মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 7

Madhyamik Geography Multiple Choice Questions (MCQ), Set - 7, মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 7, Geography, Madhyamik, class 10, ভূগোল, মাধ্যমিক ভূগোল, মাধ্যমিক ভূগোল মক টেস্ট, Madhyamik Geography MCQ Mock Test, madhyamik-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbbse Geography, https://www.geopediainfo.com/search/label/X https://www.geopediainfo.com/search/label/X-Mock%20Test https://www.geopediainfo.com/search/label/X-MCQ?&max-results=7
Madhyamik Geography MCQ 

1. বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠনের পদ্ধতিকে বলা হয়  
A. আরােহণ         B. অবরােহণ
C. পর্যায়ন              D. অপসারণ
 
2. পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহ হল   
A. ল্যাম্বার্ট                B. হুবার্ড
C. মালাসপিনা         D. সিয়াচেন
 
3. শিলাময় মরুভূমির অপর নাম হল   
A. ভ্যালিট্রেন         B. হামাদা
C. কুর্ম                  D. রেগ
 
4.  দক্ষিণ আমেরিকার একটি নাতিশীতােয় মরুভূমি হল  
A. আটাকামা                 B. নামিব
C. প্যাটাগােনিয়া          D. সােনেরান
 
5. জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে তা হল  
A. ট্রপােস্ফিয়ার              B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসােস্ফিয়ার             D. এক্সোস্ফিয়ার
 
6. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম   
A. টাইফুন              B. উইলি-উইলি
C. হ্যারিকেন           D. ব্যাগুই
 
7. সারাদিনে পৃথিবীর কোনাে স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয়   
A. একবার              B. দুবার
C. চারবার             D. পাঁচবার
 
8. প্রচুর হিমশৈল বাহিত হয়   
A. মৌসুমি স্রোতে          B. উপসাগরীয় স্রোতে
C. ক্যানারী স্রোতে         D. ল্যাব্রাডর স্রোতে
 
9. ক্ষতিকর বর্জ্যপদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে বলে   
A. চিলেট           B. কম্পােস্টিং
C. লিচেট           D. ইউট্রোফিকেশন
 
10. ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রােগ হল  
A. ব্ল্যাকফুট              B. মিনামাটা
C. ইটাই-ইটাই           D. ফ্লুরােসিস
 
11. ভারতের নবীনতম রাজ্যটি হল   
A. গাের্খাল্যান্ড             B.  তেলেঙ্গানা
C. ঝাড়খণ্ড                 D. উত্তরাখণ্ড
 
12. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথ হল   
A. নাথুলা             B. থলঘাট
C. জেলেপলা         D. বানিহাল
 
13. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত  
A. কাবেরী           B. নর্মদা
C. সুবর্ণরেখা        D. সরাবতী
 
14. পাঞ্জাবের নবীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয়   
A. বেট                B. ধাঙ্কার
C. ঘুটিং               D. রেগুড়
 
15. হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল   
A. মধ্যপ্রদেশ         B. হরিয়ানা
C. অন্ধ্রপ্রদেশ         D. তামিলনাড়ু
 
16. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়   
A. নদিয়াকে              B. মুর্শিদাবাদকে
C. পূর্ব বর্ধমানকে       D. হাওড়াকে
 
 
17. শিকড় আলগা শিল্পকোন কাঁচামালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে   
A. বিশুদ্ধ                B. অশুদ্ধ
C. পচনশীল             D. ভর
 
18. সকল শিল্পের মেরুদন্ড বলা হয়  
A. অটোমােবাইল শিল্পকে
B. লৌহ-ইস্পাত শিল্পকে
C. পেট্রোরসায়ন শিল্পকে
D. তথ্যপ্রযুক্তি শিল্পকে
 
19. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায়  
A. মধ্যপ্রদেশে           B. বিহারে
C. পশ্চিমবঙ্গে           D. উত্তরপ্রদেশে
 
20. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO কোন্ রাজ্যে অবস্থিত  
A. কেরালা          B. কর্ণাটক
C. উত্তরপ্রদেশ      D. রাজস্থান

Theme images by chuwy. Powered by Blogger.
close