উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 13 | HS Geography
![]() |
HS Geography MCQ |
1.যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন কোনােভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয়, তাকে বলে –
A. অ্যাকুইফিউজ B. অ্যাকুইকুড
C. অ্যাকুইটার্ড D. অ্যাকুইফার
2. ভারতের সহস্রধারা একটি –
A. গীজার B. আর্টেজীয় কূপ
C. উষ্ণ প্রস্রবন D. শীতল প্রস্রবন
3. লন্ডন ব্রীজ একটি –
A. সামুদ্রিক খিলান B. স্ট্যাক এর উদাহরণ
C. ব্লো-হােল D. জিও
4. মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী নদীকে বলে –
A. বোলসন B. শটস
C. ওয়াদি D. প্লায়া
5. ক্যালডেরায় যে ধরনের জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তা –
A. কেন্দ্রমুখী B. আয়তকার
C. বৃক্ষরূপী D. অঙ্গুরীয়
6. পডসল মাটির বৈশিষ্ট্য হলাে –
A. প্রশমিত B. নিরপেক্ষ
C. আম্লিক D. ক্ষারকীয়
7. হেমাটাইট থেকে লিমােনাইট সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, তা হলাে –
A. হাইড্রেশান B. সলিউশন
C. অক্সিডেশন D. কার্বোনেশান
8. বায়ুমণ্ডলে সমােষ্ণ ও সমচাপতল পরস্পরের সমান্তরালে থাকলে হয় –
A. বাতাগ্র অঞ্চল B. অন্তর্লীন বাতাগ্র
C. বারােট্রপিক D. ব্যারােক্লিনিক
9. ওজোন গ্যাস মাপার একক হলাে –
A. মিলিবার B. ডবসন
C. গ্রাম/সেমি D. কেজি/মি
10. মেগা জীববৈচিত্র্যের দেশগুলি পৃথিবীর যে অঞ্চলের অন্তর্গত –
A. ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে
B. উপক্রান্তীয় ও সাভানা অঞ্চলে
C. নাতিশীতােয় ও উপমেরু অঞ্চলে
D. মেরু ও উপমেরু অঞ্চলে
11. হানিকর জীবপ্রজাতির তালিকাকে বলা হয় –
A. রেড ডেটা বুক B. গ্রিন ডেটা বুক
C. ব্ল্যাক ডেটা বুক D. ব্লু ডেটা বুক
12. লাডাং স্থানান্তর কৃষি দেখা যায় –
A. মালয়েশিয়ায় B. ইন্দোনেশিয়ায়
C. বাংলাদেশে D. ভারত
13. ভারতের ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত –
A. কানপুরে B. কলকাতায়
C. যােধপুরে D. দিল্লিতে
14. অস্থানু শিল্পটি হলাে –
A. পেট্রোরসায়ন B. কার্পাসবয়ন
C. রবার D. লৌহইস্পাত
15. ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত কেন্দ্রটি অবস্থিত –
A. ওড়িশায় B. ছত্তিশগড়ে
C. পশ্চিমবঙ্গে D. ঝাড়খণ্ডে
16. ব্লু কলার ওয়ার্কার যে কাজে যুক্ত তা হলাে –
A. প্রাথমিক স্তরের কাজ
B. দ্বিতীয় স্তরের কাজ
C. তৃতীয় স্তরের কাজ
D. অতি নব্যস্তরের কাজ
17. ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক হলাে –
A. 2নং B. 5নং
C. 6নং D. ৭নং
18. বিশ্বে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশটি হলাে –
A. ভারত B. মালদ্বীপ
C. চীন D. বাংলাদেশ
19. নিত্যবহনদীর দুই পাড় বরাবর যে জনবসতি গড়ে ওঠে তা হলাে –
A. বৃত্তাকার B. রৈখিক
C. অশ্বক্ষুরাকৃতি D. দাবা ছক আকৃতি
20. অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হল –
A. সাক্ষরতার হার
B. মােট অভ্যন্তরীণ উৎপাদন
C. ক্রয় ক্ষমতা
D. কোনােটিই নয়
A. গীজার B. আর্টেজীয় কূপ
C. উষ্ণ প্রস্রবন D. শীতল প্রস্রবন
3. লন্ডন ব্রীজ একটি –
C. ব্লো-হােল D. জিও
4. মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী নদীকে বলে –
A. বোলসন B. শটস
C. ওয়াদি D. প্লায়া
5. ক্যালডেরায় যে ধরনের জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তা –
C. বৃক্ষরূপী D. অঙ্গুরীয়
6. পডসল মাটির বৈশিষ্ট্য হলাে –
C. আম্লিক D. ক্ষারকীয়
7. হেমাটাইট থেকে লিমােনাইট সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, তা হলাে –
C. অক্সিডেশন D. কার্বোনেশান
8. বায়ুমণ্ডলে সমােষ্ণ ও সমচাপতল পরস্পরের সমান্তরালে থাকলে হয় –
A. বাতাগ্র অঞ্চল B. অন্তর্লীন বাতাগ্র
C. বারােট্রপিক D. ব্যারােক্লিনিক
9. ওজোন গ্যাস মাপার একক হলাে –
A. মিলিবার B. ডবসন
C. গ্রাম/সেমি D. কেজি/মি
10. মেগা জীববৈচিত্র্যের দেশগুলি পৃথিবীর যে অঞ্চলের অন্তর্গত –
A. ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে
B. উপক্রান্তীয় ও সাভানা অঞ্চলে
C. নাতিশীতােয় ও উপমেরু অঞ্চলে
D. মেরু ও উপমেরু অঞ্চলে
11. হানিকর জীবপ্রজাতির তালিকাকে বলা হয় –
A. রেড ডেটা বুক B. গ্রিন ডেটা বুক
C. ব্ল্যাক ডেটা বুক D. ব্লু ডেটা বুক
12. লাডাং স্থানান্তর কৃষি দেখা যায় –
A. মালয়েশিয়ায় B. ইন্দোনেশিয়ায়
C. বাংলাদেশে D. ভারত
13. ভারতের ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত –
A. কানপুরে B. কলকাতায়
C. যােধপুরে D. দিল্লিতে
14. অস্থানু শিল্পটি হলাে –
C. রবার D. লৌহইস্পাত
15. ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত কেন্দ্রটি অবস্থিত –
C. পশ্চিমবঙ্গে D. ঝাড়খণ্ডে
16. ব্লু কলার ওয়ার্কার যে কাজে যুক্ত তা হলাে –
A. প্রাথমিক স্তরের কাজ
B. দ্বিতীয় স্তরের কাজ
C. তৃতীয় স্তরের কাজ
D. অতি নব্যস্তরের কাজ
17. ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক হলাে –
C. 6নং D. ৭নং
18. বিশ্বে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশটি হলাে –
C. চীন D. বাংলাদেশ
19. নিত্যবহনদীর দুই পাড় বরাবর যে জনবসতি গড়ে ওঠে তা হলাে –
C. অশ্বক্ষুরাকৃতি D. দাবা ছক আকৃতি
20. অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হল –
A. সাক্ষরতার হার
B. মােট অভ্যন্তরীণ উৎপাদন
C. ক্রয় ক্ষমতা
D. কোনােটিই নয়