একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 4 | XI Geography
![]() |
XI Geography MCQ |
A. জ্যোতির্বিজ্ঞানীয় ভূগােল
B. মানবীয় বাস্তুবিদ্যা
C. রাশিমাত্রিক ভূগােল
D. অর্থনৈতিক ভূগােল
2. মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হল –
A. গ্রানাইট B. ব্যাসল্ট
C. শ্লেট D. বেলেপাথর
3. পাতের নিরপেক্ষ চলনের ফলে সৃষ্টি হয় –
A. স্বাভাবিক চ্যুতি B. বিপরীত চ্যুতি
C. ট্রান্সফর্ম চ্যুতি D. সােপান চ্যুতি
4. প্রদত্ত কোনটি গিরিজনি আলােড়নের সঙ্গে যুক্ত –
A. ভঙ্গিল পর্বত B. স্তপ পর্বত
C. মালভূমি D. সঞ্চয়জাত পর্বত
5. যে ভাঁজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় –
A. সমপ্রবণ ভজ B. আবৃত ভাজ
C. অপ্রতিসম ভাজ D. প্রতিসম ভাজ
www.geopediainfo.com
6. ভূ-অভ্যন্তরে ম্যাগমা উল্লম্ব বা তির্যকভাবে অবস্থান করলে তাকে বলে –
A. সিল B. ডাইক
C. ল্যাকোলিথ D. ফ্যাকোলিথ
7. যে খাত মধ্য আটলান্টিক শৈলশিরাকে দুভাগে ভাগ করেছে তা হল –
A. সুন্দা খাত B. মারিয়ানা
C. রােমানশ্ D. পুয়েরতােরিকো
8. গভীর সমুদ্রের অজৈব অবক্ষেপের প্রধান উৎস হল –
A. মহাজাগতিক অবক্ষেপ
B. ভূপৃষ্ঠের ক্ষয়ক্ষতি দ্রব্যসমূহ
C. অগ্ন্যুৎপাতজাত পদার্থ
D. রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থ
9. বেগুয়েলা স্রোত দেখা যায় –
A. অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে
B. ক্যালিফোর্নিয়া উপকূলে
C. দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে
D. দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে
10. স্থির জলের বাস্তুতন্ত্রকে বলে –
A. লেনটিক B. লােটিক
C. ফোটিক D. ওশানিক
11. মানুষ কোন্ শ্রেণির খাদক –
A. প্রাথমিক B. গৌণ
C. শাকাশী D. সর্বভুক
12. 'World Resources and Industries' বইটির রচয়িতা হলেন –
A. মার্শাল B. জিমারম্যান
C. হ্যামিলটন D. মিশেল
13. দক্ষিণ আমেরিকায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্য দেখা যায় –
A. পেরুতে B. চিলিতে
C. বলিভিয়ায় D. ব্রাজিলে
14. ফ্রান্সের ভূমধ্যসাগরীয় বনভূমির ঝােপঝাড়কে বলে –
A. ম্যাটারেলি B. ম্যাকিয়া
C. চ্যাপারেল D. ম্যাকুই
15. একটি ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ হল –
A. ইলিশ B. মাগুর
C. ইল D. হেরিং
www.geopediainfo.com
16. জাপানের মােট ভূমির অধিকাংশ –
A. কৃষিজমি B. পশুচারণ ভূমি
C. বনভূমি D. তৃণভূমি
17. শুষ্ক অঞলে যে জলসেচ ব্যবস্থায় পাইপলাইনের মাধ্যমে ফেঁটায় ফোঁটায় উদ্ভিদের মূল বা তার নিকটবর্তী অঞ্চলে জল সরবরাহ করা হয়, তার নাম –
A. ড্রিপ জলসেচ B. বর্ডার ইরিগেশন
C. বেসিন জলসেচ D. স্প্রিং কলার জলসেচ
18. পৃথিবীর বৃহত্তম তামার খনিটি অবস্থিত –
A. ব্রাজিলে B. USA- তে
C. চিলিতে D. ইন্দোনেশিয়ায়
19. যে দুটি ধাতব পদার্থের মিশ্রণে ডুরালুমিন ধাতুটি উৎপন্ন হয় তা হল –
A. অ্যালুমিনিয়াম ও তামা
B. অ্যালুমিনিয়াম ও দস্তা
C. অ্যালুমিনিয়াম ও টিন
D. অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ
20. সৌর তাপশক্তি ব্যবহারে পৃথিবীতে প্রথম দেশ হল –
A. ডেনমার্ক B. যুক্তরাষ্ট্র
C. ফ্রান্স D. জার্মানি