একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 12 | XI Geography
![]() |
XI - MCQ Mock Test |
1. উইলিয়াম মরিস ডেভিস ভূগােলের কোন্ শাখার অন্যতম প্রবক্তা ছিলেন –
A. ভূমিরূপবিদ্যা B. মৃত্তিকা ভূগােল
C. জলবায়ু বিদ্যা D. মহাসাগর বিজ্ঞান
2. পৃথিবী সৃষ্টির আধুনিকতম তত্ত্ব হল –
A. গ্রহাণু মতবাদ B. জোয়ারি মতবাদ
C. নীহারিকা মতবাদ D. মহাবিস্ফোরণ তত্ত্ব
3. মোহো বিযুক্তিতল ভূ-অভ্যন্তরের কোন দুটি অঞ্চলকে আলাদা করেছে –
A. ভূত্বক ও গুরুমন্ডল
B. ভূত্বক ও কেন্দ্রমন্ডল
C. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল
D. সিমা ও কেন্দ্রমন্ডল
4. ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত অংশের মধ্যবিন্দুকে বলে –
A. গ্রন্থিরেখা B. গ্রন্থিবিন্দু
C. মধ্যমা D. নতি
5. চ্যুতির নতির পূরক কোণকে কী বলে –
A. চ্যুতি কোণ B. নতি কোণ
C. ব্যবধি D. ক্ষেপ
6. উল্লম্ব আগ্নেয় উদবেধকে বলে –
A. ডাইক B. সিল
C. স্টক D. বস
7. প্রদত্ত কোনটি চুনজাতীয় সিন্ধুকর্দ –
A. ডায়াটম
B. প্রবাল
C. রেডিওল্যারিয়ান D. টেরােপড
8. সমুদ্রজলে সর্বাধিক পরিমাণে যে লবণ পাওয়া যায় তা হল –
A. ক্যালশিয়াম কার্বনেট
B. সােডিয়াম ক্লোরাইড
C. ম্যাগনেশিয়াম ব্রোমাইড
D. পটাশিয়াম সালফেট
9. পৃথিবীর দ্রুততম সমুদ্রস্রোতটি হল –
A. কুরেশিয়ে স্রোত B. আগুলহাস স্রোত
C. উপসাগরীয় স্রোত D. ক্যানারি স্রোত
10. পাশাপাশি দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল সংকীর্ণ মিশ্র অঞ্চলকে কী বলে –
A. ইকোটোন B. ইকোসিস
C. ইকোটাইপ D. ইকোটোপ
www.geopediainfo.com
11. পুকুর বা জলাশয় হল একটি –
A. বেনটিক B. লেনটিক
C. লােটিক D. প্রাকৃতিক বাস্তুতন্ত্র
12. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা হলেন –
A. মিশেল B. জিমারম্যান
C. হ্যামিলটন D. লসন
13. জলপাই যে অরণ্যের প্রতিফলক বৃক্ষ তা হল –
A. নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
B. ভূমধ্যসাগরীয় অরণ্য
C. সরলবর্গীয় অরণ্য
D. ম্যানগ্রোভ অরণ্য
14. ভারতের চিংড়ির রাজধানী হল –
A. পানাজি B. শংকরপুর
C. নেল্লোর D. মুসলিপত্তনম
15. গ্রিক শব্দ ‘পিলাজোস’ - এর অর্থ হল –
A. উন্মুক্ত সমুদ্র B. উত্তাল সমুদ্র
C. বদ্ধ সমুদ্র D. শান্ত সমুদ্র
16. ভৌগােলিক জমির ব্যবহার বা ল্যান্ডইউজ সম্পর্কে নীতি প্রণয়ন করেছেন কে –
A.গ্রাহাম B. উলরিজ
C. পেঙ্ক D. স্কিফার
17. ভারতের প্রধান জলসেচ ব্যবস্থা হল –
A. জলাশয় B. কূপ ও নলকূপ
C. সেচখাল D. কুয়াে
18. পৃথিবীর বৃহত্তম অভ্রখনি যে দেশে অবস্থিত তা হল –
A. চিন B. পেরু
C. ভারত D. ব্রাজিল
19. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল –
A. সাফানিয়া B. ঘাওয়ার
C. খুরসানিয়া D. আঘাঝারি
20. বিশ্বের প্রথম জোয়ারভাটা শক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে –
A. চিনে B. ফ্রান্সে
C. অস্ট্রেলিয়ায় D. আমেরিকায়
C. জলবায়ু বিদ্যা D. মহাসাগর বিজ্ঞান
2. পৃথিবী সৃষ্টির আধুনিকতম তত্ত্ব হল –
C. নীহারিকা মতবাদ D. মহাবিস্ফোরণ তত্ত্ব
3. মোহো বিযুক্তিতল ভূ-অভ্যন্তরের কোন দুটি অঞ্চলকে আলাদা করেছে –
B. ভূত্বক ও কেন্দ্রমন্ডল
C. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল
D. সিমা ও কেন্দ্রমন্ডল
4. ভাঁজের সর্বাধিক বক্রতাযুক্ত অংশের মধ্যবিন্দুকে বলে –
C. মধ্যমা D. নতি
5. চ্যুতির নতির পূরক কোণকে কী বলে –
C. ব্যবধি D. ক্ষেপ
6. উল্লম্ব আগ্নেয় উদবেধকে বলে –
C. স্টক D. বস
7. প্রদত্ত কোনটি চুনজাতীয় সিন্ধুকর্দ –
C. রেডিওল্যারিয়ান D. টেরােপড
8. সমুদ্রজলে সর্বাধিক পরিমাণে যে লবণ পাওয়া যায় তা হল –
B. সােডিয়াম ক্লোরাইড
C. ম্যাগনেশিয়াম ব্রোমাইড
D. পটাশিয়াম সালফেট
9. পৃথিবীর দ্রুততম সমুদ্রস্রোতটি হল –
C. উপসাগরীয় স্রোত D. ক্যানারি স্রোত
10. পাশাপাশি দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল সংকীর্ণ মিশ্র অঞ্চলকে কী বলে –
C. ইকোটাইপ D. ইকোটোপ
www.geopediainfo.com
11. পুকুর বা জলাশয় হল একটি –
A. বেনটিক B. লেনটিক
C. লােটিক D. প্রাকৃতিক বাস্তুতন্ত্র
12. সম্পদের কার্যকারিতা তত্ত্বের প্রবক্তা হলেন –
A. মিশেল B. জিমারম্যান
C. হ্যামিলটন D. লসন
13. জলপাই যে অরণ্যের প্রতিফলক বৃক্ষ তা হল –
B. ভূমধ্যসাগরীয় অরণ্য
C. সরলবর্গীয় অরণ্য
D. ম্যানগ্রোভ অরণ্য
14. ভারতের চিংড়ির রাজধানী হল –
C. নেল্লোর D. মুসলিপত্তনম
15. গ্রিক শব্দ ‘পিলাজোস’ - এর অর্থ হল –
A. উন্মুক্ত সমুদ্র B. উত্তাল সমুদ্র
C. বদ্ধ সমুদ্র D. শান্ত সমুদ্র
16. ভৌগােলিক জমির ব্যবহার বা ল্যান্ডইউজ সম্পর্কে নীতি প্রণয়ন করেছেন কে –
C. পেঙ্ক D. স্কিফার
17. ভারতের প্রধান জলসেচ ব্যবস্থা হল –
C. সেচখাল D. কুয়াে
18. পৃথিবীর বৃহত্তম অভ্রখনি যে দেশে অবস্থিত তা হল –
C. ভারত D. ব্রাজিল
19. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হল –
C. খুরসানিয়া D. আঘাঝারি
20. বিশ্বের প্রথম জোয়ারভাটা শক্তি উৎপাদন কেন্দ্রটি গড়ে উঠেছে –
C. অস্ট্রেলিয়ায় D. আমেরিকায়