তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
Tertiary,
Quaternary & Quinary Sectors SAQ
তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
1. পরিষেবা বা সার্ভিস কি ?
উত্তর: যেসব কাজে সাহায্যে যেকোনো ধরনের উৎপাদন বা অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখা হয়, সেই কাজগুলিকে এক কথায় সার্ভিস বা পরিষেবা বলে।
2. পরিষেবা তৃতীয় স্তরের প্রধান অর্থনৈতিক কাজ গুলি কি কি ?
উত্তর: পরিষেবা স্তরের প্রধান কাজ গুলি হল ব্যবসা-বাণিজ্য পরিবহন যোগাযোগ পরিসেবা পর্যটন ও শিক্ষা প্রভৃতি।
3. সোনালী চতুর্ভুজ কি ?
উত্তর: ভারতের দিল্লী মুম্বাই চেন্নাই ও কলকাতা এই চারটি মেট্রোপলিটন শহর সংযোগকারী 6 চ্যানেলের সড়ক পথকে সোনালী চতুর্ভুজ বলে।
4. বাণিজ্য কাকে বলে ?
উত্তর: মুনাফা অর্জনের জন্য পণ্য কেনাবেচা সহ পণ্য আমদানি ও রপ্তানি এবং তার অনুষাঙ্গিক পরিষেবা মূলক ক্রিয়াকর্ম কে বাণিজ্য বলে।
5. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে ?
উত্তর: দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে বিভিন্ন পণ্যের আদান-প্রদান কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
6. আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে ?
উত্তর: দেশের রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে বিভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্যর আদান-প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
7. পুনঃ রপ্তানি বাণিজ্য কাকে বলে ?
উত্তর: এক দেশ থেকে পণ্য আমদানি করে সেই পণ্য অন্য দেশে রপ্তানি করাকে পুনঃ রপ্তানি বাণিজ্য বলে।
8. কার্টেল কি ?
উত্তর: যে সংস্থা রপ্তানিযোগ্য কোন পণ্যের জোগান নিয়ন্ত্রণের মাধ্যমে সদস্য দেশগুলির মুনাফা সর্বাধিক করতে পারে তাকে কার্টেল বলে যেমন OPEC.
9. OPEC কি ?
উত্তর: মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার খনিজ তেল রপ্তানিকারক দেশ গুলি বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা ও রপ্তানি নীতি নির্ধারণের উদ্দেশ্যে যে সংস্থা গঠন করে তাকে ওপেক বলে।
10. OPEC এর সম্পূর্ণ অর্থ কি ?
উত্তর: Organisation
of the petroleum exporting countries.
11. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তে অবস্থিত।
12. OPEC এর তাৎপর্য কি ?
উত্তর: OPEC এর তাৎপর্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের জোগান অক্ষুণ্ন রাখা এবং তেলের দাম বা মূল্য নির্ধারণ করা।
13. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কি ?
উত্তর: যে বিশ্ব সংগঠন বিভিন্ন আঞ্চলিক বাণিজ্যিক গোষ্ঠীর মধ্যে যোগসুত্র স্থাপন করে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক নীতির সমন্বয় ঘটায় তাকে বিশ্ব বাণিজ্য সংস্থা বলে।
14. WTO এর সম্পূর্ণ অর্থ কি ?
উত্তর: WTO এর সম্পূর্ণ অর্থ হল world
trade organisation.
15. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
16. সার্ক (SAARC) কি ?
উত্তর: ভারতীয় উপমহাদেশের ভারত ও তার প্রতিবেশী দেশ গুলি নিজেদের মধ্যে যৌথ বাণিজ্য সহযোগিতার জন্য
1985 সালে যে সংস্থা গঠন করে, তাকে সার্ক বলে।
17. সার্ক (SAARC) এর পুরো কথা কি ?
উত্তর: South
Asian Association for Regional Co-operation.
18. সার্ক (SAARC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: সার্ক (SAARC) এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
19. পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি ?
উত্তর: পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম হল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
20. ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি ?
উত্তর: ভারতের ব্যস্ততম সড়ক পথ হল শেরশাহ সুরি মার্ক বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।
21. ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি ?
উত্তর: ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো উত্তর দক্ষিণ করিডোর বা NH-44
22. ভারতে মোট কয়টি রেল অঞ্চল বিদ্যমান ?
উত্তর: ভারতে মোট 17টি রেলওয়ে বিদ্যমান।
23. ভারতে প্রথম মেট্রোরেল কোথায় শুরু হয় ?
উত্তর: ভারতে প্রথম মেট্রোরেল শুরু হয় কলকাতায়।
24. শিপিং লাইন কি ?
উত্তর: আন্তর্জাতিক জলপথে পণ্য ও যাত্রী পরিবহন করে যেসব সংস্থা বা কোম্পানি, সেই কোম্পানি গুলিকে শিপিং লাইন বলে।
25. শিপিং লেন কি ?
উত্তর: যে নির্দিষ্ট পথ কে অনুসরণ করে সমুদ্র পথে জাহাজ চলাচল করে, সেই পথকে শিপিং লেন ছিলেন বলে।
26. বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথ কোনটি ?
উত্তর: বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথ হল উত্তর আটলান্টিক সমুদ্রপথ।
27. সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
উত্তর: সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে যুক্ত করেছে।
28. পানামা খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
উত্তর: পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
29. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই বন্দর।
30. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি ?
উত্তর: ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর।
31. কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয় ?
উত্তর: জলপথ কে উন্নয়নের জীবনরেখা বলা হয়।
32. কাকে জীবনরেখা বলা হয় ?
উত্তর: রেলপথকে জীবনরেখা বলা হয়।
33. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম বিমানবন্দর হল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি।
34. যোগাযোগ বলতে কী বোঝো ?
উত্তর: বিভিন্ন ধরনের খবরাখবর তথ্যের আদান প্রদান করাকে যোগাযোগ বলে।
35. ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম কি ?
উত্তর: ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি হল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা PTI.
36. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তর: ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ল আর্যভট্ট।
37. ভারত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কোন পর্যায়ের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ?
উত্তর: ভারত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট বা INSAT পর্যায়ের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।
38. উপগ্রহের মাধ্যমে তথ্য আরন করাকে কি বলে ?
উত্তর: উপগ্রহের মাধ্যমে তথ্য আহরণ করা কে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলা হয়।
39. ইন্টারনেট কি ?
উত্তর: পৃথিবীর সকল কম্পিউটার কে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে একসূত্রে সংযুক্ত করার ব্যবস্থা কে ইন্টারনেট বা Interconnected
networks বলা হয়।
40. মডেম কি ?
উত্তর: যে যন্ত্রের সাহায্যে টেলিফোনের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করা হয়, তাকে মডেম বলে।
41. E-mail কি ?
উত্তর: যে পদ্ধতিতে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই তথ্য বা সংবাদ নিমিষেই অন্যের কাছে প্রেরণ করা যায় তাকেই মেল বলে।
42. গ্লোবাল ভিলেজ কাকে বলে ?
উত্তর: যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে নিমেষের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তের সঙ্গে যোগাযোগ করা যায় ফলে পৃথিবী একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে একে গ্লোবাল ভিলেজ বলা হয়।
চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
1. তথ্য প্রযুক্তি বলতে কি বোঝো ?
উত্তর: ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সৃষ্টি সংরক্ষণ ব্যবহার ও আদান প্রদানকে একত্রিত করাকে তথ্যপ্রযুক্তি বলে।
2. তথ্যপ্রযুক্তি শিল্পকে 24X7 বলা হয় কেন ?
উত্তর: এই শিল্প সপ্তাহের 7 দিন 24 ঘন্টা করে চলার কারনে এতে কোন কাজের দিন বছর দিন বলে কিছু থাকেনা, তাই একে 24X7 বলা হয়।
3. পঞ্চম শ্রেণীর বা কোন স্তরের অর্থনৈতিক কাজ গুলি কি কি ?
উত্তর: পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কাজগুলি হলো সিদ্ধান্ত গ্রহণ নীতি নির্ধারণ পরামর্শদান ইত্যাদি বিশেষজ্ঞের কাজ।
4. আউটসোর্সিং কি ?
উত্তর: উন্নত মান বা দক্ষতা বৃদ্ধি এবং সস্তা ও সুলভ কর্মীর সাহায্যে বিদেশ থেকে কাজ করিয়ে নেওয়া কে আউটসোর্সিং বলে।
5. বিশেষজ্ঞ কাদের বলে ?
উত্তর: কোন নির্দিষ্ট বিষয়ে বা ক্ষেত্রে সর্বাধিক দক্ষ বা পটু ব্যক্তিকে ওই বিষয়ে বিশেষজ্ঞ বলে।
6. সিদ্ধান্ত গ্রহণকারী কাদের বলে ?
উত্তর: কোন বিশেষ ক্ষেত্রে কোন কাজটি কখন এবং কোথায় উপযুক্ত সে বিষয়ে যিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে সিদ্ধান্ত গ্রহণকারী বলে।
7. পরামর্শদাতা কাদের বলে ?
উত্তর: যে সকল পারদর্শী বা দক্ষ ব্যক্তি নিজের সুযুক্তির সাহায্যে পরামর্শ দিয়ে অন্যকে সঠিক পথে পরিচালিত করেন তাকে বা তাদের পরামর্শদাতা উপদেষ্টা বলে।
8. নীতিনির্ধারক (Policy
Formulator) কাদের বলে ?
উত্তর: যে ব্যক্তি কোন প্রতিষ্ঠান লক্ষ স্থির ও তা পূরণের জন্য সুনির্দিষ্ট কৌশল উপায় নির্ধারণ করেন তাকে নীতি নির্ধারক বলা হয়।
9. বুদ্ধি ভান্ডার বা Think
Tank বলতে কী বোঝো ?
উত্তর: পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ মেধা ও বুদ্ধির অধিকারী হলে এদের বুদ্ধি ভান্ডার বা থিংক ট্যাংক বলা হয়।
10. ডিজিটাল ডিভাইড (Digital
Divide) বলতে কী বোঝো ?
উত্তর: বিগত কয়েক দশকে চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্রুত উন্নত প্রসারের ফলে পৃথিবী উন্নত প্রযুক্তি সম্পন্ন ও প্রযুক্তিগত ভাবে পিছিয়ে থাকা দুটি ভাগে বিভক্ত হয়েছে, একে ডিজিটাল ডিভাইড বলে।
তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
2. পরিষেবা তৃতীয় স্তরের প্রধান অর্থনৈতিক কাজ গুলি কি কি ?
উত্তর: পরিষেবা স্তরের প্রধান কাজ গুলি হল ব্যবসা-বাণিজ্য পরিবহন যোগাযোগ পরিসেবা পর্যটন ও শিক্ষা প্রভৃতি।
3. সোনালী চতুর্ভুজ কি ?
উত্তর: ভারতের দিল্লী মুম্বাই চেন্নাই ও কলকাতা এই চারটি মেট্রোপলিটন শহর সংযোগকারী 6 চ্যানেলের সড়ক পথকে সোনালী চতুর্ভুজ বলে।
4. বাণিজ্য কাকে বলে ?
উত্তর: মুনাফা অর্জনের জন্য পণ্য কেনাবেচা সহ পণ্য আমদানি ও রপ্তানি এবং তার অনুষাঙ্গিক পরিষেবা মূলক ক্রিয়াকর্ম কে বাণিজ্য বলে।
5. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে ?
উত্তর: দেশের রাজনৈতিক সীমারেখার মধ্যে বিভিন্ন পণ্যের আদান-প্রদান কে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
6. আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে ?
উত্তর: দেশের রাজনৈতিক সীমারেখা ছাড়িয়ে বিভিন্ন দেশের মধ্যে পণ্যদ্রব্যর আদান-প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
7. পুনঃ রপ্তানি বাণিজ্য কাকে বলে ?
উত্তর: এক দেশ থেকে পণ্য আমদানি করে সেই পণ্য অন্য দেশে রপ্তানি করাকে পুনঃ রপ্তানি বাণিজ্য বলে।
8. কার্টেল কি ?
উত্তর: যে সংস্থা রপ্তানিযোগ্য কোন পণ্যের জোগান নিয়ন্ত্রণের মাধ্যমে সদস্য দেশগুলির মুনাফা সর্বাধিক করতে পারে তাকে কার্টেল বলে যেমন OPEC.
9. OPEC কি ?
উত্তর: মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার খনিজ তেল রপ্তানিকারক দেশ গুলি বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা ও রপ্তানি নীতি নির্ধারণের উদ্দেশ্যে যে সংস্থা গঠন করে তাকে ওপেক বলে।
10. OPEC এর সম্পূর্ণ অর্থ কি ?
উত্তর: Organisation of the petroleum exporting countries.
11. OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তে অবস্থিত।
12. OPEC এর তাৎপর্য কি ?
উত্তর: OPEC এর তাৎপর্য হলো আন্তর্জাতিক বাজারে তেলের জোগান অক্ষুণ্ন রাখা এবং তেলের দাম বা মূল্য নির্ধারণ করা।
13. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কি ?
উত্তর: যে বিশ্ব সংগঠন বিভিন্ন আঞ্চলিক বাণিজ্যিক গোষ্ঠীর মধ্যে যোগসুত্র স্থাপন করে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক নীতির সমন্বয় ঘটায় তাকে বিশ্ব বাণিজ্য সংস্থা বলে।
14. WTO এর সম্পূর্ণ অর্থ কি ?
উত্তর: WTO এর সম্পূর্ণ অর্থ হল world trade organisation.
15. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
16. সার্ক (SAARC) কি ?
উত্তর: ভারতীয় উপমহাদেশের ভারত ও তার প্রতিবেশী দেশ গুলি নিজেদের মধ্যে যৌথ বাণিজ্য সহযোগিতার জন্য 1985 সালে যে সংস্থা গঠন করে, তাকে সার্ক বলে।
17. সার্ক (SAARC) এর পুরো কথা কি ?
উত্তর: South Asian Association for Regional Co-operation.
18. সার্ক (SAARC) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: সার্ক (SAARC) এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।
19. পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি ?
উত্তর: পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম হল ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
20. ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি ?
উত্তর: ভারতের ব্যস্ততম সড়ক পথ হল শেরশাহ সুরি মার্ক বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড।
21. ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি ?
উত্তর: ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো উত্তর দক্ষিণ করিডোর বা NH-44
22. ভারতে মোট কয়টি রেল অঞ্চল বিদ্যমান ?
উত্তর: ভারতে মোট 17টি রেলওয়ে বিদ্যমান।
23. ভারতে প্রথম মেট্রোরেল কোথায় শুরু হয় ?
উত্তর: ভারতে প্রথম মেট্রোরেল শুরু হয় কলকাতায়।
24. শিপিং লাইন কি ?
উত্তর: আন্তর্জাতিক জলপথে পণ্য ও যাত্রী পরিবহন করে যেসব সংস্থা বা কোম্পানি, সেই কোম্পানি গুলিকে শিপিং লাইন বলে।
25. শিপিং লেন কি ?
উত্তর: যে নির্দিষ্ট পথ কে অনুসরণ করে সমুদ্র পথে জাহাজ চলাচল করে, সেই পথকে শিপিং লেন ছিলেন বলে।
26. বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথ কোনটি ?
উত্তর: বিশ্বের ব্যস্ততম সমুদ্র পথ হল উত্তর আটলান্টিক সমুদ্রপথ।
27. সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
উত্তর: সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগর কে যুক্ত করেছে।
28. পানামা খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে ?
উত্তর: পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।
29. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম বন্দর হল মুম্বাই বন্দর।
30. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি ?
উত্তর: ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর।
31. কাকে উন্নয়নের জীবনরেখা বলা হয় ?
উত্তর: জলপথ কে উন্নয়নের জীবনরেখা বলা হয়।
32. কাকে জীবনরেখা বলা হয় ?
উত্তর: রেলপথকে জীবনরেখা বলা হয়।
33. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম বিমানবন্দর হল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি।
34. যোগাযোগ বলতে কী বোঝো ?
উত্তর: বিভিন্ন ধরনের খবরাখবর তথ্যের আদান প্রদান করাকে যোগাযোগ বলে।
35. ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সির নাম কি ?
উত্তর: ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি হল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা PTI.
36. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তর: ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ল আর্যভট্ট।
37. ভারত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কোন পর্যায়ের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ?
উত্তর: ভারত টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট বা INSAT পর্যায়ের উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।
38. উপগ্রহের মাধ্যমে তথ্য আরন করাকে কি বলে ?
উত্তর: উপগ্রহের মাধ্যমে তথ্য আহরণ করা কে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলা হয়।
39. ইন্টারনেট কি ?
উত্তর: পৃথিবীর সকল কম্পিউটার কে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে একসূত্রে সংযুক্ত করার ব্যবস্থা কে ইন্টারনেট বা Interconnected networks বলা হয়।
40. মডেম কি ?
উত্তর: যে যন্ত্রের সাহায্যে টেলিফোনের মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত করা হয়, তাকে মডেম বলে।
41. E-mail কি ?
উত্তর: যে পদ্ধতিতে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই তথ্য বা সংবাদ নিমিষেই অন্যের কাছে প্রেরণ করা যায় তাকেই মেল বলে।
42. গ্লোবাল ভিলেজ কাকে বলে ?
উত্তর: যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে নিমেষের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তের সঙ্গে যোগাযোগ করা যায় ফলে পৃথিবী একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে একে গ্লোবাল ভিলেজ বলা হয়।
চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ
1. তথ্য প্রযুক্তি বলতে কি বোঝো ?উত্তর: ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ সৃষ্টি সংরক্ষণ ব্যবহার ও আদান প্রদানকে একত্রিত করাকে তথ্যপ্রযুক্তি বলে।
2. তথ্যপ্রযুক্তি শিল্পকে 24X7 বলা হয় কেন ?
উত্তর: এই শিল্প সপ্তাহের 7 দিন 24 ঘন্টা করে চলার কারনে এতে কোন কাজের দিন বছর দিন বলে কিছু থাকেনা, তাই একে 24X7 বলা হয়।
3. পঞ্চম শ্রেণীর বা কোন স্তরের অর্থনৈতিক কাজ গুলি কি কি ?
উত্তর: পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কাজগুলি হলো সিদ্ধান্ত গ্রহণ নীতি নির্ধারণ পরামর্শদান ইত্যাদি বিশেষজ্ঞের কাজ।
4. আউটসোর্সিং কি ?
উত্তর: উন্নত মান বা দক্ষতা বৃদ্ধি এবং সস্তা ও সুলভ কর্মীর সাহায্যে বিদেশ থেকে কাজ করিয়ে নেওয়া কে আউটসোর্সিং বলে।
5. বিশেষজ্ঞ কাদের বলে ?
উত্তর: কোন নির্দিষ্ট বিষয়ে বা ক্ষেত্রে সর্বাধিক দক্ষ বা পটু ব্যক্তিকে ওই বিষয়ে বিশেষজ্ঞ বলে।
6. সিদ্ধান্ত গ্রহণকারী কাদের বলে ?
উত্তর: কোন বিশেষ ক্ষেত্রে কোন কাজটি কখন এবং কোথায় উপযুক্ত সে বিষয়ে যিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে সিদ্ধান্ত গ্রহণকারী বলে।
7. পরামর্শদাতা কাদের বলে ?
উত্তর: যে সকল পারদর্শী বা দক্ষ ব্যক্তি নিজের সুযুক্তির সাহায্যে পরামর্শ দিয়ে অন্যকে সঠিক পথে পরিচালিত করেন তাকে বা তাদের পরামর্শদাতা উপদেষ্টা বলে।
8. নীতিনির্ধারক (Policy Formulator) কাদের বলে ?
উত্তর: যে ব্যক্তি কোন প্রতিষ্ঠান লক্ষ স্থির ও তা পূরণের জন্য সুনির্দিষ্ট কৌশল উপায় নির্ধারণ করেন তাকে নীতি নির্ধারক বলা হয়।
9. বুদ্ধি ভান্ডার বা Think Tank বলতে কী বোঝো ?
উত্তর: পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ মেধা ও বুদ্ধির অধিকারী হলে এদের বুদ্ধি ভান্ডার বা থিংক ট্যাংক বলা হয়।
10. ডিজিটাল ডিভাইড (Digital Divide) বলতে কী বোঝো ?
উত্তর: বিগত কয়েক দশকে চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের দ্রুত উন্নত প্রসারের ফলে পৃথিবী উন্নত প্রযুক্তি সম্পন্ন ও প্রযুক্তিগত ভাবে পিছিয়ে থাকা দুটি ভাগে বিভক্ত হয়েছে, একে ডিজিটাল ডিভাইড বলে।