সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

Marine Processes and Associated Landforms - SAQ

1. সমুদ্রস্রোত কি ?
উত্তরনির্দিষ্ট পথে নিয়মিত প্রবাহিত সমুদ্রের জলরাশিকে সমুদ্রস্রোত বলে।
 
2. সমুদ্রতরঙ্গ কি ?
উত্তরপ্রধানত প্রবল বায়ু প্রবাহের দ্বারা সমুদ্রের জলরাশি একই স্থানে থেকে পর্যায়ক্রমে ওঠানামা করেতাকে সমুদ্রতরঙ্গ বলে।
 
3. ফেচ কি ?
উত্তরউন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেচ বলে।
 
4. উপকূল কাকে বলে ?
উত্তরজলভাগ  স্থলভাগের সংযোগস্থল অর্থাৎ ভৃগুতট থেকে পিছনের দিকে স্থলভাগকে উপকূল বলে।
 
5. উপকূল রেখা কাকে বলে ?
উত্তরউপকূল বরাবর উঁচু পাড়ের সীমারেখাকে উপকূল রেখা বলে।
 

6. তটভূমি কাকে বলে ?
উত্তরউপকূলের সমুদ্রের দিকের ভূমিভাগকে তটভূমি বলে।
 
7. পশ্চাৎ তটভূমি কি ?
উত্তরসমুদ্র জলের উর্ধ্বসীমা থেকে উপকূলের উচু পাড় অর্থাৎ উপকূল রেখা পর্যন্ত অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত।
 
8. সম্মুখ তটভূমি কি ?
উত্তরসমুদ্র জলের ভাটার সময় নিম্নসীমা থেকে জোয়ারের সময় উর্ধ্বসীমা পর্যন্ত অংশ সম্মুখ তটভূমি নামে পরিচিত।
 
9. পুরোদেশীয় তটভূমি কি ?
উত্তরসমুদ্র জলের ভাটার সময় নিম্নসীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সামনের বাকি অংশ পুরোদেশীয় তটভূমি নামে পরিচিত।
 
10. তটরেখা বলতে কী বোঝো ?
উত্তরসমুদ্র যেখানে এসে স্থলভাগে মিলিত হয় সেই ছেদরেখা বা সীমারেখাকে তটরেখা বলে।
 
11. সৈকত বা বেলাভূমি (Beach) কাকে বলে ?
উত্তরসম্মুখ তটভূমিঅঞ্চলে বালিনুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে সৈকত বা বেলাভূমি (Beach) বলে।
 
12. সোয়াশ কি ?
উত্তরসমুদ্রতরঙ্গ গভীর সমুদ্র থেকে এসে অগভীর উপকূল পেরিয়ে সৈকতে আছড়ে পড়লেতাকে সম্মুখ তরঙ্গ বা সোয়াশ বলে।
 
13. ব্যাকওয়াশ কি ?
উত্তরসম্মুখ তরঙ্গ সৈকতের উপর আছড়ে পড়ার পর আবার ভূমির ঢাল বরাবর সমুদ্রে ফিরে যায়একে পশ্চাদগামী তরঙ্গ বা ব্যাকওয়াশ বলে।
 
14. বিনাশকারী তরঙ্গ কাকে বলে ?
উত্তরযে সমুদ্রতরঙ্গের সোয়াশ অপেক্ষা ব্যাকওয়াশ শক্তিশালী এবং যা উপকূল ভাগের ক্ষয় ঘটায়তাকে বিনাশকারী তরঙ্গ বলে।
 
15. গঠনকারী তরঙ্গ কাকে বলে ?
উত্তরযে সমুদ্রতরঙ্গের ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াশ শক্তিশালী এবং যা উপকূল ভাগে বিভিন্ন পদার্থের সঞ্চয় ঘটায়তাকে গঠনকারী তরঙ্গ বলে।
 
16. অনুপ্রস্থ তরঙ্গ কি ?
উত্তরউন্মুক্ত গভীর সমুদ্রে প্রবল বায়ু প্রবাহের জন্য জলরাশি বৃত্তাকার কক্ষপথে একই স্থানে উলম্বভাবে ওঠানামা করলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।
 

17. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি ?
উত্তরযখন অনুপ্রস্থ তরঙ্গ উপকূলের কাছে ভেঙে উপবৃত্তাকার আকৃতি নিয়ে উপকূলের দিকে প্রবাহিত হয়তখন তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।
 
18. ক্ল্যাপোটিস কাকে বলে ?
উত্তরপ্রত্যাবর্তনকারী তরঙ্গ  সমুদ্র থেকে আগত তরঙ্গের ফলে সৃষ্ট দণ্ডায়মান তরঙ্গকে ক্ল্যাপোটিস বলে।
 
19. বার্ম কি ?
উত্তরসমুদ্র তরঙ্গ বাহিত নুড়িবালি প্রভৃতি পদার্থ পশ্চাৎ তটভূমি  সম্মুখ তটভূমির সংযোগস্থলে উপকূলের সমান্তরালে সঞ্চিত হয় যে অনুচ্চ শিরার ন্যায় ভূমিভাগ সৃষ্টি করেতাকে বার্ম বলে।
 
20. ঊর্মিভঙ্গ কি ?
উত্তরসমুদ্রতরঙ্গ গুলি গভীর সমুদ্র থেকে উপকূলে আসার পরে তরঙ্গদৈর্ঘ্য হ্রাস এবং তরঙ্গ উচ্চতা বৃদ্ধির জন্য কুণ্ডলী আকারে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং ভেঙে যায়একে ঊর্মিভঙ্গ বলে।
 
21. প্লঞ্চ কি ?
উত্তরসমুদ্রতরঙ্গের কুণ্ডলীর আকারে আঁকশির মতো এগিয়ে যাওয়াকে প্লঞ্চ বলে।
 
22. প্লঞ্চরেখা কি ?
উত্তরযে রেখা বরাবর সমুদ্র তরঙ্গের ঊর্মিভঙ্গ সংঘটিত হয়তাকে প্লঞ্চরেখা দেখা বলে।
 
23. সমুদ্রভৃগু কাকে বলে ?
উত্তরক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাড় তৈরি হয়তাকে সমুদ্রভৃগু  বলা হয়।
 
24. তরঙ্গকর্তিত মঞ্চ কাকে বলে ?
উত্তরসমুদ্রভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের মাধ্যমে ক্ষয়ের ফলে যে মৃদু ঢালের মঞ্চ গড়ে ওঠেতাকে তরঙ্গকর্তিত মঞ্চ বলে।
 
25. খিলান কি ?
উত্তরসমুদ্রের দিকে এগিয়ে থাকা সংকীর্ণ স্থলভাগের উভয় দিকের গুহা এক সঙ্গে যুক্ত হয়ে সুরঙ্গের সৃষ্টি করলে গুহার ছাদ সেতু বা ব্রিজ আকৃতি ধারণ করেএকে খিলান বলা হয়।
 
26. ব্লো-হোল কি ?
উত্তরসমুদ্রের উপকূলে সমুদ্রভৃগুর শীর্ষ  পাদদেশে গঠিত গুহার সঙ্গে সংযোগকারী প্রাকৃতিক ছিদ্রকে ব্লো-হোল বলা হয়।
 
27. জিও কি ?
উত্তরসমুদ্র উপকূলের গুহার ছাদ ধসে যাওয়ায় খাঁড়ির মতো একটি দীর্ঘ  সংকীর্ণ প্রবেশপথের সৃষ্টি হয়তাকে জিও বলে।
 
28. স্ট্যাক কি ?
উত্তরতরঙ্গের আঘাতে খিলানের ভেঙে যাওয়া সামনের অংশ উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে স্তম্ভের আকারের দাঁড়িয়ে থাকে তাকে স্ট্যাক বলে।
 
29. স্ট্যাম্প কি ?
উত্তরস্ট্যাক এর ক্ষয়জাত  অবশিষ্ট অংশকে স্ট্যাম্প বলে।
 
30. পুরোদেশীয় বাঁধ কাকে বলে ?
উত্তরউপকূল থেকে বিচ্ছিন্ন অবস্থায় তটভূমির সমান্তরালে যে বাঁধ গড়ে ওঠে তাকে পুরোদেশীয় বাঁধ বলে।
 

31. টম্বোলো কি ?
উত্তরযখন কোন বাঁধ কোন একটি দ্বীপকে উপকূলের সঙ্গে যুক্ত করেতখন সেই বাঁধকে টম্বোলো বলে।
 
32. স্পিট কি ?
উত্তরযখন বাঁধের এক প্রান্ত উপকূলের সঙ্গে যুক্ত অন্য প্রান্তটি সমুদ্রের দিকে প্রসারিততাকে স্পিট বলে।
  
33. লেগুন কাকে বলে ?
উত্তরপুরোদেশীয় বাঁধ বা প্রবাল প্রাচীরের পশ্চাতে অবস্থিত উন্মুক্ত সমুদ্র থেকে প্রায় বিচ্ছিন্ন অগভীর লবণাক্ত জলাশয় কে লেগুন বলা হয়।
 
34. কয়াল কি ?
উত্তরমালাবার উপকূলে উপহ্রদ বা লেগুনকে স্থানীয় ভাষায় কয়াল বলে।
 
35. প্রবাল কি ?
উত্তরঅ্যানথ্রজোয়া গোষ্ঠীর অতি ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীদের প্রবাল কীট বা পলিপস বলে।
 
36. প্রবাল প্রাচীর বলতে কী বোঝো
উত্তরক্রান্তীয় অঞ্চলে মৃত প্রবাল কীট থেকে সৃষ্ট চুনময় পদার্থের সঞ্চয়ের ফলে উপকূল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা প্রাচীর কে প্রবাল প্রাচীর বলে।
 
37. প্রবাল প্রাচীর কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তরক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্রে প্রবাল প্রাচীর দেখা যায়।
 
38. প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কাকে বলে ?
উত্তরউপকূল থেকে কিছুটা দূরে উপকূলের সমান্তরালে গড়ে ওঠা  উপহ্রদ দ্বারা বিচ্ছিন্ন বৃহদাকার প্রবাল প্রাচীরকে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বলে।
 
39. অ্যাটল কি ?
উত্তরউপকূল থেকে বহুদূরে দ্বীপ বা দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে উপহ্রদ পরিবেষ্টিত বৃত্তাকার প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে।
 
40. পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি ?
উত্তরঅস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট বেরিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর।
 
41. পৃথিবীর বৃহত্তম অ্যাটল কোনটি ?
উত্তরকিরিটিমাটি হলো পৃথিবীর বৃহত্তম অ্যাটল।
 

42. কাকে সমুদ্রের বৃষ্টি অরণ্য বলা হয় ?
উত্তরপ্রবাল প্রাচীরকে বলা হয় সমুদ্রের বৃষ্টি অরণ্য।
 
43. কোরাল ব্লিচিং কাকে বলে ?
উত্তরমানুষের কার্যাবলীর প্রভাবে প্রবালের রং সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কোরাল ব্লিচিং বলে।
 
44. উত্থিত উপকূল কাকে বলে ?
উত্তরভূ-আন্দোলনের উপকূল ভাগ উত্থিত হয়ে বা সমুদ্রতলদেশ অবনমিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তাকে উত্থিত উপকূল বলে।
 
45. নিমজ্জিত উপকূল কাকে বলে ?
উত্তরভূ-আন্দোলনের উপকূল ভাগ অবনমিত হয়ে বা সমুদ্রতলদেশ উত্থিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তাকে নিমজ্জিত উপকূল বলে।
 
46. রিয়া উপকূল কাকে বলে ?
উত্তরনদী উপত্যকাসহ পার্বত্য অঞ্চল উপকূল রেখার সঙ্গে সমকোণে নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় তাকে রিয়া উপকূল বলে।
 
47. ডালমেশিয়ান উপকূল কাকে বলে ?
উত্তরযে উপকূলে সুদীর্ঘ শৈলশিরা  মধ্যবর্তী নদী উপত্যকা গুলি উপকূল রেখার সঙ্গে সমান্তরালে সমুদ্রে আংশিক নিমজ্জিত হয় তাকে ডালমেশিয়ান উপকূল বলে।
 
48.ফিয়র্ড উপকূল কাকে বলে ?
উত্তরহিমবাহ উপত্যকা উপকূলরেখার সঙ্গে সমকোণে আংশিক নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি করে তাকে ফিয়র্ড উপকূল বলে।
 
49. পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূলের নাম কি ?
উত্তরগ্রীনল্যান্ডের নোরবেন্দফ্যোর উপকূল পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড উপকূল।
 
50. কোন সমুদ্র তরঙ্গ স্নানর্থীদের বিপদের কারণ ?
উত্তরব্যাকওয়াশ তরঙ্গ স্নানর্থীদের বিপদের কারণ।
 
51. কোন মহাসাগরে সবচেয়ে বেশি অ্যাটল জাতীয় প্রবাল প্রাচীর দেখা যায় ?
উত্তরপ্রশান্ত মহাসাগরে সবচেয়ে বেশি অ্যাটল জাতীয় প্রবাল প্রাচীর দেখা যায়।
 
52. প্রবাল কীটের বৃদ্ধির জন্য কোন ধরনের জলের প্রয়োজন ?
উত্তরপ্রবাল কীটের বৃদ্ধির জন্য পলিমুক্ত জলের প্রয়োজন।

Theme images by chuwy. Powered by Blogger.
close