একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 2 | XI Geography
![]() |
XI Geography MCQ |
1. ‘Geography’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন –
A. হেরােডােটাস B. টলেমি
C. এরাটোসথেনিস D. কার্ল রিটার
2. পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কান্ট-ল্যাপলাস তত্ত্ব –
A. নীহারিকা B. জোয়ারি
C. গ্রহাণু D. দ্বিনক্ষত্রীয় মতবাদ নামে পরিচিত
3. প্যানজিয়ার ভাঙন শুরু হয় –
A. পার্মিয়ান যুগে B. মেসোজোয়িক যুগে
C. টার্শিয়ারি যুগে D. গণ্ডােয়ানা যুগে
4. চ্যুতিতল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে বলে –
A. চ্যুতির নতি B. চ্যুতির আয়াম
C. চ্যুতিরেখা D. ব্যবধি
5. 'পিলির কেশ' কোন্ ধরনের আগ্নেয়গিরিতে পরিলক্ষিত হয় –
A. ভলকানাে শ্রেণি B. হাওয়াই শ্রেণি
C. পিলীয় শ্রেণি D. আইসল্যান্ড শ্রেণি
www.geopediainfo.com
6. ল্যাকোলিথ দেখতে –
A. লেন্সাকার B. গােলাকার
C. দণ্ডাকার D. চ্যাপটা
7. আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্রখাতটি হল–
A. রােমান খাত B. পুয়ের্তোরিকো খাত
C. সুন্দা খাত D. মারিয়ানা খাত
8. সামগ্রিকভাবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় বার্ষিক উষ্ণুতা –
A. 15° C B. 17.2° C
C. 26.7° C D. 35° C
9. ক্যানারি স্রোত একটি –
A. অতি উষ্ণ স্রোত B. উষ্ণ স্রোত
C. নাতিশীতােষ্ণ স্রোত D. শীতল স্রোত
10. যেসব প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হল –
A. মাংসাশী B. তৃণভােজী
C. স্বভােজী D. পরভােজী
11. দশ শতাংশ সূত্র-এর প্রবক্তা হলেন –
A. ট্যান্সলে B. লিন্ডেম্যান
C. হেকেল D. ডেভিস
12. প্রদত্ত কোনটি আন্তর্জাতিক সম্পদ –
A. ওজোন স্তর B. রেলপথ
C. বিদ্যালয় D. জমি
13. জরায়ুজ অঙ্কুরােদ্গম –
A. ম্যানগ্রোভ B. ভূমধ্যসাগরীয়
C. সরলবর্গীয় D. জাঙ্গল উদ্ভিদের একটি বৈশিষ্ট্য
14. ইলিশ হল একপ্রকার –
A. অ্যানড্রোমাস B. ক্যাটাড্রোমাস মাছ
C. পিলেজিক D. ডেমার্সাল
15. বিশ্বের বৃহত্তম মৎস্য বাজার –
A. পেনাং B. হাউগেসুণ্ড
C. সুকিজি D. শংকরপুর
www.geopediainfo.com
16. কোন্ দেশের জলসেচ ব্যবস্থা ক্যারেজ প্রথা’নামে পরিচিত –
A. বাংলাদেশ B. মায়ানমার
C. আফগানিস্তান D. পাকিস্তান
17. সর্বোৎকৃষ্ট শ্রেণির অভ্র হল –
A. ফ্লগােপাইট B. প্যারাগােনাইট
C. বায়ােটাইট D. মাসকোভাইট
18. ব্রাজিলের তৃণভূমি কি নামে পরিচিত –
A. ভেল্ড B. সেলভা
C. ক্যাম্পােস D. পম্পাস
19. তামা উৎপাদনে শ্রেষ্ঠ দেশটি হল –
A. পেরু B. চিলি
C. অস্ট্রেলিয়া D. আমেরিকা যুক্তরাষ্ট্র
20. দূষণমুক্ত চিরাচরিত শক্তি হল –
A. সৌরশক্তি B. জলবিদ্যুৎ
C. বায়ুবিদ্যুৎ D. তাপবিদ্যুৎ
A. হেরােডােটাস B. টলেমি
C. এরাটোসথেনিস D. কার্ল রিটার
2. পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কান্ট-ল্যাপলাস তত্ত্ব –
C. গ্রহাণু D. দ্বিনক্ষত্রীয় মতবাদ নামে পরিচিত
3. প্যানজিয়ার ভাঙন শুরু হয় –
C. টার্শিয়ারি যুগে D. গণ্ডােয়ানা যুগে
4. চ্যুতিতল ও অনুভূমিক তল যে কাল্পনিক রেখা বরাবর একে অপরকে ছেদ করে তাকে বলে –
C. চ্যুতিরেখা D. ব্যবধি
5. 'পিলির কেশ' কোন্ ধরনের আগ্নেয়গিরিতে পরিলক্ষিত হয় –
A. ভলকানাে শ্রেণি B. হাওয়াই শ্রেণি
C. পিলীয় শ্রেণি D. আইসল্যান্ড শ্রেণি
www.geopediainfo.com
6. ল্যাকোলিথ দেখতে –
C. দণ্ডাকার D. চ্যাপটা
7. আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্রখাতটি হল–
C. সুন্দা খাত D. মারিয়ানা খাত
8. সামগ্রিকভাবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় বার্ষিক উষ্ণুতা –
A. 15° C B. 17.2° C
C. 26.7° C D. 35° C
9. ক্যানারি স্রোত একটি –
C. নাতিশীতােষ্ণ স্রোত D. শীতল স্রোত
10. যেসব প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হল –
C. স্বভােজী D. পরভােজী
11. দশ শতাংশ সূত্র-এর প্রবক্তা হলেন –
C. হেকেল D. ডেভিস
12. প্রদত্ত কোনটি আন্তর্জাতিক সম্পদ –
A. ওজোন স্তর B. রেলপথ
C. বিদ্যালয় D. জমি
13. জরায়ুজ অঙ্কুরােদ্গম –
C. সরলবর্গীয় D. জাঙ্গল উদ্ভিদের একটি বৈশিষ্ট্য
14. ইলিশ হল একপ্রকার –
C. পিলেজিক D. ডেমার্সাল
15. বিশ্বের বৃহত্তম মৎস্য বাজার –
A. পেনাং B. হাউগেসুণ্ড
C. সুকিজি D. শংকরপুর
www.geopediainfo.com
16. কোন্ দেশের জলসেচ ব্যবস্থা ক্যারেজ প্রথা’নামে পরিচিত –
C. আফগানিস্তান D. পাকিস্তান
17. সর্বোৎকৃষ্ট শ্রেণির অভ্র হল –
A. ফ্লগােপাইট B. প্যারাগােনাইট
C. বায়ােটাইট D. মাসকোভাইট
18. ব্রাজিলের তৃণভূমি কি নামে পরিচিত –
C. ক্যাম্পােস D. পম্পাস
19. তামা উৎপাদনে শ্রেষ্ঠ দেশটি হল –
A. পেরু B. চিলি
C. অস্ট্রেলিয়া D. আমেরিকা যুক্তরাষ্ট্র
20. দূষণমুক্ত চিরাচরিত শক্তি হল –
C. বায়ুবিদ্যুৎ D. তাপবিদ্যুৎ