মিশ্র কৃষির সুবিধা ও অসুবিধা | Mixed Farming Advantages Disadvantages
যে কৃষিব্যবস্থায় অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের মধ্যে কৃষকরা চাষের জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে ফল ও শাকসবজি উৎপাদন এবং দুধ, মাংস ও সারের প্রয়োজনে একই খামারে পশুপালন করে থাকে, তাকে মিশ্র কৃষি বলে।
অবস্থান: মিশ্র কৃষি নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রধানত দেখা যায়। উত্তর পশ্চিম ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব দিকে, দক্ষিণ আফ্রিকায় ও অস্ট্রেলিয়ায় মিশ্র কৃষির প্রাধান্য দেখা যায়।
মিশ্র কৃষির সুবিধা ও অসুবিধা:
A. মিশ্র কৃষির সুবিধা:মিশ্র কৃষি ব্যবস্থার সুবিধা গুলি হল –
মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষিজ দ্রব্য উৎপাদন ও পশুপালন একই খামারে করা হয় বলে কৃষিজাত পণ্য ও প্রোটিন খাদ্য দুধ, ডিম ও মাংস উভয় পাওয়া যায়।
বছরের বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন, অর্থকরী ফসলের চাষ এবং পশুদের জন্য ঘাস উৎপাদনছর মাধ্যমে জমিতে নাইট্রোজেনের চাহিদা বজায় থাকে, ফলে জমির স্বাভাবিক উর্বরতা রক্ষা করা হয়।
বছরের বিভিন্ন সময়ে প্রয়োজনে শস্য উৎপাদন ও পশুপালন হওয়ায় সারা বছর ধরে কাজ থাকে। অর্থাৎ কৃষকদের সারাবছর কর্মসংস্থান হয়।
মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষিজাত দ্রব্য উৎপাদনে বৈচিত্র থাকায় বাজারে কোন না কোন দ্রব্যের চাহিদা সবসময়ই থাকে। তাছাড়াও ফসল উৎপাদন ও পশুপালন উপর থেকে আয় হয় বলে কৃষকদের বিশ্বাস ক্ষতির সম্মুখীন হতে হয় না।
মিশ্র কৃষি ব্যবস্থায় শস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন করা হয়, ফলে পশুদের বর্জ্য পদার্থ কৃষি জমিতে জৈব সার রূপে ব্যবহার করা হয়। যা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে।
মিশ্র কৃষিব্যবস্থাকে কেন্দ্র করে বহু অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। যেমন- ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে দোহ শিল্প গড়ে উঠেছে।
মিশ্র কৃষির অসুবিধাগুলি হল –
এই কৃষি ব্যবস্থায় শস্য উৎপাদন ও পশু পালনের জন্য যে পরিবেশের প্রয়োজন অর্থাৎ অনুকূল বৃষ্টিপাত, তাপমাত্রা ও মাটি ইত্যাদি সর্বত্র পাওয়া যায় না।
মিশ্র কৃষিব্যবস্থায় একই সঙ্গে বিভিন্ন ধরনের ফসলের চাষ ও পশুপালন খুবই ব্যয়সাপেক্ষ ও অসুবিধাজনক। এই কৃষিতে বিপুল অর্থলগ্নীর প্রয়োজন হয়।
কৃষিজাত শাকসবজি ও পশুজাত দ্রব্য দুধ, মাংস প্রভৃতি রাতের মধ্যে শহর অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত ও সুলভ পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন।
মিশ্র কৃষিতে বিভিন্ন শস্য উৎপাদন ও পশুপালনের বিষয়ে কৃষকের উন্নত জ্ঞান থাকা প্রয়োজন যা অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায় না।
উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য নিকটে উন্নত বাজার থাকা প্রয়োজন। তাই শহরাঞ্চলের নিকটবর্তী অঞ্চলে এই কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য অধিক মূল্যের ভূমিকে কৃষিজমিতে পরিণত করতে হয়।