জলনির্গম প্রণালী বা নদী নকশা - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Drainage Pattern - SAQ
![]() |
জলনির্গম প্রণালী |
1. নদীর সংজ্ঞা দাও ?
উত্তর: উচ্চ পর্বত বা মালভূমি থেকে বৃষ্টি বা হিমবাহ গলা জল একটি স্বাভাবিক জলধারা রূপে নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে ভূমিঢাল অনুসারে প্রবাহিত হয়ে সমুদ্র বা জলাশয়ে মিলিত হয় তাকে নদী বলে।
2. প্রধান নদী কাকে বলে ?
উত্তর: ভূমির প্রধান ঢাল অনুসারে বয়ে যায়, গতিপথে দুপাশ থেকে উপনদীর জল এসে মিলিত হয়, শাখানদী বের হয় এবং মোহনা পর্যন্ত সমস্ত জল কে বহন করে, তাকে প্রধান নদী বলে।
3. উপনদী কাকে বলে ?
উত্তর: ছোট ছোট নদী অপ্রধান ঢাল বরাবর বয়ে এসে প্রধান নদীতে মিলিত হয়ে জলের যোগান দেয়, তাকে উপনদী বলে।
4. শাখানদী কাকে বলে ?
উত্তর: নিম্ন প্রবাহের প্রধান নদী থেকে শাখা-প্রশাখার আকারে বেরিয়ে সমুদ্রে মিলিত হয় তাকে শাখা নদী বলে।
5. নিত্যবহ নদী কাকে বলে ?
উত্তর: হিমবাহ গলা জল বা সারাবছর বৃষ্টির জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে।
উত্তর: উচ্চ পর্বত বা মালভূমি থেকে বৃষ্টি বা হিমবাহ গলা জল একটি স্বাভাবিক জলধারা রূপে নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে ভূমিঢাল অনুসারে প্রবাহিত হয়ে সমুদ্র বা জলাশয়ে মিলিত হয় তাকে নদী বলে।
2. প্রধান নদী কাকে বলে ?
উত্তর: ভূমির প্রধান ঢাল অনুসারে বয়ে যায়, গতিপথে দুপাশ থেকে উপনদীর জল এসে মিলিত হয়, শাখানদী বের হয় এবং মোহনা পর্যন্ত সমস্ত জল কে বহন করে, তাকে প্রধান নদী বলে।
3. উপনদী কাকে বলে ?
উত্তর: ছোট ছোট নদী অপ্রধান ঢাল বরাবর বয়ে এসে প্রধান নদীতে মিলিত হয়ে জলের যোগান দেয়, তাকে উপনদী বলে।
4. শাখানদী কাকে বলে ?
উত্তর: নিম্ন প্রবাহের প্রধান নদী থেকে শাখা-প্রশাখার আকারে বেরিয়ে সমুদ্রে মিলিত হয় তাকে শাখা নদী বলে।
5. নিত্যবহ নদী কাকে বলে ?
উত্তর: হিমবাহ গলা জল বা সারাবছর বৃষ্টির জলে পুষ্ট এবং সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে।
6. অনিত্যবহ নদী কাকে বলে ?
উত্তর: যেসব নদী শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট এবং শুষ্ক ঋতুতে শুকিয়ে যায়, তাকে অনিত্যবহ নদী বলে।
7. অনুগামী নদী কাকে বলে ?
উত্তর: ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী এবং শিলাস্তরের নতিকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয়, তাকে অনুগামী নদী বলে।
8. পরবর্তী বা আয়াম নদী কাকে বলে ?
উত্তর: যে সমস্ত নদী আয়াম বরাবর দুর্বল শিলাস্তর কে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীতে মিলিত হয়, তাকে পরবর্তী নদী বলে।
9. উপ-অনুগামী বা নতি নদী কাকে বলে ?
উত্তর: পরবর্তী নদী সৃষ্টির পর ভূমির প্রাথমিক ঢাল ও শিলাস্তরের নতি অনুসরণ করে যেসব ছোট নদী অনুগামী নদীর প্রবাহের অভিমুখে প্রবাহিত হয়ে পরবর্তীতে মিলিত হয়, তাদের উপ-অনুগামী বা নতি নদী বলে।
10. বিপরা নদী কাকে বলে ?
উত্তর: যেসব নদী ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে, অর্থাৎ শিলাস্তরের নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাদের বিপরা নদী বা বি-নতি নদী বলে।
11. পুনর্ভব নদী কাকে বলে ?
উত্তর: ভাঁজ যুক্ত অঞ্চলে প্রথম ক্ষয়চক্রের পরে যেসব নদী অনুগামী নদীর দিকেই শিলাস্তরের নতি অনুসারে অপেক্ষাকৃত নিম্ন উচ্চতায় প্রবাহিত হয়, তাকে পুনর্ভব নদী বলে।
12. পূর্ববর্তী নদী কাকে বলে ?
উত্তর: কোন নদী সেই অঞ্চলের ভূ-উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্ন ক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার প্রবাহ যদি বজায় রাখে, তাহলে সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয়।
13. অধ্যারোপিত নদী কাকে বলে ?
উত্তর: নবীনতর শিলাস্তরের উপর গঠিত কোন নদী ব্যবস্থা ক্ষয়ের মাধ্যমে পূর্বেকার প্রাচীন শিলাস্তরের ওপর প্রতিস্থাপিত হয়ে তার বর্তমান গতিপথ বজায় থাকলে তাকে অধ্যারোপিত নদী বলে।
14. অসংগত নদী কাকে বলে ?
উত্তর: ভূ-অভ্যন্তরীণ গঠনের সঙ্গে কোন সামঞ্জস্য না রেখে যেসব নদী প্রবাহিত হয় তাদের অসংগত নদী বলে।
15. নদী অববাহিকা কাকে বলে ?
উত্তর: কোন সুবস্টিত অঞ্চলে প্রধান নদী ও তার উপনদী এবং শাখানদী মিলিতভাবে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে নদী অববাহিকা বলে।
উত্তর: যেসব নদী শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট এবং শুষ্ক ঋতুতে শুকিয়ে যায়, তাকে অনিত্যবহ নদী বলে।
7. অনুগামী নদী কাকে বলে ?
উত্তর: ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী এবং শিলাস্তরের নতিকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয়, তাকে অনুগামী নদী বলে।
8. পরবর্তী বা আয়াম নদী কাকে বলে ?
উত্তর: যে সমস্ত নদী আয়াম বরাবর দুর্বল শিলাস্তর কে অনুসরণ করে প্রবাহিত হয়ে অনুগামী নদীতে মিলিত হয়, তাকে পরবর্তী নদী বলে।
9. উপ-অনুগামী বা নতি নদী কাকে বলে ?
উত্তর: পরবর্তী নদী সৃষ্টির পর ভূমির প্রাথমিক ঢাল ও শিলাস্তরের নতি অনুসরণ করে যেসব ছোট নদী অনুগামী নদীর প্রবাহের অভিমুখে প্রবাহিত হয়ে পরবর্তীতে মিলিত হয়, তাদের উপ-অনুগামী বা নতি নদী বলে।
10. বিপরা নদী কাকে বলে ?
উত্তর: যেসব নদী ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে, অর্থাৎ শিলাস্তরের নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাদের বিপরা নদী বা বি-নতি নদী বলে।
11. পুনর্ভব নদী কাকে বলে ?
উত্তর: ভাঁজ যুক্ত অঞ্চলে প্রথম ক্ষয়চক্রের পরে যেসব নদী অনুগামী নদীর দিকেই শিলাস্তরের নতি অনুসারে অপেক্ষাকৃত নিম্ন উচ্চতায় প্রবাহিত হয়, তাকে পুনর্ভব নদী বলে।
12. পূর্ববর্তী নদী কাকে বলে ?
উত্তর: কোন নদী সেই অঞ্চলের ভূ-উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিম্ন ক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার প্রবাহ যদি বজায় রাখে, তাহলে সেই নদীকে পূর্ববর্তী নদী বলা হয়।
13. অধ্যারোপিত নদী কাকে বলে ?
উত্তর: নবীনতর শিলাস্তরের উপর গঠিত কোন নদী ব্যবস্থা ক্ষয়ের মাধ্যমে পূর্বেকার প্রাচীন শিলাস্তরের ওপর প্রতিস্থাপিত হয়ে তার বর্তমান গতিপথ বজায় থাকলে তাকে অধ্যারোপিত নদী বলে।
14. অসংগত নদী কাকে বলে ?
উত্তর: ভূ-অভ্যন্তরীণ গঠনের সঙ্গে কোন সামঞ্জস্য না রেখে যেসব নদী প্রবাহিত হয় তাদের অসংগত নদী বলে।
15. নদী অববাহিকা কাকে বলে ?
উত্তর: কোন সুবস্টিত অঞ্চলে প্রধান নদী ও তার উপনদী এবং শাখানদী মিলিতভাবে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাকে নদী অববাহিকা বলে।
জলনির্গম প্রণালী
1. জলনির্গম প্রণালী বা নদী নকশার সংজ্ঞা দাও ?
উত্তর: একটি অববাহিকার মধ্যে প্রধান নদী ও তার উপনদী গুলি ভূতাত্ত্বিক, ভূমিরূপগত ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রভাবিত হয়ে নদীজালিকার যে জ্যামিতিক আকৃতি গঠন করে, তাকে নদী নকশা বলে।
2. বৃক্ষরুপী নদী নকশার সংজ্ঞা দাও?
উত্তর: প্রধানত ভূমির ঢালের দ্বারা প্রভাবিত হয়ে যে নদীজালিকায় মূলনদীর সঙ্গে তার উপনদী গুলি সূক্ষ্মকোণী মিলিত হয় এবং একটি গাছের আকার ধারণ করে তাকে বৃক্ষরুপী নদী নকশা বলে।
3. ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় ?
উত্তর: ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বৃক্ষরুপী জলনির্গম প্রণালী দেখা যায়।
4. জাফরিরুপী নদী নকশার সংজ্ঞা দাও?
উত্তর: আর্দ্র জলবায়ু অঞ্চলে একনত ও ভাঁজযুক্ত শিলাস্তরের গঠনে নতি ও আয়াম অনুসরণ করে বিভিন্ন উপনদী গুলি প্রধান নদীর সঙ্গে প্রায় সমকোণে মিলিত হয়, তাকে জাফরি রুপী নদীর ওপারে।
5. জাফরিরুপী নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: ইউরোপের জুরা পর্বত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান উচ্চভূমিতে জাফরিরুপী নদী নকশা দেখা যায়।
1. জলনির্গম প্রণালী বা নদী নকশার সংজ্ঞা দাও ?
উত্তর: একটি অববাহিকার মধ্যে প্রধান নদী ও তার উপনদী গুলি ভূতাত্ত্বিক, ভূমিরূপগত ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রভাবিত হয়ে নদীজালিকার যে জ্যামিতিক আকৃতি গঠন করে, তাকে নদী নকশা বলে।
উত্তর: প্রধানত ভূমির ঢালের দ্বারা প্রভাবিত হয়ে যে নদীজালিকায় মূলনদীর সঙ্গে তার উপনদী গুলি সূক্ষ্মকোণী মিলিত হয় এবং একটি গাছের আকার ধারণ করে তাকে বৃক্ষরুপী নদী নকশা বলে।
উত্তর: ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বৃক্ষরুপী জলনির্গম প্রণালী দেখা যায়।
উত্তর: আর্দ্র জলবায়ু অঞ্চলে একনত ও ভাঁজযুক্ত শিলাস্তরের গঠনে নতি ও আয়াম অনুসরণ করে বিভিন্ন উপনদী গুলি প্রধান নদীর সঙ্গে প্রায় সমকোণে মিলিত হয়, তাকে জাফরি রুপী নদীর ওপারে।
উত্তর: ইউরোপের জুরা পর্বত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান উচ্চভূমিতে জাফরিরুপী নদী নকশা দেখা যায়।
6. সমান্তরাল নদী নকশার সংজ্ঞা দাও?
উত্তর: যে জলনির্গম প্রণালীতে ভূগঠন ও ভূমির ঢাল অনুসারে অসংখ্য ছোট নদী পরস্পরের প্রায় সমান্তরালে নিচের দিকে নেমে আসে, তাকে সমান্তরাল নদী নকশা বলা হয়।
7. সমান্তরাল নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ও শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে সমান্তরাল নদী নকশা দেখা যায়।
8. আয়তাকার নদী নকশার সংজ্ঞা দাও?
উত্তর: শিলাস্তরের দারণ ও ফাটোল ভূগঠন দ্বারা প্রভাবিত যে নদী নকশায় প্রধান নদী ও তার উপনদী গুলি পরস্পর প্রায় সমকোণে মিলিত হয়, তাকে আয়তাকার নদী নকশা বলে।
9. আয়তাকার নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: দাক্ষিণাত্য মালভূমিতে, মধ্য ভারতে বেতোয়া ও শোন নদী অববাহিকায়, আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে ও ইউরোপের নরওয়ে উপকূলে আয়তাকার নদী নকশা দেখা যায়।
10. কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী সংজ্ঞা দাও?
উত্তর: চারপাশের উঁচু স্থান থেকে মধ্যভাগের একটি নিম্নভূমির দিকে ছোট ছোট নদী প্রবাহিত হয় যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলা হয়।
11. কেন্দ্রমুখী নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: ভারতের দেরাদুন উপত্যকা, লোকটাক হ্রদ ও সম্বর হ্রদ প্রভৃতি জায়গায় কেন্দ্রমুখী নদী নকশা দেখা যায়।
12. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী সংজ্ঞা দাও?
উত্তর: কোন গম্বুজ বা শঙ্কু আকৃতির পাহাড় বা উচ্চভূমির চারপাশের ঢাল বেয়ে ছোট ছোট নদী বাইরের দিকে প্রবাহিত হলে যে নদী নকশা তৈরি হয়, তাকে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী বলা হয়।
13. কেন্দ্রবিমুখ নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়, হাজারীবাগ মালভূমি এবং অমরকন্টক মালভূমিতে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়
14. অঙ্গুরীয়কার নদী নকশা বলতে কী বোঝো?
উত্তর: গম্বুজ ভূ-গঠন অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তরকে অবলম্বন করে গড়ে ওঠা বৃত্তের মতো আকৃতিবিশিষ্ট নদীবিন্যাসকে অঙ্গুরীয়কার নদী নকশা বলা হয়।
15. অঙ্গুরীয়কার নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহিল পাহাড়ের চারিপাশে রেড নদী অঙ্গুরীয়কার নদী নকশা গঠন করেছে।
16. হেরিংবোন জলনির্গম প্রণালী বলতে কী বোঝো?
উত্তর: প্রায় সরলরৈখিক প্রধান নদী সঙ্গে সরলরৈখিক উপনদী গুলি সমকোণে মিলিত হয়ে হেরিং মাছের কাঁটার আকারে যে নদী নকশা গড়ে ওঠে, তাকে হেরিংবোন জলনির্গম প্রণালী বলা হয়।
17. হেরিংবোন জলনির্গম প্রণালী দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: ভারতের ঝিলাম নদীর উচ্চ প্রবাহ হেরিংবোন জলনির্গম প্রণালী দেখা যায়।
18. পিনেট বা চুনট নদী নকশা বলতে কী বোঝো?
উত্তর: প্রধান নদীর উভয় উভয় পার্শ্ব থেকে অসংখ্য ছোট ছোট নদী সূক্ষ্মকোণে মিলিত হয়ে পাখির পালকের মত দেখতে যে নদী নকশা গঠন করে তাকে পিনেট বা চুনট নদী নকশা বলা হয়।
19. পিনেট বা চুনট নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: নর্মদা নদীর অববাহিকায় পিনেট বা চুনট নদী নকশা দেখা যায়।
20. বরশি বা আঁকশি আকৃতি নদী নকশা বলতে কী বোঝো ?
উত্তর: যে ভূ-গঠন প্রভাবিত নদী নকশায় প্রধান নদীর গতিপথের সঙ্গে উপনদীরা উল্টো মুখে মিলিত হয় অর্থাৎ উপনদী গুলির মূল নদীর সঙ্গে স্থূলকোণে মিলিত হয়, তাকে বরশি বা আঁকশি আকৃতি নদী নকশা বলে।
21. বরশি বা আঁকশি আকৃতি নদী নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: গোদাবরী নদীর উপনদী ইন্দ্রাবতী ও সুবর্ণরেখা উপনদী খরকাই বড়শির মত বাঁক নিয়ে প্রধান নদীতে মিলিত হয়েছে।
22. নদীখাত নকশা কাকে বলে ?
একটি নদী অববাহিকার নদী ভূ-গঠন, ভূমিরূপ ও জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় দৈর্ঘ্য বরাবর নিজ নদীখাতের যে জ্যামিতিক আকৃতি গঠন করে, তাকে নদীখাত নকশা বলে।
23. বিনুনিরুপি নদীখাত নকশা বলতে কী বোঝো?
উত্তর: যে নদী প্রবাহ পথে দ্বীপ ও চরের দ্বারা বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত ও পুনর্মিলিত হয়ে বেণির আকার ধারণ করে, তাকে বিনুনিরুপি নদীখাত নকশা বলে।
24. বিনুনিরুপি নদীখাত নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: উত্তরবঙ্গের তরাই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা মহানন্দা নদীতে বিনুনিরুপি নদীখাত নকশা দেখা যায়।
25. জটাজালরুপি নদীখাত নকশা বলতে কী বোঝো?
উত্তর: কোন নদীর বুকে গড়ে ওঠা চর বা দ্বীপটি যদি স্থায়ী হয় এবং তাতে স্বাভাবিক উদ্ভিদ ও বসতি গড়ে ওঠে এবং তার দুপাশ দিয়ে বিভক্ত নদীর প্রবাহকে জটাজালরুপি নদীখাত নকশা বলে।
26. জটাজালরুপি নদীখাত নকশা দেখা যায় এমন একটি উদাহরণ দাও ?
উত্তর: মালদা ও রাজমহলের মাঝে গঙ্গা নদীতে, সুন্দরবন অঞ্চলে জটাজালরুপি নদীখাত নকশা দেখা যায়।
27. জলনির্গম প্রণালীর দুটি নিয়ন্ত্রকের নাম লেখো ?
উত্তর: ভূনিম্নস্থ গঠন ও ভূমির প্রারম্ভিক ঢাল হয় জলনির্গম প্রণালী গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক।
28. সমনত ভু-গঠনে কোন ধরনের নদী নকশা গঠিত হয় ?
উত্তর: সমনত ভু-গঠনে জাফরিরুপী নদী নকশা গঠিত হয়।
29. ভাঁজযুক্ত বা ভঙ্গিল ভু-গঠনে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে ?
উত্তর: ভাঁজযুক্ত বা ভঙ্গিল ভু-গঠনে জাফরিরুপী ও কেন্দ্রমুখী নদী নকশা গড়ে ওঠে।
30. চ্যুতি ভু-গঠনে কোন ধরনের নদী নকশা গঠিত হয় ?
উত্তর: চ্যুতি ভু-গঠনে আয়তাকার ও হেরিংবোন নদী নকশা গঠিত হয়।
উত্তর: যে জলনির্গম প্রণালীতে ভূগঠন ও ভূমির ঢাল অনুসারে অসংখ্য ছোট নদী পরস্পরের প্রায় সমান্তরালে নিচের দিকে নেমে আসে, তাকে সমান্তরাল নদী নকশা বলা হয়।
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ও শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে সমান্তরাল নদী নকশা দেখা যায়।
উত্তর: শিলাস্তরের দারণ ও ফাটোল ভূগঠন দ্বারা প্রভাবিত যে নদী নকশায় প্রধান নদী ও তার উপনদী গুলি পরস্পর প্রায় সমকোণে মিলিত হয়, তাকে আয়তাকার নদী নকশা বলে।
উত্তর: দাক্ষিণাত্য মালভূমিতে, মধ্য ভারতে বেতোয়া ও শোন নদী অববাহিকায়, আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে ও ইউরোপের নরওয়ে উপকূলে আয়তাকার নদী নকশা দেখা যায়।
উত্তর: চারপাশের উঁচু স্থান থেকে মধ্যভাগের একটি নিম্নভূমির দিকে ছোট ছোট নদী প্রবাহিত হয় যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলা হয়।
উত্তর: ভারতের দেরাদুন উপত্যকা, লোকটাক হ্রদ ও সম্বর হ্রদ প্রভৃতি জায়গায় কেন্দ্রমুখী নদী নকশা দেখা যায়।
উত্তর: কোন গম্বুজ বা শঙ্কু আকৃতির পাহাড় বা উচ্চভূমির চারপাশের ঢাল বেয়ে ছোট ছোট নদী বাইরের দিকে প্রবাহিত হলে যে নদী নকশা তৈরি হয়, তাকে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী বলা হয়।
উত্তর: ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়, হাজারীবাগ মালভূমি এবং অমরকন্টক মালভূমিতে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়
উত্তর: গম্বুজ ভূ-গঠন অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তরকে অবলম্বন করে গড়ে ওঠা বৃত্তের মতো আকৃতিবিশিষ্ট নদীবিন্যাসকে অঙ্গুরীয়কার নদী নকশা বলা হয়।
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহিল পাহাড়ের চারিপাশে রেড নদী অঙ্গুরীয়কার নদী নকশা গঠন করেছে।
উত্তর: প্রায় সরলরৈখিক প্রধান নদী সঙ্গে সরলরৈখিক উপনদী গুলি সমকোণে মিলিত হয়ে হেরিং মাছের কাঁটার আকারে যে নদী নকশা গড়ে ওঠে, তাকে হেরিংবোন জলনির্গম প্রণালী বলা হয়।
উত্তর: ভারতের ঝিলাম নদীর উচ্চ প্রবাহ হেরিংবোন জলনির্গম প্রণালী দেখা যায়।
উত্তর: প্রধান নদীর উভয় উভয় পার্শ্ব থেকে অসংখ্য ছোট ছোট নদী সূক্ষ্মকোণে মিলিত হয়ে পাখির পালকের মত দেখতে যে নদী নকশা গঠন করে তাকে পিনেট বা চুনট নদী নকশা বলা হয়।
উত্তর: নর্মদা নদীর অববাহিকায় পিনেট বা চুনট নদী নকশা দেখা যায়।
উত্তর: যে ভূ-গঠন প্রভাবিত নদী নকশায় প্রধান নদীর গতিপথের সঙ্গে উপনদীরা উল্টো মুখে মিলিত হয় অর্থাৎ উপনদী গুলির মূল নদীর সঙ্গে স্থূলকোণে মিলিত হয়, তাকে বরশি বা আঁকশি আকৃতি নদী নকশা বলে।
উত্তর: গোদাবরী নদীর উপনদী ইন্দ্রাবতী ও সুবর্ণরেখা উপনদী খরকাই বড়শির মত বাঁক নিয়ে প্রধান নদীতে মিলিত হয়েছে।
একটি নদী অববাহিকার নদী ভূ-গঠন, ভূমিরূপ ও জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় দৈর্ঘ্য বরাবর নিজ নদীখাতের যে জ্যামিতিক আকৃতি গঠন করে, তাকে নদীখাত নকশা বলে।
উত্তর: যে নদী প্রবাহ পথে দ্বীপ ও চরের দ্বারা বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত ও পুনর্মিলিত হয়ে বেণির আকার ধারণ করে, তাকে বিনুনিরুপি নদীখাত নকশা বলে।
উত্তর: উত্তরবঙ্গের তরাই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা মহানন্দা নদীতে বিনুনিরুপি নদীখাত নকশা দেখা যায়।
উত্তর: কোন নদীর বুকে গড়ে ওঠা চর বা দ্বীপটি যদি স্থায়ী হয় এবং তাতে স্বাভাবিক উদ্ভিদ ও বসতি গড়ে ওঠে এবং তার দুপাশ দিয়ে বিভক্ত নদীর প্রবাহকে জটাজালরুপি নদীখাত নকশা বলে।
উত্তর: মালদা ও রাজমহলের মাঝে গঙ্গা নদীতে, সুন্দরবন অঞ্চলে জটাজালরুপি নদীখাত নকশা দেখা যায়।
উত্তর: ভূনিম্নস্থ গঠন ও ভূমির প্রারম্ভিক ঢাল হয় জলনির্গম প্রণালী গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক।
উত্তর: সমনত ভু-গঠনে জাফরিরুপী নদী নকশা গঠিত হয়।
উত্তর: ভাঁজযুক্ত বা ভঙ্গিল ভু-গঠনে জাফরিরুপী ও কেন্দ্রমুখী নদী নকশা গড়ে ওঠে।
উত্তর: চ্যুতি ভু-গঠনে আয়তাকার ও হেরিংবোন নদী নকশা গঠিত হয়।
31. একনত ভু-গঠনে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে ?
উত্তর: একনত ভু-গঠনে জাফরিরুপী নদী নকশা গড়ে ওঠে।
32. অনুভূমিক ভু-গঠনে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে ?
উত্তর: অনুভূমিক ভু-গঠনে বৃক্ষরুপী ও সমান্তরাল নদী নকশা গড়ে ওঠে।
33. গম্বুজ ভু-গঠনে কোন ধরনের নদী নকশা গঠিত হয় ?
উত্তর: গম্বুজ ভু-গঠনে কেন্দ্রবিমুখ নদী নকশা গঠিত হয়।
34. নদীগ্রাসের মাধ্যমে কোন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে ?
উত্তর: নদীগ্রাসের মাধ্যমে বরশি বা আঁকশি আকৃতি জলনির্গম প্রণালী গড়ে ওঠে।
35. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে কি জাতীয় জলনির্গম প্রণালী দেখা যায় ?
উত্তর: ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে জাফরিরুপী জলনির্গম প্রণালী দেখা যায়।
36. 'জাফরিরুপী' নামকরণ কে করেছিলেন ?
উত্তর: বেইলি উইলিস 'জাফরিরুপী' নামকরণ করেছিলেন।
37. সিঙ্কহোল এবং প্লায়া হ্রদ অঞ্চলে কি ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় ?
উত্তর: সিঙ্কহোল এবং প্লায়া হ্রদ অঞ্চলে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়।
38. শ্রীলঙ্কায় প্রধানত কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায় কেন ?
উত্তর: মধ্যভাগে উচ্চভূমি অবস্থানের কারণে শ্রীলঙ্কায় প্রধানত কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়।
39. দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ স্থানে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখা যায় ?
উত্তর: দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ স্থানে আয়তাকার জলনির্গম প্রণালী দেখা যায়
40. নদী নকশা কোন পর্যায়ে পরিপূর্ণ রূপ পায় ?
উত্তর: নদী নকশা পরিণত পর্যায় নদী নকশা পরিপূর্ণ রূপ পায়।
41. কোন জলনির্গম প্রণালী একসঙ্গে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী ও পুনর্ভবা নদীর মিলিত প্রবাহে সৃষ্টি হয় ?
উত্তর: জাফরিরুপী জলনির্গম প্রণালী একসঙ্গে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী ও পুনর্ভবা নদীর মিলিত প্রবাহে সৃষ্টি হয়।
42. আগ্নেয়গিরির জ্বালামুখে কোন প্রকার জলনির্গম প্রণালী দেখা যায় ?
আগ্নেয়গিরির জ্বালামুখে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়।
43. পূর্ববর্তী নদীর উদাহরণ দাও ?
উত্তর: তিস্তা, ব্রহ্মপুত্র, সিন্ধু ও শতদ্রু প্রকৃতি নদী হয় পূর্ববর্তী নদী।
44. অধ্যারোপিত নদীর উদাহরণ দাও ?
উত্তর: রাজস্থানের চম্বল নদী ও মধ্যপ্রদেশের শোন নদী হয় অধ্যারোপিত নদী।
উত্তর: একনত ভু-গঠনে জাফরিরুপী নদী নকশা গড়ে ওঠে।
উত্তর: অনুভূমিক ভু-গঠনে বৃক্ষরুপী ও সমান্তরাল নদী নকশা গড়ে ওঠে।
উত্তর: গম্বুজ ভু-গঠনে কেন্দ্রবিমুখ নদী নকশা গঠিত হয়।
উত্তর: নদীগ্রাসের মাধ্যমে বরশি বা আঁকশি আকৃতি জলনির্গম প্রণালী গড়ে ওঠে।
উত্তর: ড্রামলিন অধ্যুষিত অঞ্চলে জাফরিরুপী জলনির্গম প্রণালী দেখা যায়।
উত্তর: বেইলি উইলিস 'জাফরিরুপী' নামকরণ করেছিলেন।
উত্তর: সিঙ্কহোল এবং প্লায়া হ্রদ অঞ্চলে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়।
উত্তর: মধ্যভাগে উচ্চভূমি অবস্থানের কারণে শ্রীলঙ্কায় প্রধানত কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়।
উত্তর: দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ স্থানে আয়তাকার জলনির্গম প্রণালী দেখা যায়
উত্তর: নদী নকশা পরিণত পর্যায় নদী নকশা পরিপূর্ণ রূপ পায়।
উত্তর: জাফরিরুপী জলনির্গম প্রণালী একসঙ্গে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী ও পুনর্ভবা নদীর মিলিত প্রবাহে সৃষ্টি হয়।
আগ্নেয়গিরির জ্বালামুখে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখা যায়।
উত্তর: তিস্তা, ব্রহ্মপুত্র, সিন্ধু ও শতদ্রু প্রকৃতি নদী হয় পূর্ববর্তী নদী।
উত্তর: রাজস্থানের চম্বল নদী ও মধ্যপ্রদেশের শোন নদী হয় অধ্যারোপিত নদী।