নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর –5

Class 9 Geography MCQ, নবম শ্রেনি ভূগোল MCQ প্রশ্ন উত্তর –5
Class 9 Geography MCQ
1. পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এমন একটি গ্রহ হল
A. বুধ                    B. শুক্র
C. মঙ্গল                  D. বৃহস্পতি
 
2. পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য হল
A. 12,713 কিমি          B. 12,714 কিমি
C. 12,715 কিমি          D. 12,716 কিমি
 
3. সূর্য ঠিক পূর্বদিকে ওঠে পশ্চিমে অস্ত যায়  
A. 21 মার্চ                B. 22 জুন
C. 21 জুলাই             D. 22 ডিসেম্বর
 
4. পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি সবচেয়ে বেশি
A. নিরক্ষীয় অঞ্চলে         B. ক্রান্তীয় অঞলে
C. হিম মণ্ডলে                D. মেরু অঞ্চলে
 
5. পরপর দুটি প্রতিপাদস্থানের দ্রাঘিমার ব্যবধান  
A. 60°                 B. 90°
C. 120°               D. 180°
www.geopediainfo.com
6. ভারতের প্রমাণ দ্রাঘিমার মান
A. 82° 30' পূর্ব          B. 82° 30' পশ্চিম
C. 82° 30' উত্তর       D. 82° 30' দক্ষিণ
 
7. ভারতের একটি পর্বতবেষ্টিত মালভূমি হল  
A. বাঘেলখণ্ড            B. মেঘালয়
C. লাডাক                D. মালব
 
8. একটি  সঞ্চয়জাত  সমভূমির উদাহরণ হল  
A.পেডিমেন্ট               B. হিমবাহ কর্তিত সমভূমি
C. সমপ্রায় সমভূমি     D. লােয়েস সমভূমি
 
9. চুনাপাথরযুক্ত অঞলে প্রাধান্য দেখা যায়
A. অক্সিডেশন প্রক্রিয়ার        B. হাইড্রেশন প্রক্রিয়ার
C. কার্বনেশন প্রক্রিয়ার         D. হাইড্রোলিসিস প্রক্রিয়ার
 
10. ইলুভিয়েশান দেখা যায়  
A. A স্তরে             B. B স্তরে
C. C স্তরে             D. B স্তরে C স্তরে
 
11. পশ্চিমবঙ্গের সর্বাধিক বন্যাপ্রবণ জেলা
A. মুর্শিদাবাদ        B. উত্তর 24 পরগনা
C. নদিয়া             D. দক্ষিণ দিনাজপুর
 
12. 2013 সালে হড়পাবানজনিত ভূমিধসে প্রচুর মানুষ মারা যায় কোন রাজ্যে
A. উত্তরপ্রদেশ           B. উত্তরাখণ্ড
C. হিমাচল প্রদেশ       D. জম্মু কাশ্মীর 
www.geopediainfo.com
13. সবচেয়ে উন্নত মানের আকরিক লােহা হল  
A. ম্যাগনেটাইট         B. হেমাটাইট
C. সিডেরাইট           D. লিমােনাইট
 
14. 'ONGC'- এর সদর দপ্তর অবস্থিত  
A. দিল্লিতে              B. দেরাদুনে
C. কলকাতায়         D. আমেদাবাদে
 
15. আমাদের রাজ্যের কোন্ বিদ্যুৎ NTPC পরিচালিত  
A. টিটাগড়             B. বজবজ
C. ফারাক্কা             D. কসবা
 
16. পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়  
A. 1945 সালে        B. 1947 সালে
C. 1948 সালে        D. 1949 সালে
 
17. দামােদরের প্রধান শাখাটি হল  
A. মুণ্ডেশ্বরী            B. দ্বারকেশ্বর
C. বরাকর             D. মাতলা
 
18. 'ভারতের শেফিল্ড' বলা হয়
A. হাওড়াকে          B. শিলিগুড়িকে
C. বর্ধমানকে         D. শান্তিনিকেতনকে
 
19. '1 সেমিতে 1 কিমি' এটি একটি
A. রৈখিক স্কেল            B. ভার্নিয়ার স্কেল
C. বিবৃতিমূলক স্কেল     D. ভগ্নাংশসূচক স্কেল
 
20. টোপােগ্রাফিক্যাল মানচিত্রে টোপােশব্দের অর্থ
A. অবস্থান          B. স্থান
C. বর্ণনা             D. ভূপ্রকৃতি


Theme images by chuwy. Powered by Blogger.
close