একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 9 | XI Geography

একাদশ শ্রেণি ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 9 | XI Geography
XI - MCQ Mock Test

 1. 'Kosmos' গ্রন্থটির রচয়িতা হলেন
A. হ্যাগেট             B. হার্টশাের্ন
C. কার্ল রিটার       D. আলেকজান্ডার ভন হামবােল্ড
 
2. গুরুমন্ডল কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে
A. মোহো বিযুক্তি রেখা
B. লেহম্যান বিযুক্তি রেখা
C. গুটেনবার্গ বিযুক্তি রেখা
D. কনরাড বিযুক্তি রেখা
 
3. অধ্যাপক হ্যারি হেস যে তত্ত্ব প্রবর্তন করেন, তা হল
A. মহাদেশীয় সঞরণ তত্ত্ব         B. পাতসংস্থান তত্ত্ব
C. সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব        D. পুরাচুম্বকীয় তত্ত্ব
 
4. কোনটি মহীভাবক আলােড়নের সাথে যুক্ত নয়
A. ভঙ্গিল পর্বত           B. গ্রস্ত উপত্যকা
C. স্তুপ পর্বত               D. চ্যুতি
 
5. চ্যুতিতল অনুভূমিক তলের মধ্যে উৎপন্ন কোণকে বলা হয় চ্যুতির
A. আয়াম          B. নতি
C. ব্যবধি          D. ক্ষেপ
 
6. L তরঙ্গকে বলা হয়
A. অনুদৈর্ঘ্য              B. অনুপ্রস্থ
C. পৃষ্ঠ                     D. প্রাথমিক তরঙ্গ
 
7. ভারত মহাসাগরের গভীরতম সমুদ্রখাতের নাম কি
A. মারিয়ানা খাত           B. সুন্দা খাত
C. রোমানশ্ খাত           D. পুয়ের্তোরিকো খাত
 
8. যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্রজলের লবণতার পরিমাণ নির্ণয় করা হয় তা হল
A. ক্যালশিয়াম             B. ফ্লুওরাইড
C. ম্যাগনেশিয়াম          D. ক্লোরাইড
 
9. পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটি হল
A. মালদ্বীপ            B. গ্রেট বেরিয়ার রিফ
C. লাক্ষাদ্বীপ          D. বারমুডা
 
10. বাস্তুবিদ্যা (Ecology) শব্দটি প্রথম ব্যবহার করেন
A. আর্নেস্ট হেকেল     B. হান্স রাইটার       
C. পি ওডাম          D. জি ট্যান্সলে
 
11. বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃঙ্খলের সাংগঠনিক এককগুলি বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল হয়ে যে জটিল সম্পর্কের সৃষ্টি করে তার নাম
A. শক্তিপ্রবাহ         B. ইকোটোন
C. খাদ্যশৃঙ্খল         D. খাদ্যজাল
 
12. বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে একটি
A. ব্যক্তিগত সম্পদ         B. সামাজিক সম্পদ
C. জাতীয় সম্পদ            D. সার্বজনীন সম্পদ
 
13. 'কুঠার-ভাঙা' গাছ বলা হয়
A. কুইব্রাকোকে          B. রােজউডকে
C. শালকে                 D. আয়রন উডকে
 
14. দক্ষিণ আমেরিকার নাতিশীতােয় তৃণভূমির নাম হল
A. স্তেপ            B. ভেল্ড
C. প্রেইরি         D. পম্পাস
 
15. প্ল্যাঙ্কটনের বেঁচে থাকার জন্য সমুদ্রজলের আদর্শ উয়তা হওয়া উচিত
A. 15° সে.             B. 20° সে.
C. 25° সে.             D. 30° সে.
 
16. নেদারল্যান্ডে কোন্ কৃষিপদ্ধতি অনুসৃত হয়
A. নিবিড় কৃষি                        B. মিশ্র কৃষি
C. জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি       D. স্থানান্তর কৃষি
 
17. দক্ষিণ ভারতে যে পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয় তা হল
A. জলাশয়             B. নলকূপ
C. সেচখাল            D. কুয়াে
 
18. তামা হল একটি  
A. লৌহ বর্গীয়           B. অলৌহ বর্গীয়
C. লৌহ-সংকর          D. অধাতব খনিজ
 
19. দূষণমুক্ত চিরাচরিত শক্তি হল
A. জলবিদ্যুৎ শক্তি       B. সৌরশক্তি
C. বায়ুশক্তি                D. তাপবিদ্যুৎ শক্তি
 
20. ভারতের বৃহত্তম অ্যাটমিক পাওয়ার স্টেশন অবস্থিত  
A. নারােরায়               B. তারাপুরে
C. রাওয়াতভাটায়          D. কাকড়াপাড়ায়

Theme images by chuwy. Powered by Blogger.
close