মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 5

Madhyamik Geography Multiple Choice Questions (MCQ),  Practice  Set - 5, মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 5, Geography, Madhyamik, class 10, ভূগোল, মাধ্যমিক ভূগোল, মাধ্যমিক ভূগোল মক টেস্ট, Madhyamik Geography MCQ Mock Test, madhyamik-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbbse Geography, https://www.geopediainfo.com/search/label/X https://www.geopediainfo.com/search/label/X-Mock%20Test https://www.geopediainfo.com/search/label/X-MCQ?&max-results=7
Madhyamik Geography MCQ 

1. পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হল –
A. সুন্দরবন                   B. মাজুলি
C. ইলহা-দ্য-মারাজো    D. চিল্কা
 
2. মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে –
A. বাজাদা               B. ওয়াদি
C. বােলসন            D. হামাদা
 
3. যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উচ্চতা সম্পন্ন ভূমিরুপ একটি সাধারণ তলে পরিণত হয়তাকে বলে –
A. পর্যায়ণ               B. নগ্নীভবন
C. অবরােহণ         D. আরােহন
 
4.  নদীতে জলের বেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়  –
A. 52 গুণ           B. 54 গুণ
C. 62 গুণ           D. 64 গুণ
 
5. নৈশচ্যুতি মেঘ সৃষ্টি হয় –
A. ট্রপােস্ফিয়ারে        B. স্ট্রাটোস্ফিয়ারে
C. মেসােস্ফিয়ারে       D. আয়নােস্ফিয়ারে
 
6. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে বলা হয় –
A. হ্যারিকেন         B. সাইক্লোন
C. টাইফুন           D. টর্নেডাে
 
7. আগুলহাস স্রোত দেখা যায় –
A. ভারত মহাসাগরে             B. আটলান্টিক মহাসাগরে
C. প্রশান্ত মহাসাগরে              D. কুমেরু মহাসাগরে
 
8. কৃষ্ণ  শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় –
A. মুখ্য জোয়ার           B. গৌণ জোয়ার
C. ভরা জোয়ার           D. মরা জোয়ার
 
9. মারাত্মক বিষাক্ত বর্জ্য হল –
A. সবজির খােসা     B. অ্যালুমিনিয়াম
C. সিসা                       D. টিন
 
10. জৈব বর্জ্যপদার্থ ব্যাকটেরিয়ার দ্বারা বিয়ােজিত হয়ে পচে যাওয়াকে বলে –
A. স্ক্রাবার           B. বর্জ পৃথকীকরণ
C. ভরাটকরণ      D. কম্পােস্টিং
 
11. ভারতের উত্তরতম স্থান –
A. 
A. কন্যাকুমারিকা         B. ইন্দিরাকল
C. ইন্দিরা পয়েন্ট           D. কচ্ছ
 
12. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল –
A. সাগরমাথা             B. নাঙ্গপর্বত
C. কৈলাস পর্বত          D. কাঞ্চনজঙ্ঘা
 
13উচ্চ গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় —
A. তরাই              B. ভাবর
C. খাদার           D. ভাঙ্গার
 
14. ভারতে বাজরা উৎপাদনে প্রথম রাজ্যটি হল –
A. উত্তরপ্রদেশ       B. রাজস্থান
C. কর্ণাটক           D. মহারাষ্ট্র
 
15. TISCO শিল্পকেন্দ্রটি অবস্থিত –
A. জামসেদপুরে          B. ধানবাদে
C. ভিলাইয়ে               D. দুর্গাপুরে
 
16. উদীয়মান শিল্প বলা হয় –
A. কার্পাস বয়ন শিল্পকে      B. পেট্রোকেমিক্যাল শিল্পকে
C. লৌহ - ইস্পাত শিল্পকে    D. পাটশিল্পকে
 
17. ভারতের ‘জীবনরেখা’ বলা হয় –
A. সমুদ্রপথকে       B. রেলপথকে
C. সড়কপথকে      D. অভ্যন্তরীণ জলপথকে
 
18. 2011 সালের আদমশুমারি অনুযায়ী সর্বাধিক সাক্ষর রাজ্য হল –
A. পাঞ্জাব             B. কেরালা
C. তামিলনাড়ু        D. গুজরাট
 
19. ডিগ্রি ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল হল –
A. 1 : 50,000         B. 1 : 100,000
C. 1 : 250,000       D. 1 : 10,00000
 
20. LANDSAT উপগ্রহটি ব্যবহৃত হয় ভারতের –
A. মৃত্তিকার জরিপ মানচিত্র প্রস্তুতিতে
B. সেনাবাহিনীর গতিপথের মানচিত্র প্রস্তুতিতে
C. জলভাগের অবস্থান নির্ণয়ে
D. শত্রুপক্ষের র্যাডারের অবস্থান নির্ণয়ে

Theme images by chuwy. Powered by Blogger.
close