মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 6

Madhyamik Geography MCQ

1. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, তা হল –
C. পর্যায়ন D. নগ্নীভবন
2. শিলাময় মরুভূমির অপর নাম হল –
A. ভ্যালিট্রেন B. হামাদা
C. কুর্ম D. রেগ
3. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল –
A. সিয়াচেন B. হুবার্ড
C. ল্যাম্বার্ট D. ম্যালাসপিনা
4. ‘বায়ুমণ্ডলের নৈশদ্যুতি মেঘ’ দেখা যায় –
C. মেসােস্ফিয়ার D. আয়নােস্ফিয়ার
5.যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয়, তা হল –
C. পরিচলন D. অ্যাডভেকশন
6. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম –
A. টাইফুন B. উইলি-উইলি
C. হ্যারিকেন D. ব্যাগুই
7. একটি শীতল সমুদ্রস্রোতের নাম –
C. ইরমিঙ্গার স্রোত D. গিনি স্রোত
8. সারাদিনে পৃথিবীর কোনাে স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয় –
A. একবার B. দুবার
C. চারবার D. পাঁচবার
9. ক্ষতিকর বর্জ্যপদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে বলে –
A. চিলেট B. কম্পােস্টিং
C. লিচেট D. ইউট্রোফিকেশন
10. ধানখেত থেকে উৎপন্ন গ্যাস হল –
C. মিথেন D. কার্বন ডাইঅক্সাইড
11. ভারতের নবীনতম রাজ্যটি হল –
A. গাের্খাল্যান্ড B. উত্তরাখণ্ড
C. ঝাড়খণ্ড D. তেলেঙ্গানা
12. ভারতের দক্ষিণতম বিন্দু হল –
C. ইন্দিরা কল D. থাপ্প
13. ধুয়াধার জলপ্রপাত কোন্ নদীর গতিপথে অবস্থিত –
A. কাবেরী B. নর্মদা
C. সুবর্ণরেখা D. সরাবতী
14. ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম –
C. ডাল D. উলার
15. পাঞ্জাবের নবীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় –
A. বেট B. ধাঙ্কার
C. ঘুটিং D. রেগুড়
16. একটি আল্পীয় উদ্ভিদের উদাহরণ –
C. জুনিপার D. পাইন
17.ভারতের সর্বাধিক চা রপ্তানি হয় কোন বন্দরের মাধ্যমে –
A. কলকাতা B. মুম্বাই
C. পারাদ্বীপ D. চেন্নাই
18.ভারতের ‘রােম’ বলে –
C. দিল্লিকে D. লখনউকে
19. টোপােগ্রাফিকাল মানচিত্রে কোন্ উপাদানটিকে হলুদ রঙে দেখানাে হয় –
C. বনভূমি D. উচ্চভূমি
20. ভারতের জরিপ বিভাগের সদর দফতরটি অবস্থিত –
A. চণ্ডীগড়ে B. দেরাদুনে
C. কলকাতাতে D. দিল্লিতে