জীববৈচিত্র প্রশ্ন উত্তর (SAQ)
Biodiversity SAQ |
1. জীববৈচিত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জীববৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন।2. জীববৈচিত্রের জনক কাকে বলা হয়?
উত্তর: এডওয়ার্ড উইলসনকে জীব বৈচিত্রের জনক বলা হয়।3. বায়োডাইভারসিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: নরম্যান মায়ারস প্রথম বায়োডাইভারসিটি হটস্পট কথাটি ব্যবহার করেন।4. পৃথিবীতে হটস্পটের সংখ্যা কয়টি?
উত্তর: পৃথিবীতে হটস্পটের সংখ্যা 35 টি।5. কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে কি বলে?
উত্তর: কোন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে ক্ল্যাড বলে।6. কোন সম্মেলনে বায়োডাইভারসিটি কথাটি জনপ্রিয়তা পায়?
উত্তর: বসুন্ধরা সম্মেলনে বায়োডাইভারসিটি কথাটি জনপ্রিয়তা পায়।7. কোন জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়?
উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়।8. জীববৈচিত্রে কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর: জীববৈচিত্রে কীটপতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি।9. জীববৈচিত্র কয় প্রকার ও কি কি?
উত্তর: জীববৈচিত্র তিন প্রকার। যথা- জিনগত বৈচিত্র, প্রজাতিগত বৈচিত্র ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র।10. জীব বৈচিত্রের প্রথম স্তর কোনটি?
উত্তর: জীব বৈচিত্রের প্রথম স্তর হল জিন বৈচিত্র।11. জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ডি কাস্টি জিন শব্দটি প্রথম ব্যবহার করেন।12. বাস্তুতান্ত্রিক জীব-বৈচিত্র নির্ধারণের সূচক গুলি কি কি?
উত্তর: বাস্তুতান্ত্রিক জীব-বৈচিত্র নির্ধারণের 3 টি সূচক। যথা- আলফা বৈচিত্র বিটা বৈচিত্র ও গামা বৈচিত্র।13. বিটা বৈচিত্রের উদ্ভাবক কে?
উত্তর: বিটা বৈচিত্রের উদ্ভাবক হলেন হুইটেকার।14. ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন 1992 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।15. ভারতের সর্বাধিক জীববৈচিত্র কোথায় দেখা যায়?
উত্তর: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ও পূর্ব হিমালয় ভারতের সর্বাধিক জীববৈচিত্র দেখা যায়।www.geopediainfo.com
16. জীববৈচিত্র বিনাশের প্রধান কারণ কি?
উত্তর: জীববৈচিত্র বিনাশের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন।17. জীব বৈচিত্রের বিনাশ সর্বাধিক কোথায়?
উত্তর: জীব বৈচিত্রের বিনাশ সর্বাধিক ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে।18. লুপ্তপ্রায় জীবপ্রজাতির তালিকাকে কি বলে?
উত্তর: লুপ্তপ্রায় জীব-প্রজাতির তালিকাকে রেড ডাটা বুক বলে।19. অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবপ্রজাতির তালিকাকে কি বলে?
উত্তর: অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীবপ্রজাতির তালিকাকে গ্রিন ডাটা বুক বলে।20. হানিকর জীবপ্রজাতির তালিকাকে কি বলে?
উত্তর: হানিকর জীবপ্রজাতির তালিকাকে ব্ল্যাক ডাটা বুক বলা হয়।21. রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে?
উত্তর: রাষ্ট্রপুঞ্জের সংস্থা IUCN রেড ডাটা বুক প্রকাশ করে।22. কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়?
উত্তর: ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার (IUCN) এর উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়।23. পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর: আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হলো পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান (1872)।24. ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর: ভারতের প্রথম জাতীয় উদ্যান হল করবেট জাতীয় উদ্যান।25. বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর: তানজানিয়ার সেরেনগোটি হয় বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান।26. করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত।27. ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর: রাজস্থানের ডেজার্ট জাতীয় উদ্যান হয় ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান।28. ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি?
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বাটন আইল্যান্ড হয় ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান।29. পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: পেরিয়ার জাতীয় উদ্যান কেরলে অবস্থিত।30. দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তর: দাচিগ্রাম অভায়ারণ্য কাশ্মীরে অবস্থিত।www.geopediainfo.com
31. ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি?
উত্তর: নীলগিরি সংরক্ষিত জীবমণ্ডল ভারতের প্রথম সংরক্ষিত জীবমণ্ডল (1986)।32. ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি?
উত্তর: মান্নার উপসাগর সংরক্ষিত জীবমণ্ডল হল ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল।33. ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি?
উত্তর: আসামের ডিব্রু-শইখোয়া হল ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল।34. সংরক্ষিত জীবমন্ডলের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ?
উত্তর: সংরক্ষিত জীবমন্ডলের কোর অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ।
35. ভারতের বৃহত্তম পক্ষীনিবাসের নাম কি?
উত্তর: রাজস্থানের ভরতপুর হল ভারতের বৃহত্তম পক্ষীনিবাস।36. ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম কি?
উত্তর: অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর হল ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প।37. ভারতের বৃহত্তম সিংহ প্রকল্পের নাম কি?
উত্তর: গুজরাটের গির অরণ্য হলো ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প।38. ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্পের নাম কি?
উত্তর: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান হল ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্প।39. ভারতের বৃহত্তম হাতি প্রকল্পের নাম কি?
উত্তর: কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান হল ভারতের বৃহত্তম হাতি প্রকল্প।40. ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি?
উত্তর: কলকাতা আলিপুর চিড়িয়াখানা হয় ভারতের বৃহত্তম চিড়িয়াখানা।41. পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি?
উত্তর: হামিংবার্ড পৃথিবীর ক্ষুদ্রতম পাখি।42. অধুনালুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল?
উত্তর: অধুনালুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভুমি ছিল মরিশাস দ্বীপ।43. বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
উত্তর: ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন হল বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।44. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?
উত্তর: হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন হল ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান।45. ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়?
উত্তর: সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়।www.geopediainfo.com