ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

Works of Ground Water and Associated Landforms, ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, Geopedia Info, www.geopediainfo.com
Works of Ground Water and Associated Landforms  SAQ


1. ভৌমজল কাকে বলে ?
উত্তরমাটির নিচের যাবতীয় জল অর্থাৎ মৃত্তিকা, রেগোলিথ শিলারন্ধ্রের মধ্যে অবস্থিত ভূগর্ভস্থ জলকে ভৌমজল বলা হয়।
 
2. ভৌমজলবিদ্যা (Geohydrology) বলতে কী বোঝো ?
উত্তরবিজ্ঞানের যে শাখায় ভৌমজলের অবস্থানবন্টন প্রবাহ সংক্রান্ত আলোচনা করা হয়তাকে ভৌমজলবিদ্যা বলে।
 
3. আবহিক জল বা মিটিওরিক জল কি ?
উত্তরবৃষ্টিপাত তুষারগলা জল ভূ-অভ্যন্তরের প্রবেশ করে ভৌমজলে পরিণত হলেতাকে আবহিক জল বা মিটিওরিক জল বলে।
 
4. সহজাত বা জন্মগত জল কি ?
উত্তরপাললিক শিলা গঠিত হওয়ার সময় সমুদ্র বা হ্রদের কিছু জল অনেক সময় পাললিক শিলার মধ্যে থেকে যায়একে সহজাত বা জন্মগত জল বলে।
 
5. উৎস্যন্দ বা ম্যাগমাটিক জল  কি ?
উত্তরঅগ্ন্যুৎপাতের সময় কিছু খনিজ মিশ্রিত উত্তপ্ত জল বের হয়এই জলকে উৎস্যন্দ বা ম্যাগমাটিক বলে।
 
6. শিলার সছিদ্রতা (porosity) বলতে কী বোঝো ?
উত্তরমৃত্তিকার কণা গুলির মধ্যে যে ফাঁক থাকে তাকে শিলার সচ্ছিদ্রতা বলে।
 
7. শিলার প্রবেশ্যতা (permeability) বলতে কী বোঝো ?
উত্তরশিলার মধ্যে জল প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশ্যতা বলে।
 
8. ভৌমজলস্তর (groundwater table) কি ?
উত্তরকোন সম্পৃক্ত স্তরে আবদ্ধ জলসীমার শীর্ষ বিন্দু গুলি যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে ভৌম জলস্তর বলে।
 
9. ভাদোস স্তর কাকে বলে ?
উত্তরভূ-অভ্যন্তরে সম্পৃক্ত স্তরের উপরিতল থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত বায়ুপূর্ণ অসম্পৃক্ত স্তরকে ভাদোস স্তর বলে।
 
10. মৃত্তিকা জলস্তর কি ?
উত্তরভূপৃষ্ঠের সবচেয়ে কাছেযে গভীরতা পর্যন্ত গাছের শিকড় মাটিতে প্রবেশ করতে পারে তাকে মৃত্তিকা জলস্তর বলে।
 
11. কৌশিক স্তর কি ?
উত্তরঅসম্পৃক্ত স্তরের সবচেয়ে নিচে যে স্তরে নিচের সম্পৃক্ত স্তর থেকে জলের ঊর্ধ্বমুখী প্রবাহ কৌশিক নল বেয়ে হয়তাকে কৌশিক স্তর বলে।
 
12. মৃত্তিকা বায়ুস্তর কি
উত্তরমৃত্তিকা জলস্তর কৌশিক স্তরের মধ্যবর্তী যে স্তরে জল বায়ু আবদ্ধ থাকেতাকে মৃত্তিকা বায়ুস্তর বলে।
 
13. ফ্রিয়েটিক স্তর কাকে বলে ?
উত্তরভূ-অভ্যন্তরের মৃত্তিকা প্রবেশ্য শিলাস্তরের যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে ফ্রিয়েটিক স্তর বলে।
 
14. আর্টেজীয় কূপ কি ?
উত্তরঅধোভাঙ্গাকৃতি আবদ্ধ অ্যাকুইফার এর উন্মুক্ত দুই প্রান্তে বৃষ্টি জল প্রবেশ করলে মধ্যবর্তী অংশে জলের চাপ বেশি থাকে এই অবস্থায় নলকূপ খনন করলে জল স্বাভাবিকভাবে  প্রবল বেগে উপরে উঠতে থাকে একে আর্টেজীয় কূপ বলে।
 
15. আর্টেজীয় কূপের শিলাস্তরের গঠন কেমন থাকে ?
উত্তরভাঁজের অধোভঙ্গে আর্টেজীয় কূপ সৃষ্টি হয়।
 
16. অ্যাকুইফর কি ?
উত্তরঅপ্রবেশ্য শিলার উপরে যে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজলের সঞ্চয় প্রবাহ হয়ে থাকেতাকে অ্যাকুইফর বলে।
 
17. স্থানীয় অ্যাকুইফার কি ?
উত্তরমুক্ত অ্যাকুইফারের উপরে চামচ বা নৌকার মত একটি ছোট অপ্রবেশ্য স্তরে যে অ্যাকুইফার গড়ে ওঠে তাকে স্থানীয় অ্যাকুইফার বলে।
 
18. অ্যাকুইক্লুড কি ?
উত্তরযে শিলাস্তর স্বল্প পরিমাণে জল সঞ্চয় করতে পারে কিন্তু পরিবহনে প্রায় অক্ষম তাকে অ্যাকুইক্লুড বলে।
 
19. অ্যাকুইটার্ড কি ?
উত্তরযে শিলাস্তর স্বল্প পরিমাণে জল সঞ্চয় পরিবহন করতে পারেতাকে অ্যাকুইটার্ড বলে।
 
20. অ্যাকুইফিউজ কি ?
উত্তরযে অপ্রবেশ শিলাস্তরে জল সঞ্চয় প্রবাহ কোনটি সম্ভব হয় নাতাকে অ্যাকুইফিউজ বলে।
 
21. প্রস্রবণ (Spring) কি ?
উত্তরভৌমজল যখন ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট স্থান দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে আসেতাকে প্রস্রবণ বলা হয়।
 
22. চোয়ানো বা ক্ষরণ (Seepage) কি ?
উত্তরভৌম জল যখন ভূপৃষ্ঠ থেকে অতি ধীরে ধীরে চুইয়ে বের হয় তাকে ক্ষরণ বলা হয়।
 
23. প্রস্রবণ রেখা কাকে বলে ?
উত্তরচ্যুতিরেখা, ভৃগুতটরেখা এবং প্রবেশ্য  অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগ বরাবর সারিবদ্ধ ভাবে বহু প্রস্রবণ গড়ে উঠলে তাকে প্রস্রবণ রেখা বলে।
 
24. ভারতের কোথায় শীতল প্রস্রবণ দেখা যায় ?
উত্তরউত্তরাখণ্ডের সহস্রধারা মুসৌরিতে শীতল প্রস্রবণ দেখা যায়।
 
25. ভারতের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ?
উত্তরপশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ঝাড়খণ্ডের রাজগির, হিমাচল প্রদেশে তাতাপানি মনিকরনে উষ্ণ প্রস্রবণ দেখা যায়।
 
26. গাইজার কাকে বলে ?
উত্তর:  যেসব উষ্ণ প্রস্রবনে জল বাষ্প একটি নির্দিষ্ট সময় অন্তর ফোয়ারার মতো একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উৎক্ষিপ্ত হয়, তাকে গিজার বা গাইজার বলে। যেমন- আমেরিকা যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল।
 
27. কোন অঞ্চলে গাইজারের প্রাধান্য দেখা যায় ?
উত্তরআগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে গাইজারের প্রাধান্য দেখা যায়।
 
28. কার্স্ট শব্দের অর্থ কি ?
উত্তরকার্স্ট শব্দের অর্থ হলো উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র।
 
29. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কার্স্ট অঞ্চল কোনটি ?
উত্তরইউরোপের বসনিয়া হার্জেগোভিনা দেশের আল্পস পার্বত্য অঞ্চলে অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাস্ট অঞ্চল।
 
30. স্পিলিয়োলজি (speleology) কি ?
উত্তরকার্স্ট গুহা সেই সংক্রান্ত সকল ভূমিরূপ সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় অধ্যায়ন করা হয় তাকে স্পিলিয়োলজি বলা হয়।
 
31. সিঙ্কহোল কি ?
উত্তরচুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে গোলাকার অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়তাকে সিঙ্কহোল বলে।
 
32. পোনর কি ?
উত্তরসিঙ্ক হোল বা সোয়ালো হোল থেকে ভূগর্ভস্থ গুহা পর্যন্ত বিস্তৃত উলম্ব সুরঙ্গ পথকে পোনর বলে।
 
33. ডোলাইন কি ?
উত্তরচুনাপাথর গঠিত অঞ্চলে সিঙ্ক হোল বা সোয়ালো হোল অপেক্ষা বড়ো আবদ্ধ গর্তকে ডোলাইন বলে।
 
34. উভালা কি ?
উত্তরচুনাপাথর গঠিত অঞ্চলে ডোলাইন  অপেক্ষা বৃহদাকার, গভীর প্রশস্ত তলদেশ বিশিষ্ট নিম্নভূমিকে উভালা বলে।
 
35. পোলজি কি ?
উত্তরচুনাপাথর গঠিত অঞ্চলে উভালা অপেক্ষা বড়ো, দীর্ঘায়ত সমতল তলদেশ বিশিষ্ট চারিদিকে খাড়া দেওয়াল বেষ্টিত নিম্নভূমিকে পোলজি বলে।
 
36. অন্ধ উপত্যকা কি ?
উত্তরকার্স্ট অঞ্চলে নদী সিঙ্ক হোলে এসে ভূগর্ভে অন্তর্হিত হয়এই সিঙ্ক হোল থেকে নদীর উৎস দিকে নদী উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে।
 
37. শুষ্ক উপত্যকা কি ?
উত্তরকার্স্ট অঞ্চলে নদী সিঙ্ক হোলে এসে ভূগর্ভে অন্তর্হিত হয়এর ফলে নদী উপত্যকার পরবর্তী অংশ সম্পূর্ণরূপে জনশূন্য হয়ে পড়ে একে শুষ্ক উপত্যকা বলে।
 
38. পৃথিবীর দীর্ঘতম চুনাপাথরের গুহার নাম কী ?
উত্তরসুইজারল্যান্ডের হোলক গুহা হয় পৃথিবীর দীর্ঘতম চুনাপাথরের গুহা।
 
39. পৃথিবীর গভীরতম চুনাপাথরের গুহার নাম কী ?
উত্তরফ্রান্সের গুফ্রে বার্জার গুহা হয় পৃথিবীর গভীরতম চুনাপাথরের গুহা।
 
40. স্ট্যালাকটাইট কি ?
উত্তরকার্স্ট গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে স্ট্যালাকটাইট বলে।
 
41. স্ট্যালাকমাইট কি ?
উত্তরকার্স্ট গুহার মেঝে থেকে উলম্বভাবে উত্থিত চুনাপাথরের স্তম্ভকে স্ট্যালাকমাইট বলে।
 
42. হামস কি ?
উত্তরকার্স্ট অঞ্চলে পোলজির মেঝেতে চুনাপাথরের ক্ষয় প্রতিরোধী মোনাডনকের মত অবশিষ্ট পাহাড় কে হামস বলে।
 
43. রাবণ ভাটা কি ?
 উত্তর:  ছত্রিশগড় রাজ্যের রাজ্যের রায়পুর জেলায় হামসকে রাবণ ভাটা বলা হয়।
 
44. স্পেলিয়োথেম কি ?
উত্তরচুনাপাথরের গুহায় ভৌম জলের সঞ্চয় কার্যের ফলে যে নানা প্রকার ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলিকে একত্রে স্পেলিয়োথেম বলা হয়।

Theme images by chuwy. Powered by Blogger.
close