ভৌমজল স্তর, ভৌমজল পৃষ্ঠ ও প্রস্রবণ - MCQ
![]() |
ভৌমজল স্তর, ভৌমজল পৃষ্ঠ ও প্রস্রবণ - MCQ |
1. ভৌমজলের প্রধান উৎস কোনটি –
C. আবহিক জল D. উৎস্যন্দ জল
2. কোন ঋতুতে ভৌম জল ভান্ডার পরিপূর্ণ হয় –
A. গ্রীষ্ম ঋতু B. বর্ষা ঋতু
C. শীত ঋতু D. বসন্ত ঋতু
3. পাললিক শিলা সৃষ্টি সময় স্বাভাবিকভাবে শিলাস্তরের যে জল থাকে তাকে বলে –
A. সহজাত জল B. উৎস্যন্দ জল
C. মহাসাগরীয় জল D. মিটিওরিক জল
4. আর্টেজীয় কূপ দেখা যায় –
A. ভাঁজযুক্ত শিলা গঠনে
B. চ্যুতিযুক্ত শিলা গঠনে
C. একনত গঠনে
D. অনুভূমিক শিলা গঠনে
5. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে –
A. জলচক্রের মাধ্যমে
B. বায়ু প্রবাহের মাধ্যমে
C. সমুদ্রস্রোতের মাধ্যমে
D. অগ্ন্যুৎপাতের মাধ্যমে
6. ভৌমজলের পরিমাণ এর একটি নিয়ন্ত্রক হলো –
A. জীবজগৎ B. শিলার সচ্ছিদ্রতা
C. বায়ুপ্রবাহ D. সূর্যতাপ
7. স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম –
A. আবহিক জল B. উৎস্যন্দ জল
C. ভাদোস জল D. ফ্রিয়েটিক জল
8. সছিত্র এবং প্রবেশ্য এমন একটি শিলা হল –
A. কাদাপাথর B. গ্রানাইট
C. ব্যাসল্ট D. চুনাপাথর
9. যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে, তাকে বলে –
A. সবিরাম সম্পৃক্ত স্তর B. সম্পৃক্ত স্তর
C. অসম্পৃক্ত স্তর D. অর্ধসম্পৃক্ত স্তর
10. বিশুদ্ধ চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট এর শতকরা পরিমাণ হল –
A. 50 শতাংশের বেশি
B. 60 শতাংশের বেশি
C. 70 শতাংশের বেশি
D. 80 শতাংশের বেশি
www.geopediainfo.com
11. বৃষ্টিপাত ও তুষারগলা জলে পুষ্ট ভৌমজলকে বলে –
A. মহাসাগরীয় জল B. সহজাত জল
C. আবহিক জল D. উৎস্যন্দ জল
12. আর্টেজীয় কূপ বেশিমাত্রায় দেখতে পাওয়া যায় –
A. আমেরিকায় B. ফ্রান্সে
C. অস্ট্রেলিয়ায় D. নিউজিল্যান্ডে
13. কোন একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ থাকলে তাকে বলে –
A. সম্পৃক্তরেখা B. প্রস্রবণরেখা
C. অ্যাকুইরেখা D. কোনাটিই নয়
14. নিম্নলিখিত যেখান থেকে সর্বদা জল নির্গত হয় তা হল –
A. অর্তেজীয় কূপ B. অবিরাম প্রস্রবণ
C. সবিরাম প্রস্রবণ D. গিজার
15. ধীরগতিসম্পন্ন জলবাহী স্তর যে নামে পরিচিত তা হল –
A. অ্যাকুইফার B. অ্যাকুইটার্ড
C. অ্যাকুইফিউজ D. অ্যাকুইক্লুড
16. ভৌমজল পরিবহনে অক্ষম শিলাস্তরকে বলে –
A. অ্যাকুইফার B. অ্যাকুইফিউজ
C. অ্যাকুইক্লুড D. অ্যাকুইটার্ড
17. ভাদোস স্তরের মধ্যবর্তী স্তর হল –
A. মৃত্তিকা জলস্তর B. মৃত্তিকা বায়ুস্তর
C. কৈশিক স্তর D. ফ্রিয়েটিক স্তর
18. ভূগর্ভে ভৌমজল দ্বারা সম্পৃক্ত স্তরকে বলে –
A. অ্যাকুইক্লুড B. অ্যাকুইটার্ড
C. অ্যাকুইফার D. অ্যাকুইফিউজ
19. যে প্রবেশ্য শিলা জল ধরে রাখতে সাহায্য করে, তাকে বলে –
A. ভৌম জলাধার B. অ্যাকুইফিউজ
C. অ্যাকুইক্লুড D. অ্যাকুইটার্ড
20. দেরাদুনের নিকট ‘সহস্র ধারা প্রস্রবণ’ একটি –
A. খনিজ প্রস্রবণ B. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
C. শীতল প্রস্রবণ D. উষ্ণ প্রস্রবণ
www.geopediainfo.com
A. মহাসাগরীয় জল B. সহজাত জল
C. আবহিক জল D. উৎস্যন্দ জল
12. আর্টেজীয় কূপ বেশিমাত্রায় দেখতে পাওয়া যায় –
A. আমেরিকায় B. ফ্রান্সে
C. অস্ট্রেলিয়ায় D. নিউজিল্যান্ডে
13. কোন একটি রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ থাকলে তাকে বলে –
A. সম্পৃক্তরেখা B. প্রস্রবণরেখা
C. অ্যাকুইরেখা D. কোনাটিই নয়
14. নিম্নলিখিত যেখান থেকে সর্বদা জল নির্গত হয় তা হল –
A. অর্তেজীয় কূপ B. অবিরাম প্রস্রবণ
C. সবিরাম প্রস্রবণ D. গিজার
15. ধীরগতিসম্পন্ন জলবাহী স্তর যে নামে পরিচিত তা হল –
A. অ্যাকুইফার B. অ্যাকুইটার্ড
C. অ্যাকুইফিউজ D. অ্যাকুইক্লুড
16. ভৌমজল পরিবহনে অক্ষম শিলাস্তরকে বলে –
A. অ্যাকুইফার B. অ্যাকুইফিউজ
C. অ্যাকুইক্লুড D. অ্যাকুইটার্ড
17. ভাদোস স্তরের মধ্যবর্তী স্তর হল –
A. মৃত্তিকা জলস্তর B. মৃত্তিকা বায়ুস্তর
C. কৈশিক স্তর D. ফ্রিয়েটিক স্তর
18. ভূগর্ভে ভৌমজল দ্বারা সম্পৃক্ত স্তরকে বলে –
A. অ্যাকুইক্লুড B. অ্যাকুইটার্ড
C. অ্যাকুইফার D. অ্যাকুইফিউজ
19. যে প্রবেশ্য শিলা জল ধরে রাখতে সাহায্য করে, তাকে বলে –
A. ভৌম জলাধার B. অ্যাকুইফিউজ
C. অ্যাকুইক্লুড D. অ্যাকুইটার্ড
20. দেরাদুনের নিকট ‘সহস্র ধারা প্রস্রবণ’ একটি –
A. খনিজ প্রস্রবণ B. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
C. শীতল প্রস্রবণ D. উষ্ণ প্রস্রবণ
www.geopediainfo.com
21. প্রবেশ ও অপ্রবেশ্য শিলাস্তরের সংযােগস্থলে নতি ঢাল বরাবর যে প্রস্রবণের সৃষ্টি হয়, তাকে বলে –
A. নতিঢাল প্রস্রবণ B. দারণ প্রস্রবণ
C. চ্যুতি প্রস্রবণ D. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
22. পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায়, তাকে বলে –
A. সহজাত জল B. মিটিওরিক জল
C. ভাদোস জল D. উৎস্যন্দ জল
23. জলস্তরের উপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে বলে –
A. উৎস্যন্দ জল B. আবহিক জল
C. ভাদোস জল D. মিটিওরিক জল
24. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয়, তাকে বলে –
A. জন্মগত জল B. খনিজ জল
C. উৎস্যন্দ জল D. মিটিওরিক জল
25. ‘ওল্ড ফেথফুল’ হল একটি –
A. আর্তেজীয় প্রস্রবণ B. গিজার
C. খনিজ প্রস্রবণ D. ভৃগুঢাল প্রস্রবণ
26. গিজার হল একটি –
A. অবিরাম প্রস্রবণ B. সমান্তরাল প্রস্রবণ
C. উষ্ণ প্রস্রবণ D. শীতল প্রস্রবণ
27. ভাদোস স্তরকে বলে –
A. সম্পৃক্ত স্তর B. অসম্পৃক্ত স্তর
C. স্থায়ী সম্পৃক্ত স্তর D. সাময়িক সম্পৃক্ত স্তর
28. ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে –
A. প্রবেশ্য শিলাস্তর B. অর্ধপ্রবেশ্য শিলাস্তর
C. অপ্রবেশ্য শিলাস্তর D. কোনােটিই নয়
29. নিম্নলিখিত প্রস্রবনগুলির মধ্যে কোনটি অভিকর্ষের বিপরীতে ঘটে –
A. চ্যুতি প্রস্রবণ B. গিজার
C. ডাইক প্রস্রবণ D. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
30. সচ্ছিদ্র না হলেও প্রবেশ্য এমন একটি শিলা হল –
A. কোয়ার্টজাইট B. ব্যাসল্ট
C. গ্রানাইট D. স্লেট
www.geopediainfo.com
A. নতিঢাল প্রস্রবণ B. দারণ প্রস্রবণ
C. চ্যুতি প্রস্রবণ D. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
22. পাললিক শিলা গঠনের সময় যে জল শিলাস্তরের মধ্যে আবদ্ধ হয়ে যায়, তাকে বলে –
A. সহজাত জল B. মিটিওরিক জল
C. ভাদোস জল D. উৎস্যন্দ জল
23. জলস্তরের উপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে বলে –
A. উৎস্যন্দ জল B. আবহিক জল
C. ভাদোস জল D. মিটিওরিক জল
24. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয়, তাকে বলে –
A. জন্মগত জল B. খনিজ জল
C. উৎস্যন্দ জল D. মিটিওরিক জল
25. ‘ওল্ড ফেথফুল’ হল একটি –
A. আর্তেজীয় প্রস্রবণ B. গিজার
C. খনিজ প্রস্রবণ D. ভৃগুঢাল প্রস্রবণ
26. গিজার হল একটি –
A. অবিরাম প্রস্রবণ B. সমান্তরাল প্রস্রবণ
C. উষ্ণ প্রস্রবণ D. শীতল প্রস্রবণ
27. ভাদোস স্তরকে বলে –
A. সম্পৃক্ত স্তর B. অসম্পৃক্ত স্তর
C. স্থায়ী সম্পৃক্ত স্তর D. সাময়িক সম্পৃক্ত স্তর
28. ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে –
A. প্রবেশ্য শিলাস্তর B. অর্ধপ্রবেশ্য শিলাস্তর
C. অপ্রবেশ্য শিলাস্তর D. কোনােটিই নয়
29. নিম্নলিখিত প্রস্রবনগুলির মধ্যে কোনটি অভিকর্ষের বিপরীতে ঘটে –
C. ডাইক প্রস্রবণ D. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ
30. সচ্ছিদ্র না হলেও প্রবেশ্য এমন একটি শিলা হল –
A. কোয়ার্টজাইট B. ব্যাসল্ট
C. গ্রানাইট D. স্লেট
www.geopediainfo.com
31. সচ্ছিদ্রতাও নেই আবার অপ্রবেশ্য এমন একটি শিলা হল –
A. ব্যাসল্ট B. গ্রানাইট
C. স্লেট D. কোয়ার্টজাইট
32. ভ্যকুসিয়ান প্রস্রবণ দেখা যায় –
A. নিম্ন রােন নদী উপত্যকায়
B. পাে নদী উপত্যকায়
C. সিন নদী উপত্যকায়
D. রাইন নদী উপত্যকায়
33. পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর দেখা যায় –
A. গিজার B. উষ্ণ প্রস্রবণ
C. শীতল প্রস্রবণ D. ডাইক প্রস্রবণ
34. ভৌম জলের অপর নাম –
A. পৃষ্ঠীয় জল B. উপপৃষ্ঠীয় জল
C. কৌশিক জল D. কোনোটিই নয়
35. ভূগর্ভে সবিরাম সম্পৃক্ত স্তর এর নিচে থাকে –
A. অসম্পৃক্ত স্তর B. স্থায়ী সম্পৃক্ত স্তর
C. মৃত্তিকা জলস্তর D. ভাদোস স্তর
36. স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম –
A.ভাদোস জল B. ফ্রিয়েটিক জল
C. উৎস্যন্দ জল D. আবহিক জল
37. আর্তেজীয় প্রস্রবণ হল –
A. উষ্ণ প্রস্রবণ B. খনিজ প্রস্রবণ
C. চাপ প্রস্রবণ D. কোনােটিই নয়
38. ‘আর্তেজীয়’ নামটি ‘আর্তওয়া’ নামক অঞ্চলের নাম থেকে উৎপন্ন আর্তওয়া অলটি অবস্থিত –
A. ইটালিতে B. ফ্রান্সে
C. গ্রিসে D. বসনিয়ায়
39. গিজার প্রস্রবণ দেখা যায় –
A. আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে
B. ভূমিকম্প প্রবণ অঞ্চলে
C. চুনাপাথরযুক্ত অঞ্চলে
D. ভঙ্গিল পাবর্ত্য অঞ্চলে
40. ভৌমজল দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে যাঁরা গবেষণা করেন তাদের বলে –
A. সেফিওলজিস্ট B. স্পেলিওলজিস্ট
C. পেডােলজিস্ট D. আর্কিওলজিস্ট
www.geopediainfo.com
A. ব্যাসল্ট B. গ্রানাইট
C. স্লেট D. কোয়ার্টজাইট
32. ভ্যকুসিয়ান প্রস্রবণ দেখা যায় –
A. নিম্ন রােন নদী উপত্যকায়
B. পাে নদী উপত্যকায়
C. সিন নদী উপত্যকায়
D. রাইন নদী উপত্যকায়
33. পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর দেখা যায় –
A. গিজার B. উষ্ণ প্রস্রবণ
C. শীতল প্রস্রবণ D. ডাইক প্রস্রবণ
34. ভৌম জলের অপর নাম –
A. পৃষ্ঠীয় জল B. উপপৃষ্ঠীয় জল
C. কৌশিক জল D. কোনোটিই নয়
35. ভূগর্ভে সবিরাম সম্পৃক্ত স্তর এর নিচে থাকে –
A. অসম্পৃক্ত স্তর B. স্থায়ী সম্পৃক্ত স্তর
C. মৃত্তিকা জলস্তর D. ভাদোস স্তর
36. স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম –
A.ভাদোস জল B. ফ্রিয়েটিক জল
C. উৎস্যন্দ জল D. আবহিক জল
37. আর্তেজীয় প্রস্রবণ হল –
A. উষ্ণ প্রস্রবণ B. খনিজ প্রস্রবণ
C. চাপ প্রস্রবণ D. কোনােটিই নয়
38. ‘আর্তেজীয়’ নামটি ‘আর্তওয়া’ নামক অঞ্চলের নাম থেকে উৎপন্ন আর্তওয়া অলটি অবস্থিত –
A. ইটালিতে B. ফ্রান্সে
C. গ্রিসে D. বসনিয়ায়
39. গিজার প্রস্রবণ দেখা যায় –
A. আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে
B. ভূমিকম্প প্রবণ অঞ্চলে
C. চুনাপাথরযুক্ত অঞ্চলে
D. ভঙ্গিল পাবর্ত্য অঞ্চলে
40. ভৌমজল দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে যাঁরা গবেষণা করেন তাদের বলে –
A. সেফিওলজিস্ট B. স্পেলিওলজিস্ট
C. পেডােলজিস্ট D. আর্কিওলজিস্ট
www.geopediainfo.com
41. যে ভৌমজলতলের নীচে অবস্থিত জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে –
A. স্থায়ী সম্পৃক্ত স্তর B. মৃত্তিকা-জলস্তর
C. কৈশিক স্তর D. ভাদোস স্তর
42. দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে কোন্ ধরনের অ্যাকুইফার গড়ে ওঠে –
A. অ্যাকুইফিউজ B. অ্যাকুইক্লুড
C. মুক্ত অ্যাকুইফার D. আবদ্ধ অ্যাকুইফার
43. মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তরটি কী নামে পরিচিত –
A. অ্যাকুইটার্ড B. পার্চড অ্যাকুইফার
C. মুক্ত অ্যাকুইফার D. অ্যাকুইক্লুড
44. মৃত্তিকার মধ্যে দিয়ে জল চুইয়ে চুঁইয়ে ভূ-অভ্যন্তরে প্রবেশ করার প্রক্রিয়া হল –
A. প্রস্রবণ B. কৈশিক
C. ধৌতকরণ D. অনুস্রবণ
45. ভাদোস স্তরের সবচেয়ে নীচের স্তরটি হল –
A. মধ্যবর্তী স্তর B. মৃত্তিকা জলস্তর
C. কৈশিক স্তর D. ফ্রিয়েটিক জলস্তর
A. স্থায়ী সম্পৃক্ত স্তর B. মৃত্তিকা-জলস্তর
C. কৈশিক স্তর D. ভাদোস স্তর
42. দুটি অপ্রবেশ্য স্তরের মধ্যে প্রবেশ্য স্তর থাকলে কোন্ ধরনের অ্যাকুইফার গড়ে ওঠে –
A. অ্যাকুইফিউজ B. অ্যাকুইক্লুড
C. মুক্ত অ্যাকুইফার D. আবদ্ধ অ্যাকুইফার
43. মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহী স্তরটি কী নামে পরিচিত –
A. অ্যাকুইটার্ড B. পার্চড অ্যাকুইফার
C. মুক্ত অ্যাকুইফার D. অ্যাকুইক্লুড
44. মৃত্তিকার মধ্যে দিয়ে জল চুইয়ে চুঁইয়ে ভূ-অভ্যন্তরে প্রবেশ করার প্রক্রিয়া হল –
A. প্রস্রবণ B. কৈশিক
C. ধৌতকরণ D. অনুস্রবণ
45. ভাদোস স্তরের সবচেয়ে নীচের স্তরটি হল –
A. মধ্যবর্তী স্তর B. মৃত্তিকা জলস্তর
C. কৈশিক স্তর D. ফ্রিয়েটিক জলস্তর