উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 14 | HS Geography

উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 14 | HS Geography
HS Geography MCQ

1. যে প্রক্রিয়ায় বিচূর্ণীকৃত শিলাসমূহ অভিকর্ষজ টানে খুব ধীরগতিতে নিচের দিকে নেমে আসে তাকে বলে   
A. নগ্নীভবন          B. গালিক্ষয়
C. আবহবিকার     D. পুঞ্জিত ক্ষয়
 
2. কার্স্ট অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলা গুলিকে বলা হয়   
A. কারেন             B. পোনর
C. ইনসেলবার্জ      D. হামস
 
3. অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল যে ধরনের উপকূল তা হল   
A. ফিয়র্ড উপকূল     B. ডালমেশিয়ান উপকূল
C. রিয়া উপকূল       D. নিরপেক্ষ উপকুল
 
4. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল   
A. মোনাডনক                          
B. নিক্ বিন্দু
C. উপত্যাকার মধ্যে উপত্যকার
D. নদী মঞ্চ
 
5. মধ্য ভারতের বেতােয়া শােন নদী অববাহিকায় যে জলনিৰ্গম প্রণালী দেখা যায় তা হল   
A. কেন্দ্ৰবহির্মুখী         B. জাফরিরুপী
C. আয়তক্ষেত্রাকার     D. পিনেট
 
6. মাটিতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন খনিজকণার আপেক্ষিক অনুপাতকে বলা হয়   
A. পেড              B. পলিপেডন
C. মাটির গঠন    D. মাটির বুনন
 
7. পডজল মৃত্তিকা খুব ভালোভাবে গঠিত হয় কোন শিলায়   
A. ব্যাসল্ট            B. গ্রানাইট
C. বেলে পাথর      D. চুনাপাথর
 
8. কোপেন মৌসুমী জলবায়ুকে যে প্রতীকের সাহায্যে উপস্থাপন করেন  
A.  Af         B. Am
C. Aw        D. Cw
 
9. একটি খরা প্রতিরােধকারী উদ্ভিদের উদাহরণ হল  
A. ঘৃতকুমারী     B. বাবলা
C. খয়ের           D. আকন্দ
 
10. 'জীববৈচিত্র' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন   
A. নরম্যান মায়ারস্
B. ওয়ালটার রোজেন
C. রবার্ট হুক
D. চার্লস ডারউইন
 
11. একটি ক্রম যৌগিক বিপর্যয়ের উদাহরণ হল   
A. সুনামি          B. ভূমিকম্প
C. তীব্র বন্যা     D. ধস
 
12. শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়   
A. ব্যাপক কৃষিতে      B. নিবিড় কৃষিতে
C. বাগিচা কৃষিতে      D. মিশ্র কৃষিতে
 
13. যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়, তাকে বলে   
A. বাগিচা কৃষি        B. উদ্যান কৃষি
C. ব্যাপক কৃষি        D. মিশ্র কৃষি
 
14. কস্টিক সোডা সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়   
A. লৌহ ইস্পাত শিল্প      B. পেট্রোরসায়ন শিল্পে
C. কাগজ শিল্পে             D. পাট শিল্পে
 
15. একটি সংযােজনভিত্তিক শিল্পের উদাহরণ হল   
A. পর্যটন শিল্প       B. কাগজ শিল্প
C. কার্পাস শিল্প      D. মােটরগাড়ি শিল্প
 
16. পর্যটন যে ধরনের অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ  
A. প্রাথমিক স্তরের      B. দ্বিতীয় স্তরের
C. তৃতীয় স্তরের         D. চতুর্থ স্তরের
 
17. WTO-এর সদর দপ্তর আছে   
A. লন্ডন            B. নিউইয়র্ক 
C. কাঠমান্ডু       D. জেনিভা
 
18. ভারতের সর্বাধিক বয়স-লিঙ্গ অনুপাত (2011) যুক্ত রাজ্যটি হল  
A. কেরালা      B. মেঘালয়
C. মণিপুর       D. বিহার
 
19. বন্যাপ্রবণ অঞ্চলে মানুষের যে ধরনের বসতি গড়ে ওঠে  
A. জলবিন্দু        B. শুষ্কবিন্দু
C. ভাসমান        D. বৃত্তাকার
 
20. সুন্দরবন অঞ্চল যে ধরনের পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত তা হল  
A. ক্ষুদ্র        B. মাঝারি
C. বৃহৎ       D. অতি বৃহৎ 
Theme images by chuwy. Powered by Blogger.
close