একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 5 | XI Geography

XI Geography MCQ

 1. ‘প্রণালীবদ্ধ ভূগােলের জনকহলেন  
A. কার্ল রিটার        B. ভন হামবােল্ড
C. জিমারম্যান        D. হান্টিংটন
 
2. ‘সমস্থিতিশব্দটি প্রথম প্রবর্তন করেন
A. প্র্যাট          B. এইরি
C. ডাটন        D. হেফোর্ড
 
3. কেন্দ্রমণ্ডলের অপর নাম
A. ক্রফেসিমা      B. নিফেসিমা
C. নিফে             D. অ্যাসথেনােস্ফিয়ার
 
4. চ্যুতিতল অনুভূমিক তল যে রেখা বরাবর মিলিত হয়, তা হল
A. চ্যুতি কোণ       B. চ্যুতির আয়াম
C. চ্যুতি নতি        D. চ্যুতি তল
 
5. সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হল  
A. 'P' তরঙ্গ       B. 'S' তরঙ্গ
C. 'L' তরঙ্গ       D. 'K' তরঙ্গ
www.geopediainfo.com
6. আগ্নেয়গিরি থেকে বােরিক অ্যাসিড নির্গত হলে তাকে বলে
A. স্যাফিওনি      B. নুয়ে আর্দেন্তি
C. মফেত্তিস        D. সালফাটারা
 
7. মহীসােপানের গভীরতা সর্বাধিক হয়
A. 100 মিটার        B. 150 মিটার
C. 200 মিটার        D. 250 মিটার
 
8. প্রদত্ত কোনটি চুনজাতীয় সিন্ধুকর্দের উদাহরণ  
A. রেডিওল্যারিয়ান      B. ডায়াটম
C. প্রবাল                     D. টেরােপড
 
9. শীতকালে সুইডেন, নরওয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলভাগ বরফমুক্ত থাকে কোন স্রোতের প্রভাবে
A. উপসাগরীয়      B. ক্যারিবিয়ান
C. জাপান             D. বেরিং স্রোত
 
10. বিয়ােজকের একটি উদাহরণ হল  
A. ব্যাকটেরিয়া        B. পতঙ্গ
C. সরীসৃপ               D. উভচর প্রাণী
 
11. খাদ্যশৃঙ্খলের শক্তির প্রবাহ
A. একমুখী       B. দ্বিমুখী
C. ত্রিমুখী         D. বহুমুখী
 
12. ওজোন স্তর কোন্ প্রকার সম্পদ  
A. ব্যক্তিগত        B. সামাজিক
C. জাতীয়           D. আন্তর্জাতিক সম্পদ
 
13. বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল
A. গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল
B. নাইজেরিয়ার ম্যানগ্রোভ অরণ্য
C. অস্ট্রেলিয়ার ম্যানগ্রোভ অরণ্য
D. মধ্য আমেরিকার ম্যানগ্রোভ অরণ্য
 
14. নিউজিল্যান্ডে নাতিশীতােয় তৃণভূমি যে নামে পরিচিত তা হল
A. প্রেইরি       B. পম্পাস
C. স্তেপ          D. ক্যান্টারবেরি
 
15. 'মৎস্যজীবীদের দেশ' বলা হয়  
A. চিনকে            B. জাপানকে
C. নরওয়েকে       D. আইসল্যান্ডকে
www.geopediainfo.com
16. আর্জেন্টিনার কসাইখানাগুলি যে নামে পরিচিত তা হল
A. এস্টেনশিয়া      B. চাকরাস
C. গ্রানচাকো        D. ফ্রিগােরিফিকো
 
17. ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় পাকিস্তানের
A. সিন্ধু প্রদেশে      B. পেশােয়ারে
C. পাঞ্জাবে            D. বালুচিস্তানে
 
18. লােহার উৎকৃষ্ট আকরিকটি হল
A. ম্যাগনেটাইট         B. অ্যানথ্রাসাইট
C. লিমােনাইট         D. ল্যাটেরাইট
 
19. ঝাড়খণ্ডের কোডারমা যে খনিজটি উত্তোলনে প্রসিদ্ধ তা হল
A. ম্যাঙ্গানিজ       B. বক্সাইট
C. অভ্র                D. তামা
 
20. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান দখল করে  
A. ফ্রান্স           B. জার্মানি
C. ইজরায়েল    D. আমেরিকা যুক্তরাষ্ট্র
Theme images by chuwy. Powered by Blogger.
close