একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 15 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 15 | XI Geography
XI - MCQ Mock Test

 1. হান্টিংটন ভূগােলের কোন্ শাখার অন্যতম প্রবক্তা ছিলেন
A. ভূমিরূপবিদ্যা         B. মানবিক ভূগােল
C. জলবায়ুবিদ্যা          D. মৃত্তিকা ভূগােল
 
2. গুরুমন্ডল কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে
A. কনরাড বিযুক্তি          B. মোহো বিযুক্তি
C. লেহম্যান বিযুক্তি       D. গুটেনবার্গ বিযুক্তি
 
3. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন
A. ওয়েগনার       B. উইলসন
C. ডেভিস           D. ্যারি হেস
 
4. ভারতের সাতপুরা একটি
A. ভঙ্গিল পর্বত       B. স্তুপ পর্বত
C. আগ্নেয় পর্বত      D. ক্ষয়জাত পর্বত
 
5. উলম্ব আগ্নেয় উদবেধকে বলে
A. ডাইক            B. সিল
C. ব্যাথোলিথ      D. স্টক
www.geopediainfo.com
6. পৃথিবীর কোন মহাসাগরে আগ্নেয় মেখলার দেখা যায়
A. ভারত মহাসাগরে       B. আটলান্টিক মহাসাগরে
C. প্রশান্ত মহাসাগরে        D. সুমেরু মহাসাগর
 
7. সমুদ্র জলের গভীরতা মাপার একক হল
A. মিটার              B. ্যাদম
C. মিলিবার           D. ফুট
 
8. প্ল্যাঙ্কটনের আধিক্য দেখা যায়
A. অধিক লবণাক্ত জলে       B. উষ্ণ জলে
C. শীতল জলে                    D. অতি শীতল জলে
 
9. উষ্ণ উপসাগরীয় স্রোত যে মহাসাগরে প্রবাহিত হয়, তা হল
A. প্রশান্ত মহাসাগর                B. ভারত মহাসাগর
C. আটলান্টিক মহাসাগর        D. সুমেরু সাগর
 
10. পরিবেশের গঠনগত কার্যগত একককে বলে
A. জীবমন্ডল         B. বায়োম
C. বাস্তুতন্ত্র              D. প্রাকৃতিক বাসভূমি
 
11. দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে বলা হয়
A. ইকোক্লাইন                     B. ইকোটোন
C. প্রাকৃতিক বাসভূমি         D. স্ট্যান্ডিং ক্রপ
 
12. সম্পদ সৃষ্টির মূল উপাদান হল
A. প্রকৃতি           B. মানুষ
C. সংস্কৃতি         D. সবকটি
www.geopediainfo.com
13. কোন গাছের আঠা থেকে তারপিন তেল তৈরি হয়
A. পাইন        B. সেগুন
C. শাল           D. পাম
 
14. ফ্রান্সের ভূমধ্যসাগরীয় বনভূমির ঝোপঝাড়কে বলে
A. ্যাকুই             B. ্যাকিয়া
C. ্যাটারেলি        D. ্যাপারেল
 
15. পৃথিবীর প্রধান সামুদ্রিক মৎস্য ক্ষেত্রগুলি গড়ে উঠেছে
A. মহীসোপানে           B. মহীঢালে
C. গভীর সমুদ্রে          D. উপকূলে
 
16. ব্রাজিলের কফি উৎপাদক বাগিচাকে বলা হয়
A. সেলভা           B. ফাজেন্দা
C. প্যাডক           D. ক্যাম্পোস
 
17. ভারতের প্রধান জলসেচ পদ্ধতি হল
A. জলাশয়          B. নলকূপ
C. কূপ               D. খালসেচ
www.geopediainfo.com
18. ভারতের সবচেয়ে বেশি পাওয়া যায় কোন জাতীয় কয়লা
A. অ্যানথ্রাসাইট           B. বিটুমিনাস
C. লিগনাইট                D. পিট
 
19. ভারতের বৃহত্তম তৈলক্ষেত্রটি হল
A. বােম্বে হাই              B. আংক্লেশ্বর
C. নাহারকাটিয়া          D. ভদোদরা
 
20. সৌরশক্তি উৎপাদনে ভারতে প্রথম হল
A. রাজস্থান           B. মহারাষ্ট্র
C. গুজরাট            D. ছত্তিশগড়

Theme images by chuwy. Powered by Blogger.
close