মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 7

Madhyamik Geography MCQ

1. বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠনের পদ্ধতিকে বলা হয় –
A. আরােহণ B. অবরােহণ
C. পর্যায়ন D. অপসারণ
2. পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহ হল –
A. ল্যাম্বার্ট B. হুবার্ড
C. মালাসপিনা D. সিয়াচেন
3. শিলাময় মরুভূমির অপর নাম হল –
A. ভ্যালিট্রেন B. হামাদা
C. কুর্ম D. রেগ
4. দক্ষিণ আমেরিকার একটি নাতিশীতােয় মরুভূমি হল –
A. আটাকামা B. নামিব
C. প্যাটাগােনিয়া D. সােনেরান
5. জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে তা হল –
A. ট্রপােস্ফিয়ার B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসােস্ফিয়ার D. এক্সোস্ফিয়ার
6. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম –
A. টাইফুন B. উইলি-উইলি
C. হ্যারিকেন D. ব্যাগুই
7. সারাদিনে পৃথিবীর কোনাে স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয় –
A. একবার B. দুবার
C. চারবার D. পাঁচবার
8. প্রচুর হিমশৈল বাহিত হয় –
A. মৌসুমি স্রোতে B. উপসাগরীয় স্রোতে
C. ক্যানারী স্রোতে D. ল্যাব্রাডর স্রোতে
9. ক্ষতিকর বর্জ্যপদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে বলে –
A. চিলেট B. কম্পােস্টিং
C. লিচেট D. ইউট্রোফিকেশন
10. ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রােগ হল –
A. ব্ল্যাকফুট B. মিনামাটা
C. ইটাই-ইটাই D. ফ্লুরােসিস
11. ভারতের নবীনতম রাজ্যটি হল –
A. গাের্খাল্যান্ড B. তেলেঙ্গানা
C. ঝাড়খণ্ড D. উত্তরাখণ্ড
12. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথ হল –
A. নাথুলা B. থলঘাট
C. জেলেপলা D. বানিহাল
13. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত –
A. কাবেরী B. নর্মদা
C. সুবর্ণরেখা D. সরাবতী
14. পাঞ্জাবের নবীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় –
A. বেট B. ধাঙ্কার
C. ঘুটিং D. রেগুড়
15. হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল –
A. মধ্যপ্রদেশ B. হরিয়ানা
C. অন্ধ্রপ্রদেশ D. তামিলনাড়ু
16. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় –
A. নদিয়াকে B. মুর্শিদাবাদকে
C. পূর্ব বর্ধমানকে D. হাওড়াকে
17. ‘শিকড় আলগা শিল্প’ কোন কাঁচামালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে –
A. বিশুদ্ধ B. অশুদ্ধ
C. পচনশীল D. ভর
18. সকল শিল্পের মেরুদন্ড বলা হয় –
A. অটোমােবাইল শিল্পকে
B. লৌহ-ইস্পাত শিল্পকে
C. পেট্রোরসায়ন শিল্পকে
D. তথ্যপ্রযুক্তি শিল্পকে
19. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় –
A. মধ্যপ্রদেশে B. বিহারে
C. পশ্চিমবঙ্গে D. উত্তরপ্রদেশে
20. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO কোন্ রাজ্যে অবস্থিত –
A. কেরালা B. কর্ণাটক
C. উত্তরপ্রদেশ D. রাজস্থান
C. পর্যায়ন D. অপসারণ
2. পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহ হল –
A. ল্যাম্বার্ট B. হুবার্ড
C. মালাসপিনা D. সিয়াচেন
3. শিলাময় মরুভূমির অপর নাম হল –
A. ভ্যালিট্রেন B. হামাদা
C. কুর্ম D. রেগ
4. দক্ষিণ আমেরিকার একটি নাতিশীতােয় মরুভূমি হল –
A. আটাকামা B. নামিব
C. প্যাটাগােনিয়া D. সােনেরান
5. জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে তা হল –
A. ট্রপােস্ফিয়ার B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসােস্ফিয়ার D. এক্সোস্ফিয়ার
6. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম –
A. টাইফুন B. উইলি-উইলি
C. হ্যারিকেন D. ব্যাগুই
7. সারাদিনে পৃথিবীর কোনাে স্থানে মুখ্য জোয়ার সংঘটিত হয় –
A. একবার B. দুবার
C. চারবার D. পাঁচবার
8. প্রচুর হিমশৈল বাহিত হয় –
A. মৌসুমি স্রোতে B. উপসাগরীয় স্রোতে
C. ক্যানারী স্রোতে D. ল্যাব্রাডর স্রোতে
9. ক্ষতিকর বর্জ্যপদার্থ থেকে নির্গত দূষিত জলের প্রভাবে ভৌমজলের দূষণকে বলে –
A. চিলেট B. কম্পােস্টিং
C. লিচেট D. ইউট্রোফিকেশন
10. ক্যাডমিয়াম নামক বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে সৃষ্ট রােগ হল –
A. ব্ল্যাকফুট B. মিনামাটা
C. ইটাই-ইটাই D. ফ্লুরােসিস
11. ভারতের নবীনতম রাজ্যটি হল –
A. গাের্খাল্যান্ড B. তেলেঙ্গানা
C. ঝাড়খণ্ড D. উত্তরাখণ্ড
12. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথ হল –
C. জেলেপলা D. বানিহাল
13. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত –
A. কাবেরী B. নর্মদা
C. সুবর্ণরেখা D. সরাবতী
14. পাঞ্জাবের নবীন পলিগঠিত মৃত্তিকাকে বলা হয় –
A. বেট B. ধাঙ্কার
C. ঘুটিং D. রেগুড়
15. হেক্টর প্রতি জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল –
A. মধ্যপ্রদেশ B. হরিয়ানা
C. অন্ধ্রপ্রদেশ D. তামিলনাড়ু
16. পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় –
A. নদিয়াকে B. মুর্শিদাবাদকে
C. পূর্ব বর্ধমানকে D. হাওড়াকে
17. ‘শিকড় আলগা শিল্প’ কোন কাঁচামালের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে –
A. বিশুদ্ধ B. অশুদ্ধ
C. পচনশীল D. ভর
18. সকল শিল্পের মেরুদন্ড বলা হয় –
A. অটোমােবাইল শিল্পকে
B. লৌহ-ইস্পাত শিল্পকে
C. পেট্রোরসায়ন শিল্পকে
D. তথ্যপ্রযুক্তি শিল্পকে
19. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় –
A. মধ্যপ্রদেশে B. বিহারে
C. পশ্চিমবঙ্গে D. উত্তরপ্রদেশে
20. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO কোন্ রাজ্যে অবস্থিত –
A. কেরালা B. কর্ণাটক
C. উত্তরপ্রদেশ D. রাজস্থান