পশ্চিমবঙ্গের নদনদী - MCQ
![]() |
West Bengal River System - MCQ |
1.পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি –
A. তিস্তা B. ভাগীরথী
C. দামোদর D.
মহানন্দা
2. উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি –
A. মহানন্দা B. জলঢাকা
C. তিস্তা D. রায়ঢাক
3. ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে –
A. দামোদর B.
তিস্তা
C. গঙ্গা D. মহানন্দা
4. তিস্তা নদীর উৎস কোন হিমবাহ থেকে –
A. লনাক B.
রথং
C. জেমু D. গঙ্গোত্রী
5. মালভূমি অঞ্চলের প্রধান নদী হল –
A. দামোদর B. অজয়
C. ময়ূরাক্ষী D. রূপনারায়ন
6. জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম হল –
A. ময়ূরাক্ষী
B. মাতলা
C. মাথাভাঙ্গা D.জলঙ্গি
7. কোন নদীকে বাংলার দুঃখ বলা হত –
A. অজয়
B. মহানন্দা
C. দামোদর
D.তিস্তা
8. বিশ্ব জল দিবস হল –
A. 20 মার্চ B. 21 মার্চ
C. 22 মার্চ D.23 মার্চ
9. পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদীকে বলা হয় –
A. তিস্তা B. দামোদর
C. মহানন্দা D. ভাগীরথী
10. পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হল –
A. মেদিনীপুর খাল
B. ইডেন খাল
C. হিজলি খাল
D. দামোদর খাল
11. কোন নদীকে ত্রাসের নদী বলা হয় –
A. মহানন্দা
B. তিস্তা
C. জলঢাকা D. দামোদর
12. মহানন্দা নদীর উৎস হল –
A. পাগলাঝোরা প্রস্রবণ
B. চুম্বি উপত্যকা
C. জেমু হিমবাহ
D. চোমালহরি শৃঙ্গ