জনবসতি - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Settlement SAQ, জনবসতি -  অতি সংক্ষিজনবসতিপ্ত প্রশ্ন উত্তর, Geopedia Info, www.geopediainfo.com

Settlement SAQ

Settlement SAQ

1. বসতি বলতে কী বোঝো ?
উত্তরউপযুক্ত ভৌগোলিক পরিবেশে মানুষ যখন নিজের বসবাসের জন্য ঘরবাড়ি  রাস্তাঘাট ইত্যাদি গড়ে তোলেতখন তাকে বসতি বলে।
 
2. গ্রামীণ বসতি কাকে বলে ?
উত্তরবিভিন্ন প্রথম স্তরের অর্থনৈতিক ক্রিয়া-কলাপযেমন কৃষিকাজ পশুপালন বনজ দ্রব্য সংগ্রহ ইত্যাদির ওপর নির্ভর করে মানুষ একত্রিত বা বিক্ষিপ্ত হবে বসবাস করলেতখন তাকে গ্রামীণ বসতি বলে।
 
3. পৌর বসতি কাকে বলে ?
উত্তরযখন কোন স্থানে শিল্পব্যবসা-বাণিজ্য প্রভৃতি দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভর করে অপেক্ষাকৃত ঘনবসতি গড়ে ওঠেতখন তাকে পৌরবসতি বলে।
 

গ্রামীণ বসতি
1. হ্যামলেট কাকে বলে ?
উত্তরমূল গ্রামীণ বসতি থেকে বিচ্ছিন্ন প্রায় 8-10 টা বাড়িঘর নিয়ে গড়ে ওঠা ক্ষুদ্র গ্রামকে হ্যামলেট বলা হয়।
 
2. মৌজা কি ?
উত্তরভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক হল মৌজা।
 
3. ভূমি রাজস্ব মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ কি ?
উত্তরমৌজা পিছু জমির খাজনা আদায়ের জন্য বৃহৎ স্কেলের মৌজা ভিত্তিক অঙ্কিত মানচিত্র কে ভূমি রাজস্ব মানচিত্র ক্যাডাস্ট্রাল ম্যাপ বলে।
 
4. সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম কাকে বলে ?
উত্তরমৌজা অনুসারে ভারতে রাজস্ব আদায়ে জনগণনা করা হয় বলে মৌজাকে সেন্সাস গ্রাম বা রাজস্ব গ্রাম বলে।
 
5. আর্দ্র বিন্দু বসতি বা জলবিন্দু বসতি কাকে বলে ?
উত্তরমরু অঞ্চলে পানীয় জলের সমস্যা যুক্ত অঞ্চলে জলাশয় কে বা ভৌমজলের উৎসবকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বা আর্দ্র বসতি বলে।
 
6. শুষ্ক বিন্দু বসতি কাকে বলে ?
উত্তরবন্যা অথবা বর্ষায় ডুবে যায় না এমন উঁচু অথচ শুষ্ক অংশে যেসব বসতি গড়ে ওঠে তাকে শুষ্কবিন্দু বসতি বলে।
 
7. সবুজ গ্রাম কি ?
উত্তরবনাঞ্চলের মধ্যে বা প্রান্তভাগে বনভূমির ওপর নির্ভর করে গড়ে ওঠা ক্ষুদ্রাকার গ্রামীণ বসতি কে সবুজ গ্রাম বলা হয়।
 
8. গোষ্ঠীবদ্ধ বসতি কাকে বলে ?
উত্তরযখন কোন স্থানে নানা ধরনের সুযোগ-সুবিধা জন্য কাছাকাছি একসঙ্গে অনেক বসতি গড়ে ওঠেতখন তাকে গোষ্ঠীবদ্ধ বসতি বলে।
 
9. রৈখিক বসতি কাকে বলে ?
উত্তরযখন কোন বসতির বাড়িগুলি নদীর তীরসড়কপথ রেলপথ প্রভৃতির সমান্তরালে রৈখিক ভাবে গড়ে ওঠেতখন তাকে রৈখিক বসতি বলে।
 
10. বিক্ষিপ্ত বসতি কাকে বলে ?
উত্তরযে গ্রামীণ বসতিতে ক্ষুদ্রাকার অল্প কিছু বাসগৃহ বিস্তৃত এলাকায় পরস্পর থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করেতাকে বিক্ষিপ্ত বসতি বলে।
 
11. গ্রামীণ জনসংখ্যার উৎক্ষেপ কাকে বলে ?
উত্তরকর্মসংস্থান এবং উন্নত জীবনযাত্রা জন্য গ্রামের জনগণ শহরমুখী হলে তাকে গ্রামীণ জনসংখ্যার উৎক্ষেপ বলে।
 
পৌর বসতি
1. সেন্সাস টাউন কি ?
উত্তরভারতের জনগণনা আয়োগ এর দ্বারা নির্ধারিত সূচকের ভিত্তিতে গড়ে ওঠা শহর যা গ্রামপঞ্চায়েতের অধীনস্থ এলাকাতাকে সেন্সাস টাউন বলে।
2. শহর কাকে বলে ?
উত্তরভারতের আদমশুমারি অনুযায়ী এক লক্ষের কম জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে শহর বলা হয়।
 
3. নগর কাকে বলে ?
উত্তরএক লক্ষের অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরবসতিকে নগর বলা হয়।
 
4. মহানগর বা মেট্রোসিটি কাকে বলে ?
উত্তরদশলক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট বৃহৎ আয়তনের পৌরবসতিকে মহানগর বা মেট্রো সিটি বলে।
 
5. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে কয়টি মহানগর রয়েছে ?
উত্তর:  2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে 53টি মহানগর রয়েছে।
 
6. মেগাসিটি বা অতিমহানগর কাকে বলে ?
উত্তরমহানগর অপেক্ষা বৃহৎ 50 লক্ষ্যের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলে। যেমন- মুম্বাইদিল্লিকলকাতা প্রভৃতি।
 
7. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে কয়টি অতিমহানগর রয়েছে ?
উত্তর:  2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে 7টি অতিমহানগর রয়েছে।
 
8. পৌরপুঞ্জ বা কনারবেশন কাকে বলে ?
উত্তরএকসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে একত্রিত ভাবে পৌরপুঞ্জ বলা হয়। উদাহরণ- কলকাতা সংলগ্ন হুগলি নদীর দুই পাশে শহরগুলি।
 
9. কনারবেশন কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরকনারবেশন কথাটি প্রথম ব্যবহার করেন ভূগোলবিদ প্যাট্রিক গেডেস।
 
10. পৌরমহাপুঞ্জ বা মেগালোপলিস কাকে বলে ?
উত্তরযখন অতি বড় মাপের একাধিক পৌর বসতি পাশাপাশি অবস্থান করে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এক নিরবিচ্ছিন্ন পৌরঅঞ্চল গড়ে ওঠেতাকে পৌরমহাপুঞ্জ বা মেগালোপলিস বলে।
 
11. মেগালোপলিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরমেগালোপলিস শব্দটি প্রথম  ব্যবহার করেন সমাজবিজ্ঞানী গটম্যান।
 
12. পৌরপিণ্ড কাকে বলে ?
উত্তরএকটি বড়োনগর বা মহানগর এবং তার আশেপাশে ছোট ছোট শহর নিয়ে যে সুবৃহৎ পৌর এলাকা গড়ে ওঠেতাকে পৌরপিণ্ড বলে।
 
13. ভারতের কোন আদমশুমারিতে সর্বপ্রথম পৌরপিণ্ড শব্দটি ব্যবহার করা হয় ?
উত্তর1971 আদমশুমারিতে সর্বপ্রথম পৌরপিণ্ড শব্দটি ব্যবহার করা হয়।
 
14. উমল্যান্ড বা পৌরক্ষেত্র বলতে কী বোঝো ?
উত্তরশহরের পার্শ্ববর্তী অঞ্চল যা শহরের সঙ্গে অর্থনৈতিকসামাজিক সাংস্কৃতিক ভাবে যুক্ত এবং শহরের প্রভাবাধীনতাকে উমল্যান্ড বা পৌরক্ষেত্র বলে।
 
15. টাইর্যানোপলিস কাকে বলে ?
উত্তরসমগ্র দেশের প্রতিটি বসতি সামগ্রিকভাবে পৌরবসতিতে রূপান্তরিত হলেতাকে টাইর্যানোপলিস বলে।
 
16. নেক্যোপলিশ কাকে বলে ?
উত্তরপৌর বসতির সর্বশেষ পর্যায়ে যখন নগরসভ্যতার পরিসমাপ্তি ঘটে তখন তাকে নেক্যোপলিশ বলে। যেমন- হরপ্পা
 
17. এক্যুমনোপলিশ কাকে বলে ?
উত্তরসমগ্র পৃথিবীর প্রতিটি বসতি পৌর বসতিতে রুপান্তরিত হলেতাকে এক্যুমনোপলিশ বলে।
 
18. দ্বৈত বা যমজ শহর কাকে বলে ?
উত্তরপাশাপাশি অবস্থিত দুটি মূল নগর একত্রে মিলিত হলে তাকে দ্বৈত বা যমজ শহর বলে। উদাহরণ- হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদকলকাতা-হাওড়া প্রভৃতি।
 
19. বিশ্ব নগর বা গ্লোবাল সিটি বা আলফা সিটি কাকে বলে ?
উত্তরযেসব বৃহৎ শহর দেশের সীমা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে তাকে গ্লোবাল সিটি বলা হয়। যেমন লন্ডননিউইয়র্ক প্রভৃতি।
 
20. উপনগর বা স্যাটেলাইট টাউন কাকে বলে ?
উত্তরপ্রধান নগর-মহানগর এর অধিক জনসংখ্যার চাপ কমাতে তার নিকটে পরিকল্পিতভাবে সর্বাধুনিক পৌর সুবিধাযুক্ত যে শহর নগর গড়ে ওঠে, তাকে উপনগর বলে। যেমন- সল্টলেকরাজারহাট প্রভৃতি।
 
21. রারবান Rurban কি ?
উত্তরশহর বা নগর এর ঠিক বাইরে, নগর গ্রামীণ কার্যাবলী সংস্কৃতির মিশ্র প্রভাব যুক্ত বসতি সৃষ্টি হয়তাকে রারবান বলা হয়।
 
22. 'রারবানশব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরভূগোলবিদ গ্যালপিন 1918 সালে সর্বপ্রথম রারবান শব্দটি ব্যবহার করেন।
 
23. ক্যারাভান সরাই কি ?
উত্তরবণিক পথিকদের রাত্রিবাসের জন্য মরুভূমির মধ্যে দিয়ে প্রসারিত পথের ধারে নির্মিত গ্রাম্য বসতি কে ক্যারাভান সরাই বলে।
 
24. কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বা CBD কি ?
উত্তরশহরের কেন্দ্রে গড়ে ওঠা প্রধান প্রশাসনিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এলাকাকে বলা হয় কেন্দ্রীয় বাণিজ্য এলাকা।

Theme images by chuwy. Powered by Blogger.
close