বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ | গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

Atmospheric Pressure Belts and Wind System,বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ | গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে
বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ

Atmospheric Pressure Belts and Wind System
 

1. প্রমাণ বায়ুর চাপ বা সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হয় – 1013.25 মিলিবার বা 760মিমি।

2. প্রমাণ বায়ুর চাপ নির্ণয় করা হয় –  45° উত্তর অক্ষরেখা এবং 15°সে উষ্ণতায়।

3. ওয়ান ইঞ্চি বায়ুর  চাপ হল – 33.87 মিলিবার এর সমান।

4. বায়ুর চাপ মাপক যন্ত্র হল – ব্যারোমিটার।

5. ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কারক হলেন – টরিসেলি(1643)

6. পারদ যুক্ত ব্যারোমিটার আবিষ্কার করেন –  জিন নিকোলাস ফোর্টিন।

7. অ্যানেরয়েড ব্যারোমিটার (টেবিল ঘড়ির মতো) আবিষ্কার করেন  – এল. ভিদি।

8. বিমানে ব্যবহৃত বায়ুর চাপ মাপাক যন্ত্র হল –  অলটিমিটার।

9. বায়ু প্রবাহের দিক নির্ণয় যন্ত্র হল –  বাতপতাকা।

10. বায়ুর গতিবেগ মাপাক যন্ত্র হল –  অ্যানিমোমিটার।

11. বায়ুর চাপ পরিমাপের একক হল  – মিলিবার।

12. বায়ুর গতিবেগ মাপার একক হল –  নট।

13. বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণয়ক স্কেল হল –  বিউফোর্ট স্কেল।

14. পৃথিবীর সর্বোচ্চ বায়ুর চাপ দেখা গিয়েছিল – 1075 মিলিবারইরখুটস্করাশিয়া, 1493 সাল।

15. উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ –  হ্রাস পায়।

16. উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ – হ্রাস পায়।

17. উষ্ণ বায়ু বা গ্রীষ্মকালে বায়ুর চাপ  – কম হয়।

18. শীতল বায়ু বা শীতকালে বায়ুর চাপ  – বেশি হয়

19. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে – বায়ুচাপ কমে যায়।

20. সমান বায়ুচাপ বিশিষ্ট রেখাকে বলা হয় – সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা।

21. পৃথিবীতে মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা – ৭টি।

22. পৃথিবীতে নিম্নচাপ বলের সংখ্যা – 3টি,
        উচ্চচাপ বলয়ের সংখ্যা –  4টি।

23. নিম্নচাপ বলয় গুলি হল – নিরক্ষীয় নিম্নচাপ বলয়সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়  কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়।

24. উচ্চচাপ বলয় গুলি হল – কর্কটীয় উচ্চচাপ বলয়মকরীয় উচ্চচাপ বলয়সুমেরু উচ্চচাপ বলয় কুমেরু উচ্চচাপ বলয়।

25. নিরক্ষীয় নিম্নচাপ বলয় অবস্থান করে – নিরক্ষরেখার উভয়পাশে 5°- 10° অক্ষাংশের মধ্যে।

26. নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ু প্রবাহ – ঊর্ধ্বমুখী (উষ্ণ  হালকা বায়ু)

27. কর্কটীয়  মকরীয় উচ্চচাপ বলয় অবস্থান করে – 25°-35° অক্ষরেখার মধ্যে।

28. কর্কটীয়  মকরীয় উচ্চচাপ বলয়ে  বায়ু প্রবাহ – নিম্নমূখী(শীতল  ভারী বায়ু)

29. সুমেরু  কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় অবস্থান করে – 60°-70° অক্ষাংশের মধ্যে।

30. সুমেরু  কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ে বায়ু প্রবাহ – ঊর্ধ্বমুখী।

31. সুমেরু  কুমেরু উচ্চচাপ বলয় অবস্থান করে – 80°-90° অক্ষাংশে।

32. বায়ুচাপ কক্ষ অধিক দেখা যায় – উত্তর গোলার্ধে।

33. নিরক্ষীয় নিম্নচাপ বলয় কে বলা হয় – শান্তবলয় বা ডোলড্রাম বা ITCZ.

34. কর্কটীয়  মকরীয় উচ্চচাপ বলয় কে বলা হয় – অশ্ব অক্ষাংশ।

35. সূর্যের উত্তরায়ন  দক্ষিনায়ন এর সঙ্গে বায়ুচাপ বলয় গুলি – উত্তর-দক্ষিণে 5°- 10° স্থান পরিবর্তন করে।

36. বায়ুচাপ বলয় গুলির পরিবর্তন  স্থায়িত্ব বেশি হয় – উত্তর গোলার্ধে।

37. মৌসুমী বায়ু সৃষ্টির একটি উল্লেখযোগ্য কারণ হল –নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরায়ন উত্তর ভারতে মৌসুমী অক্ষ তৈরি।

38. 1 নট সমান হল – 1.877 কিমি/ ঘন্টা।

39. বায়ু প্রবাহিত হয় উচ্চচাপ থেকে – নিম্নচাপের দিকে।

40. বায়ু প্রবাহের দিক বিক্ষেপ হয় – কোরিওলিস বলের প্রভাবে।

41. কোরিওলিস বলের সৃষ্টি হয় - পৃথিবীর আবর্তন গতির জন্য।

42. কোরিওলিস বল সর্বাধিক হয় - উভয় মেরুতে।

43. নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান - শূন্য।

44. ফেরেলের সূত্র অনুসারে বায়ু প্রবাহিত হয় - উত্তর গোলার্ধে ডানদিকে  দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে।

45. ফরাসি বিজ্ঞানী ফেরেল বায়ুপ্রবাহের সূত্রটি দিয়েছিলেন - 1855 খ্রিস্টাব্দে।

46. ওলন্দাজ বিজ্ঞানী বাইস ব্যালট বায়ুপ্রবাহের সূত্রটি দিয়েছিলেন - 1857 খ্রিস্টাব্দে।

47. সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে  নির্দিষ্ট বেগে প্রবাহিত বায়ু কে বলা হয় - নিয়ত বায়ু।

48. নিয়ত বায়ু তিন প্রকার - আয়ন বায়ু পশ্চিমা বায়ু  মেরু বায়ু।

49. আয়ন বায়ু প্রবাহিত হয় উভয় গোলার্ধে - 5°- 35°অক্ষাংশে।

50. আয়ন শব্দের অর্থ - পথ।

51. আয়ন বায়ুকে বলা হয় - বাণিজ্য বায়ু / পুবালি বায়ু।

52. কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে ডানদিকে বেঁকে প্রবাহিত বায়ু হল - উত্তর পূর্ব আয়ন বায়ু।

53. মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে বামদিকে বেঁকে প্রবাহিত বায়ু হল - দক্ষিণ পূর্ব আয়ন বায়ু।

54. দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ - বেশি হয়।

55. আয়ন বায়ুর প্রভাব পথে জলীয় বাষ্প কম থাকার জন্য মহাদেশের - পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়।

56. পশ্চিমা বায়ু প্রবাহিত হয় উভয় গোলার্ধে - 35°- 60°অক্ষাংশে।

57. কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে ডানদিকে বেঁকে প্রবাহিত বায়ু  - দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু।

58. মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে বামদিকে বেঁকে প্রবাহিত বায়ু - উত্তর-পশ্চিম পশ্চিম বায়ু।

59. দক্ষিণ গোলার্ধে 40° অক্ষরেখায় পশ্চিমা বায়ুকে বলা হয় - গর্জনশীল চল্লিশা।

60. পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে - শীতকালে বৃষ্টিপাত হয়।

61. মেরু বায়ু প্রবাহিত হয় উভয় গোলার্ধে – 70°- 80° অক্ষাংশে।


সময়িক স্থানীয় বায়ু
1. দিনের বেলায় জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ু কে বলা হয় – সমুদ্র বায়ু।

2. রাতের বেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত বায়ু কে বলা হয় – স্থলবায়ু।

3. সমুদ্র বায়ুর বেগ সর্বাধিক হয় – সন্ধ্যার সময়।

4. স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় – ভোরের সময়।

5. মৌসুমী বায়ু হয় একটি – সাময়িক বায়ু।

6. মৌসুমী শব্দটি প্রথম ব্যবহার করেন – ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি (1656)

7. মৌসুমী শব্দটির উৎপত্তি হয় – আরবি শব্দ মৌসিন থেকে।

8. মৌসুমী বায়ু হল – স্থলবায়ু  সমুদ্র বায়ু বৃহত সংস্করণ।

9. রাতের বেলায় পর্বতের ঢালবেয়ে নিম্নগামী ঠান্ডা  ভাবি বায়ুকে বলা হয় – ক্যাটাবেটিক বায়ু।

10. দিনের বেলায় পর্বতের ঢালবে ঊর্ধ্বগামী উষ্ণ  হালকা ভাবিকে বলা হয় – অ্যানাবেটিক বায়ু। 

11. অভিকর্ষ বলের দিকে প্রবাহিত বায়ু হল – ক্যাটাবেটিক বায়ু।

12. অভিকর্ষ বলের বিপরীত দিকে প্রবাহিত বায়ু হল – অ্যানাবেটিক বায়ু।

13. ক্যাটাবেটিক বায়ুর গতিবেগ সর্বোচ্চ হয় – ভোরের সময়।

14. অ্যানাবেটিক বায়ুর গতিবেগ সর্বোচ্চ হয় – দুপুরের সময়।

15. আল্পস পর্বতে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ু হল – ফন।

16. উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ু হল – লু।

17. উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে প্রেইরি তৃণভূমি অঞ্চলে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ু হল – চিনুক।

18. তুষার ভক্ষক বায়ু বলা হয় – চিনুকে।

19. ইতালিতে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ু হল – সিরোক্কো।

20. মিশরের প্রবাহিত স্থানীয় উষ্ণ  শুষ্ক বায়ু হল – খামসিন।

21. লিবিয়ায় প্রবাহিত স্থানীয় উষ্ণ  শুষ্ক বায়ু হল – ঘিবলি।

22. স্পেনে প্রবাহিত উষ্ণ  শুষ্ক স্থানীয় বায়ু হল – লেভেচ।

23. গিনি উপকূলে প্রবাহিত উষ্ণ  শুষ্ক স্থানীয় বায়ু হল – হারমাট্রান।

24. হারমাট্রানকে বলা হয় – ডাক্তার বায়ু।

25. দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত উষ্ণ  শুষ্ক স্থানীয় বায়ু হল – স্যান্টাঅ্যানা।

26. দক্ষিণ অস্ট্রেলিয়ায় উষ্ণ  শুষ্ক স্থানীয় বায়ু হল – ব্রিকফিল্ডার।

27. আল্পস পর্বতের দক্ষিনে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় স্থানীয় শীতল  শুষ্ক বায়ু হল – মিস্ট্রাল।

28. আল্পস পর্বত থেকে দক্ষিণ ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল – বোরা।

29. আলাস্কার তৃণভূমি অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু হল – টাকু।

30. রকি পর্বত এর পূর্ব দিকে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল – ব্লিজার্ড।

31. আর্জেন্টিনার পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল – পাম্পেরো।
Theme images by chuwy. Powered by Blogger.
close