বায়ু দূষণ প্রশ্ন উত্তর | Air Pollution

1. বায়ু দূষণ কাকে বলে?
উত্তর: আমাদের চারপাশের বায়ুতে বিষাক্ত গ্যাস, ধোঁয়া বিভিন্ন রাসায়নিক পদার্থ অর্থাৎ অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে বায়ু যখন পরিবেশ জীবজগতের ক্ষতি সাধন করে এবং মানুষের জীবন স্বাচ্ছন্দে বাধা দেয়, তাকে বায়ুদূষণ বলে।
 
2. বায়ু দূষণের মূল উপাদান গুলি কী কী?
উত্তর: বায়ু দূষণ মূলত তিনটি উপাদানের উপর নির্ভর করে
1. সালফার ডাই অক্সাইড।
2. নাইট্রোজেন অক্সাইড।
3. বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা (SPM)
 
3. বায়ুমন্ডলে গ্যাসীয় উপাদান গুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি।
 
4. আগ্নেয়গিরি থেকে কোন গ্যাস নির্গত হয়?
উত্তর: আগ্নেয়গিরি থেকে সালফার ডাই অক্সাইড নির্গত হয়।
 
5. মানুষসৃষ্ট দূষণকারী গ্যাসগুলিকে কী বলা হয়?
উত্তর: মানুষসৃষ্ট দূষণকারী গ্যাসগুলিকে অ্যানথ্রোপোজেনিক গ্যাস বলা হয়।
 
6. জীবাণু মৃতদেহকে পচিয়ে কোন গ্যাস উৎপন্ন করে?
উত্তর: জীবাণু মৃতদেহকে পচিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।
 
7. যানবাহনের ধোঁয়ায় কোন ক্ষতিকারক পদার্থ নির্গত হয়?
উত্তর: যানবাহনের ধোঁয়া থেকে ক্ষতিকারক পদার্থ সীসা নির্গত হয়।
 
8. কোন গ্যাস মানুষের ঘ্রাণ ক্ষমতা নষ্ট করে?
উত্তর: সালফার ডাই অক্সাইড মানুষের ঘ্রাণ ক্ষমতা নষ্ট করে।
 
9. উদ্ভিদের কোন অংশ বায়ু দূষণ ঘটায়?
উত্তর: উদ্ভিদের পরাগরেণু বায়ু দূষণ ঘটায়।
 
10. অ্যাসিড বৃষ্টির জন্য কোন কোন গ্যাস প্রধানত দায়ী?
উত্তর: অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড মূলত দায়ী।
 
11. অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড লক্ষ্য করা যায়?
উত্তর: অ্যাসিড বৃষ্টিতে সালফিউরিক নাইট্রিক অ্যাসিড লক্ষ্য করা যায়।
 
12. স্টোন ক্যান্সার কিসের ফলে হয়?
উত্তর: অ্যাসিড বৃষ্টির জন্য স্টোন ক্যান্সার হয়।
 
13. 'অম্লবৃষ্টি' শব্দটি প্রথম সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: 'অম্লবৃষ্টি' শব্দটি প্রথম সর্বপ্রথম ব্যবহার করেন রবার্ট আনগুস
 
14. ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটে?
উত্তর: ১৯৮৪ খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটে।
 
15. ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়?
উত্তর: ভোপাল গ্যাস দুর্ঘটনায় MIC গ্যাস নির্গত হয়।
 
16. কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে শ্বাসকষ্ট হয়?
উত্তর: সালফার ডাই অক্সাইডের জন্য শ্বাসনালী জ্বালা করে শ্বাসকষ্ট হয়।
 
17. কোন গ‍্যাসের প্রভাবে ফুসফুসে জ্বালা অনুভূত হয়?
উত্তর: নাইট্রোজেন অক্সাইডসমূহের জন্য ফুসফুসের জ্বালা অনুভূত হয়।
 
18. জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস বৃদ্ধি পায়?
উত্তর: জীবাশ্ম জ্বালানির দহনে কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধি পায়।
 
19. জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন গ্যাস সৃষ্টি হয়?
উত্তর: জীবাশ্ম জ্বালানীর অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড (CO) গ্যাস সৃষ্টি হয়।
 
20. ফ্লাই অ্যাশ - এর প্রধান উৎস কী?
উত্তর: ফ্লাই অ্যাশ - এর প্রধান উৎস হয় তাপ বিদ্যুত্কেন্দ্র
 
21. বায়ু দূষক রূপে হাইড্রোকার্বনের উৎস কী?
উত্তর: কলকারখানা বায়ু দূষক রূপে হাইড্রোকার্বনের উৎস।
 
22. কোন ঋতুতে ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয়?
উত্তর: শীতকালে ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয়।
 
23. কৃষি জমি থেকে কোন বায়ু দূষক উৎপন্ন হয়?
উত্তর: কৃষি জমি থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়।
 
24. জৈব পদার্থ পচে গিয়ে কোন গ্যাস সৃষ্টি হয়?
উত্তর: জৈব পদার্থ পচে গিয়ে মিথেন গ্যাস সৃষ্টি হয়।
 
25. মার্শ গ্যাসের মুখ্য উপাদান কী?
উত্তর: মিথেন হল মার্শ গ্যাসের মুখ্য উপাদান।
 
26. গবাদিপশুর মলমূত্র থেকে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: গবাদিপশুর মলমূত্র থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়।
 
27. ধান ক্ষেতে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: ধানক্ষেতে মিথেন গ্যাস উৎপন্ন হয়।
 
28. দূষক রূপে হাইড্রোকার্বনের প্রধান উৎস কি?
উত্তর: দূষক রূপে হাইড্রোকার্বনের প্রধান উৎস হয় পেট্রোলিয়াম
 
29. শহরে বায়ু দূষণের প্রধান কারণ কী?
উত্তর: শহরে বায়ু দূষণের প্রধান কারণ হল মোটর গাড়ি চলাচল।
 
30. কোন ফুলটি বায়ু দূষণ বেশি ঘটায়?
উত্তর: পার্থেনিয়মের মাধ্যমে বায়ু দূষণ বেশি ঘটে।
 
31. বায়ু দূষণের ফলে উদ্ভিদের কোন রোগ হয়?
উত্তর: বায়ু দূষণের ফলে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়।
 
32. ফুসফুসে সিলিকা প্রবেশ করলে কোন রোগের সৃষ্টি হয়?
উত্তর: ফুসফুসে সিলিকা প্রবেশ করলে সিলিকোসিস রোগের সৃষ্টি হয়।
 
33. ধূমপানের ফলে কী রোগ হয়?
উত্তর: ধূমপানের ফলে ক্যান্সার হয়।
 
34. এরোপ্লেন চালাতে কোন জ্বালানি ব্যবহার করা হয়?
উত্তর: এরোপ্লেন চালাতে গ্যাসোলিন জ্বালানির ব্যবহার করা হয়।
 
35. কল কারখানা থেকে সুক্ষ দুচোখ কণা সংগ্রহের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: ইলেকট্রোস্ট্যাটিক পেসিপিটেটর।
 
36. পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?
উত্তর: দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
 
37. শীতের দেশে শাক সবজি চাষে কাচের ঘরটির নাম কী?
উত্তর: শীতের দেশে শাক সবজি চাষে কাচের ঘরটির নাম হল গ্রিনহাউস।
 
38. গ্রীন হাউস এফেক্ট শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জে ফুরিয়ার সর্বপ্রথম গ্রীন হাউস এফেক্ট শব্দটি ব্যবহার করেন।
 
39. পৃথিবীর গড় উষ্ণতা কত?
উত্তর: পৃথিবীর গড় উষ্ণতা হল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
 
40. গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী?
উত্তর: গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত কার্বন ডাইঅক্সাইড (CO2) দায়ী।
 
41. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
উত্তর: বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হল বৃক্ষ ছেদন
 
42. কিয়োটো প্রটোকলের আলোচ্য বিষয় কী ছিল?
উত্তর: বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের বৃদ্ধি।
 
43. কিয়োটো প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৭ সালে কিয়োটোল স্বাক্ষরিত হয়।
 
44. প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে?
উত্তর: ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়।
 
45. কোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে?
উত্তর: ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে।
 
46. ওজোন গ্যাসে অক্সিজেনের কটি আইসোটোপ থাকে?
উত্তর: ওজোন গ্যাসে অক্সিজেনের 3টি আইসোটোপ থাকে।
 
47. ওজোন গ্যাস কে আবিষ্কার করেন?
উত্তর: ওজোন গ্যাস আবিষ্কার করেন ফ্রেডরিক স্কোনবি
 
48. বায়ুমন্ডলে ওজোন স্তর কে আবিষ্কার করেন?
উত্তর: হেনরি বুশন চার্লস ফেব্রি বায়ুমন্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন।
 
49. আন্টার্কটিকায় ওজোন স্তরে ক্ষয় প্রথম কে আবিষ্কার করেন?
উত্তর: আন্টার্কটিকায় ওজোন স্তরে ক্ষয় প্রথম জে. সি. ফারমেন আবিষ্কার করেন।
 
50. আন্টার্কটিকায় ওজোন স্তরে ক্ষয় দেখা যায় কোন সময়?
উত্তর: আন্টার্কটিকায় ওজোন স্তরে ক্ষয় দেখা যায় বসন্ত কাল।
 
51. আন্টার্কটিকায় ওজোন স্তরে ক্ষয়ের জন্য কোন মেঘ দায়ী?
উত্তর: আন্টার্কটিকায় ওজোন স্তরে ক্ষয়ের জন্য PSC  মেঘ দায়ী
 
52. ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়?
উত্তর: ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে পরিমাপ করা হয়।
 
53. ওজোন গ্যাসে ঘনত্ব কোন যন্ত্রে পরিমাপ করা হয়?
উত্তর: ওজোন গ্যাসে ঘনত্ব স্পেকট্রোমিটার যন্ত্রে পরিমাপ করা হয়।
 
54. ওজোন গ্যাস কোন স্তরে দেখা যায়?
উত্তর: ওজোন গ্যাস স্ট্যাটোস্ফিয়ার দেখা যায়।
 
55. ওজোন স্তর কত উচ্চতায় দেখা যায়?
উত্তর: ওজোন স্তর  ১৫ - ৩০ কিমি উচ্চতায় সবচেয়ে বেশি দেখা যায়।
 
56. বিশ্ব ওজোন সুরক্ষা দিবস কবে পালিত হয়?
উত্তর: বিশ্ব ওজোন সুরক্ষা দিবস ১৬ সেপ্টেম্বর পালিত হয়।
 
57. CFC ওজোন গ্যাস ধ্বংসের জন্য সর্বাধিক দায়ী প্রথম কে বলেন?
উত্তর: CFC ওজোন গ্যাস ধ্বংসের জন্য সর্বাধিক দায়ী প্রথম বলেন মোলিনা রোল্যান্ড
 
58. ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস কোনটি?
উত্তর: ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাস হল CFC
 
59. CFC এর পুরো কথা কী?
উত্তর: CFC এর পুরো কথা হল ক্লোরোফ্লুরোকার্বন।
 
60. CFC এর প্রধান উৎস কী কী?
উত্তর: CFC এর প্রধান উৎস হল রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার।
 
61. CFC এর বানিজ্যিক নাম কী?
উত্তর: CFC এর বানিজ্যিক নাম হল ফ্রেয়ন
 
62. ওজোন স্তর সংরক্ষণের জন্য কানাডায় কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ওজোন স্তর সংরক্ষণের জন্য মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়।
 
63. মন্ট্রিল প্রটোকলের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: মন্ত্রীর প্রটোকলের মূল উদ্দেশ্য ছিল CFC-এর উৎপাদন বন্ধ করা।
 
64. মন্ট্রিল প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: মন্ট্রিল প্রোটকল স্বাক্ষরিত হয় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর।
 
65. ক্রান্তীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব 250 ডবসন।
 
66. ওজন গহ্বরে ওজোন গ্যাসের ঘনত্ব কত হয়?
উত্তর: ওজন গহ্বরে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম হয়।
 
67. ওজোন হ্রাসের ফলে মানুষের কোন কোন রোগ হয়?
উত্তর: ওজোন হ্রাসের ফলে মানুষের  ক্যান্সার, সৌরদগ্ধ, লিউকোমিয়া চোখে ছানি পড়া প্রভৃতি রোগ হয়।
 
68. Earth Hour কবে থেকে চালু হয়?
উত্তর: ২০০৭ সালের ৩১ শে মার্চ Earth Hour চালু হয়।
 
69. Earth Hour কত সময় পালন করা হয়?
উত্তর: Earth Hour ঘন্টা ধরে পালন করা হয়।
 
70. প্রথম Earth Hour কোথায় পালন করা হয়?
উত্তর: প্রথম Earth Hour অস্ট্রেলিয়ার সিডনিতে পালন করা হয়।
 
 
Theme images by chuwy. Powered by Blogger.
close