কৃষিকাজ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
Agriculture Short Answer Question
1. কৃষির (Agriculture) সংজ্ঞা দাও?
জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ
1. কৃষির (Agriculture) সংজ্ঞা দাও?
জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ
নিয়ে আপন চাহিদা মেটাবার জন্য উদ্ভিদজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন মানুষের ওই প্রচেষ্টাকে কৃষি বলা হয়।
2. আদ্র কৃষির সংজ্ঞা দাও?
যে কৃষি ব্যবস্থায় জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের ওপর নির্ভর করে যে কৃষি কাজ করা হয় তাকে
যে কৃষি ব্যবস্থায় জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের ওপর নির্ভর করে যে কৃষি কাজ করা হয় তাকে
3. শুষ্ক কৃষি কাকে বলে ?
যেখানে বৃষ্টি 50 থেকে 75 সেমি কম হয়ে থাকে এবং জলসেচের সুবিধা নেই, কেবল স্বল্প বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে কৃষি কাজ করা হয় তাকে শুষ্ক কৃষি বলে। এই কৃষির প্রধান ফসল হল মিলেট জাতীয় ফসল, ভুট্টা প্রভৃতি।
4. সেচন কৃষি কাকে বলে ?
স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে অথবা শুষ্ক ঋতুতে কূপ নলকূপ, খাল ও জলাশয়ের মাধ্যমে জলসেচের সহায়তায় যে কৃষিকাজ করা হয় তাকে সেচন কৃষি বলা হয়।
স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে অথবা শুষ্ক ঋতুতে কূপ নলকূপ, খাল ও জলাশয়ের মাধ্যমে জলসেচের সহায়তায় যে কৃষিকাজ করা হয় তাকে সেচন কৃষি বলা হয়।
5. প্রগাঢ় বা নিবিড় কৃষি কাকে বলে ?
অধিক জনপূর্ণ অঞ্চলে ক্ষুদ্রায়তন কৃষি জমিতে মূলত পশু শক্তি এবং পেশী শক্তির সহায়তায় নিবিঢ়ভাবে খাদ্য শস্যের চাষ করা হয় তাকে নিবিড় কৃষি বলে। যেমন- ভারত, বাংলাদেশ ও প্রধান ফসল হল ধান।
6. ব্যাপক কৃষি কাকে বলে ?
যখন বৃহদায়তন জমিতে যান্ত্রিক শক্তির সহায়তায় বাণিজ্যিক উদ্দেশ্যে একটি মাত্র ফসলের চাষ করা
অধিক জনপূর্ণ অঞ্চলে ক্ষুদ্রায়তন কৃষি জমিতে মূলত পশু শক্তি এবং পেশী শক্তির সহায়তায় নিবিঢ়ভাবে খাদ্য শস্যের চাষ করা হয় তাকে নিবিড় কৃষি বলে। যেমন- ভারত, বাংলাদেশ ও প্রধান ফসল হল ধান।
6. ব্যাপক কৃষি কাকে বলে ?
যখন বৃহদায়তন জমিতে যান্ত্রিক শক্তির সহায়তায় বাণিজ্যিক উদ্দেশ্যে একটি মাত্র ফসলের চাষ করা
হয় তাকে ব্যাপক কৃষি বলে। যেমন- আমেরিকা এবং প্রধান ফসল হলো গম।
7. জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি পদ্ধতি কাকে বলে ?
যে কৃষি পদ্ধতিতে উৎপাদিত ফসল কৃষকের ব্যক্তিগত চাহিদার ওপর নির্ভর করে এবং বাজারে বিক্রির জন্য উদ্বৃত্ত প্রায় থাকে না বললেই চলে, তাকেই জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি বলে।
8. মিশ্র কৃষি কাকে বলে ?
যখন বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি পশু খাদ্য চাষ ও পশু পালন করা হয়, তাকে মিশ্র
7. জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি পদ্ধতি কাকে বলে ?
যে কৃষি পদ্ধতিতে উৎপাদিত ফসল কৃষকের ব্যক্তিগত চাহিদার ওপর নির্ভর করে এবং বাজারে বিক্রির জন্য উদ্বৃত্ত প্রায় থাকে না বললেই চলে, তাকেই জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি বলে।
8. মিশ্র কৃষি কাকে বলে ?
যখন বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি পশু খাদ্য চাষ ও পশু পালন করা হয়, তাকে মিশ্র
কৃষি বলে।
9. ইন্টারকালচার কাকে বলে ?
যে বিশেষ বহুফসলি কৃষি ব্যবস্থায় জমিতে নিবিড়ভাবে সারিবদ্ধ উপায় একই সঙ্গে বিভিন্ন ফসলের চাষ করা হয়, তাকে ইন্টারকালচার বা আন্ত:কৃষি বলে।
9. ইন্টারকালচার কাকে বলে ?
যে বিশেষ বহুফসলি কৃষি ব্যবস্থায় জমিতে নিবিড়ভাবে সারিবদ্ধ উপায় একই সঙ্গে বিভিন্ন ফসলের চাষ করা হয়, তাকে ইন্টারকালচার বা আন্ত:কৃষি বলে।
10. রেটুন কি ?
আখ চাষের ক্ষেত্রে প্রথমবার ফসল কাটার পর মাটিতে থাকা আখের মূল থেকে যে চারা বের হয় তাকে রেটুন বলে।
11. শস্যাবর্তন কাকে বলে ?
মাটির উর্বরতা বজায় রাখার জন্য জমিতে প্রয়োজন মতো বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করাকে শস্যাবর্তন বলা হয়।
12. শস্য সমন্বয় কাকে বলে ?
কোন নির্দিষ্ট কৃষি অঞ্চলে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে শস্য সমন্বয় বলে।
13. শস্য প্রগাঢ়তা কাকে বলে ?
কোন কৃষি বর্ষে নির্দিষ্ট জমিতে শস্যবৈচিত্র্য ঘটিয়ে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ ও প্রকৃত চাষের
জমির পরিমাণের মধ্যে যে শতকরা অনুপাত পাওয়া যায়, তাকে শস্য প্রগাঢ়তা বলে।
14. বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও ?
কোন শহরের বাজারে দৈনন্দিন প্রয়োজনীয় টাটকা শাকসবজি ফল ফুল ইত্যাদি জোগান দেওয়ার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় তাকে বাজার বাগান কৃষি বলা হয়।
15. পোমাম কালচার কি ?
যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফলের চাষ করা হয় তাকে পোমামকালচার বলা হয়। যেমন- কলা আঙ্গুর পেঁপে আনারস চেরি আপেল ও কমলালেবু।
16. ফ্লোরিকালচার কাকে বলে ?
যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফুলের চাষ করা হয় তাকে ফ্লোরিকালচার বলে। যেমন- গোলাপ, টিউলিপ, চন্দ্রমল্লিকা ও সূর্যমুখী।
14. বাজার বাগান কৃষির সংজ্ঞা দাও ?
কোন শহরের বাজারে দৈনন্দিন প্রয়োজনীয় টাটকা শাকসবজি ফল ফুল ইত্যাদি জোগান দেওয়ার জন্য অত্যাধুনিক পদ্ধতিতে যে কৃষিকাজ করা হয় তাকে বাজার বাগান কৃষি বলা হয়।
15. পোমাম কালচার কি ?
যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফলের চাষ করা হয় তাকে পোমামকালচার বলা হয়। যেমন- কলা আঙ্গুর পেঁপে আনারস চেরি আপেল ও কমলালেবু।
16. ফ্লোরিকালচার কাকে বলে ?
যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফুলের চাষ করা হয় তাকে ফ্লোরিকালচার বলে। যেমন- গোলাপ, টিউলিপ, চন্দ্রমল্লিকা ও সূর্যমুখী।
17. ওলেরিকালচার কি ?
যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফলনশীল ও ঋতুভিত্তিক শাক সবজি চাষ করা হয় তাকে
ওলেরিকালচার বলে। যেমন- টমেটো গাজর ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি বেগুন পটল ও পালংশাক।