মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর

মৃত্তিকা MCQ প্রশ্ন উত্তর
Soil MCQ
1. আদর্শ প্রোফাইল দেখা যায় যে মাটিতে –  
A. ল্যাটেরাইট      B. চারনোজেম
C. পডজল           D. সিরোজেম
 
2. হার্ডপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় –  
A. পডজলাইজেশন       B. অ্যালকালাইজেশন
C. ্যালিনাইজেশন      D. গ্লেইজেশন
 
3. কাকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় –  
A. ডেভিস         B. মরগ্যান
C. ওয়েবার        D. ডকুচেভ
 
4. আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্নের স্তরকে বলে –  
A. রেগোসল        B. রেগোলিথ
C. লিথোসল        D. কনোলিথ
 
5. Ph -এর মান 7 -এর কম হলে মাটি হয় –  
A. প্রশমিত         B. লবণাক্ত
C. ক্ষারধর্মী        D. অম্লধর্মী
 
6. যে প্রক্রিয়ায় মাটির 'B' স্তরে উপরের স্তর থেকে জৈব পদার্থ খনিজ লবণ এসে সঞ্চিত হয় –
A. হিউমিফিকেশন         B. খনিজিকরণ
C. ক্যালসিফিকেশন        D. ইলুভিয়েশন
 
7. কৃষ্ণমৃত্তিকা যে প্রকৃতির মাটি –  
A. অ্যান্ডিসল       B. ভার্টিসল
C. অ্যান্টিসল       D. মলিসল
 
8. 'Honey Comb' দেখা যায় যে মৃত্তিকায় –  
A. ল্যাটেরাইট           B. পডসল 
C. চারনােজেম        D. লােয়েস
 
9. আদি শিলা বা জনক শিলা স্তর হল –
A. A স্তর        B. B স্তর
C. C স্তর        D. D স্তর
 
10. উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে NPK - কে বলা হয় –  
A. প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল
B. গৌণ অতিমাত্রিক পুষ্টিমৌল
C. স্বল্পমাত্রিক পুষ্টিমৌল
D. উৎসেচক
 
11. মৃত্তিকার একটি রাসায়নিক ধর্ম হল –  
A. গঠন        B. গ্রথন
C. pH          D. সচ্ছিদ্রতা
 
12. সোলোনেৎজ মৃত্তিকাকে বলে –
A. আঞ্চলিক মৃত্তিকা
B. আন্তঃআঞ্চলিক মৃত্তিকা
C. অনাঞ্চলিক মৃত্তিকা
D. কোনোটিই নয়
 
13. রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় কোন জলবায়ুতে –
A. নিরক্ষীয় জলবায়ু
B. মরু জলবায়ু
C. শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু
D. মেরু জলবায়ু
 
14. একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হল –  
A. গ্লেই              B. বগ
C. পডজল         D. রেনজিনা
 
15. নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের কোন বর্গের মৃত্তিকা দেখা যায় –  
A. ভার্টিসল        B. অ্যাক্সিসল
C. মলিসল          D. জেলিসল
 
16. একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ হল –  
A. চেস্টনাট        B. পডজল
C. সোলোনেজ     D. লোয়েস
 
17. Sheet flow - এর মাধ্যমে শীর্ষস্তরের মাটির ক্ষয়কার্য কে বলে –
A. Rill erosion
B. Sheet erosion
C. Gully erosion
D. কোনোটিই নয়
 
18. মাটির প্রধান পুষ্টি মৌল হল –  
A. ফসফরাস      B. ক্লোরিন
C. গন্ধক            D. লোহা
 
19. মাটি সৃষ্টির একটি সক্রিয় কারণ হল –  
A. জলবায়ু         B. আদি শিলা
C. ভূপ্রকৃতি        D. সময়
 
20. মাটি সৃষ্টির একটি মৌলিক প্রক্রিয়া হল –  
A. গ্লেইজেশন             B. পডজলাইজেশন
C. ক্যালসিফিকেশন    D. এলুভিয়েশন
 
21. উদ্ভিদের সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুষ্টি মৌল হল –
A. পটাশিয়াম        B. ফসফরাস
C. ক্যালসিয়াম      D. নাইট্রোজেন
 
22. জলাভূমি অঞ্চলে গঠিত মাটিকে বলে –  
A. গ্লেই            B. বগ
C. রেনজিনা    D. কাদামাটি
 
23. চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসর বর্ণের মৃত্তিকা হলো –  
A. চেস্টনাট          B. চারনোজেম
C. সিরোজেম         D. রেনজিনা
 
24. ল্যাটেরাইট মৃত্তিকায ভূমিক্ষয়ের প্রধান প্রক্রিয়াটি হল –  
A. চাদরক্ষয়           B. বায়ুক্ষয়
C. নদী পাড়ক্ষয়      D. খাতক্ষয়
 
25. মৃত্তিকার কোন স্তরে হার্ডপ্যান দেখা যায় –
A. O স্তর         B. A স্তর
C. B স্তর         D. C স্তর
 
26. স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল –  
A. পডজল             B. পলি
C. চারনোজেম       D. ল্যাটেরাইট
 
27. মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে –  
A. ফসফরাস         B. লোহা
C. হিউমাস             D. পটাশিয়াম
 
28. সরলবর্গীয় বনভূমি অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয়, তা হল –
A. ল্যাটেরাইট মৃত্তিকা     B. চারনোজেম মৃত্তিকা
C. পডজল মৃত্তিকা         D. সিরোজেম মৃত্তিকা
 
29. ্যুরিক্রাস্ট যে মৃত্তিকায় সৃষ্টি হয়, তা হল –
A. ল্যাটেরাইট মৃত্তিকা      B. চারনোজেম মৃত্তিকা
C. পডজল মৃত্তিকা          D. সিরোজেম মৃত্তিকা
 
30. মৃত্তিকার A B স্তরকে একত্রে বলা হয় –  
A. ক্যাটেনা       B. পেডন
C. সোলাম        D. রেগোলিথ
 
31. মৃত্তিকার পরিলেখের সকল স্তর যে মৃত্তিকায় দেখা যায়, তা হল –  
A. পরিণত মৃত্তিকা            B. অপরিণত মৃত্তিকা
C. অনাঞ্চলিক মৃত্তিকার     D. কঙ্কালসার মৃত্তিকা
 
32. পুষ্টি মৌলের ভান্ডার বলা হয় মৃত্তিকার কোন স্তরকে –
A. A স্তর        B. B স্তর
C. C স্তর        D. D স্তর
 
33. মাটির প্রাথমিক কণাগুলোর ক্ষুদ্রতম সমষ্টিগত একককে বলা হয় –  
A. পেড              B. পেডন
C. পলিপেডন      D. এপিপেডন
 
34. লাতিন শব্দ 'Solum' - এর অর্থ হল –
A. তলদেশ       B. পরিলেখ
C. মেঝে           D. শীর্ষদেশ
 
35. কৃষ্ণমৃত্তিকার কালো রঙের জন্য দায়ী উপাদান হল –  
A. লোহা       B. অ্যালুমিনিয়াম
C. সিলিকা    D. টাইটেনিয়াম অক্সাইড
 
36. যে প্রক্রিয়ায় মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয়, তা হল –  
A. হিউমিফিকেশন     B. ক্যালসিফিকেশন
C. গ্লেইজেশন             D. এলুভিয়েশন
 
37. চারনোজেম মাটি সৃষ্টির পদ্ধতিকে বলে –
A. কার্বোনেশন        B. অক্সিডেশন
C. হাইড্রোলিসিস      D. হাইড্রেশন
 
38. ব্যাসল্ট থেকে যে মাটি সৃষ্টি হয় তা হল –  
A. বেলে মাটি         B. এঁটেল মাটি
C. দোআঁশ মাটি      D. কৃষ্ণমাটি
 
39. প্রশমিত মাটির pH এর মান হল –
A. 6.0          B. 6.5
C. 7.0          D. 7.5
 
40. জৈব পদার্থসমৃদ্ধ মৃত্তিকা স্তর হল –
A. A স্তর        B. B স্তর
C. C স্তর         D. O স্তর
 
41. যে মাটির উৎপত্তিতে জনক শিলার প্রভাব সর্বাধিক তাকে বলা হয় – 
A. এন্ডোডায়নামােমরফিক মাটি
B. এক্টোডায়নামােমরফিক মাটি
C. হাইড্রোমরফিক মাটি
D. হ্যালোমরফিক মাটি
 
42. যে মাটির উৎপত্তিতে জলবায়ুর  প্রভাব সর্বাধিক তাকে বলা হয় – 
A. এন্ডোডায়নামােমরফিক মাটি
B. এক্টোডায়নামােমরফিক মাটি
C. হাইড্রোমরফিক মাটি
D. হ্যালোমরফিক মাটি
 
43. মৃত্তিকার USDA শ্রেণিবিভাগের প্রধান ব্যক্তিত্ব ছিলেন –  
A. ডেভিস       B. মারবাট
C. জেনি          D. বলডুইন
 
44. পিট বা বগ মাটি সৃষ্টি হয় –  
A. জলাভূমিতে         B. নদী উপত্যকায়
C. পর্বতের ঢালে       D. সরলবর্গীয় অরণ্যাঞ্চলে
 
45. মরু অঞ্চলে সৃষ্ট মাটি হল –  
A. লিথোসল         B. রেগোসল
C. সিরোজেম        D. পডসল
 
46. সবচেয়ে বেশি হিউমাস দেখা যায় কোন মাটিতে –
A. ল্যাটেরাইট          B. তুন্দ্রা
C. চারনোজেম         D. পডসল
 
47. ল্যাটেরাইট মাটি পরিলক্ষিত হয়  কোন জলবায়ু অঞ্চলে –
A. আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু
B. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
C. মেরু জলবায়ু
D. মরু জলবায়ু
 
48. হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় –  
A. লাল         B. কালো
C. ধূসর        D. সাদাটে
 
49. স্তরবিহীন নবীন মাটি হয় –
A. অ্যান্ডিসল্          B. এন্টিসল্
C. মলিসল্              D. এরিডিসল্
 
50. মরু অঞ্চলের ধূসর রঙের লবণাক্ত মাটিকে বলে –  
A. সোলানচাক         B. পেডোক্যাল
C. পেডালফার          D. পডজল
 
51. পরিণত মাটি সৃষ্টিতে একমাত্র অত্যাবশ্যক নিষ্ক্রিয় উপাদান হলো –  
A. বৃষ্টি              B. জলবায়ূ
C. জৈব পদার্থ      D. সময়
 
52. পেডালফার মাটিতে বেশি পরিমাণে থাকে –  
A. ক্যালসিয়াম        B. অ্যালুমিনিয়াম
C. পটাশিয়াম          D. জৈব পদার্থ
 
53. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল –  
A. লোহা             B. ম্যাঙ্গানিজ
C. তামা              D. নাইট্রোজেন
 
54. চুন লবণের পরিমাণের আধিক্য থাকে কোন্ মৃত্তিকায় –
A. পেডোক্যাল        B. পেডালফার
C. সোলানচাক        D. ল্যাটেরাইট
 
55. উত্তর-পূর্ব ভারতের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ –  
A. অধিক বৃষ্টি         B. অধিক জলসেচ
C. ভূমিধস              D. ঝুম চাষ
 
56. মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তরটি হল –
A. O স্তর         B. A স্তর
C. B স্তর          D. C স্তর
 
57. সোলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হল –  
A. ল্যাটেরাইজেশন
B. ্যালিনাইজেশন
C. ক্যালসিফিকেশন
D. অ্যালক্যালাইজেশন

58. একটি অপরিণত মৃত্তিকা হলো –  
A. ল্যাটেরাইট মাটি           B. পলিমাটি
C. চারনোজেম মাটি          D. পডজল মাটি
 
59. অনুস্রবন বেশি হলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তা হল –  
A. পেডোক্যাল        B. পেডালফার
C. বগ মাটি            D. সিরোজেম
 
60. বাষ্পীভবন বেশি হলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তা হল –
A. পেডোক্যাল         B. পেডালফার
C. বগ মাটি             D. ল্যাটেরাইট
 
61. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি হল –  
A. ল্যাটেরাইট মাটি              
B. মরু মাটি
C. সুন্দরবন অঞ্চলের মাটি
D. পার্বত্য অঞ্চলের মাটি
 
62. মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে প্রাথমিক ধাপ টি হল –  
A. আবহবিকার        B. এলুভিয়েশন
C. ইলুভিয়েশন          D. হিউমিফিকেশন
 
63. মাটিতে অবস্থিত উদ্ভিদের অপরিহার্য মৌলের সংখ্যা হলো –  
A. 11 টি         B. 15 টি
C. 18 টি         D. 20টি
 
64. চুনের আধিক্য দেখা যায় কোন মাটিতে –  
A. অম্লধর্মী         B. ক্ষারকীয়
C. প্রশমিত         D. কোনটি নয়
 
65. এলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংগঠিত হয় –
A. A স্তর         B. B স্তর
C. C স্তর          D. D স্তর
 
66. ইলুভিয়েশন প্রক্রিয়া মৃত্তিকার কোন স্তরে সংগঠিত হয় –
A. A স্তর        B. B স্তর
C. C স্তর         D. D স্তর
 
67. USDA শ্রেণীবিভাগ অনুসারে মাটির বর্গের সংখ্যা হয় –  
A. 10 টি            B. 12 টি
C. 15 টি            D. 17 টি
 
68. জেলিসল বর্গের মাটির উদাহরণ হল –
A. পডজল              B. তুন্দ্রা
C. ল্যাটেরাইট         D. পলল মৃত্তিকা
 
69. চারনোজেম মাটি দেখা যায় যে অঞ্চলে –  
A. মরু                 B. ক্রান্তীয়
C. উপক্রান্তীয়      D. নাতিশীতোষ্ণ
 
70. মৃত্তিকার 'A' স্তর থেকে 'B' স্তরে পদার্থের অপসারণকে বলে –  
A. এলুভিয়েশন            B. ইলুভিয়েশন
C. হিউমিফিকেশন       D. দ্রবণ
 
71. মৃত্তিকায় হিউমাস গঠনকারী পদার্থের ফিরে আসার প্রক্রিয়া হল –  
A. হিউমিফিকেশন       B. খনিজিকরণ
C. এলুভিয়েশন            D. ইলুভিয়েশন
 
72. অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল –
A. অক্সিসল             B. অল্টিসল
C. অ্যালফিসল         D. অ্যান্ডিসল
 
73. USDA শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল –
A. অ্যালফিসল          B. ভার্টিসল
C. অক্সিসল               D. জেলিসল
 
74. মৃত্তিকা গঠনের হার উষ্ণ আর্দ্র জলবায়ুতে হয় –
A. দ্রুত               B. ধীর
C. মধ্যম             D. অতি ধীর
 
75. রেনজিনা মাটি হল একধরনের –  
A. জলাভূমির মাটি         B. চুনময় মাটি
C. মরু মাটি                  D. লবণাক্ত মাটি
 
76. মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় উপাদান হল –  
A. আদি শিলা          B. বৃষ্টিপাত
C. উষ্ণতা               D. স্বাভাবিক উদ্ভিদ
 
77. মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে বলে –
A. মাটির ক্যাটেনা          B. মাটির গ্রথন
C. মাটির পরিলেখ          D. মাটির স্তর
 
78. ভূমিধসের কারণ নয় কোনটি –   
A. বনবিনাশ         B. ভূমিকম্প
C. প্রবল বর্ষণ        D. বহুমুখী নদী পরিকল্পনা 

Theme images by chuwy. Powered by Blogger.
close