নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর –6

Class 9 Geography MCQ QA, নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর –6
Class 9 Geography MCQ QA
 
1. চারদিকে জল দিয়ে ঘেরা চ্যাপটা পৃথিবীর আকারের ধারণা দেন
A. হিকাটিয়াস              B. থালেস
C. অ্যানাক্সিমেনেস        D. অ্যানাক্সিম্যাডার
 
2. ইউরেনাস গ্রহটি সবুজ হওয়ার কারণ হল
A. নাইট্রোজেন গ্যাস       B. সােডিয়াম গ্যাস
C. মিথেন গ্যাস              D. ক্লোরিন গ্যাস
 
3. উভয় মেরু থেকে নিরক্ষরেখার দিকে পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি অক্ষাংশ দূরত্বে যত কিমি হারে বাড়ে
A. 16.56                B. 17.56
C. 19.56                D. 20.56
 
4. কৌণিক দূরত্বের মান প্রকাশ করা হয়
A. মিটার              B. ডিগ্রি
C. মাইল               D. ইঞিতে
 
5. অক্ষাংশ দ্রাঘিমাংশ দ্বারা নির্ণয় করা হয়
A. সময়              B. দূরত্ব
C. অবস্থান          D. উচ্চতা
 
6. পৃথিবীর উভয় গােলার্ধে অন্তর অক্ষরেখার মােট সংখ্যা হল
A. 178             B. 179
C. 180             D. 181
www.geopediainfo.com
7. ইউরােপ এশিয়ার সীমান্তে অবস্থিত ইউরাল পর্বত একটি
A. ভঙ্গিল পর্বত           B. স্তুপ পর্বত
C. আগ্নেয় পর্বত          D. ক্ষয়জাত পর্বত
 
8. সমপ্রায় সমভূমির মধ্যে অবস্থিত অনুচ্চ কঠিন শিলার টিলাকে বলে
A. মােনানক       B. ইনসেলবার্জ
C. গায়ট               D. প্লিউম
 
9. শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় যে প্রক্রিয়ায়, তা হল
A. জারণ                  B. তুষার খণ্ডীকরণ
C. শল্কমােচন          D. ক্ষুদ্রকণা বিশরণ
 
10. উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যে আবহবিকার অধিক সক্রিয়
A. যান্ত্রিক            B. রাসায়নিক
C. জৈবিক           D. কোনােটিই নয়
 
11. মানুষ দুর্যোগ বিপর্যয়কে প্রতিরােধ করতে না পেরে যখন তার সামনে আত্মসমর্পণ করে, তখন সেই অবস্থাকে বলা হয়
A. পরিবেশগত চাপ         B. বিপর্যয়
C. ঝুঁকি                         D. বিপন্নতা
 
12. একটি মানুষ দ্বারা সৃষ্ট দুর্যোগ হল
A. ভূমিকম্প          B. সুনামি
C. যুদ্ধ                  D. ঘূর্ণিঝড়
www.geopediainfo.com
13. সামাজিক সম্পদের উদাহরণ হল
A. জমি              B. শিল্প প্রতিষ্ঠান
C. বাড়ি             D. ডাকঘর
 
14. ভারতের প্রাচীনতম তৈলখনি হল
A. ডিব্ৰুগড়              B. গুয়াহাটি
C. নাহারকাটিয়া       D. ডিগবয়
 
15. ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্রটি হল
A. কোরবা             B. ট্রম্বে
C. তালচের            D. তারাপুর
 
16. 'উত্তরবঙ্গের ত্রাসের নদী' বলা হয়
A. মেচিকে          B. তাের্সাকে
C. তিস্তাকে         D. জলঢাকাকে
 
17. পাটের একটি উচ্চফলনশীল বীজ হল
A. কল্যাণ সােনা         B. সবুজ সােনা
C. MCU-4                  D. MCU-5
www.geopediainfo.com
18. 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' হল
A. গুয়াহাটি            B. দার্জিলিং
C. শিলিগুড়ি           D. চোপড়া
 
19. ক্ষুদ্র স্কেলে অঙ্কিত মানচিত্রের উদাহরণ হল
A. অ্যাটলাস           B. টোপােগ্রাফিক্যাল ম্যাপ
C. মৌজা ম্যাপ        D. কোনােটিই নয়
 
20. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে উচ্চতা বােঝানাে হয়
A. সমচাপরেখা দ্বারা             B. সমগভীরতা রেখা দ্বারা
C. সমােষ্ণরেখা দ্বারা           D. সমােন্নতিরেখা দ্বারা
 

Theme images by chuwy. Powered by Blogger.
close