একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 3 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 3 | HS Geography,11,XI,XI Geography MCQ
XI Geography MCQ
1. ভূগােলে মানচিত্র অঙ্কনের পদ্ধতিকে বলা হয় 
A. জ্যোতির্বিদ্যা              B. কাটোগ্রাফি
C. গাণিতিক ভূগােল     D. সাংস্কৃতিক ভূগােল
 
2.পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদের প্রবক্তা হলেন 
A. ল্যাপলাস         B. চেম্বারলিন  মুলটন
C. জে ডি বুফন    D. ইম্যানুয়েল কান্ট
 
3. ওয়েগনারের মতানুযায়ী উত্তর  দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হল 
A. পরিচলন স্রোত   
B. পাতের চলন
C. বৈষম্যমূলক অভিকর্ষজ টান
D. জোয়ারি শক্তি
 
4. কোন্ ভূআলােড়নে কোমল শিলাস্তরে সংনমন সৃষ্টি হয় –  
A. সমস্থিতিক      B. মহীভাবক
C. আকস্মিক       D. গিরিজনি
 
5. অন্তর্মুখী নতি দেখা যায় –  
A. একনত ভঁজে       B. উদঘট্ট ভাজে
C. অধােভঙ্গে         D. ঊধ্বভঙ্গে
 
6. যে লাভাতে সিলিকার পরিমাণ বেশি থাকে তাকে বলে 
A. ক্ষারকীয় লাভা      B. মধ্যবর্তী লাভা
C. আম্লিক লাভা         D. কোনােটিই নয়
 
7. গভীর সমুদ্রের সঞয়কে বলে 
A. পিলেজিক সঞ্জয়       B. নেরিটিক সঞয়
C. ইউপিলেজিক সঞ্জয়      D. হেমিপিলেজিক সঞ্জয়
 
8. পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ 
A. ভ্যান হ্রদ              B. প্যাংগং হ্রদ
C. কাস্পিয়ান সাগর  D. মরুসাগর
 
9. হামবােল্ড স্রোত প্রবাহিত হয় –  
A. আটলান্টিক মহাসাগরে
B. ভারত মহাসাগরে
C. প্রশান্ত মহাসাগরে
D. সুমেরু মহাসাগরে
 
10. 'ইকোসিস্টেমশব্দটি প্রথম ব্যবহার করেন 
A. লিন্ডেম্যান    B. আর্নেস্ট হেকেল
C. ট্যান্সলে        D. ওডাম
 
11. বাস্তুতন্ত্রে বিয়ােজকেরা হল –  
A. স্বভােজী           B. প্রাথমিক খাদক
C. মাংসাশী খাদক    D. আণুবীক্ষণিক মৃতজীবী
 
12. চন্দন গাছ দেখা যায় 
A. নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে     B. ক্রান্তীয় মৌসুমি অরণ্যে
C. সরলবর্গীয় অরণ্যে         D. ভূমধ্যসাগরীয় অরণ্যে
 
13. 'কুঠার-ভাঙাগাছ বলা হয় 
A. আয়রন উডকে      B. কুইব্রাকোকে
C. শালকে                  D. রােজউডকে
 
14. মৎস্যজীবীর দেশ’ বলা হয় 
A. জাপানকে                B. আমেরিকা যুক্তরাষ্ট্রকে
C. দক্ষিণ কোরিয়াকে    D. নরওয়েকে

15. একটি ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ হল  
A. টুনা            B. ইল
C. পমফ্রেট       D. স্যামন
 
16. আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি কোন্ উদ্দেশ্যে সর্বাধিক ব্যবহৃত হয়  
A. তৃণভূমি         B. কৃষি
C. জলাশয়          D. অন্যান্য কাজে
 
17. অতিরিক্ত জলসেচের ফলে – 
A. উদ্ভিদের বৃদ্ধি দ্রুত হয়  
B. মৃত্তিকারউর্বরতা বৃদ্ধি পায়
C. মৃত্তিকায় অক্সিজেনের অভাব দেখা যায়
D. মৃত্তিকায় লবণতার পরিমাণ হ্রাস পায়
 
18. প্রদত্ত কোনটির উপজাত দ্রব্য ন্যাপথ  
A. প্রাকৃতিক গ্যাস     B. ইউরেনিয়াম
C. কয়লা                 D. পেট্রোলিয়াম
 
19. NTPC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত
A. নিউ দিল্লি     B. কলকাতা
C. মুম্বাই           D. চেন্নাই
 
20. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদনকেন্দ্রটি গঠিত হয়েছে
A. লাম্বাতে           B. ভেঙ্কুসাওয়ারে
C. ফ্রেজারগঞ্জে     D. মুপান্ডালে 

Theme images by chuwy. Powered by Blogger.
close