মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 8

Madhyamik Geography Multiple Choice Questions (MCQ), Set - 8, মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 8, Geography, Madhyamik, class 10, ভূগোল, মাধ্যমিক ভূগোল, মাধ্যমিক ভূগোল মক টেস্ট, Madhyamik Geography MCQ Mock Test, madhyamik-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbbse Geography, https://www.geopediainfo.com/search/label/X https://www.geopediainfo.com/search/label/X-Mock%20Test https://www.geopediainfo.com/search/label/X-MCQ?&max-results=7
Madhyamik Geography MCQ 

1. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হল
A. দোয়াব           B. নদী সশ্রম
C. নদীখাত         D. ধারণ অববাহিকা
 
2. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল  
A. সিয়াচেন        B. হুবার্ড
C. ল্যাম্বার্ট          D. ম্যালাসপিনা
 
3. ধান্দ হল
A. হিমবাহ হ্রদ        B. মরুভূমির হ্রদ
C. উপকূলের হ্রদ    D. ক্যালডেরা হ্রদ
 
4. জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে তা হল
A. ট্রপােস্ফিয়ার      B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসােস্ফিয়ার     D. এক্সোস্ফিয়ার
 
5. আয়ন বায়ু একটি  
A. নিয়ত বায়ু         B. আকস্মিক বায়ু
C. সাময়িক বায়ু     D. স্থানীয় বায়ু
 
6. সীমান্ত বৃষ্টি বলা হয়
A. পরিচলন বৃষ্টিকে
B. ক্রান্তীয় বৃষ্টিকে
C. নাতিশীতােষ্ণ বৃষ্টিকে
D. শৈলােৎক্ষেপ বৃষ্টিকে
 
7. শৈবাল সাগর দেখা যায়  
A. আটলান্টিক মহাসাগরে
B. ভারত মহাসাগরে
C. প্রশান্ত মহাসাগরে
D. সুমেরু মহাসাগরে
 
8. মরা কোটাল হয়
A. অষ্টমী তিথিতে     B. পঞ্চমী তিথিতে
C. পূর্ণিমা তিথিতে     D. অমাবস্যা তিথিতে
 
9. বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলা হয়  
A. বর্জ্য সংগ্রহ             
B. নিষ্পত্তিকরণ
C. সিকিওর ল্যান্ডফিল
D. এর কোনােটিই নয়
 
10. জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ
A. কাপড়       B. কাগজ
C. কাচ          D. ঘাস
 
11. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল
A. ভূ-প্রকৃতি        B. ভাষা
C. ধর্ম                D. শিক্ষা সংস্কৃতি
 
12. ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল  
A. জলাশয়              B. খাল
C. কূপ নলকূপ     D. ফোয়ারা
 
13. গ্রীষ্মকালীন বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির অসমে নাম  
A. বরদৈছিলা         B. চেরিব্লসম
C. আম্রবৃষ্টি            D. কালবৈশাখী
 
14. ‘খােয়াইবেশি দেখা যায়
A. ল্যাটেরাইট     B. পডজল মৃত্তিকায়
C. পলি              D. রেগুর
 
15. বল উইভিল পােকার আক্রমণ দেখা যায়
A. কার্পাস চাষে      B. মিলেট চাষে
C. ইক্ষু চাষে           D. কফি চাষে
 
16. ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্পটি গড়ে ওঠে
A. থানেতে          B. মুম্বাইতে
C. ট্রম্বেতে           D. হলদিয়ায়
 
17. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে
A. জামশেদপুরে        B. দুর্গাপুরে
C. সালেমে               D. ভিলাইয়ে
 
18. 2011 সালের আদমসুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব
A. 380 জন / বর্গকিমি
B. 382 জন / বর্গকিমি
C. 390 জন / বর্গ কিমি
D. 420 জন / বর্গকিমি
 
19. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হল
A. অ্যাপােলাে          B. আর্যভট্ট
C. ইনস্যাট-1          D. স্পুটনিক
 
20. একটি মিলিয়ন শিটের মধ্যে কতগুলি ইঞ্চিশীট থাকতে পারে  
A. 16 টি        B. 32 টি
C. 64 টি        D. 128টি

Theme images by chuwy. Powered by Blogger.
close