পৃথিবীর গতিসমূহ: আবর্তন ও পরিক্রমণ গতি

পৃথিবীর গতিসমূহ: আবর্তন ও পরিক্রমণ গতি, Earth: Rotation & Revolution
Earth: Rotation & Revolution

 আবর্তন  গতি (Rotation)

1. পৃথিবীর আবর্তন গতির অপর নাম কি?
উত্তরআবর্তন গতির অপর নাম আহ্নিক গতি।
 
2. কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে?
উত্তরকোপারনিকাস প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে।
 
3. পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তরপৃথিবীর একবার আবর্তন করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 1 দিন সময় লাগে।
 
4. কোথায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?
উত্তরনিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি।
 
5. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত?
উত্তরনিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1674 কিমি/ঘন্টা।
 
6. কোথায় পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য?
উত্তরউত্তর দক্ষিণ মেরুতে পৃথিবীর আবর্তন বেগ প্রায় শূন্য।
 
7. পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন?
উত্তরস্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম বলেন।
 
8. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত?
উত্তরকলকাতায় পৃথিবীর আবর্তন বেগ 1536 কিমি/ঘন্টা।
 
9. পৃথিবী কোন দিকে আবর্তন করছে?
উত্তরপৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে।
 
10. আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়?
উত্তরগ্যালিলিয়ো গ্যালিলিকে আধুনিক জ্যোতির্বিদ্যার জনক বলা হয়।
 
11. শুক্র গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তরশুক্র গ্রহের একবার আবর্তন করতে 243 দিন সময় লাগে
 
12. বৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তরবৃহস্পতি গ্রহের একবার আবর্তন করতে সময় লাগে 9 ঘণ্টা 50 মিনিট (সর্বনিম্ন আবর্তন সময়)
 
13. পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়?
উত্তরপৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বলের সৃষ্টি হয়
 
14. কোরিওলিস বলের অপর নাম কি?
উত্তরকোরিওলিস বলের অপর নাম দিক বিক্ষেপকারী বল
 
15. কোরিওলিস বলের মান সবচেয়ে কম কোন অঞ্চলে?
উত্তরনিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে কম
 
16. কোন অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি?
উত্তরমেরু অঞ্চলে কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি
 
17. ছায়াবৃত্ত কি?
উত্তরদিন রাতের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ছায়াবৃত্ত বলা হয়
 
18. কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না?
উত্তরমধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না
 
19. পৃথিবীর কোন গতির জন্য দিনরাত্রি হয়?
উত্তরপৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি হয়
 
20. বায়ু সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটে কোন বলের জন্য?
উত্তরবায়ু সমুদ্রস্রোতের বিক্ষেপ ঘটে কোরিওলিস বলের জন্য
 
21. কোন দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে?
উত্তরশুক্র ইউরেনাস পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে।
 
22. সৌর দিন নক্ষত্র দিনের সময়ের পার্থক্য কত?
উত্তরসৌর দিন নক্ষত্র দিনের সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড।
 
23. কোন গ্রহের আবর্তনে সর্বাধিক সময় লাগে?
উত্তরশুক্রের আবর্তনে সর্বাধিক সময় লাগে (243 দিন)
 
24. দিনের কোন সময় ক্ষুদ্রতম ছায়া হয়?
উত্তরদুপুর 12 টা বা মধ্যাহ্নে দিনের ক্ষুদ্রতম ছায়া হয়
 
25. নিশীথ কথার অর্থ কি?
উত্তরনিশীথ কথার অর্থ মধ্যরাত
 
26. নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
উত্তরনরওয়ের ্যামারফেস্ট বন্দরকে নিশিথ সূর্যের দেশ বলা হয়
 
27. পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কক্ষ তলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে?
উত্তরপৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 661/2° কোণে হেলে অবস্থান করে
 
28. কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তরজাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়
 
29. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়?
উত্তরঅরুণাচল প্রদেশে ভারতের সর্বপ্রথম সূর্যোদয় হয়
 
30. ভারতের কোন রাজ্যে শেষ সূর্যাস্ত হয়?
উত্তরগুজরাটে শেষ সূর্যাস্ত হয়
 
31. কোন গ্রহের অনুভূমিক অক্ষ রয়েছে?
উত্তরইউরেনাসের অনুভূমিক অক্ষ রয়েছে
 
32. কোন কোন গ্রহের উলম্ব অক্ষর?
উত্তরবুধ বৃহস্পতি গ্রহের উলম্ব অক্ষ রয়েছে
 
33. পৃথিবীর সূর্যোদয় সূর্যাস্তের কারণ কি?
উত্তরআবর্তন গতির জন্য পৃথিবীর সূর্যোদয় সূর্যাস্ত হয়ে থাকে
 
36. কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির রয়েছে?
উত্তরভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম বলেন
 
37. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা সংঘটিত হয়?
উত্তরআবর্তন গতির জন্য জোয়ার ভাটা সংঘটিত হয়
 
38. পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?
উত্তরপৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে 1.2 সেকেন্ড
 
39. পৃথিবীর উপবৃত্তাকার আকৃতির জন্য কোন গতি দায়ী?
উত্তরপৃথিবীর উপবৃত্তাকার আক্তের জন্য আবর্তন গতি দায়ী
 
40. শনি গ্রহের একবার আবর্তন করতে কত সময় লাগে?
উত্তরশনি গ্রহের একবার আবর্তন করতে 10 ঘণ্টা 14 মিনিট লাগে
 

পরিক্রমণ গতি (Revolution)

 1. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উত্তরসূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14.96 বা প্রায় 15 কোটি কিমি
 
2. পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
উত্তরপৃথিবীর কক্ষপথের পরিধি হয় প্রায় 96 কোটি
 
3. কোন দিনটিকে অপসুর বলে?
উত্তর4 ঠা জুলাই অপসুর
 
4. কোন দিনটিকে অনুসুর বলে?
উত্তর3 জানুয়ারি অনুসুর
 
5. অপসূর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব কত?
উত্তরঅপসূর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি
 
6. অনুসূর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব কত?
উত্তরঅনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিমি
 
7. মেরুজ্যোতির অপর নাম কি?
উত্তরমেরুজ্যোতির অপর নাম অরোরা
 
8. বিষুব কথার অর্থ কী?
উত্তরবিষুব কথার অর্থ সমান
 
9. কোন দিনটিকে মহাবিষুব বলে?
উত্তর21 শে মার্চ দিনটিকে মহাবিষুব বলে
 
10. কোন দিনটিকে জলবিষুব বলে?
উত্তর23 শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলে
 
11. কোন দিনটিকে কর্কটসংক্রান্তি বলে?
উত্তর22 শে জুন দিনটিকে কর্কটসংক্রান্তি বলা হয়
 
12. কোন দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়?
উত্তর22শে ডিসেম্বর দিনটিকে মকরসংক্রান্তি বলা হয়
 
13. কোন ঋতুতে উত্তর গোলার্ধে সূর্য বড় দেখায়?
উত্তরশীত ঋতুতে উত্তর ভারতের সূর্য বড় দেখায়
 
14. কোন দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর21 শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়
 
15. কোন দিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
উত্তর22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়
 
16. সূর্যের উত্তরায়নের শেষ সীমা কোনটি?
উত্তরসূর্যের উত্তরায়নের শেষ সীমা হয় কর্কটক্রান্তি রেখা
 
17. সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা কোনটি?
উত্তরসূর্যের দক্ষিণায়ন পশ্চিমা মকর ক্রান্তি রেখা
 
18. পরিক্রমণ গতির অপর নাম কি?
উত্তরপরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি।
 
19. পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়?
উত্তরপৃথিবীর পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়
 
20. কার সূত্রানুসারে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে?
উত্তরফেরলের সূত্রানুসারে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ ঘটে
 
21. পৃথিবীর পরিক্রমণ গতির বেগ কত?
উত্তরপৃথিবীর পরিক্রমণ গতির বেগ প্রায় 30 কিমি/সেকেন্ডে
 
22. অধিবর্ষ বছরটি কয়দিন হয়?
উত্তরঅধিবর্ষ বছরটি 366 দিনে হয়
 
23. অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
উত্তরঅধিবর্ষের ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়
 
24. কয় বছর অন্তর অধিবর্ষ হয়?
উত্তর4 বছর অন্তর অধিবর্ষ হয়
 
25. সংক্রান্তি কথার অর্থ কি?
উত্তরসংক্রান্তি কথার অর্থ শেষ
 
26. কোন অঞ্চলে সারাবছর দিন রাত্রি সমান হয়?
উত্তরনিরক্ষীয় অঞ্চলে সারাবছর দিন রাত্রি সমান হয়
 
27. মেরু অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়?
উত্তরমেরু অঞ্চলের সূর্য তীর্যকভাবে কিরণ দেয়
 
28. উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে?
উত্তরউত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ ভারতে শীতকাল হয়
 
29. কোন কোন তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়?
উত্তর21 মার্চ 23 সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়
 
30. পৃথিবীর গড় কৌণিক বেগ কত?
উত্তরপৃথিবীর গড় কৌণিক বেগ 15°/ঘন্টা।
 
31. অরোরা বোরিওলিস কোন মেরুতে দেখা যায়?
উত্তরঅরোরা বোরিওলিস সুমেরু দেখা যায়
 
32. কোন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন?
উত্তর21 জুন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন
 
33. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন?
উত্তর22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দিন
 
34. কোন গ্রহের সূর্যকে পরিক্রমণ করতে সবচেয়ে কম সময় লাগে?
উত্তরবুধ সবচেয়ে কম সময়ে সূর্যকে পরিক্রমণ করে (88 দিন)
 
35. 21 জুন কোথায় 24 ঘন্টা দিন হয়?
উত্তর21 জুন সুমেরুতে 24 ঘন্টা দিন হয়
 
36. অস্ট্রেলিয়ায় কোন সময় বড়দিন পালিত হয়?
উত্তরগ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় বড়দিন পালিত হয়
 
37. কোন কোন তারিখে ছায়াবৃত্ত অক্ষরেখা সমকোণে ছেদ করে?
উত্তর21 মার্চ 23 সেপ্টেম্বর তারিখে ছায়াবৃত্ত অক্ষরেখা সমকোণে ছেদ করে
 
38. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক?
উত্তরবুধের পরিক্রমণ বেগ সর্বাধিক, 48 কিমি/সে।
 
39. কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বনিম্ন?
উত্তরনেপচুনের পরিক্রমণ বেগ সর্বনিম্ন, 5 কিমি/সে।
 
40. কোন গ্রহের আবর্তনের তুলনায় পরিক্রমণে কম সময় লাগে?
উত্তরশুক্রের আবর্তনের তুলনায় পরিক্রমণে কম সময় লাগে
 
41. কোন দিন পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়?
উত্তর3 জানুয়ারি পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়
 
42. কোন দিন থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়?
উত্তর23 ডিসেম্বর থেকে সূর্যের উত্তরায়ন শুরু হয়

Theme images by chuwy. Powered by Blogger.
close