বাস্তুতন্ত্র - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

বাস্তুতন্ত্র - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর,  Ecosystem SAQ

Ecosystem SAQ

বাস্তুতন্ত্র অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে-

1. জীবমন্ডল কাকে বলে?
উত্তরপৃথিবীর জলমণ্ডল, শিলামন্ডল বায়ুমণ্ডলের যে অংশ জীবের বসবাসযোগ্য তাই হল জীবমণ্ডল।
 
2. ইকোলজি কি?
উত্তরবিজ্ঞানের যে শাখায় পৃথিবীর জীবসমূহের বাসস্থান সংশ্লিষ্ট পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলে।
 
3. আইটকোলজি কাকে বলে?
উত্তরবাস্তুবিদ্যার যে শাখায় নির্দিষ্ট একটি জীবপ্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আইটকোলজি বলে।
 
4. সিনইকোলজি কাকে বলে?
উত্তরবাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলের  জীবসম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনা করা হয়, তাকে সিনইকোলজি বলে।
 
5. বাস্তুতন্ত্র কাকে বলে?
উত্তরকোন একটি নির্দিষ্ট স্থানে জীবগোষ্ঠীগুলির মধ্যে একে অন্যের সঙ্গে এবং ওই স্থানের অজৈব পরিবেশের সঙ্গে আন্তঃক্রিয়া যে পদ্ধতিতে বজায় থাকে, সেই পদ্ধতিকে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়।
 
5. উৎপাদক বা স্বভোজী কাকে বলে?
উত্তরযেসব ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া সূর্যের আলোক শক্তির উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড মূলের সাহায্যে জল নিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে,
সেগুলিকে উৎপাদক বলে।
 
6. রাসায়নিক স্বভোজী বলতে কী বোঝায়?
উত্তরযেসব অণুবীক্ষণিক জীব জারণ-বিজারণ প্রক্রিয়ায় সূর্যালোক ছাড়াই সরল যৌগ থেকে জটিল পুষ্টিযৌগ প্রস্তুত করে, তাদের রাসায়নিক স্বভোজী বলা হয়।
 
7. খাদক কাকে বলে?
উত্তরযেসব জীবগোষ্ঠী নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, উৎপাদকদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খেয়ে বেঁচে থাকে তাদের খাদক বলে।
 
8. প্রাথমিক শ্রেণির খাদক কাকে বলে?
উত্তরযারা তৃণভোজী বা সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে পুষ্টিলাভ করে সেগুলিকে প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী বলে।
 
9. গৌণ শ্রেণীর খাদক কাকে বলে?
উত্তরযেসব প্রাণী প্রাথমিক শ্রেণীর খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের গৌণ শ্রেণীর খাদক বলা হয়।
 
10. প্রগৌণ শ্রেণীর খাদক কাকে বলে?
উত্তরযেসব প্রাণী গৌণ শ্রেণীর খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের প্রগৌণ শ্রেণীর খাদক বলা হয়।
 
11. সর্বোচ্চ খাদক কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে যেসব খাদক প্রাণী প্রগৌণ খাদকদের খাদ্যরূপে গ্রহণ করে, তাদের সর্বোচ্চ খাদক বলে।
 
12. নোংরা খাদক কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে যেসব বৃহৎ খাদক প্রাণী উচ্ছিষ্ট বা  পরিত্যক্ত উপাদান বাংলা খাবার খাদ্য গ্রহণ করে তাদের নোংরা খাদক বা স্ক্যাভেঞ্জার বলে।
 
13. বিয়োজক কাদের বলে?
উত্তরযেসব অণুবীক্ষণিক ব্যাকটেরিয়া ছত্রাক মৃত উদ্ভিদ প্রাণীরকুলের প্রোটোপ্লাজমের জটিল যৌগগুলিকে ভেঙে সরল উপাদানে পরিণত করে, তাদের বিয়োজগ বা মৃতজীবী বলে।
 
14. খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে পরিপোষক পদার্থ গুলি উৎপাদক থেকে শুরু করে খাদ্য-খাদক সম্পর্কযুক্ত সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত এক মুখে প্রবাহিত হয়, তাকে খাদ্যশৃঙ্খল বলে।
 
15. খাদ্যজাল কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে পরিপোষক পদার্থ গুলি উৎপাদক থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত বিভিন্ন খাদ্যশৃঙ্খলের আন্তঃসংযোগের মাধ্যমে জালিকা গঠন করে প্রবাহিত হয়, তাকে খাদ্যজাল বলে।
 
16. জীবভর কাকে বলে?
উত্তরনির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভর অর্থাৎ জীবের সংখ্যা পরিমাণকে জীবভর বা বায়োমাস বলা হয়।
 
17. ইকোক্লাইন কাকে বলে?
উত্তরপ্রাকৃতিক পরিবেশের পার্থক্য জীব প্রজাতির গঠন আকৃতি কত যে পরিবর্তন হয়, তাকে ইকোক্লাইন বলে।
 
18. ইকোটোন এর সংজ্ঞা দাও?
উত্তরপাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশে যে পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে, তাকে ইকোটন বলে।
 
19. খাদ্য পিরামিড বলতে কী বোঝায়?
উত্তরবাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য-খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে পুষ্টির গঠন বা খাদ্যের জোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয়, তাকে খাদ্য পিরামিড বলে।
 
20. জীবভর পিরামিড কাকে বলে?
উত্তরকোন বাস্তুতন্ত্রে খাদ্যস্তর অনুসারে বিভিন্ন জীবের শুষ্ক ওজন বা জীবভরের পরিমাণ ক্রমপর্যায় সাজালে যে পিরামিড তৈরি হয়, তাকে জীবভর পিরামিড বলে।
 
21. 10 শতাংশের সূত্র বলতে কী বোঝায়?
উত্তরজীববিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান এর মতে, যে-কোনো পুষ্টিস্তরে মোট শক্তির 90 শতাংশ ব্যবহৃত হয় এবং মাত্র 10 শতাংশ শক্তি ওই পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে প্রবাহিত হয়।
 
22. GPP কাকে বলে?
উত্তরসবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে পরিমাণ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা খাদ্য স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করে, তাকে মোট প্রাথমিক উৎপাদন বা GPP বলে।
 
23. NPP কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে মোট প্রাথমিক উৎপাদনের কিছুটা উদ্ভিদের নিজস্ব শট শারীরবৃত্তীয় প্রয়োজনে ব্যবহারের পর অবশিষ্ট সঞ্চিত শক্তিকে প্রকৃত প্রাথমিক উৎপাদন বা NPP বলে।
 
24. জৈব অক্সিজেন চাহিদা বা BOD(Biological Oxygen Demand) কাকে বলে?
উত্তর20°C উষ্ণতায় একক আয়তন কোনো জলে অবস্থিত জীবাণুর জৈবিক জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রাকে জৈবিক অক্সিজেন চাহিদা বা BOD বলে।
 
25. রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD(Chemical Oxygen Demand) কাকে বলে?
উত্তরএকক আয়তন কোনো জলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট রাসায়নিক পদার্থ দ্বারা যে পরিমাণ জলে দ্রবীভূত জৈব পদার্থ জারিত হয়, তাকে ওই জলের রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বলে।
 
26. পুষ্টিস্তর কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খল অনুসারে বিভিন্ন জীব গোষ্ঠীকে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত ক্রমপর্যায় সাজালে সেই সজ্জারীতির প্রতিটি স্তরকে পুষ্টিস্তর বলা হয়।
 
27. ইকোলজিক্যাল নিচ্ বলতে কী বোঝো?
উত্তরকোনো বাস্তুতন্ত্রে কোনো যে স্থান থেকে খাদ্য সংগ্রহ করে, সেই স্থানকে ইকোলজিক্যাল নিচ্ বলা হয়।
 
28. ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে?
উত্তরকোন বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রাণী সম্প্রদায় যখন তাদের বিকাশের সর্বোচ্চ সীমায় পৌঁছায়, তখন তাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে।
 
29. স্ট্যান্ডিং ক্রাপ কি?
উত্তরবাস্তুতন্ত্রের উদ্ভিদ প্রাণীর মধ্যে উপস্থিত সজীব পদার্থকে স্ট্যান্ডিং ক্রাপ বলা হয়।
 
30. জীব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে?
উত্তরজীবমন্ডলের মৌলিক পদার্থ অর্থাৎ অক্সিজেন কার্বন নাইট্রোজেন ইত্যাদি মৌলের বায়ুমণ্ডল শিলামন্ডল জীবদেহে চক্রাকার আবর্তনকে জীব ভূ-রাসায়নিক চক্র বলে।
 
31. ডেট্রিটাস কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রে কেঁচো, উইপোকা, পিঁপড়ে কৃমি দ্বারা মৃত্যু জীবদেহাবশেষ, জৈব আবর্জনা থেকে উদ্ভূত অসম্পূর্ণ অর্ধ বিশ্লিষ্ট জৈব পদার্থকে ডেট্রিটাস বলে।
 
32. ডেট্রিভোর কাকে বলে?
উত্তরযেসব ক্ষুদ্র ক্ষুদ্র খাদক অসম্পূর্ণ অর্ধ বিশ্লিষ্ট পদার্থ অর্থাৎ ডেট্রিটাসকে খাদ্য রূপে গ্রহণ করে, তাদের ডেট্রিভোর বলে।
 
33. হোমিওস্ট্যাসিস কী?
উত্তরকোন বাস্তুতন্ত্রের উপাদান গুলির পরিবর্তনের পরিপেক্ষিতে সজীব উপাদান গুলি তাদের কর্মপদ্ধতির পরিবর্তন ঘটিয়ে পরিবেশের সমতা বজায় রাখার ঘটনাকে হোমিওস্টেসিস বলে।
 
34. এজ এফেক্ট কাকে বলে?
উত্তরদুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর যে বৈচিত্র্যময় প্রচুরসংখ্যক জীবগোষ্ঠী পরিলক্ষিত হয়, তাকে এজ এফেক্ট বলে।
 
35. ইকোসিস কাকে বলে?
উত্তরকোন ইকোসিস্টেম থেকে অপর একটি ইকোসিস্টেমে আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে দ্বিতীয় ইকোসিস্টেমে অভিযোজিত হয়, তাকে ইকোসিস বলে।
 
36. কেমোট্রপ কাকে বলে?
উত্তরযে সকল জীব পরিবেশ থেকে অজৈব যৌগ গ্রহণ করে সূর্যালোকের সাহায্য ছাড়াই জৈব পোষক যৌগে পরিণত করে, তাকে কেমোট্রপ বলে।
 
37. বেনথস কাকে বলে?
উত্তরজলাশয়ের নিচের অংশে বসবাসকারী জীবকুলকে বেনথোস বলে।
 
38. নেকটন কাকে বলে?
উত্তরযেসব প্রাণী সাঁতার কেটে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাদের নেকটন বলে।
 
39. ফ্লোরা কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রের অন্তর্গত কোন নির্দিষ্ট স্থানের উদ্ভিদগোষ্ঠীকে ফ্লোরা বলা হয়।
 
40. ফনা কাকে বলে?
উত্তরবাস্তুতন্ত্রের অন্তর্গত কোন নির্দিষ্ট স্থানের প্রাণীগোষ্ঠীকে কে ফনা বলা হয়।
 
41. বায়োটা কাকে বলে?
উত্তরকোন নির্দিষ্ট ভৌগোলিক স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত বাস্তুতন্ত্রের প্রাণী উদ্ভিদের সমষ্টিকে বায়োটা বলে।
 
42. ইকোটপ কাকে বলে?
উত্তরপ্রাকৃতিক পরিবেশের যে অংশ কোন প্রজাতি বাসস্থান তৈরি করে এবং সেই অংশে ওই প্রজাতি বসবাস করে, তাকে ইকোটপ বলে।
 
43. জীব বিবর্ধন কাকে বলে?
উত্তরজীবদেহে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের ক্রমাগত পুঞ্জীভবন বৃদ্ধিকে জীব বিবর্ধন বলা হয়।

Theme images by chuwy. Powered by Blogger.
close