ক্ষয়চক্র: গঠন ও প্রক্রিয়া - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Cycle of Erosion -SAQ
1. ক্ষয়চক্র বলতে কী বোঝো ?
উত্তর: সদ্য উত্থিত কোন ভূমিভাগ ক্ষয় কার্যের দ্বারা যৌবন ও পরিণত অবস্থার মধ্যে দিয়ে উচ্চতা হ্রাস এর মাধ্যমে বার্ধক্য অবস্থায় পৌঁছায় এবং যা চক্রাকারে আবর্তন হয়, একে ক্ষয়চক্র বলে।
2. ভুগঠন বলতে কী বোঝোয় ?
উত্তর: ভূ-গঠন বলতে বোঝায় শিলাস্তরের ভাঁজ, চ্যুতি, কাঠিন্য, দ্রাব্যতা, প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা প্রভৃতি গুণাবলী।
3. ক্ষয়চক্রের প্রক্রিয়া বলতে কি বোঝো ?
উত্তর: ক্ষয়চক্রের প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল সব প্রাকৃতিক শক্তি, যেমন- আবহবিকার, নদী, বায়ু, হিমবাহ ও সমুদ্র তরঙ্গ প্রভৃতিকে বোঝায়।
4. ক্ষয়চক্রের পর্যায়ে বলতে কী বোঝো ?
উত্তর: ক্ষয়চক্র পর্যায় বলতে বোঝায় সময়ের ব্যাপ্তি বা দৈর্ঘ্যকে, যেমন ভূমিরূপের যৌবন পরিণত এবং বার্ধক্য এ তিনটি পর্যায়ে দ্বারা ক্ষয়চক্র সম্পন্ন হয়।
5. কোন ভৌগলিক সর্বপ্রথম ক্ষয়চক্র ধারণা দিয়েছিলেন ?
উত্তর: ভৌগলিক উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে Geographical Essays গ্রন্থে সর্বপ্রথম ক্ষয়চক্র ধারণা দিয়েছিলেন।
6. ডেভিস কার তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে ক্ষয়চক্র ধারণাটি প্রবর্তন করেন ?
উত্তর: চার্লস ডারউইনের 'বিবর্তনবাদ' তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে ডেভিস ক্ষয়চক্র ধারণাটি প্রবর্তন করেন।
7. ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে বলতে কী বোঝায় ?
উত্তর: ক্ষয়চক্রের সর্বপ্রথম যে পর্যায়ে সদ্য উত্থিত ভূমিভাগের উচ্চতা অধিক থাকে এবং ক্ষয় কাজ অতিদ্রুত ও ব্যাপক হয়, তাকে যৌবন পর্যায় বলে।
8. ক্ষয়চক্র পরিণত পর্যায়ে বলতে কী বোঝায় ?
উত্তর: ক্ষয়চক্রের মধ্যবর্তী যে পর্যায়ে ভূমির উচ্চতা ও বন্ধুরতা হ্রাস পায় এবং উত্থানের প্রাথমিক চিহ্ন সম্পূর্ণরূপে লোপ পায়, তাকে পরিণত পর্যায় বলে।
9. ক্ষয়চক্রের বার্ধক্যে পর্যায়ে বলতে কী বোঝায় ?
উত্তর: ক্ষয়চক্রের সর্বশেষ যে পর্যায়ে ভূমিঢাল, উচ্চতা ও নদীর শক্তি হ্রাস পেয়ে ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় সমপ্রায়ভূমিতে পরিণত হয়, তাকে বার্ধক্য পর্যায়ে বলে।
10. ক্ষয়ের শেষসীমা কি ?
উত্তর: যে সীমা পর্যন্ত নদী তার তলদেশ নিম্ন ক্ষয় করতে সক্ষম হয়, তাকে ক্ষয়ের শেষ সীমা বলে।
11. কে ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন ?
উত্তর: জন ওয়েসলি পাওয়েল ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন।
12. স্থানীয় ক্ষয়সীমা কি ?
উত্তর: উপনদীর কাছে প্রধান নদীর জলতল বা মরু অঞ্চলে প্লায়ার ভৌম জলতল ক্ষয়ের অন্তিম সীমা হয় বলে একে স্থানীয় ক্ষয়সীমা বলে।
স্বাভাবিক ক্ষয়চক্র (Normal Cycle of Erosion)
1. স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে ?
উত্তর: সমুদ্র থেকে উত্থিত কোন ভূমিভাগ যখন নদীর ক্ষয় কার্যের ফলে পর্যায়ক্রমে যৌবন ও পরিণত পর্যায়ের মধ্যে দিয়ে বার্ধক্য অবস্থায় পৌঁছায়, তখন তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।
2. ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো ?
উত্তর: ভূমিরূপের গঠন, প্রক্রিয়া ও পর্যায়কে একত্রে ডেভিসের ত্রয়ী বলা হয়।
3. নদী অববাহিকা কাকে বলে ?
উত্তর: কোন সুবিস্তৃত অঞ্চলে প্রধান নদী ও তার উপনদী এবং শাখানদী মিলিতভাবে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে নদী অববাহিকা বলে।
4. জলবিভাজিকা কাকে বলে ?
উত্তর: যে উচ্চভূমি বা শৈলশিরা দুটি আলাদা নদী অববাহিকার জলপ্রবাহকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে।
5. মস্তক ক্ষয় (Headward Erosion) বলতে কী বোঝো ?
উত্তর: নদী তার উৎসের দিকে ক্ষয়ের মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধি করে, এই ক্ষয় পদ্ধতিকে মস্তক ক্ষয় বলে।
6. নদীগ্রাস কি ?
উত্তর: পাশাপাশি অবস্থিত দুটি নদী পার্শ্ব ও মস্তক ক্ষয় দ্বারা জলবিভাজিকার অবলুপ্তির পর ছোট নদীর জল প্রধান নদীতে পতিত হলে, তাকে নদীগ্রাস বলে।
7. নদী উপত্যকা কাকে বলে ?
উত্তর: নদী অববাহিকার যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমির মধ্যে দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয়, তাকে নদী উপত্যকা বলে।
8. পার্শ্ব রেখাচিত্র কি ?
উত্তর: নদীর প্রস্থ বরাবর আড়াআড়ি প্রস্থচ্ছেদ করলে প্রাপ্ত রেখাচিত্রকে পার্শ্ব রেখাচিত্র বলে।
9. দীর্ঘ রেখাচিত্র কি ?
উত্তর: নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত দৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদ করলে প্রাপ্ত রেখাচিত্রকে দীর্ঘ রেখাচিত্র বলে।
10. পর্যায়িত ঢাল কি ?
উত্তর: নদীর প্রবাহপথের যে ঢালে নদীর ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের সামঞ্জস্য সৃষ্টি ফলে ক্ষয় বা সঞ্চয় কিছুই হয় না, কেবল জল, পলি ও কাদা পরিবাহিত হয়, তাকে পর্যায়িত ঢাল বলে।
11. পর্যায়িত নদী কাকে বলে ?
উত্তর: যে নদী তার প্রবাহ পথে ক্ষয় ও সঞ্চয় না করে কেবল জল, পলি ও কাদা পরিবহন করে, তাকে পর্যায়িত নদী বলে।
12. অনুগামী নদী কাকে বলে ?
উত্তর: ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী এবং শিলাস্তরের নতিকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয়, তাকে অনুগামী নদী বলে।
13. পরবর্তী নদী কাকে বলে ?
উত্তর: যে সমস্ত নদী আয়াম বরাবর দুর্বল শিলাস্তর কে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীতে মিলিত হয়, তাকে পরবর্তী নদী বলে।
14. ভূমির বন্ধুরতা বা আপেক্ষিক উচ্চতা বলতে কী বোঝো ?
উত্তর: উচ্চভূমির শীর্ষদেশ ও নদী উপত্যকার তলদেশের মধ্যে উচ্চতার পার্থক্যকে আপেক্ষিক উচ্চতা বলা হয়।
15. সমপ্রায়ভূমি কি ?
উত্তর: স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ক্ষয় ও সঞ্চয়ের যৌথ প্রভাবে উদ্ভূত বৃহদায়তন নিম্নসমভূমিকে সমপ্রায় ভূমি বলা হয়।
16. মোনাডনক কাকে বলে ?
উত্তর: স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্যে পর্যায়ে সমপ্রায়ভূমির উপর অবস্থিত কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড় গুলিকে মোনাডনক বলা হয়।
মরুক্ষয়চক্র (Arid Cycle of Erosion)
1. মরুক্ষয়চক্র কাকে বলে ?
শুষ্ক বা শুষ্ক প্রায় উষ্ণ মরু অঞ্চলে সমুদ্র থেকে উত্থিত কোন ভূমিভাগ যখন বায়ু প্রবাহ, ক্ষুদ্র জলধারা, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে পর্যায়ক্রমে যৌবন ও পরিণত পর্যায়ের মধ্যে দিয়ে বার্ধক্য অবস্থায় পৌঁছায়, তখন তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।
2. প্লায়া কাকে বলে ?
উত্তর: মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের ক্ষণস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়।
3. পেডিমেন্ট কি ?
উত্তর: শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে ও বাজাদার উপরের দিকে অবস্থিত বিস্তীর্ণ ক্ষয়জাত শিলাময় ভূমিঢালকে পেডিমেন্ট বলা হয়।
4. বাজাদা কি ?
উত্তর: শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে অর্থাৎ পেডিমেন্টের নিচের দিকে ক্ষয়জাত নুড়ি, কাঁকর, বালি ইত্যাদির সঞ্চয়ে গঠিত পলল শঙ্কু গুলি একত্রিত হয়ে সমভূমি গঠন করে, একে বাজাদা বলে।
5. পেডিপ্লেন কাকে বলে ?
উত্তর: মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ক্ষয় ও সঞ্চয়ের যৌথ প্রভাবে সৃষ্ট প্রস্তরময় ভূমিকে ভৌগলিক কিং পেডিপ্লেন বলেছেন।
পেডিপ্লেন= পেডিমেন্ট + বাজাদা
6. প্যানফ্যান কি ?
উত্তর: মরু অঞ্চলের প্রস্তরময় সমভূমি পেডিমেন্টকে ভূবিজ্ঞানী লসন প্যানফ্যান বলেছেন।
7. ওয়াদি কাকে বলে ?
উত্তর: মরু অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদী উপত্যকাকে ওয়াদি বলে।
8. ইনসেলবার্জ কাকে বলে ?
উত্তর: মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে কঠিন শিলায় গঠিত বিক্ষিপ্ত ভাবে গড়ে ওঠা অনুউচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে।
9. ইনসেলবার্জ নামকরণ কে করেন ?
উত্তর: ভূবিজ্ঞানী এস পাসার্জ ইনসেলবার্জ নামকরণ করেন।
10. ইনসেলবার্জ সাধারণত কোন ধরনের শিলায় গড়ে ওঠে ?
উত্তর: ইনসেলবার্জ সাধারণত গ্রানাইট ও নিস ধরনের শিলায় গড়ে ওঠে।
11. বর্নহার্ড কি ?
উত্তর: পূর্ব আফ্রিকায় ইনসেলবার্জ এর মত দেখতে গম্বুজ আকৃতির অনুউচ্চ টিলাকে বর্নহার্ড বলা হয়।
12. টর কাকে বলে ?
উত্তর: দীর্ঘকাল ধরে ক্ষয়ের ফলে ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয় ছোট হলে, তাকে টর বলে।
13. ক্যাসল কপিজ কি ?
উত্তর: ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডারস্তুপে পরিণত হলে, তাকে ক্যাসল কপিজ বলে।
14. প্রাইমারাম্ফ কি ?
উত্তর: ওয়ালথার পেঙ্কের মতে,ভূমিরুপের বিবর্তনের শুরুতে কম উচ্চতা ও বন্ধুরতাযুক্ত নিচু সমতলভূমিকে প্রাইমারাম্ফ বলা হয়।
15. এন্ডরাম্ফ কি ?
উত্তর: ওয়ালথার পেঙ্কের মতে,ভূমিরুপের বিবর্তনের অন্তিম পর্যায়ে যে সমপ্রায়ভূমি গঠিত হয়, তাকে এন্ডরাম্ফ বলে।
16. হ্যালডেনহ্যাং কি ?
উত্তর: ওয়ালথার পেঙ্কের মতে, বিচূর্ণিকৃত শিলাখণ্ডে ঢাকা শিলাময় পাদদেশীয় ঢালু অংশকে হ্যালডেনহ্যাং বলা হয়।
স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা, পুনর্যৌবন লাভ ও ভূমিরূপ
উত্তর: সদ্য উত্থিত কোন ভূমিভাগ ক্ষয় কার্যের দ্বারা যৌবন ও পরিণত অবস্থার মধ্যে দিয়ে উচ্চতা হ্রাস এর মাধ্যমে বার্ধক্য অবস্থায় পৌঁছায় এবং যা চক্রাকারে আবর্তন হয়, একে ক্ষয়চক্র বলে।
2. ভুগঠন বলতে কী বোঝোয় ?
উত্তর: ভূ-গঠন বলতে বোঝায় শিলাস্তরের ভাঁজ, চ্যুতি, কাঠিন্য, দ্রাব্যতা, প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা প্রভৃতি গুণাবলী।
3. ক্ষয়চক্রের প্রক্রিয়া বলতে কি বোঝো ?
উত্তর: ক্ষয়চক্রের প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের উপর ক্রিয়াশীল সব প্রাকৃতিক শক্তি, যেমন- আবহবিকার, নদী, বায়ু, হিমবাহ ও সমুদ্র তরঙ্গ প্রভৃতিকে বোঝায়।
4. ক্ষয়চক্রের পর্যায়ে বলতে কী বোঝো ?
উত্তর: ক্ষয়চক্র পর্যায় বলতে বোঝায় সময়ের ব্যাপ্তি বা দৈর্ঘ্যকে, যেমন ভূমিরূপের যৌবন পরিণত এবং বার্ধক্য এ তিনটি পর্যায়ে দ্বারা ক্ষয়চক্র সম্পন্ন হয়।
5. কোন ভৌগলিক সর্বপ্রথম ক্ষয়চক্র ধারণা দিয়েছিলেন ?
উত্তর: ভৌগলিক উইলিয়াম মরিস ডেভিস 1899 সালে Geographical Essays গ্রন্থে সর্বপ্রথম ক্ষয়চক্র ধারণা দিয়েছিলেন।
6. ডেভিস কার তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে ক্ষয়চক্র ধারণাটি প্রবর্তন করেন ?
উত্তর: চার্লস ডারউইনের 'বিবর্তনবাদ' তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে ডেভিস ক্ষয়চক্র ধারণাটি প্রবর্তন করেন।
7. ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে বলতে কী বোঝায় ?
উত্তর: ক্ষয়চক্রের সর্বপ্রথম যে পর্যায়ে সদ্য উত্থিত ভূমিভাগের উচ্চতা অধিক থাকে এবং ক্ষয় কাজ অতিদ্রুত ও ব্যাপক হয়, তাকে যৌবন পর্যায় বলে।
8. ক্ষয়চক্র পরিণত পর্যায়ে বলতে কী বোঝায় ?
উত্তর: ক্ষয়চক্রের মধ্যবর্তী যে পর্যায়ে ভূমির উচ্চতা ও বন্ধুরতা হ্রাস পায় এবং উত্থানের প্রাথমিক চিহ্ন সম্পূর্ণরূপে লোপ পায়, তাকে পরিণত পর্যায় বলে।
9. ক্ষয়চক্রের বার্ধক্যে পর্যায়ে বলতে কী বোঝায় ?
উত্তর: ক্ষয়চক্রের সর্বশেষ যে পর্যায়ে ভূমিঢাল, উচ্চতা ও নদীর শক্তি হ্রাস পেয়ে ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় সমপ্রায়ভূমিতে পরিণত হয়, তাকে বার্ধক্য পর্যায়ে বলে।
10. ক্ষয়ের শেষসীমা কি ?
উত্তর: যে সীমা পর্যন্ত নদী তার তলদেশ নিম্ন ক্ষয় করতে সক্ষম হয়, তাকে ক্ষয়ের শেষ সীমা বলে।
11. কে ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন ?
উত্তর: জন ওয়েসলি পাওয়েল ক্ষয়ের শেষ সীমার ধারণা প্রবর্তন করেন।
12. স্থানীয় ক্ষয়সীমা কি ?
উত্তর: উপনদীর কাছে প্রধান নদীর জলতল বা মরু অঞ্চলে প্লায়ার ভৌম জলতল ক্ষয়ের অন্তিম সীমা হয় বলে একে স্থানীয় ক্ষয়সীমা বলে।
স্বাভাবিক ক্ষয়চক্র (Normal Cycle of Erosion)
1. স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে ?
উত্তর: সমুদ্র থেকে উত্থিত কোন ভূমিভাগ যখন নদীর ক্ষয় কার্যের ফলে পর্যায়ক্রমে যৌবন ও পরিণত পর্যায়ের মধ্যে দিয়ে বার্ধক্য অবস্থায় পৌঁছায়, তখন তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।
2. ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো ?
উত্তর: ভূমিরূপের গঠন, প্রক্রিয়া ও পর্যায়কে একত্রে ডেভিসের ত্রয়ী বলা হয়।
3. নদী অববাহিকা কাকে বলে ?
উত্তর: কোন সুবিস্তৃত অঞ্চলে প্রধান নদী ও তার উপনদী এবং শাখানদী মিলিতভাবে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে নদী অববাহিকা বলে।
4. জলবিভাজিকা কাকে বলে ?
উত্তর: যে উচ্চভূমি বা শৈলশিরা দুটি আলাদা নদী অববাহিকার জলপ্রবাহকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে।
5. মস্তক ক্ষয় (Headward Erosion) বলতে কী বোঝো ?
উত্তর: নদী তার উৎসের দিকে ক্ষয়ের মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধি করে, এই ক্ষয় পদ্ধতিকে মস্তক ক্ষয় বলে।
6. নদীগ্রাস কি ?
উত্তর: পাশাপাশি অবস্থিত দুটি নদী পার্শ্ব ও মস্তক ক্ষয় দ্বারা জলবিভাজিকার অবলুপ্তির পর ছোট নদীর জল প্রধান নদীতে পতিত হলে, তাকে নদীগ্রাস বলে।
7. নদী উপত্যকা কাকে বলে ?
উত্তর: নদী অববাহিকার যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমির মধ্যে দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয়, তাকে নদী উপত্যকা বলে।
8. পার্শ্ব রেখাচিত্র কি ?
উত্তর: নদীর প্রস্থ বরাবর আড়াআড়ি প্রস্থচ্ছেদ করলে প্রাপ্ত রেখাচিত্রকে পার্শ্ব রেখাচিত্র বলে।
9. দীর্ঘ রেখাচিত্র কি ?
উত্তর: নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত দৈর্ঘ্য বরাবর প্রস্থচ্ছেদ করলে প্রাপ্ত রেখাচিত্রকে দীর্ঘ রেখাচিত্র বলে।
10. পর্যায়িত ঢাল কি ?
উত্তর: নদীর প্রবাহপথের যে ঢালে নদীর ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের সামঞ্জস্য সৃষ্টি ফলে ক্ষয় বা সঞ্চয় কিছুই হয় না, কেবল জল, পলি ও কাদা পরিবাহিত হয়, তাকে পর্যায়িত ঢাল বলে।
11. পর্যায়িত নদী কাকে বলে ?
উত্তর: যে নদী তার প্রবাহ পথে ক্ষয় ও সঞ্চয় না করে কেবল জল, পলি ও কাদা পরিবহন করে, তাকে পর্যায়িত নদী বলে।
12. অনুগামী নদী কাকে বলে ?
উত্তর: ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী এবং শিলাস্তরের নতিকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয়, তাকে অনুগামী নদী বলে।
13. পরবর্তী নদী কাকে বলে ?
উত্তর: যে সমস্ত নদী আয়াম বরাবর দুর্বল শিলাস্তর কে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীতে মিলিত হয়, তাকে পরবর্তী নদী বলে।
14. ভূমির বন্ধুরতা বা আপেক্ষিক উচ্চতা বলতে কী বোঝো ?
উত্তর: উচ্চভূমির শীর্ষদেশ ও নদী উপত্যকার তলদেশের মধ্যে উচ্চতার পার্থক্যকে আপেক্ষিক উচ্চতা বলা হয়।
15. সমপ্রায়ভূমি কি ?
উত্তর: স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ক্ষয় ও সঞ্চয়ের যৌথ প্রভাবে উদ্ভূত বৃহদায়তন নিম্নসমভূমিকে সমপ্রায় ভূমি বলা হয়।
16. মোনাডনক কাকে বলে ?
উত্তর: স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্যে পর্যায়ে সমপ্রায়ভূমির উপর অবস্থিত কঠিন শিলাগঠিত অনুচ্চ টিলা বা পাহাড় গুলিকে মোনাডনক বলা হয়।
মরুক্ষয়চক্র (Arid Cycle of Erosion)
1. মরুক্ষয়চক্র কাকে বলে ?
শুষ্ক বা শুষ্ক প্রায় উষ্ণ মরু অঞ্চলে সমুদ্র থেকে উত্থিত কোন ভূমিভাগ যখন বায়ু প্রবাহ, ক্ষুদ্র জলধারা, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে পর্যায়ক্রমে যৌবন ও পরিণত পর্যায়ের মধ্যে দিয়ে বার্ধক্য অবস্থায় পৌঁছায়, তখন তাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।
2. প্লায়া কাকে বলে ?
উত্তর: মরু ও মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের ক্ষণস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলা হয়।
3. পেডিমেন্ট কি ?
উত্তর: শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে ও বাজাদার উপরের দিকে অবস্থিত বিস্তীর্ণ ক্ষয়জাত শিলাময় ভূমিঢালকে পেডিমেন্ট বলা হয়।
4. বাজাদা কি ?
উত্তর: শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশে অর্থাৎ পেডিমেন্টের নিচের দিকে ক্ষয়জাত নুড়ি, কাঁকর, বালি ইত্যাদির সঞ্চয়ে গঠিত পলল শঙ্কু গুলি একত্রিত হয়ে সমভূমি গঠন করে, একে বাজাদা বলে।
5. পেডিপ্লেন কাকে বলে ?
উত্তর: মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ক্ষয় ও সঞ্চয়ের যৌথ প্রভাবে সৃষ্ট প্রস্তরময় ভূমিকে ভৌগলিক কিং পেডিপ্লেন বলেছেন।
পেডিপ্লেন= পেডিমেন্ট + বাজাদা
6. প্যানফ্যান কি ?
উত্তর: মরু অঞ্চলের প্রস্তরময় সমভূমি পেডিমেন্টকে ভূবিজ্ঞানী লসন প্যানফ্যান বলেছেন।
7. ওয়াদি কাকে বলে ?
উত্তর: মরু অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদী উপত্যকাকে ওয়াদি বলে।
8. ইনসেলবার্জ কাকে বলে ?
উত্তর: মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে কঠিন শিলায় গঠিত বিক্ষিপ্ত ভাবে গড়ে ওঠা অনুউচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে।
9. ইনসেলবার্জ নামকরণ কে করেন ?
উত্তর: ভূবিজ্ঞানী এস পাসার্জ ইনসেলবার্জ নামকরণ করেন।
10. ইনসেলবার্জ সাধারণত কোন ধরনের শিলায় গড়ে ওঠে ?
উত্তর: ইনসেলবার্জ সাধারণত গ্রানাইট ও নিস ধরনের শিলায় গড়ে ওঠে।
11. বর্নহার্ড কি ?
উত্তর: পূর্ব আফ্রিকায় ইনসেলবার্জ এর মত দেখতে গম্বুজ আকৃতির অনুউচ্চ টিলাকে বর্নহার্ড বলা হয়।
12. টর কাকে বলে ?
উত্তর: দীর্ঘকাল ধরে ক্ষয়ের ফলে ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয় ছোট হলে, তাকে টর বলে।
13. ক্যাসল কপিজ কি ?
উত্তর: ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডারস্তুপে পরিণত হলে, তাকে ক্যাসল কপিজ বলে।
14. প্রাইমারাম্ফ কি ?
উত্তর: ওয়ালথার পেঙ্কের মতে,ভূমিরুপের বিবর্তনের শুরুতে কম উচ্চতা ও বন্ধুরতাযুক্ত নিচু সমতলভূমিকে প্রাইমারাম্ফ বলা হয়।
15. এন্ডরাম্ফ কি ?
উত্তর: ওয়ালথার পেঙ্কের মতে,ভূমিরুপের বিবর্তনের অন্তিম পর্যায়ে যে সমপ্রায়ভূমি গঠিত হয়, তাকে এন্ডরাম্ফ বলে।
16. হ্যালডেনহ্যাং কি ?
উত্তর: ওয়ালথার পেঙ্কের মতে, বিচূর্ণিকৃত শিলাখণ্ডে ঢাকা শিলাময় পাদদেশীয় ঢালু অংশকে হ্যালডেনহ্যাং বলা হয়।
স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা, পুনর্যৌবন লাভ ও ভূমিরূপ
(Interruption,
Rejuvenation & Landforms)
1. স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা কি ?
উত্তর: ভূমিভাগের উত্থান, সমুদ্রপৃষ্ঠের পতন, জলবায়ু পরিবর্তন অথবা অগ্নুৎপাতের কারণে নদীর ক্ষয় করার শক্তির পরিবর্তন হলে ক্ষয়চক্র সম্পূর্ণ হতে পারেনা, একেই ক্ষয়চক্রের বাধা বা প্রতিবন্ধকতা বলা হয়।
2. ভূমির পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো ?
উত্তর: বিভিন্ন প্রাকৃতিক শক্তির পরিবর্তন নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে পাওয়াকে নদীর পুনর্যৌবন লাভ বলে।
2. গতিময় পুনর্যৌবন লাভ কাকে বলে ?
উত্তর: ভূ-আলোড়নের প্রভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, একে গতিশীল পুনর্যৌবন বলা হয়।
3. ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে ?
উত্তর: সমুদ্রপৃষ্ঠের অবনমনের ফলে নদীর নিম্ন ক্ষয় ক্ষমতা বেড়ে যায়, ইউস্ট্যাটিক একে পুনর্যৌবন লাভ বলে।
4. স্থিতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে ?
উত্তর: ভূমিভাগের উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন ছাড়াই, নদীর বোঝা হ্রাস, নদীগ্রাস ও জলবায়ু পরিবর্তন ইত্যাদির জন্য নদীর নিম্ন ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেলে, তাকে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলা হয়।
5. পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ কি ?
উত্তর: একাধিক ক্ষয়চক্রের সুস্পষ্ট নিদর্শনবিশিষ্ট ভূমিভাগকে পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলে।
6. নিক বিন্দু কাকে বলে ?
উত্তর: নদীর ক্ষয়চক্রে ভূমিরূপ পুনর্যৌবন লাভ করলে, নদীর পুরনো উপত্যকার মৃদু ঢাল ও নতুন উপকার খাড়া ঢালের সংযোগস্থলে যে খাঁজ সৃষ্টি হয়, তাকে নিক বিন্দু বলে।
7. উপত্যকার মধ্যে উপত্যকা কি ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে প্রাচীন প্রশস্ত উপকার মধ্যে নবীন সংকীর্ণ উপত্যকা তৈরি করে, তাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলা হয়।
8. কর্তিত নদীবাঁক বলতে কী বোঝায় ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে নদী যখন তার প্রাচীন নদীবাঁকের মধ্যে নিম্নক্ষয়ের মাধ্যমে আরও কেটে বসে যায়, তখন সেই ধরনের নদীবাঁককে কর্তিত নদীবাঁক বলে।
9. নদীমঞ্চ কি ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে প্রাচীন প্রশস্ত উপকার মধ্যে নবীন উপত্যকা তৈরি করলে পুরনো উপত্যকার অবশিষ্ট অংশ উঁচু মঞ্চের মত অবস্থান করে, একে নদীমঞ্চ বলে।
10. সমুদ্র সৈকত ও সমুদ্রমঞ্চ বলতে কী বোঝায় ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে মোহনার কাছে উপকূল উত্থিত হয়ে বা সমুদ্রতলের অবনমনে পুরনো সৈকত বর্তমান সমুদ্র সৈকতের পিছনে ধাপের মতো অবস্থান করে, এই ধাপের উচ্চতা 50 মিটার এর কম হলে সমুদ্র সৈকত এবং 50 মিটারের বেশি হলে সমুদ্রমঞ্চ বলা হয়।
1. স্বাভাবিক ক্ষয়চক্রের বাধা কি ?
উত্তর: ভূমিভাগের উত্থান, সমুদ্রপৃষ্ঠের পতন, জলবায়ু পরিবর্তন অথবা অগ্নুৎপাতের কারণে নদীর ক্ষয় করার শক্তির পরিবর্তন হলে ক্ষয়চক্র সম্পূর্ণ হতে পারেনা, একেই ক্ষয়চক্রের বাধা বা প্রতিবন্ধকতা বলা হয়।
2. ভূমির পুনর্যৌবন লাভ বলতে কী বোঝো ?
উত্তর: বিভিন্ন প্রাকৃতিক শক্তির পরিবর্তন নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা ফিরে পাওয়াকে নদীর পুনর্যৌবন লাভ বলে।
2. গতিময় পুনর্যৌবন লাভ কাকে বলে ?
উত্তর: ভূ-আলোড়নের প্রভাবে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর নিম্ন ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়, একে গতিশীল পুনর্যৌবন বলা হয়।
3. ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে ?
উত্তর: সমুদ্রপৃষ্ঠের অবনমনের ফলে নদীর নিম্ন ক্ষয় ক্ষমতা বেড়ে যায়, ইউস্ট্যাটিক একে পুনর্যৌবন লাভ বলে।
4. স্থিতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে ?
উত্তর: ভূমিভাগের উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন ছাড়াই, নদীর বোঝা হ্রাস, নদীগ্রাস ও জলবায়ু পরিবর্তন ইত্যাদির জন্য নদীর নিম্ন ক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেলে, তাকে স্থিতিশীল পুনর্যৌবন লাভ বলা হয়।
5. পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ কি ?
উত্তর: একাধিক ক্ষয়চক্রের সুস্পষ্ট নিদর্শনবিশিষ্ট ভূমিভাগকে পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলে।
6. নিক বিন্দু কাকে বলে ?
উত্তর: নদীর ক্ষয়চক্রে ভূমিরূপ পুনর্যৌবন লাভ করলে, নদীর পুরনো উপত্যকার মৃদু ঢাল ও নতুন উপকার খাড়া ঢালের সংযোগস্থলে যে খাঁজ সৃষ্টি হয়, তাকে নিক বিন্দু বলে।
7. উপত্যকার মধ্যে উপত্যকা কি ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে প্রাচীন প্রশস্ত উপকার মধ্যে নবীন সংকীর্ণ উপত্যকা তৈরি করে, তাকে উপত্যকার মধ্যে উপত্যকা বলা হয়।
8. কর্তিত নদীবাঁক বলতে কী বোঝায় ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে নদী যখন তার প্রাচীন নদীবাঁকের মধ্যে নিম্নক্ষয়ের মাধ্যমে আরও কেটে বসে যায়, তখন সেই ধরনের নদীবাঁককে কর্তিত নদীবাঁক বলে।
9. নদীমঞ্চ কি ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে নদী নিম্নক্ষয়ের মাধ্যমে প্রাচীন প্রশস্ত উপকার মধ্যে নবীন উপত্যকা তৈরি করলে পুরনো উপত্যকার অবশিষ্ট অংশ উঁচু মঞ্চের মত অবস্থান করে, একে নদীমঞ্চ বলে।
10. সমুদ্র সৈকত ও সমুদ্রমঞ্চ বলতে কী বোঝায় ?
উত্তর: পুনর্যৌবনলাভের কারণে মোহনার কাছে উপকূল উত্থিত হয়ে বা সমুদ্রতলের অবনমনে পুরনো সৈকত বর্তমান সমুদ্র সৈকতের পিছনে ধাপের মতো অবস্থান করে, এই ধাপের উচ্চতা 50 মিটার এর কম হলে সমুদ্র সৈকত এবং 50 মিটারের বেশি হলে সমুদ্রমঞ্চ বলা হয়।