উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 10 | HS Geography

উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 10 | HS Geography, Geography, class 12, ভূগোল, দ্বাদশ শ্রেণী ভূগোল, উচ্চ মাধ্যমিক ভূগোল মক টেস্ট, HS Geography MCQ Mock Test, higher-secondary-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbchse Geography , www.geopediainfo.com https://www.geopediainfo.com/search/label/XII https://www.geopediainfo.com/search/label/XII-Mock%20Test?&max-results=7  https://www.geopediainfo.com/search/label/XII-MCQ?&max-results=7
HS Geography MCQ

1. নিচের কোনটি ভূমির আরোহন প্রক্রিয়ায় সৃষ্টি হয়  
A. জলপ্রপাত     B. নিক বিন্দু
C. গিরিখাত      D. প্লাবনভূমি
 
2. ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল  
A. কাশ্মীর উপত্যকা      B. অজন্তা গুহা
C. বোরা গুহা                D. ব্লু পার্বত্য অঞ্চল
 
3. একাধিক ব্লো-হোল সংযুক্তিকরণের ফলে সৃষ্ট দীর্ঘ সংকীর্ণ খাঁড়িকে বলে
A. জিও                 B. খিলান
C. টম্বোলো             D. বাইট
 
4. মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী নদীকে বলে  
A. ওয়াদি           B. প্লায়া
C. বোলসন        D. শটস
 
5. নদীগ্রাসের মাধ্যমে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল
A. বৃক্ষরুপি              B. জাফরিরুপী
C. আঁকশিরুপী          D. সমান্তরাল
 
6. 'Honey Comb' দেখা যায় যে মৃত্তিকায়  
A. ল্যাটেরাইট             B. পডসল 
C. চারনােজেম          D. লােয়েস
 
7. উদ্ভিদের সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুষ্টি মৌল হল
A. ফসফরাস              B. ক্যালসিয়াম
C. নাইট্রোজেন            D. পটাশিয়াম
 
8. এল-নিনো পেরুর উপকূলে দেখা যায়
A. জুলাই মাসে               B. সেপ্টেম্বর মাসে
C. ডিসেম্বর মাসে           D. মার্চ মাসে
 
9. লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদ জন্মায়, তাদের বলে
A. হ্যালোফাইট         B. হাইড্রোফাইট
C. মেসোফাইট          D. জেরোফাইট
 
10. পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয়
A. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
B. মৌসুমী জলবায়ু অঞ্চলে
C. তুন্দ্রা জলবায়ু অঞ্চলে
D. মরু জলবায়ু অঞ্চলে
 
11. চিনের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম
A. সাংহাই           B. বেইজিং
C. ফুশান            D. আনসান
 
12. পৃথিবীর সর্ববৃহৎ উদ্ভিদ উদ্যান অবস্থিত কোন দেশের
A. জাপান             B. আমেরিকা
C. অস্ট্রেলিয়া        D. ইংল্যান্ড
 
13. হিমালয় অঞ্চলের প্রধান দুর্যোগটি হল  
A. দাবানল           B. সুনামি
C. ধস                  D. বন্যা
 
14. ধান উৎপাদনে বর্তমানে বিশ্বের প্রথম
A. আমেরিকা            B. বাংলাদেশ
C. ভারত                  D. চিন
 
15. স্বর্ণতন্তু বলা হয়
A. তুলাকে         B. পাটকে
C. ইক্ষুকে          D. চা কে
 
16. বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র টি হল
A. শিকাগো         B. ডেট্রয়েট
C. লন্ডন             D. টোকিও
 
17. হীরক চতুর্ভুজ কোন পরিবহন কাজের অন্তর্ভুক্ত পরিকল্পনা
A. রেলপথ           B. সড়কপথ
C. বিমানপথ        D. জলপথ
 
18. ভারতে সবচেয়ে জনবহুল রাজ্য হল  
A. বিহার              B. উত্তরপ্রদেশ
C. পশ্চিমবঙ্গ         D. মহারাষ্ট্র
 
19. 'রারবান' কথাটি প্রথম ব্যবহার করেন
A. প্যাট্রিক গেডেস       B. সি জে গ্যালপিন
C. লুই মামফোর্ড          D. জাঁ গটম্যান
 
20. ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করেন
A. রাষ্ট্রপতি      B. প্রধানমন্ত্রী
C. অর্থমন্ত্রী       D. মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী
Theme images by chuwy. Powered by Blogger.
close