মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set-2

মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set-2
Madhyamik Geography MCQ 

 
1. ভারতে উচ্চতম জলপ্রপাত হল –     
A. কাঞ্চিকল         B. চিত্রকুট
C. ধুয়াধার          D. কপিলধারা
 
2. চলমান বালিয়াড়ি কে বলা হয় –     
A. ওয়াদি        B. ধ্রিয়ান
C. বাজাদা       D. প্লায়া
 
3. হিমবাহ জলধারার মিলিত সঞ্চয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ –     
A. ড্রামলিন        B. পলল শঙ্কু
C. এসকার         D. গ্রাবরেখা
 
4. বায়ুমণ্ডলের সর্বোচ্চ উল্লম্ব বিস্তার –    
A. 90 কিমি
B. 100 কিমি
C. 1000 কিমি
D. 10,000 কিমি
 
5. মৌক্তিক মেঘ সৃষ্টি হয় –    
A. ট্রপােস্ফিয়ারে         B. স্ট্রাটোস্ফিয়ারে
C. মেসােস্ফিয়ারে        D. আয়নােস্ফিয়ারে
 
6. এল- নিনাের আবির্ভাব ঘটে যে মহাসাগরে –    
A. প্রশান্ত              B. সুমেরু
C. আটলান্টিক      D. ভারত
 
7. মাদাগাস্কার মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ হয় –     
A. ক্যানারি স্রোত       B. পেরু স্রোত
C. হামবোল্ড স্রোত      D. আগুলহাস স্রোত
 
8. একটি জোয়ার একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হল –     
A. 24 ঘণ্টা
B. 24 ঘণ্টা 52 মিনিট
C. 12 ঘণ্টা 26 মিনিট
D. 6 ঘণ্টা 13 মিনিট
 
9. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল –    
A. সাবান জল            B. সবজির খোসা
C. খাবারের প্যাকেট    D. ইনজেকশন সিরিঞ্জ
 
10. বর্জ্য পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বর্জ্য হল –     
A. গৃহস্থালির বর্জ্য
B. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য
C. কৃষিজ বর্জ্য
D. শিল্প বর্জ্য
 
11. ভারতের উচ্চতম লণাক্ত জলের হ্রদ হল –    
A. ডাল হ্রদ     B. ভীমতাল
C. সম্বর হ্রদ    D. প্যাংগং হ্রদ
 
12. ভারতের দীর্ঘতম সেচখাল হল –    
A. সারদা খাল        B. বেতােয়া খাল
C. রাজস্থান খাল     D. আগ্রা খাল
 
13. জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি –     
A. দোআঁশ মাটির      B. বেলে মাটির
C. এঁটেল মাটির         D. লাল মাটির
 
14. একটি সরলবর্গীয় উদ্ভিদ হল –     
A. সেগুন             B. পাইন
C. ফণিমনসা       D. গরান
 
15. ভারতের বেশিরভাগ উদ্ভিদ যে প্রকৃতির, তা হল –    
A. চিরহরিৎ             B. পাতাঝরা
C. জেরােফাইট       D. ম্যানগ্রোভ
 
16. বােরাে ধান চাষ করা হয় –    
A. বর্ষাকালে       B. গ্রীষ্মকালে
C. শীতকালে      D. শরৎকালে
 
17. 2011 সালের আদমশুমারি অনুযায়ী নারী-পুরুষ অনুপাত সর্বাধিক হয় –    
A. পশ্চিমবঙ্গ      B. মহারাষ্ট্র
C. বিহার           D. কেরালা
 
18. পূর্ব - পশ্চিম করিডাের যে দুটি শহরকে যুক্ত করেছে তা হল –    
A. কলকাতা - দিল্লি
B. কলকাতা - মুম্বাই
C. শিলচর - পােরবন্দর
D. গুয়াহাটি - আমেদাবাদ
 
19. ভারতীয় সর্বেক্ষণ বিভাগ স্থাপিত হয়
A. 1767 খ্রিস্টাব্দে    B. 1957 খ্রিস্টাব্দে
C. 1975 খ্রিস্টাব্দে    D. 1867 খ্রিস্টাব্দে
 
20. ভারত কর্তৃক প্রেরিত সর্বশেষ কৃত্রিম উপগ্রহ (2013) হল –    
A.  INSAT            B.  SPOT
C. LANDSAT      D. SARAL

Theme images by chuwy. Powered by Blogger.
close