উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 13 | HS Geography

উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 13 | HS Geography, Geography, class 12, ভূগোল, দ্বাদশ শ্রেণী ভূগোল, উচ্চ মাধ্যমিক ভূগোল মক টেস্ট, HS Geography MCQ Mock Test, higher-secondary-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbchse Geography , www.geopediainfo.com https://www.geopediainfo.com/search/label/XII https://www.geopediainfo.com/search/label/XII-Mock%20Test?&max-results=7  https://www.geopediainfo.com/search/label/XII-MCQ?&max-results=7
HS Geography MCQ

1.যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন কোনােভাবেই জল সঞ্চয় ক্ষরণে সক্ষম নয়, তাকে বলে
A. অ্যাকুইফিউজ      B. অ্যাকুইকুড
C. অ্যাকুইটার্ড           D. অ্যাকুইফার

2. ভারতের সহস্রধারা একটি  
A. গীজার              B. আর্টেজীয় কূপ
C. উষ্ণ প্রস্রবন      D. শীতল প্রস্রবন
 
3. লন্ডন ব্রীজ একটি
A. সামুদ্রিক খিলান    B. স্ট্যাক এর উদাহরণ
C. ব্লো-হােল               D. জিও
 
4. মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী নদীকে বলে  
A. বোলসন          B. শটস
C. ওয়াদি              D. প্লায়া
 
5. ক্যালডেরায় যে ধরনের জলনির্গমন প্রণালী গড়ে ওঠে তা
A. কেন্দ্রমুখী       B. আয়তকার
C. বৃক্ষরূপী        D. অঙ্গুরীয়
 
6. পডসল মাটির বৈশিষ্ট্য হলাে
A. প্রশমিত          B. নিরপেক্ষ
C. আম্লিক           D. ক্ষারকীয়
 
7. হেমাটাইট থেকে লিমােনাইট সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, তা হলাে
A. হাইড্রেশান          B. সলিউশন
C. অক্সিডেশন         D. কার্বোনেশান
 
8. বায়ুমণ্ডলে সমােষ্ণ সমচাপতল পরস্পরের সমান্তরালে থাকলে হয়  
A. বাতাগ্র অঞ্চল      B. অন্তর্লীন বাতাগ্র
C. বারােট্রপিক         D. ব্যারােক্লিনিক
 
9. ওজোন গ্যাস মাপার একক হলাে
A. মিলিবার            B. ডবসন
C. গ্রাম/সেমি         D. কেজি/মি
 
10. মেগা জীববৈচিত্র্যের দেশগুলি পৃথিবীর যে অঞ্চলের অন্তর্গত  
A. ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলে
B. উপক্রান্তীয় সাভানা অঞ্চলে
C. নাতিশীতােয় উপমেরু অঞ্চলে
D. মেরু উপমেরু অঞ্চলে
 
11. হানিকর জীবপ্রজাতির তালিকাকে বলা হয়  
A. রেড ডেটা বুক     B. গ্রিন ডেটা বুক
C. ব্ল্যাক ডেটা বুক     D. ব্লু ডেটা বুক
 
12. লাডাং স্থানান্তর কৃষি দেখা যায়
A. মালয়েশিয়ায়    B. ইন্দোনেশিয়ায়
C. বাংলাদেশে        D. ভারত
 
13. ভারতের ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত  
A. কানপুরে           B. কলকাতায়
C. যােধপুরে           D. দিল্লিতে
 
14. অস্থানু শিল্পটি হলাে
A. পেট্রোরসায়ন     B. কার্পাসবয়ন
C. রবার                  D. লৌহইস্পাত
 
15. ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত কেন্দ্রটি অবস্থিত
A. ওড়িশায়             B. ছত্তিশগড়ে
C. পশ্চিমবঙ্গে       D. ঝাড়খণ্ডে
 
16. ব্লু কলার ওয়ার্কার যে কাজে যুক্ত তা হলাে  
A. প্রাথমিক স্তরের কাজ
B. দ্বিতীয় স্তরের কাজ
C. তৃতীয় স্তরের কাজ
D. অতি নব্যস্তরের কাজ
 
17. ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক হলাে
A. 2নং        B. 5নং
C. 6নং        D. ৭নং
 
18. বিশ্বে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশটি হলাে
A. ভারত       B. মালদ্বীপ
C. চীন           D. বাংলাদেশ
 
19. নিত্যবহনদীর দুই পাড় বরাবর যে জনবসতি গড়ে ওঠে তা হলাে – 
A. বৃত্তাকার             B. রৈখিক
C. অশ্বক্ষুরাকৃতি    D. দাবা ছক আকৃতি
 
20.  অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হল  
A. সাক্ষরতার হার
B. মােট অভ্যন্তরীণ উৎপাদন
C. ক্রয় ক্ষমতা
D. কোনােটিই নয়

Theme images by chuwy. Powered by Blogger.
close