একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 12 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 12 | XI Geography
XI - MCQ Mock Test

1. উইলিয়াম মরিস ডেভিস ভূগােলের কোন্ শাখার অন্যতম প্রবক্তা ছিলেন
A. ভূমিরূপবিদ্যা         B. মৃত্তিকা ভূগােল
C. জলবায়ু বিদ্যা      D. মহাসাগর বিজ্ঞান
 
2. পৃথিবী সৃষ্টির আধুনিকতম তত্ত্ব হল  
A. গ্রহাণু মতবাদ           B. জোয়ারি মতবাদ
C. নীহারিকা মতবাদ     D. মহাবিস্ফোরণ তত্ত্ব
 
3. মোহো বিযুক্তিতল ভূ-অভ্যন্তরের কোন দুটি অঞ্চলকে আলাদা করেছে
A. ভূত্বক গুরুমন্ডল
B. ভূত্বক কেন্দ্রমন্ডল
C. গুরুমন্ডল কেন্দ্রমন্ডল
D. সিমা কেন্দ্রমন্ডল
 
4. ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত অংশের মধ্যবিন্দুকে বলে
A. গ্রন্থিরেখা          B. গ্রন্থিবিন্দু
C. মধ্যমা             D. নতি
 
5. চ্যুতির নতির পূরক কোণকে কী বলে
A. চ্যুতি কোণ          B. নতি কোণ
C. ব্যবধি                D. ক্ষেপ
 
6. উল্লম্ব আগ্নেয় উদবেধকে বলে
A. ডাইক             B. সিল
C. স্টক              D. বস
 
7. প্রদত্ত কোনটি চুনজাতীয় সিন্ধুকর্দ
A. ডায়াটম                  B. প্রবাল
C. রেডিওল্যারিয়ান      D. টেরােপড
 
8. সমুদ্রজলে সর্বাধিক পরিমাণে যে লবণ পাওয়া যায় তা হল
A. ক্যালশিয়াম কার্বনেট
B. সােডিয়াম ক্লোরাইড
C. ম্যাগনেশিয়াম ব্রোমাইড
D. পটাশিয়াম সালফেট
 
9. পৃথিবীর দ্রুততম সমুদ্রস্রোতটি হল
A. কুরেশিয়ে স্রোত          B. আগুলহাস স্রোত
C. উপসাগরীয় স্রোত       D. ক্যানারি স্রোত
 
10. পাশাপাশি দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল সংকীর্ণ মিশ্র অঞ্চলকে কী বলে – 
A. ইকোটোন           B. ইকোসিস
C. ইকোটাইপ           D. ইকোটোপ
www.geopediainfo.com
11. পুকুর বা জলাশয় হল একটি  
A. বেনটিক            B. লেনটিক
C. লােটিক           D. প্রাকৃতিক বাস্তুতন্ত্র
 
12. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা হলেন  
A. মিশেল            B. জিমারম্যান
C. হ্যামিলটন      D. লসন
 
13. জলপাই যে অরণ্যের প্রতিফলক বৃক্ষ তা হল
A. নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
B. ভূমধ্যসাগরীয় অরণ্য
C. সরলবর্গীয় অরণ্য
D. ম্যানগ্রোভ অরণ্য
 
14. ভারতের চিংড়ির রাজধানী হল
A. পানাজি           B. শংকরপুর
C. নেল্লোর           D. মুসলিপত্তনম
 
15. গ্রিক শব্দ পিলাজোস’ - এর অর্থ হল  
A. উন্মুক্ত সমুদ্র       B. উত্তাল সমুদ্র
C. বদ্ধ সমুদ্র            D. শান্ত সমুদ্র
 
16. ভৌগােলিক জমির ব্যবহার বা ল্যান্ডইউজ সম্পর্কে নীতি প্রণয়ন করেছেন কে
A.গ্রাহাম           B. উলরিজ
C. পেঙ্ক              D. স্কিফার
 
17. ভারতের প্রধান জলসেচ ব্যবস্থা হল
A. জলাশয়          B. কূপ নলকূপ
C. সেচখাল        D. কুয়াে
 
18. পৃথিবীর বৃহত্তম অভ্রখনি যে দেশে অবস্থিত তা হল
A. চিন             B. পেরু
C. ভারত           D. ব্রাজিল
 
19. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল
A. সাফানিয়া          B. ঘাওয়ার
C. খুরসানিয়া        D. আঘাঝারি
 
20. বিশ্বের প্রথম জোয়ারভাটা শক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে
A. চিনে               B. ফ্রান্সে
C. অস্ট্রেলিয়ায়     D. আমেরিকায়
 

Theme images by chuwy. Powered by Blogger.
close