একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 6 | XI Geography

XI Geography MCQ

1. প্রদত্ত কোনটি মানবীয় ভূগােলের শাখা নয় –
A. অর্থনৈতিক ভূগােল     B. মৃত্তিকা বিজ্ঞান
C. সাংস্কৃতিক ভূগােল      D. ঐতিহাসিক ভূগোল
 
2. 'The origin of the continents and oceans' বইটি লেখেন
A. ওয়েগনার      B. হ্যারি হেস
C. এইরি            D. প্র্যাট
 
3. নিমজ্জিত পাতের ঢাল অংশকে বলা হয়
A. বেনিয়ফ জোন     B. মধ্য মহাসাগরীয় শৈলশিরা
C. ট্রান্সফর্ম চ্যুতি      D. ত্রিপাত সংযােগ
 
4. পৃথিবীর স্পর্শক বরাবর কার্যকরী ভূ-আলােড়নটি হল
A. সমস্থিতি আলােড়ন
B. ইউস্ট্যাটিক আলােড়ন
C. মহীভাবক আলােড়ন
D. গিরিজনি আলােড়ন
 
5. যে বিন্দুতে ভাঁজের বক্রতা সবচেয়ে বেশি হয়, সেটি হল
A. গ্রন্থি বিন্দু     B. শীর্ষ বিন্দু
C. পাদবিন্দু      D. বক্রতা পরিবর্তন বিন্দু
www.geopediainfo.com
6. ভূমিকম্পের 'S' তরঙ্গ যেতে পারে  
A. কেবল কঠিন মাধ্যম
B. কেবল তরল মাধ্যম
C. কেবল বায়বীয় মাধ্যম
D. সবকটি মাধ্যম দিয়ে
 
7. আলবাট্রস্ মালভূমিটি যে মহাসাগরে অবস্থিত তা হল  
A. প্রশান্ত মহাসাগর       B. আটলান্টিক মহাসাগর
C. ভারত মহাসাগর      D. কুমেরু মহাসাগর
 
8. সমুদ্রজলের লবণতা বাড়লে উষ্ণতা
A. কমে             B. বাড়ে
C. একই থাকে   D. খুব বেশি বাড়ে
 
9. কুমেরু মহাসাগরে যে সিন্ধুমলের সঞয় সর্বাধিক তা হল
A. টেরােপড           B. গ্লোবিজারিনা
C. রেডিওল্যারিয়ান    D. ডায়াটম
 
10. বাস্তুতন্ত্র হল একটি  
A. উন্মুক্ত প্রণালী        B. অর্ধমুক্ত প্রণালী
C. বিচ্ছিন্ন প্রণালী        D. আবদ্ধ প্রণালী
 
11. কোনটি প্রথম শ্রেণির খাদক  
A. সাপ       B. খরগােশ
C. ব্যাং       D. বাঘ
 
12. “জ্ঞান সকল সম্পদের সৃষ্টিকর্তা” – উক্তিটি করেছেন
A. ওয়েবার        B. জিমারম্যান
C. ওডাম           D. ম্যানিউস
 
13. সেলভাঅরণ্য দেখা যায়  
A. ইউরােপে              B. আফ্রিকায়
C. উত্তর আমেরিকায়    D. দক্ষিণ আমেরিকায়
 
14. ভেল্ড তৃণভূমি অবস্থিত হল
A. দক্ষিণ আমেরিকায়
B. দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায়
C. দক্ষিণ আফ্রিকায়
D. দক্ষিণ ইউরােপ-
 
15. সৰ্বাধিক মাছ ভক্ষণকারী দেশ হল
A. বাংলাদেশ      B. ভারত
C. চিন              D. জাপান
www.geopediainfo.com
16. আর্জেন্টিনার পশুপালকদের বলা হয়
A. ল্যাসাে       B. গৌচো
C. প্যাডক        D. ফাজেন্দা
 
17. ভারতে জলাশয় বা পুকুরের মাধ্যমে সবচেয়ে বেশি সেচকাজ হয় যে রাজ্যে, সেটি হল  
A. পশ্চিমবঙ্গে        B. তামিলনাড়ুতে
C. অন্ধ্রপ্রদেশে        D. পঞ্জাবে
 
18. পাইরােলুসাইট আকরিকটি হল
A. অভ্রের             B. তামার
C. ম্যাঙ্গানিজের    D. আকরিক লােহার
 
19. ভারতের প্রাচীনতম গভীরতম খনিজ তেলের খনিটি হল
A. নাহারকাটিয়া       B. বােম্বে হাই
C. ডিগবয়               D. আঙ্কালেশ্বর
 
20. যে দেশ মাথাপিছু সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে তা হল
A. নরওয়ে       B. অস্ট্রেলিয়া
C. চিন            D. জাপান
Theme images by chuwy. Powered by Blogger.
close