একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 1 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 1 | HS Geography,11,XI,XI Geography MCQ
XI Geography MCQ

1. ভূগােল শাস্ত্র হল একটি  
A. ঊর্ধ্বমুখী      B. নিম্নমুখী
C. স্থৈতিক        D. গতিশীল বিদ্যা
 
2. ভূ-অভ্যন্তরের যে স্তরটি নিফে’ (Nife) নামে পরিচিত সেটি হল
A. ভূত্বক          B. অ্যাসথেনােস্ফিয়ার
C. গুরুমণ্ডল     D. কেন্দ্রমণ্ডল
 
3. যে যন্ত্রের সাহায্যে মহাসাগরীয় শিলার পুরাচম্বকত্ব বিশ্লেষণ করা হয় তা হল
A. ক্লাইনােমিটার    B. ম্যাগনেটোমিটার
C. থার্মোমিটার        D. অল্টিমিটার
 
4. মহীভাবক আলােড়নের প্রভাবে যে প্রকার পর্বতের সৃষ্টি হয় তা হল
A. ভঙ্গিল পর্বত       B. স্তুপ পর্বত
C. আগ্নেয় পর্বত      D. ক্ষয়জাত পর্বত
 
5. পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প সংঘটিত হয়
A. জাপানে          B. কানাডায়
C. ইটালিতে         D. ভারতে
www.geopediainfo.com
6. ভস্ম সঞ্চিত মালভূমিকে বলা হয়
A. স্পেপটো           B. ইগনিমব্রাইট
C. গােলয়েড       D. পা হাে হাে
 
7. পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত কোনটি
A. পুয়ের্তোরিকো খাত   B. রােমান্স খাত
C. সুন্দা খাত               D. মারিয়ানা খাত
 
8. সমুদ্রজলে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণতা উষ্ণতার বন্টনের সম্পর্ক দেখানাে হয়
A. T-S লেখচিত্রের সাহায্যে
B. ব্যারােমেট্রিক লেখচিত্রের সাহায্যে
C. CTD লেখচিত্রের সাহায্যে
D. P-Q লেখচিত্রের সাহায্যে
 
9. সমুদ্র জলে 77.8 % হল  
A. ম্যাগনেশিয়াম                B. ফসফেট
C. সােডিয়াম ক্লোরাইড     D. পটাশিয়াম ক্লোরাইড
 
10. জাপান উপকূল যে সমুদ্র স্রোতের প্রবাহে উয় থাকে তা হল
A. কুরােশিয়াে স্রোত    B. ক্যানারি স্রোত
C. সােমালি স্রোত          D. ফকল্যান্ড স্রোত
www.geopediainfo.com
11. পরিবেশের গঠনগত কার্যগত একককে বলে
A. প্রকৃতি            B. বাস্তুতন্ত্র
C. জীবমণ্ডল        D. বায়ােম
 
12. 'জ্ঞানই হল সকল সম্পদের সৃষ্টিকর্তা' – একথা বলেছেন
A. স্যাস্পেল         B. মিচেল
C. জিমারম্যান     D. হ্যামিলটন
 
13. জলপাই যে অরণ্যের প্রতিফলক বৃক্ষ, তা হল  
A. নিরক্ষীয় অরণ্য            B. মৌসুমি অরণ্য
C. ভূমধ্যসাগরীয় অরণ্য    D. ম্যানগ্রোভ অরণ্য
 
14. ক্রান্তীয় তৃণভূমি 'পার্কল্যান্ড' নামে পরিচিত
A. ব্রাজিলে                B. কলম্বিয়ায়
C. জিম্বাবােয়েতে      D. নিউজিল্যান্ডে
 
15. ‘হেরিং পন্ডবলা হয়
A. আটলান্টিক মহাসাগরকে
B. ভারত মহাসাগরকে
C. প্রশান্ত মহাসাগরকে
D. সুমেরু মহাসাগরকে
 
16. পােল্ডারভূমি দেখা যায়  
A. চিলিতে      B. নেদারল্যান্ডে
C. জাপানে      D. কোরিয়ায়
 
17. পৃথিবীর সর্বাধিক জলসেচকারী দেশ হল
A. মিশর         B. ফ্রান্স
C. জাপান       D. ভারত
 
18. তামার সর্বোৎকৃষ্ট আকরিকটি হল
A. চালকোসাইট     B. ক্রাইসােকোলা
C. ম্যালাকাইট       D. অ্যাজুরাইট
 
19. ভারতের বৃহত্তম তৈলখনিটি হল  
A. বোম্বে হাই       B. নাহারকাটিয়া
C. ডিগবয়          D. আঙ্কেলেশ্বর
 
20. পৃথিবীর সর্বাধিক ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হল  
A. আমেরিকা যুক্তরাষ্ট্র    B. কানাডা
C. কাজাকাস্তান              D. অস্ট্রেলিয়া

Theme images by chuwy. Powered by Blogger.
close