 |
Class 9 Geography MCQ |
1. পৃথিবী গােলাকার আকৃতির প্রথম ধারণা দেন –
A. টলেমি B. পিথাগােরাস
C. আর্যভট্ট D. গ্যালিলিয়াে
2. সূর্যকিরণ কর্কটক্রান্তিরেখার ওপর লম্বভাবে কিরণ দেয় –
A. 21 জুন B. 23 সেপ্টেম্বর
C. 21 ডিসেম্বর D. 22 ডিসেম্বর
3. পৃথিবীর গড় উয়তা –
A. 15° সে. B. 10° সে.
C. 11° সে. D. 18° সে.
4. পৃথিবীতে মােট কতগুলি দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে –
A. 90 টি B. 180 টি
C. 250 টি D. 360 টি
5. গােধূলির স্থায়িত্ব সবথেকে কম হয় –
A. নিরক্ষরেখায় B. কর্কটক্রান্তি রেখায়
C. সুমেরুবৃত্ত রেখায় D. মেরুবিন্দুতে
6. বায়ুপ্রবাহের দিক্-বিক্ষেপে প্রভাব বিস্তারকারী বল হল –
A. নিউটন বল B. উষ্ণতার তারতম্যে সৃষ্ট বল
C. বায়ুচাপের বল D. কোরিওলিস বল
7. কোনাে স্থান ও তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য –
A. 6 ঘণ্টা B. ৪ ঘণ্টা
C. 12 ঘণ্টা D. 14 ঘণ্টা
8. ‘পাত’ কথাটি প্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী –
A. মরগ্যান B. ম্যাকেঞ্জি
C. পিচে D. উইলসন
9. অক্সিজেনের প্রভাবে যে রাসায়নিক আবহবিকার ঘটে, তা হল –
A. দ্রবণ B. অগারযােজন
C. জারণ D. আর্দ্র বিশ্লেষণ
10. ‘সুনামি’ হল –
A. সমুদ্র স্রোত B. ঘূর্ণিঝড়
C. ভূমিকম্প D. সামুদ্রিক জলােচ্ছ্বাস
11. একটি প্রবহমান সম্পদ হল –
A. কয়লা B. সৌরশক্তি
C. খনিজ তেল D. প্রাকৃতিক গ্যাস
12. হেমাটাইট আকরিক লিমােনাইটে পরিণত হয় –
A. জলযােজন প্রক্রিয়ায় B. আর্দ্রবিশ্লেষণ প্রক্রিয়ায়
C. জারণ প্রক্রিয়ায় D. অঙ্গারযােজন প্রক্রিয়ায়
13. ভারতের বৃহত্তম খনিজতেল শােধনাগার হল –
A. ডিগবয় B. জামনগর
C. হলদিয়া D. ম্যাঙ্গালোের
14. ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছিল –
A. তারাপুরে B. নাহারকাটিয়াতে
C. তালচেরে D. রায়চুরে
15. পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান –
A. ৪৪,572 বর্গকিমি B. 90,825 বর্গকিমি
C. 85,752 বর্গকিমি D. 88,752 বর্গকিমি
16. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হচ্ছে –
A. উড়িষ্যা
B.বিহার
C.ঝাড়খণ্ড
D. সিকিম
17. পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদী হল –
A. মাতলা
B. মহানন্দা
C. কাঁসাই D. অজয়
18. লু প্রবাহিত হয় কোন সময় –
A. গ্রীষ্মকালে B. বর্ষাকালে
C. শীতকালে D. বসন্তকালে
19. পৃথিবীর ছােটো প্রতিরূপ বা মডেল হল –
A. টোপােশিট B. অ্যাটলাস
C. ক্যাডস্ট্রাল ম্যাপ D. গ্লোব
20. 'এক সেমিতে এক কিলােমিটার' এটি একটি –
A. বিবৃতিমূলক স্কেল B. ভার্নিয়ার স্কেল
C. রৈখিক স্কেল D. ভগ্নাংশসূচক স্কেল