বয়ুমণ্ডলের উপাদান ও স্তর বিন্যাস MCQ প্রশ্ন উত্তর
![]() |
Atmosphere Components & Layers |
1. বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত -
A. 0.033 B. 0.034
A. 0.033 B. 0.034
C. 0.035 D. 0.036
C. জেনন গ্যাস D. ওজোন স্তর
3. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতির শতকরা হার কত –
A. 3 ভাগ B. 4 ভাগ
C. 5 ভাগ D. 6 ভাগ
4. বায়ুমন্ডলের একটি স্থায়ী উপাদান হলো –
A. কার্বন ডাই অক্সাইড B. অক্সিজেন
C. ওজন D. জলীয়বাষ্প
5. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত –
A. 20.94 B. 20.84
C. 20.74 D. 20.64
6.বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম হল –
A. অক্সিজেন B. নাইট্রোজেন
C. কার্বন ডাই অক্সাইড D. মিথেনকার্বন
7. শুক্তি মেঘ বা মাদার অব পার্ল ক্লাউড সৃষ্টি হয় বায়ুমন্ডলের কোন স্তরে
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার D. আয়োনোস্ফিয়ার
8. বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি-
A. স্ট্রাটোস্ফিয়ার B. থার্মোস্ফিয়ার
C. ট্রপোস্ফিয়ার D. মেসোস্ফিয়ার
9. ওজোন গ্যাস দেখা যায় কোন স্তরে
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার D. থার্মোস্ফিয়ার
10.নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত –
A. 14 কিমি B. 16কিমি
10.নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত –
C. 18 কিমি D. 20 কিমি
11.বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি-
A. ট্রপোস্ফিয়ার B. থার্মোস্ফিয়ার
C. এক্সোস্ফিয়ার D. ম্যাগনেটোস্ফিয়ার
12. ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় কোন স্তরে –
C. এক্সোস্ফিয়ার D. ম্যাগনেটোস্ফিয়ার
13. ওজোন গ্যাস কে আবিষ্কার করেন –
A. ফ্রেডরিক স্কোনবি B. হেনরি বুশন ও চার্লস ফেব্রি
C. জে. সি. ফারমেন D. জে এল সোরেট
14. প্রথম ওজোন স্তরের ক্ষয় আবিষ্কার করেন-
A. ফ্রেডরিক স্কোনবি B. হেনরি বুশন ও চার্লস ফেব্রি
C. জে. সি. ফারমেন D. জে এল সোরেট
15. ওজনের সংকেত উদ্ভাবন করেন-
A. ফ্রেডরিক স্কোনবি B. হেনরি বুশ ও চার্লস ফেব্র
C. জে. সি. ফারমেন D. জে এল সোরেট
16. বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন-
A. ফ্রেডরিক স্কোনবি B. হেনরি বুশন ও চার্লস ফেব্রি
C. জে. সি. ফারমেন D. জে এল সোরেট
17. বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় –
A. 16 আগস্ট B. 16 সেপ্টেম্বর
C. 16 অক্টোবর D. 16 নভেম্বর
18. ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষরিত হয়-
A. মন্ট্রিল প্রটোকল B. কিয়োটো প্রটোকল
C. বসুন্ধরা সম্মেলন D. রামসর সম্মেলন
19. ওজোন স্তর বিনাশে প্রধান ভূমিকা পালন করে-
A. CFC B. ব্রোমিন যৌগ
C. হ্যালোন যৌগ D. সালফেট যৌগ
20. ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয়
A. গ্রীষ্মকালে B. শীতকালে
C. বসন্তকালে D. বর্ষাকালে
21. বায়ু আয়নিত থাকে কোন স্তরে-
A. স্ট্রাটোস্ফিয়ার B. মেসোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার D. ট্রপোস্ফিয়ার
22. বায়ুর ঘনত্ব সর্বাধিক দেখা যায় কোন স্তরে-
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার D. থার্মোস্ফিয়ার
23. দ্রুতগামী জেট বিমান নিরাপদে কোন স্তরে যাতায়াত করে -
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার D. থার্মোস্ফিয়ার
24. স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে কত-
A. 6.2 B. 6.4
C. 6.8 D. 6.10
25. নৈশদ্যুতি মেঘ দেখা যায় কোন স্তরে-
A. স্ট্রাটোস্ফিয়ার B. মেসোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার D. ট্রপোস্ফিয়ার
26. মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়-
A. 1985 B. 1986
C. 1987 D. 1988
27. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম –
A. নিরক্ষীয় অঞ্চলে B. ক্রান্তীয় অঞ্চলে
C. নাতিশীতোষ্ণ অঞ্চলে D. মেরু অঞ্চলে
28. বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হল -
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. আয়োনোস্ফিয়ার D. ম্যাগনেটোস্ফিয়ার
29. বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর -
A. ম্যাগনেটোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. থার্মোস্ফিয়ার D. মেসোস্ফিয়ার
30. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় -
A. আয়োনোস্ফিয়ারে B. মেসোস্ফিইয়ারে
30. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় -
A. আয়োনোস্ফিয়ারে B. মেসোস্ফিইয়ারে
C. স্ট্রাটোস্ফিয়ারে D. এক্সোস্ফিয়ারে
31. বৈপরীত্য উত্তাপ দেখা যায় –
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার D. থার্মোস্ফিয়ার
32. ওজন গহবর সৃষ্টি হয় স্ট্রাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব-
A. 240 ডবসন এরকম B. 220 ডবসন এরকম
C. 200 ডবসন এরকম D. 180 ডবসন এরকম
33. অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে –
A. ট্রপোস্ফিয়ার B. স্ট্রাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার D. আয়োনোস্ফিয়ার
34. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হল প্রায় –
A. 32% B. 33%
C. 34% D. 35%
35. উষ্ণতার প্রসর সর্বাধিক হয় -
A. নিরক্ষীয় অঞ্চলে B. ক্রান্তীয় অঞ্চলে
C. নাতিশীতোষ্ণ অঞ্চলে D. মরু অঞ্চলে
36. 1ডিগ্রী সেলসিয়াস সমান হল -
A. 32.8 ডিগ্রী ফারেনহাইট B. 33.8 ডিগ্রী ফারেনহাইট
C. 34.8 ডিগ্রী ফারেনহাইট D. 35.8 ডিগ্রী ফারেনহাইট
37. সৌর ধ্রুবক এর পরিমাণ হল প্রায় -
A. 1.64 ক্যালোরি / বর্গকিমি B. 1.74 ক্যালোরি / বর্গ কিমি
C. 1.84 ক্যালোরি / বর্গকিমি D. 1.94 ক্যালোরি / বর্গ কিমি
38. সূর্যের বহি পৃষ্ঠের উষ্ণতা হল প্রায় –
A. 4000ডিগ্রী সেলসিয়াস B. 5000 ডিগ্রী সেলসিয়াস
C. 6000 ডিগ্রী সেলসিয়াস D. 7000 ডিগ্রী সেলসিয়াস
39. বিশ্বে গ্রিনহাউস বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রয়েছে -
A. আমেরিকা যুক্তরাষ্ট্র B. জাপান
C. চিন D. ভারত
40. ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত ও প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ হল -
A. 2% B. 3%
C. 4% D. 5%
41. বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় -
A. বিকিরণ B. পরিবহন
C. পরিচলন D. অ্যাডভেকশন
42. বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয় -
A. 12.00 am B. 1.00 pm
C. 1.30 pm D. 2.00 pm
43. উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়-
A. নিরক্ষীয় অঞ্চলে B. ক্রান্তীয় অঞ্চলে
C. নাতিশীতোষ্ণ অঞ্চলে D. মরু অঞ্চলে
44. প্রতি 1 ডিগ্রী অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি / হ্রাস পায় -
A. 0.26 ডিগ্রী সেলসিয়াস B. 0.27 ডিগ্রী সেলসিয়াস
C. 0.28 ডিগ্রী সেলসিয়াস D. 0.29 ডিগ্রী সেলসিয়াস
45. অভিকর্ষ টানের দ্বারা প্রভাবিত বায়ু হল -
A. অ্যানাবেটিক বায়ু B. ক্যাটাবেটিক বায়ু
C. স্থলবায়ু বায়ু D. সমুদ্র বায়ু
46. বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বনিম্ন হয় -
A. 4.00 am B. 4.30 am
C. 5.00 am D. 6.00 am
47. কর্কটক্রান্তি রেখার মান হল-
A. 23 ½ ডিগ্রী উত্তর B. 23 ½ডিগ্রী দক্ষিণ
C. 66½ ডিগ্রী উত্তর D. 66½ ডিগ্রী ডিগ্রি দক্ষিণ
48. সূর্য রশ্মি সারাবছর লম্বভাবে পড়ে -
A. নিরক্ষরেখায় B. কর্কটক্রান্তি রেখায়
C. মকরক্রান্তি রেখায় D. সুমেরুবৃত্ত রেখায়
49. পৃথিবীর গড় উষ্ণতা হলো -
A. 12 ডিগ্রী সেলসিয়াস B. 15 ডিগ্রী সেলসিয়াস
C. 17 ডিগ্রী সেলসিয়াস D. 20 ডিগ্রী সেলসিয়াস
50. সবুজ ঘর সর্বপ্রথম নামকরণ করেন -
A. এ. জি. ট্রান্সলে B. জোসেফ ফুরিয়ার
C. আর্নেস্ট হেকেল D. ফ্রেডরিক স্কোনবি
51. প্রধান গ্রীন হাউস গ্যাস হল –
A. কার্বন-ডাই-অক্সাইড B. ক্লোরোফ্লুরো কার্বন
C. জলীয়বাষ্প D. মিথেন
52. অভিকর্ষ বলের বিপরীতে প্রবাহিত বায়ু হল -
A. অ্যানাবেটিক বায়ু B. ক্যাটাবেটিক বায়ু
C. সমুদ্র বায়ু D. স্থল বায়ু
53. সর্বাধিক গ্রীন হাউজ উৎপন্ন হয় –
A. তাপবিদ্যুৎকেন্দ্র B. কল কারখানা
C. কৃষি ক্ষেত্র D. যানবাহন
54. বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের ক্ষমতা সবচেয়ে বেশি -
A. কার্বন ডাই-অক্সাইড B. ক্লোরোফ্লুরো কার্বন
C. জলীয়বাষ্প D. মিথেন