একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 7 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 7 | XI Geography
XI Geography MCQ

1. ভূগােলে মানচিত্র অঙ্কনের পদ্ধতিকে বলা হয়
A. দূরসংবেদন    B. কার্টোগ্রাফি
C. GIS              D. GPS
 
2. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত নীহারিকা মতবাদের প্রবক্তা হলেন  
A. জিনস্ জেফ্রিস   B. চেম্বারলিন
C. ল্যাপলাস                  D. হেরল্ড জেফ্রিস
 
3. অভিকর্ষ অসঙ্গতি (Gravity Anomaly) ধারণার সঙ্গে যার নাম জড়িত তা হল
A. ইমানুয়েল কান্ট   B. আলফ্রেড ওয়েগনার
C. হ্যারি হেস           D. পিয়ের বুগের
 
4. গিরিজনি আলােড়নের ফলে সৃষ্টি হয়
A. ভঙ্গিল পর্বত         B. স্তুপ পর্বত
C. গ্রস্ত উপত্যকা      D. চ্যুতিতল
 
5. কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের যে ধরনে উৎক্ষিপ্ত গ্যাস মিশ্রিত লাভা স্রোত বা পিলির চুল (Pele's Hair) সৃষ্টি হয়, সেটি হল
A. ভিসুভীয় ধরন        B. হাওয়াই ধরন
C. স্ট্রম্বােলীয় ধরন    D. ক্রাকাতােয়া ধরন
 
6. ভূমিকম্পের মাত্রা সর্বাধিক অনুভূত হয়  
A. ভূমিকম্পের কেন্দ্রে       B. প্রতিপাদ কেন্দ্রে
C. উপকেন্দ্রে                    D. ছায়া অঞ্চলে
 
7. ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতের নাম হল  
A. মারিয়ানা       B. সুন্দা
C. টোঙ্গা             D. পুয়েরতােরিকো
 
8. পৃথিবীর সর্বাধিক লবণাক্ত জলের হ্রদটি হল
A. কাস্পিয়ান সাগর       B. মরুসাগর
C. ভ্যান হ্রদ                  D. চিল্কা হ্রদ
 
9. ইউরােপের পাের্তুগাল উপকূলের পাশ দিয়ে প্রবাহিত স্রোতটি হল
A. উত্তর আটলান্টিক স্রোত     B. ক্যানারি স্রোত
C. বেঙ্গুয়েলা স্রোত                 D. সােমালি স্রোত
 
10. পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল   
A. শিলামণ্ডল       B. জীবমণ্ডল
C. বারিমণ্ডল       D. বায়ােম
 
11. প্রদত্ত যেটি লেনটিক বাস্তুতন্ত্রের মধ্যে পড়ে তা হল
A. সমুদ্র       B. নদী
C. হ্রদ           D. তৃণভূমি
 
12. প্রদত্ত কোটি সামাজিক সম্পদ
A. বাড়ি             B. গাড়ি
C. বিদ্যালয়         D. স্বাস্থ্য
 
13. আমাজন অববাহিকার বৃষ্টি অরণ্য কী নামে খ্যাত   
A. তৈগা           B. ভেল্ড
C. সেলভা          D. ডাউনস্
 
14. 'সামাজিক বনসৃজন' শব্দটি প্রথম ব্যবহার করেন
A. জে সি ওস্টোবি            B. জি ট্যান্সলে
C. রিমান্ড লিন্ডেম্যান         D. আর্নেস্ট হেকেল
 
15. ইলিশ কোন্ শ্রেণির মাছ  
A. পিলেজিক            B. ডেমাসাল
C. অ্যানড্রোমাস        D. ক্যাটাড্রোমাস
 
16. প্রদত্ত কোনটি ভূমি ব্যবহারের প্রাকৃতিক নিয়ন্ত্রক  
A. কাজের বিশেষীকরণ         B. মানুষের পেশা
C. মজুরি                             D. মাটির প্রকৃতি
 
17. 'জল ধরাে জল ভরাে' প্রকল্প কোন্ রাজ্যে অনুসৃত হয়   
A. পাঞ্জাব            B. বিহার
C. তামিলনাড়ু      D. পশ্চিমবঙ্গ
 
18. পারমাণবিক খনিজ থােরিয়াম সঞ্জয়ে কোন্ দেশ বিশ্বে প্রথম   
A. ভারত                 B. কানাডা
C. অস্ট্রেলিয়া          D. বাংলাদেশ
 
19. OPEC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত   
A. জেনিভা           B. ভিয়েনা
C. নিউইয়র্ক        D. সিঙ্গাপুর
 
20. গুজরাটের লাম্বা বিখ্যাত কি জন্য   
A. ভূতাপীয় শক্তিকেন্দ্র     B. জলবিদ্যুৎ কেন্দ্র
C. বায়ুশক্তি কেন্দ্র          D. তাপবিদ্যুৎ কেন্দ্র

Theme images by chuwy. Powered by Blogger.
close