শিল্প - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ)

Industry MCQ,শিল্প - বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ),Geopedia Info, www.geopediainfo.com

Industry MCQ


1. শিল্প স্থাপনের নূন্যতম ব্যয় তত্ত্বের প্রবক্তা হলেন
A. ভন থুনেন       B. আগাস্ট লোশ
C. ওয়েবার           D. থম্পসন
 
2. ভারতের উদীয়মান শিল্প হল
A.তথ্যপ্রযুক্তি শিল্প        B. পেট্রোকেমিক্যাল শিল্প       
C. বস্ত্র বয়ন শিল্প          D.  কাগজ শিল্প
 
3. মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো
A. পাট শিল্প            B. কাগজ শিল্প
C. রাবার শিল্প        D. পেট্রোকেমিক্যাল শিল্প
 
4. আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত
A. কার্পাস বয়ন শিল্পের জন্য          
B. মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
C. পেট্রোরসায়ন শিল্পের জন্য         
D. কাগজ শিল্পের জন্য
 
5. কস্টিক সোডা সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
A. পাট শিল্পে              B. কার্পাস বয়ন শিল্পে
C. কাগজ শিল্পে          D. লৌহ ইস্পাত শিল্পে
 
6. শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্বের প্রবর্তক হলেন
A.অগাস্ট লোশ          B. আলফ্রেড ওয়েবার 
C. জর্জ রেনার         D. ডব্লিউ জিমারম্যান
 
7. ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়
A. রিষড়ায়            B. ব্যান্ডেলে
C. শ্রীরামপুরে         D. টিটাগর
 
8. একটি শিকড় আলগা শিল্প হল
 A. কার্পাস বয়ন শিল্প              
B. লৌহইস্পাত শিল্প
C. পেট্রোকেমিক্যাল শিল্প          
D. মোটর গাড়ি নির্মাণ শিল্প
 
9. চলচ্চিত্র শিল্পের উপযুক্ত জলবায়ু হল
 A. নিরক্ষীয় জলবায়ু                
 B. মৌসুমী জলবায়ু
C. ভূমধ্যসাগরীয় জলবায়ু         
D. তুন্দ্রা জলবায়ু
 
10. আগাস্ট লোশ সর্বাধিক মুনাফা তত্ত্ব উপস্থাপন করেন
A. 1940     B. 1942
C. 1944     D. 1946
 
11. কার্পাস বস্ত্র উৎপাদনে শীর্ষ স্থান অধিকার করে আছে
A. চীন        B. জাপান
C. ভারত      D. আমেরিকা
 
12. একটি ব্রেক অফ বাল্ক হল
A. বাজার      B. প্রশাসনিক কেন্দ্র
C. বিদ্যালয়     D. বন্দর
 
13. ভারতের সুতি বয়ন রাজধানী বলা হয়
A. মুম্বাই         B. পুনে
C. আমেদাবাদ     D. সুরাট
 
14. রেডিমেড পোশাক তৈরি রেমন্ড শিল্প সংস্থার একটি শিল্প কেন্দ্র হল
A. আমেদাবাদ    B.মুম্বাই  
C. দিল্লি         D. কানপুর
 
15. ভারতের একক বৃহত্তম শিল্প হল
A. লৌহ ইস্পাত শিল্প     
B. পেট্রোরসায়ন শিল্প
C. কার্পাস বয়ন শিল্প     
D. মোটর গাড়ি নির্মাণ শিল্প
 
16. ওজনহ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হল
A. <1              B. 1 >   
C. 1                D. 0      
 
17. ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে
A. পুনে      B. দিল্লি
C. হাওড়া    D. কানপুর
 
18. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রপ্তানিতে বিশ্বে প্রথম দেশ হল
A. আমেরিকা যুক্তরাষ্ট্র     B. চীন
C. ভারত            D. কানাডা
 
19. সূরা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে
A. আমেরিকা যুক্তরাষ্ট্র    B. কানাডা
C. ফ্রান্স            D. ইতালি
 
20. রেডিমেড পোশাক তৈরি শিল্পে ভারতের প্রথম রাজ্য হল –  
A. গুজরাট     B. তামিলনাড়ু
C. পশ্চিমবঙ্গ    D. মহারাষ্ট্র
 
21. দুধ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে
A. আমেরিকা যুক্তরাষ্ট্র     B. আর্জেন্টিনা
C. ভারত                       D. ইতালি
 
22. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী একটি রাজ্য হল
A. পশ্চিমবঙ্গ          B. বিহার
C. মধ্যপ্রদেশ           D. মিজোরাম
 
23. পাট জাতীয় সামগ্রী রপ্তানিতে বিশ্বের প্রথম স্থান অধিকার করে
A. ভারত       B. বাংলাদেশ
C. চীন          D. ইন্দোনেশিয়া
 
24. ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প হল
A. কেক উৎপাদন       B. মিষ্টি   উৎপাদন 
C. ডিম উৎপাদন        D. বিস্কুট উৎপাদন
 
25. ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে
A. মুম্বাই              B. পুনে
C. আমেদাবাদ     D. সুরাট
 
26. ভূমিক্ষয় ভূমিধস নিবারনে পাট জাতীয় সামগ্রী ব্যবহার কে বলা হয়
A.ইন্ডাটেক      B.জিয়োটেক
C.অ্যাগ্রোটেক    D.ওয়িকোটেক
 
27. শিল্প স্থাপনের নূন্যতম ব্যয় তত্ত্বের উপস্থাপন হয় কোন খ্রিস্টাব্দে
A. 1906      B. 1907
C. 1908      D. 1909
 
28. কার্পাস বস্ত্র রপ্তানিতে শীর্ষ স্থান অধিকার করে
A. চীন                B. জাপান
C. আমেরিকা       D. ভারত
 
29. রেডিমেড পোশাক তৈরি শিল্প বিশ্বে প্রথম স্থান অধিকার করে
A.জাপান          B. চীন
C. ভারত         D. আমেরিকা
 
30. বাংলাদেশের প্রধান পাট বয়ন শিল্প কেন্দ্র হল
A. নারায়নগঞ্জ      B. খুলনা
C. চট্টগ্রাম            D. ঢাকা
 
31. কার্পাস বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল
A. কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে         
B. বাজার এর কাছে
C. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে           
D. নদীর ধারে            
 
32. রেডিমেড পোশাক তৈরি উডল্যান্ড শিল্প সংস্থার একটি উল্লেখযোগ্য কেন্দ্র হল
A. বিশাখাপত্তনাম    B. বেঙ্গালুরু
C. কোয়েম্বাটুর      D. মাদুরাই
 
33. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে
A. আমেদাবাদ      B. কানপুর   
C. চন্ডিগড়           D. দিল্লি
 
34. বিশ্বের বৃহত্তম পাট জাতীয় সামগ্রী উৎপাদনকারী দেশ হল
A. ভারত       B. বাংলাদেশ
C. চীন        D. ইন্দোনেশিয়া
 
35. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হল
A. আমেরিকা যুক্তরাষ্ট্র     B. চীন
C. ভারত                       D. কানাডা
 
36. দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়
A. কোয়েম্বাটুর     B. সালেম   
C. মাদুরাই           D. চেন্নাই
 
37. শিল্পের অবস্থানগত  তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন
A. ডব্লিউ জিমারম্যান          B. ভন থুনেন
C. আলফ্রেড ওয়েবার             D. অগাস্ট লোশ
Theme images by chuwy. Powered by Blogger.
close