উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 11 | HS Geography

উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 11 | HS Geography, Geography, class 12, ভূগোল, দ্বাদশ শ্রেণী ভূগোল, উচ্চ মাধ্যমিক ভূগোল মক টেস্ট, HS Geography MCQ Mock Test, higher-secondary-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbchse Geography , www.geopediainfo.com https://www.geopediainfo.com/search/label/XII https://www.geopediainfo.com/search/label/XII-Mock%20Test?&max-results=7  https://www.geopediainfo.com/search/label/XII-MCQ?&max-results=7
HS Geography MCQ

1. জলচাপ তলের সঙ্গে সম্পর্ক আছে এমন একটি প্রস্রবন হলাে
A. আর্টেজীয় কূপ     B. দ্রবন প্রস্রবন
C. গিজার                  D. আগ্নেয় প্রস্রবন
 
2. বিশাখাপত্তনমের কাছে 'ডলফিন নােজহল একটি
A. স্ট্যাক              B. স্ট্যাম্প
C. ব্লো-হােল         D. সমুদ্রভৃগু
 
3. মোনাডনক গঠিত হয়
A. শুষ্ক অঞ্চলে           B. পার্বত্য অঞ্চলে
C. আর্দ্র অঞ্চলে          D. উপকূলভাগে
 
4. মালভূমির খাড়া ঢালে যে জলনিৰ্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে
A. অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
B. জাফরিরূপী জলনির্গম প্রণালী
C. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
D. সমান্তরাল জলনিৰ্গম প্রণালী
 
5. পরিণত মাটির ক্ষেত্রে যে বক্তব্যটি ঠিক নয়
A. আদি শিলার চিহ্ন থাকে না      B. যৌবন পর্যায়ে গঠিত
C. সব স্তর স্পষ্ট                           D. পরিলেখ স্পষ্ট
 
6. 'এল নিনাে' আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায়
A. পেরু ইকুয়েডর উপকূলে      B. অস্ট্রেলিয়া উপকূলে
C. মাদাগাস্কার উপকূলে           D. জাপান উপকূলে
 
7.ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য
A. আর্দ্র গ্রীষ্মকাল              B. শুষ্ক শীতকাল
C. শুষ্ক গ্রীষ্ম-আর্দ্র শীত     D. চিরশীতল
 
8. বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়
A. 1982 সালে       B. 1986 সালে
C. 1992 সালে       D. 1996 সালে
 
9. লিভিং ফার্মেসী নামে শ্রীলঙ্কায় পরিচিত
A. চা              B. কফি
C. আখ          D. নারকেল
 
10. নির্দিষ্ট জীবগােষ্ঠীতে উপস্থিত প্রজাতির সংখ্যাকে নির্দেশ করে
A. বিটা বৈচিত্র্য                B. গামা বৈচিত্র্য
C. আলফা বৈচিত্র্য           D. এক্স-সিটু বৈচিত্র্য
 
11. একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল
A. খরা            B. ভােপাল গ্যাস বিপর্যয়
C. বৃষ্টি            D. সুনামি
 
12.  জ্ঞানের উপর ভিত্তি করে সম্পাদিত অর্থনৈতিক ক্রিয়াকলাপটি হলাে
A. শিল্প                B. ব্যাবসা-বাণিজ্য
C. গবেষণা          D. শস্য উৎপাদন
 
13. বিশুদ্ধ কাঁচামালের  দ্রব্যসূচক হল
A. 1                        B. 1-এর বেশি
C. 1-এর কম          D. 2
 
14. শস্যসমন্বয় পদ্ধতির প্রবর্তক হলেন
A. ভন থুনেন                      B. এল সি কিং
C. আলফ্রেড ওয়েবার        D. জে সি উইভার
 
15. প্রদত্ত যেসব দেশের সংখ্যা পিরামিড ঘণ্টা আকৃতির, তা হল
A. সুইডেন, জাপান            
B. আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা
C. ভারত, বাংলাদেশ         
D. নাইজিরিয়া, রুয়ান্ডা
 
16. 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী পুরুষ অনুপাত হল
A.  925:1000       B.  930:1000 
C. 935:1000        D. 940:1000  
 
17. গ্রাম হল একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছােটো ভূখণ্ড, যাকে সরকারি ভাষায় বলে
A. পাড়া            B. বস্তি
C. মৌজা           D. বসতি
 
18. বারানসী, পুরী, মক্কা শহরগুলি যেজন্য বিখ্যাত
A. প্রতিরক্ষা          B. ধর্ম
C. পর্যটন              D. আবাসিক শহর
 
19. নীচের কোন্ দেশটির মানব-উন্নয়নসূচক সবচেয়ে বেশি
A. ভারত             B. নরওয়ে
C. কানাডা           D. জাপান
 
20. কবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়
A. 1 নভেম্বর, 2000       B. 1 জানুয়ারি, 2000
C. 1 নভেম্বর, 2001       D. 1 জুলাই, 2001

Theme images by chuwy. Powered by Blogger.
close