শিল্প - অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)
![]() |
Industry SAQ |
1. শিল্প কাকে বলে?
যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রের উৎপাদিত দ্রব্য থেকে মানুষের শ্রম, বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে অধিক
ব্যবহার উপযোগী দ্রব্য উৎপাদন করা হয়, তখন তাকে শিল্প বলে।
2. পণ্যসূচক বা দ্রব্যসূচক কি?
(Material
Index)।
পণ্য সূচক(MI)= কাঁচামালের মোট ওজন / উৎপাদিত দ্রব্যের ওজন।
3. মজুরিসূচক কি?
একক উৎপাদন বা ইউনিট পিছু কোন দ্রব্যের উৎপাদনের জন্য যে গড় মজুরি পড়ে, তাকেই মজুরি সূচক
(Labour Index) বলে।
4. শ্রমগুণক কি?
কোন উৎপাদিত দ্রব্যের একক ওজন প্রতি মজুরি এবং কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহনের সম্মিলিত ওজনের
অনুপাত কে শ্রমগুণক বলে।
5. বিশুদ্ধ কাঁচামাল কি?
যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্য পরিণত করলে তার ওজনের কোন পরিবর্তন হয় না তাদের বিশুদ্ধ কাঁচামাল বলে।
যেমন- কার্পাস, পাট প্রভৃতি।
6. অবিশুদ্ধ বা ওজন হ্রাসকারী কাঁচামাল কি?
যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্য পরিণত করলে তার ওজন কমে যায় সেগুলিকে অবিশুদ্ধ কাঁচামাল বলে।
যেমন- আকরিক লোহা, আখ প্রভৃতি।
7. আইসোটিম কি?
কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিবহন বিশিষ্ট স্থান গুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমপরিবহন রেখা বা আইসোটিম বলে।
9. আইসোডাপেন কি?
কাঁচামালের পরিবহন ব্যয় রেখা এবং উৎপাদিত দ্রব্যের পরিবহন ব্যয় রেখার ছেদবিন্দু গুলিকে সংযুক্ত করে যে
পণ্য সূচক(MI)= কাঁচামালের মোট ওজন / উৎপাদিত দ্রব্যের ওজন।
3. মজুরিসূচক কি?
(Labour Index) বলে।
4. শ্রমগুণক কি?
অনুপাত কে শ্রমগুণক বলে।
5. বিশুদ্ধ কাঁচামাল কি?
যেমন- কার্পাস, পাট প্রভৃতি।
6. অবিশুদ্ধ বা ওজন হ্রাসকারী কাঁচামাল কি?
যেমন- আকরিক লোহা, আখ প্রভৃতি।
7. আইসোটিম কি?
9. আইসোডাপেন কি?
উপবৃত্তাকার রেখা পাওয়া যায়, তাকেই আইসোডাপেন বলে।
10. ক্রিটিক্যাল আইসোডাপেন কি?
যে রেখা বরাবর শ্রমিকের মজুরি ব্যয় এবং কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মোট পরিবহন ব্যয় সর্বনিম্ন হয় সেই
10. ক্রিটিক্যাল আইসোডাপেন কি?
কাল্পনিক রেখাকে আলফ্রেড ওয়েবার ক্রিটিক্যাল আইসোডাপেন বলেছেন।
11. অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি কি?
যে সমস্ত শিল্প প্রধান শিল্পের উৎপাদিত দ্রব্য কে কাঁচামাল হিসাবে ব্যবহার করে এবং নতুন পণ্য উৎপাদন করে তাকে
11. অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি কি?
অনুসারী শিল্প বলে।
12. সহায়ক শিল্প বা অ্যানসিলারি ইন্ডাস্ট্রি কাকে বলে
যে সমস্ত শিল্প অন্য কোন শিল্পকে তাদের প্রয়োজনীয় কাঁচামাল হিসাবে নিজেদের উৎপাদিত পণ্য জোগান দেয়, তাকে
12. সহায়ক শিল্প বা অ্যানসিলারি ইন্ডাস্ট্রি কাকে বলে
যে সমস্ত শিল্প অন্য কোন শিল্পকে তাদের প্রয়োজনীয় কাঁচামাল হিসাবে নিজেদের উৎপাদিত পণ্য জোগান দেয়, তাকে
সহায়ক শিল্প বলে।
13. পরিবহনের দোলক নীতি বা পেন্ডুলাম নীতি কি?
দীর্ঘ দূরত্বে পণ্য পরিবহনের সময় ফিরতি পথে পণ্য বহন করে এনে দুই অঙ্কের উপকৃত অঞ্চলের পরিবহন ব্যয় হ্রাস করা হয়, একে পরিবহনের দোলক নীতি বলে।
14. জিওটেক্সটাইল কি?
পাটজাত দ্রব্য দিয়ে মাটি বা ভূমিক্ষয় রোধ করা কে বলা হয় জিওটেক্সটাইল।
15. লেটেক্স কি?
বন্য রবার গাছের ঘন তরল জৈব রস কে বলে।
16. বোলাচা কি?
বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের শক্ত দলা বা পিন্ডকে ব্রাজিলে বোলাচা বলা হয়।
13. পরিবহনের দোলক নীতি বা পেন্ডুলাম নীতি কি?
14. জিওটেক্সটাইল কি?
15. লেটেক্স কি?
16. বোলাচা কি?