্তর: নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1674 কিমি/ঘন্টা।
6. কোথায় পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য?
উত্তর: উত্তর ও দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য।
7. পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন?
উত্তর: স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম বলেন।
8. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত?
উত্তর: কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ 1536 কিমি/ঘন্টা।
9. পৃথিবী কোন দিকে আবর্তন করছে?
উত্তর: পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে।
10. আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তর: গ্যালিলিয়ো গ্যালিলিকে আধুনিক জ্যোতির্বিদ্যার জনক বলা হয়।
11. শুক্র গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: শুক্র গ্রহের একবার আবর্তন করতে 243 দিন সময় লাগে।
12. বৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: বৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে সময় লাগে 9 ঘণ্টা 50 মিনিট (সর্বনিম্ন আবর্তন সময়)।
13. পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়?
উত্তর: পৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়।
14. কোরিওলিস বলের অপর নাম কি?
উত্তর: কোরিওলিস বলের অপর নাম দিক বিক্ষেপকারী বল।
15. কোরিওলিস বলের মান সবচেয়ে কম কোন অঞ্চলে?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে কম।
16. কোন অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি।
17. ছায়াবৃত্ত কি?
উত্তর: দিন ও রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলা হয়।
18. কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না?
উত্তর: মধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না।
19. পৃথিবীর কোন গতির জন্য দিনরাত্রি হয়?
উত্তর: পৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি হয়।
20. বায়ু ও সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটে কোন বলের জন্য?
উত্তর: বায়ু ও সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটে কোরিওলিস বলের জন্য।
21. কোন দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে?
উত্তর: শুক্র ও ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
22. সৌর দিন ও নক্ষত্র দিনের সময়ের পার্থক্য কত?
উত্তর: সৌর দিন ও নক্ষত্র দিনের সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড।
23. কোন গ্রহের আবর্তনে সর্বাধিক সময় লাগে?
উত্তর: শুক্রের আবর্তনে সর্বাধিক সময় লাগে (243 দিন)।
24. দিনের কোন সময় ক্ষুদ্রতম ছায়া হয়?
উত্তর: দুপুর 12 টা বা মধ্যাহ্নে দিনের ক্ষুদ্রতম ছায়া হয়।
25. নিশীথ কথার অর্থ কি?
উত্তর: নিশীথ কথার অর্থ মধ্যরাত।
26. নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
উত্তর: নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে নিশিথ সূর্যের দেশ বলা হয়।
27. পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে?
উত্তর: পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 661/2° কোণে হেলে অবস্থান করে।
28. কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তর: জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
29. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়?
উত্তর: অরুণাচল প্রদেশে ভারতের সর্বপ্রথম সূর্যোদয় হয়।
30. ভারতের কোন রাজ্যে শেষ সূর্যাস্ত হয়?
উত্তর: গুজরাটে শেষ সূর্যাস্ত হয়।
31. কোন গ্রহের অনুভূমিক অক্ষ রয়েছে?
উত্তর: ইউরেনাসের অনুভূমিক অক্ষ রয়েছে।
32. কোন কোন গ্রহের উলম্ব অক্ষর?
উত্তর: বুধ ও বৃহস্পতি গ্রহের উলম্ব অক্ষ রয়েছে।
33. পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্তের কারণ কি?
উত্তর: আবর্তন গতির জন্য পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে।
36. কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে?
উত্তর: ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম বলেন।
37. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয়?
উত্তর: আবর্তন গতির জন্য জোয়ার ভাটা সংঘটিত হয়।
38. পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?
উত্তর: পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে 1.2 সেকেন্ড।
39. পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য কোন গতি দায়ী?
উত্তর: পৃথিবীর উপবৃত্তাকার আক্তের জন্য আবর্তন গতি দায়ী।
40. শনি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তর: শনি গ্রহের একবার আবর্তন করতে 10 ঘণ্টা 14 মিনিট লাগে।
পরিক্রমণ গতি (Revolution)
1. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?উত্তর: সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14.96 বা প্রায় 15 কোটি কিমি।
2. পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
উত্তর: পৃথিবীর কক্ষপথের পরিধি হয় প্রায় 96 কোটি।
3. কোন দিনটিকে অপসুর বলে?
উত্তর: 4 ঠা জুলাই অপসুর।
4. কোন দিনটিকে অনুসুর বলে?
উত্তর: 3 ই জানুয়ারি অনুসুর।
5. অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত?
উত্তর: অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি।
6. অনুসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত?
উত্তর: অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিমি।
7. মেরুজ্যোতির অপর নাম কি?
উত্তর: মেরুজ্যোতির অপর নাম অরোরা।
8. বিষুব কথার অর্থ কী?
উত্তর: বিষুব কথার অর্থ সমান।
9. কোন দিনটিকে মহাবিষুব বলে?
উত্তর: 21 শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে।
10. কোন দিনটিকে জলবিষুব বলে?
উত্তর: 23 শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে।
11. কোন দিনটিকে কর্কটসংক্রান্তি বলে?
উত্তর: 22 শে জুন দিনটিকে কর্কটসংক্রান্তি বলা হয়।
12. কোন দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়?
উত্তর: 22শে ডিসেম্বর দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়।
13. কোন ঋতুতে উত্তর গোলার্ধে সূর্য বড় দেখায়?
উত্তর: শীত ঋতুতে উত্তর ভারতের সূর্য বড় দেখায়।
14. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: 21 শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
15. কোন দিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
16. সূর্যের উত্তরায়নের শেষ সীমা কোনটি?
উত্তর: সূর্যের উত্তরায়নের শেষ সীমা হয় কর্কটক্রান্তি রেখা।
17. সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা কোনটি?
উত্তর: সূর্যের দক্ষিণায়ন পশ্চিমা মকর ক্রান্তি রেখা।
18. পরিক্রমণ গতির অপর নাম কি?
উত্তর: পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি।
19. পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়?
উত্তর: পৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়।
20. কার সূত্রানুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে?
উত্তর: ফেরলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে।
21. পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত?
উত্তর: পৃথিবীর পরিক্রমণ গতির বেগ প্রায় 30 কিমি/সেকেন্ডে।
22. অধিবর্ষ বছরটি কয়দিন হয়?
উত্তর: অধিবর্ষ বছরটি 366 দিনে হয়।
23. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
উত্তর: অধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়।
24. কয় বছর অন্তর অধিবর্ষ হয়?
উত্তর: 4 বছর অন্তর অধিবর্ষ হয়।
25. সংক্রান্তি কথার অর্থ কি?
উত্তর: সংক্রান্তি কথার অর্থ শেষ।
26. কোন অঞ্চলে সারাবছর দিন রাত্রি সমান হয়?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে সারাবছর দিন রাত্রি সমান হয়।
27. মেরু অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়?
উত্তর: মেরু অঞ্চলের সূর্য তীর্যকভাবে কিরণ দেয়।
28. উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে?
উত্তর: উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ ভারতে শীতকাল হয়।
29. কোন কোন তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়।
30. পৃথিবীর গড় কৌণিক বেগ কত?
উত্তর: পৃথিবীর গড় কৌণিক বেগ 15°/ঘন্টা।
31. অরোরা বোরিওলিস কোন মেরুতে দেখা যায়?
উত্তর: অরোরা বোরিওলিস সুমেরু দেখা যায়।
32. কোন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন?
উত্তর: 21 জুন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন।
33. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন?
উত্তর: 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন।
34. কোন গ্রহের সূর্যকে পরিক্রমণ করতে সবচেয়ে কম সময় লাগে?
উত্তর: বুধ সবচেয়ে কম সময়ে সূর্যকে পরিক্রমণ করে (88 দিন)।
35. 21 জুন কোথায় 24 ঘন্টা দিন হয়?
উত্তর: 21 জুন সুমেরুতে 24 ঘন্টা দিন হয়।
36. অস্ট্রেলিয়ায় কোন সময় বড়দিন পালিত হয়?
উত্তর: গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়।
37. কোন কোন তারিখে ছায়াবৃত্ত ও অক্ষরেখা সমকোণে ছেদ করে?
উত্তর: 21 মার্চ ও 23 সেপ্টেম্বর তারিখে ছায়াবৃত্ত ও অক্ষরেখা সমকোণে ছেদ করে।
38. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক?
উত্তর: বুধের পরিক্রমণ বেগ সর্বাধিক, 48 কিমি/সে।
39. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বনিম্ন?
উত্তর: নেপচুনের পরিক্রমণ বেগ সর্বনিম্ন, 5 কিমি/সে।
40. কোন গ্রহের আবর্তনের তুলনায় পরিক্রমণে কম সময় লাগে?
উত্তর: শুক্রের আবর্তনের তুলনায় পরিক্রমণে কম সময় লাগে।
41. কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়?
উত্তর: 3 জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়।
42. কোন দিন থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়?
উত্তর: 23 ডিসেম্বর থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়।