বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ - MCQ

Exogenous Processes and Associated Landforms - MCQ,বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ - MCQ

Exogenous Processes and Associated Landforms - MCQ

1. নিচের কোনটি পর্যায়ন প্রক্রিয়া –
A. পাত সঞ্চালন           B. অগ্নুৎপাত
C. আরোহণ                D. মহীভাবক আলোড়ন

2. গ্রেড (Grade) কথাটি প্রথম ব্যবহার করেন –
A. ডেভিস            B. গিলবার্ট
C. পেঙ্ক                 D. প্র্যাট
 
3. পর্যায়ন(Gradation -1904) শব্দটি প্রথম ব্যবহার করেন
A. ডেভিস         B. চেম্বারলিন এবং ্যালিসবারি
C. পেঙ্ক             D. গিলবার্ট
 
4. যেসব প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায়তা হল –
A. অবরোহন প্রক্রিয়া        B. আরোহন প্রক্রিয়া 
C. অন্তর্জাত প্রক্রিয়া          D. আবহবিকার
 
5. অবরোহণ  আরোহণের সম্মিলিত ফল হল –
A. আবহবিকার     B. পর্যায়ন
C. পুঞ্জিত ক্ষয়        D. ক্ষয়ীভবন

6. নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় –
A. অগ্নুৎপাত           B. আবহবিকার
C. পুঞ্জিত ক্ষয়         D. অবরোহন
 
7. আরোহন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা –
A. বৃদ্ধি পায়             B. হ্রাস পায়
C. একই থাকে           D. ভারসাম্য অবস্থায় পৌঁছায়
 
8. পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়া অঙ্গ –
A. মহাজাগতিক প্রক্রিয়া        B. মৃত্তিকাজাত প্রক্রিয়া
C. অন্তর্জাত প্রক্রিয়া              D. বহির্জাত প্রক্রিয়া
 
9. নিচের কোনটি পর্যায়ন প্রক্রিয়া –
A. পাত সঞ্চালন                  B. অবরোহণ 
C. গিরিজনি আলোড়ন         D. ভূমিকম্প
 
10. আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ নয় –
A. ড্রামলিন           B. বার্খান
C. ইনসেলবার্জ        D. -দ্বীপ
 
11. যেসব প্রক্রিয়ার প্রভাবে ভূপৃষ্ঠের উপর অনবরত ক্ষয়  সঞ্চয় প্রক্রিয়া চলতে থাকে তাকে বলে –
A. অন্তর্জাত প্রক্রিয়া         B. বহির্জাত প্রক্রিয়া
C. অপার্থিব প্রক্রিয়া         D. নগ্নীভবন প্রক্রিয়া
 
12. বহির্জাত প্রক্রিয়ার অংশগ্রহণকারী শক্তিটি হল –
A. পাত সঞ্চালন       B. সমুদ্র তরঙ্গ
C. ভূমিকম্প            D. অগ্নুৎপাত
 
13. ক্ষয়ের শেষ সীমা সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় –
A. আবহবিকার     B. পুঞ্জিত ক্ষয়
C. পর্যায়ন        D. নগ্নীভবন
 
14. নিচের কোনটি অবরোহন প্রক্রিয়ার প্রধান ভূমিকা গ্রহণ করে –
A. নদীর ক্ষয়কাজ              B. বায়ুর ক্ষয়কাজ
C. হিমবাহের ক্ষয়কাজ        D. ভৌমজলের ক্ষয়কাজ
 
15. আবহবিকারক্ষয়ীভবন  পুঞ্জিত ক্ষয়কে একত্রে বলে –
A. অবরোহন         B. আরোহন
C. নগ্নীভবন          D. ভূবিপর্যয়
 
16. পর্যায়ন প্রক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায় –
A. 2টি          B. 3টি
C. 4টি          D. 5টি
 
17. উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকারজাত শিলাখণ্ড কি নামে পরিচিত –
A. নুড়ি              B. টর
C. ট্যালাস          D. কোনোটিই নয়
 
18. যে প্রক্রিয়ায় উপজাত দ্রব্য পরিবহনের মাধ্যমে স্থান পরিবর্তন করে না –
A. পর্যায়ন             B. আবহবিকার
C. অবরোহন         D. আরোহন
 
19. বহির্জাত প্রক্রিয়া গুলির প্রকৃতি হল –
A. অত্যন্ত ধীর         B. দ্রুত
C. অত্যন্ত দ্রুত        D. আকস্মিক
 
20. যে প্রক্রিয়ায় পলি সঞ্চয় ফলে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়তাকে বলে –
A. অবরোহন প্রক্রিয়া       B. আরোহন প্রক্রিয়া
C. পুঞ্জক্ষয়                      D. আবহবিকার
21. বহির্জাত প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির একটি উৎস বায়ুমণ্ডল হলে অপরটি হল –
A. সূর্য                  B. উষ্ণতা
C. লবনতা            D. শীতলতা
 
22. যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়পরিবহন  সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় সেটি হল –
A. নগ্নীভবন               B. পর্যায়ন
C. আবহবিকার          D. পুঞ্জিত ক্ষয়
 
23. পাহাড়ের ঢালে ট্যালাস গঠিত হয় নিচের কোন প্রক্রিয়া দ্বারা –
A. আবহবিকার          B. পুঞ্জিত ক্ষয়
C. অবরোহন              D. আরোহন
 
24. নিচের কোনটি ভূমির আরোহন প্রক্রিয়ায় সৃষ্টি হয় –
A. জলপ্রপাত            B. গিরিখাত
C. প্লাবনভূমি           D. নিকবিন্দু
 
25 নিচের কোন ভূমিরূপটি অবরোহন প্রক্রিয়ায় সৃষ্টি হয় –
A. আগ্নেয় পর্বত         B. ক্ষয়জাত পর্বত
C. স্বাভাবিক বাঁধ      D. বদ্বীপ
 
26. বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তি হল –
A. ভৌমজল         B. উল্কাপাত
C. ভূমিকম্প         D. অগ্নুৎপাত
 
27. যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় –
A. অবরোহন        B. আরোহন
C. পর্যায়ন            D. জৈবিক আবহবিকার
 
28. নিচের কোনটি পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় সাহায্যকারী মাধ্যম হিসাবে উপস্থিত থাকে –
A. হিমবাহ          B. বায়ু
C. জল               D. কোনোটিই নয় জল
 
29. ক্ষয়ীভবন এর পূর্ববর্তী প্রক্রিয়া হল –
A. আবহবিকার      B. অবরোহন
C. আরোহন           D. নগ্নীভবন
 
30. অবরোহন প্রক্রিয়ায় ভূমিঢাল –
A. হ্রাস পায়            B. বৃদ্ধি পায়
C. পর্যায়িত হয়       D. অপরিবর্তিত থাকে
 

31. উৎপত্তি  বিবর্তনের পর্যায় অনুসারে ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায় –
A. 6 টি         B. 7 টি
C. 9 টি         D. 10 টি
 
32. পৃথিবীর বহিরাঙ্গের পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া –
A. ভূতাত্ত্বিক প্রক্রিয়া              B. ভূমিরূপ প্রক্রিয়া
C. বায়ুপ্রবাহজাত প্রক্রিয়া       D. মানব প্রক্রিয়া
 
33. পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী অন্যতম নিয়ন্ত্রক হল –
A. নদী                     B. ভূমিকম্প
C. অগ্নুৎপাত             D. উল্কাপাত
 
34. পর্যায়নের ফলে সৃষ্ট সমতল পৃষ্ঠ কে বলে –
A. সমপ্রায় ভূমি       B. গ্রেডেড ল্যান্ড
C. পেডিপ্লেন            D. পেডিমেন্ট
 
 
35. প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল
A. মহাদেশ           B. পর্বত
C. জলপ্রপাত        D. মালভূমি
 
36. দ্বিতীয় পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল
A. মহাদেশ              B. পর্বত
C. জলপ্রপাত           D. মহাসাগর
 
37. তৃতীয় পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল
A. মহাদেশ                B. পর্বত
C. জলপ্রপাত             D. মহাসাগর
 
38. গাঙ্গেয় বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন প্রক্রিয়ায়–  
A. আবহবিকার       B. পর্যায়ন
C. অবরোহন           D. আরোহন
 
39. উপরিস্থিত শিলাস্তর সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত অপসারিত হয় কোন প্রক্রিয়ায়
A. আবহবিকার         B. অবরোহন
C. পর্যায়ন                D. নগ্নীভবন
 
40. অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল
A. নগ্নীভবন           B. আবহবিকার
C. পর্যায়ন              D. পুঞ্জিতক্ষয়

Theme images by chuwy. Powered by Blogger.
close