মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 4

Madhyamik Geography MCQ

1. ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন –
A. চেম্বারলিন B. পাওয়েল
C. গিলবার্ট D. ডেভিস
2. বায়ুর সঞ্চয়কাজের ফলে গঠিত হয় –
A. ইয়ারদাঙ B. লােয়েস সমভূমি
C. গৌর D. পাদ সমভূমি
3. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল –
A. ড্রেইকান্টার B. লােয়েস
C. ধান্দ D. ওয়াদি
4. কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ –
A. ১৯ % B. ৩৪ %
C. ৪৭ % D. ৬৬%
5. যে জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতের বাৎসরিক স্তম্ভগুলি দু-প্রান্তে উঁচু হয়, সেটি হল –
A. নিরক্ষীয় জলবায়ু
B. মৌসুমি জলবায়ু
C. দক্ষিণ গােলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু
D. উত্তর গােলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু
6. ডােলড্রামস সৃষ্টি হয়েছে –
A. নিরক্ষীয় অঞ্চলে B. ক্রান্তীয় অঞ্চলে
C. নাতিশীতােয় অঞ্চলে D. মেরু অঞ্চলে
7. সীমান্ত বৃষ্টি দেখা যায় –
A. ক্রান্তীয় ঘূর্ণবাতে B. নাতিশীতােয় ঘূর্ণবাতে
C. পরিচলন বৃষ্টিপাতে D. শৈলােৎক্ষেপ বৃষ্টিপাতে
8. ভারত মহাসাগরের একটি শীতল স্রোত হল –
A. সােমালি স্রোত B. মাদাগাস্কার স্রোত
C. পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত D. আগুলহাস স্রোত
9. সমুদ্রস্রোতের দিক পরিবর্তনের জন্য দায়ী –
A. বাষ্পীভবন B. ঘনত্বের পার্থক্য
C. হিমশৈলের গলন D. উপকূলের আকৃতি
10. গৌণ জোয়ার সৃষ্টির কারণ –
A. পৃথিবীর আবর্তন B. চন্দ্রের আকর্ষণ –
C. সূর্যের আকর্ষণ D. চন্দ্রের বিকর্ষণ
11. হুগলি নদীতে যাড়াষাড়ি বান দেখা যায় –
A. গ্রীষ্মকালে B. বর্ষাকালে
C. শরৎকালে D. শীতকালে
12. একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ হল –
A. পুরােনাে লোহা B. কার্ডবাের্ড
C. কাগজের অবশিষ্ট D. ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ
13. ভারতের বৃহত্তম হ্রদ হল –
A. উলার B. ডাল
C. সম্বর D. লোকটাক
14. ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হল –
A. মালাবার B. করমণ্ডল
C. কোঙ্কন D. উত্তর সরকার
15. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল –
A. ছােটোনাগপুরের মালভূমি B. মেঘালয়ের শিলং
C. চেরাপুঞ্জি D.পশ্চিমঘাটের পশ্চিম ঢাল
16. গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত উয় ধূলিঝড়কে বলে –
A. লু B. পশ্চিমি ঝঞা
C. আঁধি D. খামসিন
17. ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্রটি অবস্থিত –
A. কটক B. কোয়েম্বাটোর
C. পুষা D. লখনউ
18. ‘শিকড় আলগা শিল্প’ বলা হয় যে শিল্পকে, তা হল –
A. লৌহ - ইস্পাত B. পেট্রো - রসায়ন
C. কার্পাস বয়ন D. মােটরগাড়ি নির্মাণ
19. ভারতের দীর্ঘতম সড়কপথ হল –
A. NH – 2 B. NH - 43
C. NH - 44 D. NH – 47
20. তরঙ্গদৈর্ঘ্য অঞ্চলের মধ্যে দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য অঞ্চল হল –
A. 0.6-0.8 nm
B. 0.4-0.7 nm
C. 0.9-0.11 nm
D. 0.11-0.14 nm