মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set-3

মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set-3
Madhyamik Geography MCQ 

1. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত হয় –
A. এসকার      B. হিমদ্রোণী
C. ফিয়র্ড        D. রসে মতানে
 
 2. পর্যায়ন শক্তি বলা হয় –
A. অন্তর্জাত বলকে      B. বহির্জাত বলকে
C. অপার্থিব বলকে      D. উল্কাপাতকে
 
 3. বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হল –
A. ট্রপােস্ফিয়ার     B. আয়নােস্ফিয়ার
C. এক্সোস্ফিয়ার       D. ম্যাগনেটোস্ফিয়ার
 
4. যে জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতের বাৎসরিক স্তম্ভগুলি দু-প্রান্তে উঁচু হয়, সেটি হল –  
A. নিরক্ষীয় জলবায়ু
B. মৌসুমি জলবায়ু
C. দক্ষিণ গােলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু
D. উত্তর গােলার্ধের ভূমধ্যসাগরীয় জলবায়ু
 
5. গৌণ জোয়ার সৃষ্টির কারণ –  
A. পৃথিবীর আবর্তন     B. চন্দ্রের আকর্ষণ
C. সূর্যের আকর্ষণ        D. চন্দ্রের বিকর্ষণ
 
6. একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ হল –
A. পুরােনাে লোহা    B. কার্ডবাের্ড
C. কাগজের অবশিষ্ট    D. ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ
 
7. চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে বলে –
A. টাইফুন           B. হ্যারিকেন
C. সাইক্লোন         D. টর্নেডাে
  
8. শীতল বেগুয়েলা স্রোতের প্রভাবে সৃষ্ট একটি মরুভূমি হল –
A. গোবি             B. নামিব
C. আটাকামা       D. সাহারা
 
9. প্রতিযােগ অবস্থানের সময় থাকে –
A. অমাবস্যা           B. সপ্তমী তিথি
C. পূর্ণিমা                D. অষ্টমী তিথি
 
10. বাতাস থেকে ধুলাে ধোঁয়া অপসারণের জন্য ব্যবহৃত হয় –
A. ক্যাটালিটিক কনভার্টার
B. ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর
C. কম্পােস্টিং
D. ইনসিনারেটর
 
11. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল –
A. রামেশ্বরম           B. কন্যাকুমারিকা অন্তরীপ
C. ইন্দিরা পয়েন্ট     D. তিরুবনন্তপুরম 
 
12. ভারত শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত –  
A. সমব্রেরাে চ্যানেল        B. 9 ° চ্যানেল 
C. 10 ° চ্যানেল                D. পক্ প্রণালী
 
13. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম হল –
A. পুলিকট        B. চিলকা 
C. কোলেরু       D. ভেমবানাদ
 
14. ছােটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় হল – 
A. রাজমহল           B. বিহারীনাথ 
C. মহাবালেশ্বর       D. পরেশনাথ
 
15. ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণা কেন্দ্রটি অবস্থিত –  
A. কটক         B. কোয়েম্বাটোর
C. পুষা            D. লখনউ
 
16. ভারতের বৃহত্তম তৈল রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে –  
A. ট্রম্বেতে              B. হলদিয়ায়
C. জামনগর           D. বিশাখাপত্তনমে
 
17. স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হল –
A. নাগার্জুন সাগর       B. তুঙ্গভদ্রা
C.  DVC                  D. ভাকরানাঙ্গাল
 
18. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল –  
A. ছােটোনাগপুরের মালভূমি
B. মেঘালয়ের শিলং
C. চেরাপুঞ্জি
D.পশ্চিমঘাটের পশ্চিম ঢাল
 
19. কৃত্রিম উপগ্রহের সােজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে বলে –
A. নাদির বিন্দু         B. নিক বিন্দু 
C. স্পট হাইট            D. গ্রাউন্ড ট্র্যাক
 
20. 74 A/8 ভূ - বৈচিত্র্যসূচক মানচিত্রের RF হবে –
A. 1:50,000
B. 1:2,50,000
C. 1:1,00,000
D. 1:10,00,000 
Theme images by chuwy. Powered by Blogger.
close