সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
![]() |
|
উত্তর: নির্দিষ্ট পথে নিয়মিত প্রবাহিত সমুদ্রের জলরাশিকে সমুদ্রস্রোত বলে।
2. সমুদ্রতরঙ্গ কি ?
উত্তর: প্রধানত প্রবল বায়ু প্রবাহের দ্বারা সমুদ্রের জলরাশি একই স্থানে থেকে পর্যায়ক্রমে ওঠানামা করে, তাকে সমুদ্রতরঙ্গ বলে।
3. ফেচ কি ?
উত্তর: উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেচ বলে।
উত্তর: জলভাগ ও স্থলভাগের সংযোগস্থল অর্থাৎ ভৃগুতট থেকে পিছনের দিকে স্থলভাগকে উপকূল বলে।
5. উপকূল রেখা কাকে বলে ?
উত্তর: উপকূল বরাবর উঁচু পাড়ের সীমারেখাকে উপকূল রেখা বলে।
6. তটভূমি কাকে বলে ?
উত্তর: উপকূলের সমুদ্রের দিকের ভূমিভাগকে তটভূমি বলে।
7. পশ্চাৎ তটভূমি কি ?
উত্তর: সমুদ্র জলের উর্ধ্বসীমা থেকে উপকূলের উচু পাড় অর্থাৎ উপকূল রেখা পর্যন্ত অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত।
8. সম্মুখ তটভূমি কি ?
উত্তর: সমুদ্র জলের ভাটার সময় নিম্নসীমা থেকে জোয়ারের সময় উর্ধ্বসীমা পর্যন্ত অংশ সম্মুখ তটভূমি নামে পরিচিত।
9. পুরোদেশীয় তটভূমি কি ?
উত্তর: সমুদ্র জলের ভাটার সময় নিম্নসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সামনের বাকি অংশ পুরোদেশীয় তটভূমি নামে পরিচিত।
10. তটরেখা বলতে কী বোঝো ?
উত্তর: সমুদ্র যেখানে এসে স্থলভাগে মিলিত হয় সেই ছেদরেখা বা সীমারেখাকে তটরেখা বলে।
11. সৈকত বা বেলাভূমি (Beach) কাকে বলে ?
উত্তর: সম্মুখ তটভূমিঅঞ্চলে বালি, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে সৈকত বা বেলাভূমি (Beach) বলে।
12. সোয়াশ কি ?
উত্তর: সমুদ্রতরঙ্গ গভীর সমুদ্র থেকে এসে অগভীর উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লে, তাকে সম্মুখ তরঙ্গ বা সোয়াশ বলে।
13. ব্যাকওয়াশ কি ?
উত্তর: সম্মুখ তরঙ্গ সৈকতের উপর আছড়ে পড়ার পর আবার ভূমির ঢাল বরাবর সমুদ্রে ফিরে যায়, একে পশ্চাদগামী তরঙ্গ বা ব্যাকওয়াশ বলে।
14. বিনাশকারী তরঙ্গ কাকে বলে ?
উত্তর: যে সমুদ্রতরঙ্গের সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশ শক্তিশালী এবং যা উপকূল ভাগের ক্ষয় ঘটায়, তাকে বিনাশকারী তরঙ্গ বলে।
15. গঠনকারী তরঙ্গ কাকে বলে ?
উত্তর: যে সমুদ্রতরঙ্গের ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ শক্তিশালী এবং যা উপকূল ভাগে বিভিন্ন পদার্থের সঞ্চয় ঘটায়, তাকে গঠনকারী তরঙ্গ বলে।
16. অনুপ্রস্থ তরঙ্গ কি ?
উত্তর: উন্মুক্ত গভীর সমুদ্রে প্রবল বায়ু প্রবাহের জন্য জলরাশি বৃত্তাকার কক্ষপথে একই স্থানে উলম্বভাবে ওঠানামা করলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
উত্তর: যখন অনুপ্রস্থ তরঙ্গ উপকূলের কাছে ভেঙে উপবৃত্তাকার আকৃতি নিয়ে উপকূলের দিকে প্রবাহিত হয়, তখন তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।
18. ক্ল্যাপোটিস কাকে বলে ?
উত্তর: প্রত্যাবর্তনকারী তরঙ্গ ও সমুদ্র থেকে আগত তরঙ্গের ফলে সৃষ্ট দণ্ডায়মান তরঙ্গকে ক্ল্যাপোটিস বলে।
19. বার্ম কি ?
উত্তর: সমুদ্র তরঙ্গ বাহিত নুড়ি, বালি প্রভৃতি পদার্থ পশ্চাৎ তটভূমি ও সম্মুখ তটভূমির সংযোগস্থলে উপকূলের সমান্তরালে সঞ্চিত হয় যে অনুচ্চ শিরার ন্যায় ভূমিভাগ সৃষ্টি করে, তাকে বার্ম বলে।
20. ঊর্মিভঙ্গ কি ?
উত্তর: সমুদ্রতরঙ্গ গুলি গভীর সমুদ্র থেকে উপকূলে আসার পরে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস এবং তরঙ্গ উচ্চতা বৃদ্ধির জন্য কুণ্ডলী আকারে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং ভেঙে যায়, একে ঊর্মিভঙ্গ বলে।
21. প্লঞ্চ কি ?
উত্তর: সমুদ্রতরঙ্গের কুণ্ডলীর আকারে আঁকশির মতো এগিয়ে যাওয়াকে প্লঞ্চ বলে।
22. প্লঞ্চরেখা কি ?
উত্তর: যে রেখা বরাবর সমুদ্র তরঙ্গের ঊর্মিভঙ্গ সংঘটিত হয়, তাকে প্লঞ্চরেখা দেখা বলে।
23. সমুদ্রভৃগু কাকে বলে ?
উত্তর: ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাড় তৈরি হয়, তাকে সমুদ্রভৃগু বলা হয়।
24. তরঙ্গকর্তিত মঞ্চ কাকে বলে ?
উত্তর: সমুদ্রভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের মাধ্যমে ক্ষয়ের ফলে যে মৃদু ঢালের মঞ্চ গড়ে ওঠে, তাকে তরঙ্গকর্তিত মঞ্চ বলে।
25. খিলান কি ?
উত্তর: সমুদ্রের দিকে এগিয়ে থাকা সংকীর্ণ স্থলভাগের উভয় দিকের গুহা এক সঙ্গে যুক্ত হয়ে সুরঙ্গের সৃষ্টি করলে গুহার ছাদ সেতু বা ব্রিজ আকৃতি ধারণ করে, একে খিলান বলা হয়।
26. ব্লো-হোল কি ?
উত্তর: সমুদ্রের উপকূলে সমুদ্রভৃগুর শীর্ষ ও পাদদেশে গঠিত গুহার সঙ্গে সংযোগকারী প্রাকৃতিক ছিদ্রকে ব্লো-হোল বলা হয়।
27. জিও কি ?
উত্তর: সমুদ্র উপকূলের গুহার ছাদ ধসে যাওয়ায় খাঁড়ির মতো একটি দীর্ঘ ও সংকীর্ণ প্রবেশপথের সৃষ্টি হয়, তাকে জিও বলে।
28. স্ট্যাক কি ?
উত্তর: তরঙ্গের আঘাতে খিলানের ভেঙে যাওয়া সামনের অংশ উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে স্তম্ভের আকারের দাঁড়িয়ে থাকে তাকে স্ট্যাক বলে।
29. স্ট্যাম্প কি ?
উত্তর: স্ট্যাক এর ক্ষয়জাত ও অবশিষ্ট অংশকে স্ট্যাম্প বলে।
30. পুরোদেশীয় বাঁধ কাকে বলে ?
উত্তর: উপকূল থেকে বিচ্ছিন্ন অবস্থায় তটভূমির সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে পুরোদেশীয় বাঁধ বলে।
31. টম্বোলো কি ?
উত্তর: যখন কোন বাঁধ কোন একটি দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করে, তখন সেই বাঁধকে টম্বোলো বলে।
32. স্পিট কি ?
উত্তর: যখন বাঁধের এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত অন্য প্রান্তটি সমুদ্রের দিকে প্রসারিত, তাকে স্পিট বলে।
33. লেগুন কাকে বলে ?
উত্তর: পুরোদেশীয় বাঁধ বা প্রবাল প্রাচীরের পশ্চাতে অবস্থিত উন্মুক্ত সমুদ্র থেকে প্রায় বিচ্ছিন্ন অগভীর লবণাক্ত জলাশয় কে লেগুন বলা হয়।
34. কয়াল কি ?
উত্তর: মালাবার উপকূলে উপহ্রদ বা লেগুনকে স্থানীয় ভাষায় কয়াল বলে।
35. প্রবাল কি ?
উত্তর: অ্যানথ্রজোয়া গোষ্ঠীর অতি ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীদের প্রবাল কীট বা পলিপস বলে।
36. প্রবাল প্রাচীর বলতে কী বোঝো
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে মৃত প্রবাল কীট থেকে সৃষ্ট চুনময় পদার্থের সঞ্চয়ের ফলে উপকূল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা প্রাচীর কে প্রবাল প্রাচীর বলে।
37. প্রবাল প্রাচীর কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্রে প্রবাল প্রাচীর দেখা যায়।
38. প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কাকে বলে ?
উত্তর: উপকূল থেকে কিছুটা দূরে উপকূলের সমান্তরালে গড়ে ওঠা ও উপহ্রদ দ্বারা বিচ্ছিন্ন বৃহদাকার প্রবাল প্রাচীরকে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বলে।
39. অ্যাটল কি ?
উত্তর: উপকূল থেকে বহুদূরে দ্বীপ বা দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উপহ্রদ পরিবেষ্টিত বৃত্তাকার প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে।
40. পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তর: অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর।
41. পৃথিবীর বৃহত্তম অ্যাটল কোনটি ?
উত্তর: কিরিটিমাটি হলো পৃথিবীর বৃহত্তম অ্যাটল।
উত্তর: প্রবাল প্রাচীরকে বলা হয় সমুদ্রের বৃষ্টি অরণ্য।
43. কোরাল ব্লিচিং কাকে বলে ?
উত্তর: মানুষের কার্যাবলীর প্রভাবে প্রবালের রং সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কোরাল ব্লিচিং বলে।
44. উত্থিত উপকূল কাকে বলে ?
উত্তর: ভূ-আন্দোলনের উপকূল ভাগ উত্থিত হয়ে বা সমুদ্রতলদেশ অবনমিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তাকে উত্থিত উপকূল বলে।
45. নিমজ্জিত উপকূল কাকে বলে ?
উত্তর: ভূ-আন্দোলনের উপকূল ভাগ অবনমিত হয়ে বা সমুদ্রতলদেশ উত্থিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তাকে নিমজ্জিত উপকূল বলে।
46. রিয়া উপকূল কাকে বলে ?
উত্তর: নদী উপত্যকাসহ পার্বত্য অঞ্চল উপকূল রেখার সঙ্গে সমকোণে নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তাকে রিয়া উপকূল বলে।
47. ডালমেশিয়ান উপকূল কাকে বলে ?
উত্তর: যে উপকূলে সুদীর্ঘ শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকা গুলি উপকূল রেখার সঙ্গে সমান্তরালে সমুদ্রে আংশিক নিমজ্জিত হয় তাকে ডালমেশিয়ান উপকূল বলে।
48.ফিয়র্ড উপকূল কাকে বলে ?
উত্তর: হিমবাহ উপত্যকা উপকূলরেখার সঙ্গে সমকোণে আংশিক নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি করে তাকে ফিয়র্ড উপকূল বলে।
49. পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূলের নাম কি ?
উত্তর: গ্রীনল্যান্ডের নোরবেন্দফ্যোর উপকূল পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূল।
50. কোন সমুদ্র তরঙ্গ স্নানর্থীদের বিপদের কারণ ?
উত্তর: ব্যাকওয়াশ তরঙ্গ স্নানর্থীদের বিপদের কারণ।
51. কোন মহাসাগরে সবচেয়ে বেশি অ্যাটল জাতীয় প্রবাল প্রাচীর দেখা যায় ?
উত্তর: প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি অ্যাটল জাতীয় প্রবাল প্রাচীর দেখা যায়।
52. প্রবাল কীটের বৃদ্ধির জন্য কোন ধরনের জলের প্রয়োজন ?
উত্তর: প্রবাল কীটের বৃদ্ধির জন্য পলিমুক্ত জলের প্রয়োজন।