উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 14 | HS Geography
![]() |
HS Geography MCQ |
1. যে প্রক্রিয়ায় বিচূর্ণীকৃত শিলাসমূহ অভিকর্ষজ টানে খুব ধীরগতিতে নিচের দিকে নেমে আসে তাকে বলে –
A. নগ্নীভবন B. গালিক্ষয়
C. আবহবিকার D. পুঞ্জিত ক্ষয়
2. কার্স্ট অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলা গুলিকে বলা হয় –
A. কারেন B. পোনর
C. ইনসেলবার্জ D. হামস
3. অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল যে ধরনের উপকূল তা হল –
A. ফিয়র্ড উপকূল B. ডালমেশিয়ান উপকূল
C. রিয়া উপকূল D. নিরপেক্ষ উপকুল
4. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল –
A. মোনাডনক
B. নিক্ বিন্দু
C. উপত্যাকার মধ্যে উপত্যকার
D. নদী মঞ্চ
5. মধ্য ভারতের বেতােয়া ও শােন নদী অববাহিকায় যে জলনিৰ্গম প্রণালী দেখা যায় তা হল –
A. কেন্দ্ৰবহির্মুখী B. জাফরিরুপী
C. আয়তক্ষেত্রাকার D. পিনেট
6. মাটিতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন খনিজকণার আপেক্ষিক অনুপাতকে বলা হয় –
A. পেড B. পলিপেডন
C. মাটির গঠন D. মাটির বুনন
7. পডজল মৃত্তিকা খুব ভালোভাবে গঠিত হয় কোন শিলায় –
A. ব্যাসল্ট B. গ্রানাইট
C. বেলে পাথর D. চুনাপাথর
8. কোপেন মৌসুমী জলবায়ুকে যে প্রতীকের সাহায্যে উপস্থাপন করেন –
A. Af B. Am
C. Aw D. Cw
9. একটি খরা প্রতিরােধকারী উদ্ভিদের উদাহরণ হল –
A. ঘৃতকুমারী B. বাবলা
C. খয়ের D. আকন্দ
10. 'জীববৈচিত্র' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
A. নরম্যান মায়ারস্
B. ওয়ালটার রোজেন
C. রবার্ট হুক
D. চার্লস ডারউইন
11. একটি ক্রম যৌগিক বিপর্যয়ের উদাহরণ হল –
A. সুনামি B. ভূমিকম্প
C. তীব্র বন্যা D. ধস
12. শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় –
A. ব্যাপক কৃষিতে B. নিবিড় কৃষিতে
C. বাগিচা কৃষিতে D. মিশ্র কৃষিতে
13. যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়, তাকে বলে –
A. বাগিচা কৃষি B. উদ্যান কৃষি
C. ব্যাপক কৃষি D. মিশ্র কৃষি
14. কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় –
A. লৌহ ইস্পাত শিল্প B. পেট্রোরসায়ন শিল্পে
C. কাগজ শিল্পে D. পাট শিল্পে
15. একটি সংযােজনভিত্তিক শিল্পের উদাহরণ হল –
A. পর্যটন শিল্প B. কাগজ শিল্প
C. কার্পাস শিল্প D. মােটরগাড়ি শিল্প
16. পর্যটন যে ধরনের অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ –
A. প্রাথমিক স্তরের B. দ্বিতীয় স্তরের
C. তৃতীয় স্তরের D. চতুর্থ স্তরের
17. WTO-এর সদর দপ্তর আছে –
A. লন্ডন B. নিউইয়র্ক
C. কাঠমান্ডু D. জেনিভা
18. ভারতের সর্বাধিক বয়স-লিঙ্গ অনুপাত (2011) যুক্ত রাজ্যটি হল –
A. কেরালা B. মেঘালয়
C. মণিপুর D. বিহার
19. বন্যাপ্রবণ অঞ্চলে মানুষের যে ধরনের বসতি গড়ে ওঠে –
A. জলবিন্দু B. শুষ্কবিন্দু
C. ভাসমান D. বৃত্তাকার
20. সুন্দরবন অঞ্চল যে ধরনের পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত তা হল –
A. ক্ষুদ্র B. মাঝারি
C. বৃহৎ D. অতি বৃহৎ
A. নগ্নীভবন B. গালিক্ষয়
C. আবহবিকার D. পুঞ্জিত ক্ষয়
2. কার্স্ট অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট টিলা গুলিকে বলা হয় –
A. কারেন B. পোনর
C. ইনসেলবার্জ D. হামস
3. অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল যে ধরনের উপকূল তা হল –
A. ফিয়র্ড উপকূল B. ডালমেশিয়ান উপকূল
C. রিয়া উপকূল D. নিরপেক্ষ উপকুল
4. নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল –
A. মোনাডনক
C. উপত্যাকার মধ্যে উপত্যকার
D. নদী মঞ্চ
5. মধ্য ভারতের বেতােয়া ও শােন নদী অববাহিকায় যে জলনিৰ্গম প্রণালী দেখা যায় তা হল –
C. আয়তক্ষেত্রাকার D. পিনেট
6. মাটিতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন খনিজকণার আপেক্ষিক অনুপাতকে বলা হয় –
A. পেড B. পলিপেডন
C. মাটির গঠন D. মাটির বুনন
7. পডজল মৃত্তিকা খুব ভালোভাবে গঠিত হয় কোন শিলায় –
A. ব্যাসল্ট B. গ্রানাইট
C. বেলে পাথর D. চুনাপাথর
8. কোপেন মৌসুমী জলবায়ুকে যে প্রতীকের সাহায্যে উপস্থাপন করেন –
A. Af B. Am
C. Aw D. Cw
9. একটি খরা প্রতিরােধকারী উদ্ভিদের উদাহরণ হল –
A. ঘৃতকুমারী B. বাবলা
C. খয়ের D. আকন্দ
10. 'জীববৈচিত্র' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
A. নরম্যান মায়ারস্
B. ওয়ালটার রোজেন
C. রবার্ট হুক
D. চার্লস ডারউইন
11. একটি ক্রম যৌগিক বিপর্যয়ের উদাহরণ হল –
A. সুনামি B. ভূমিকম্প
C. তীব্র বন্যা D. ধস
12. শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় –
A. ব্যাপক কৃষিতে B. নিবিড় কৃষিতে
C. বাগিচা কৃষিতে D. মিশ্র কৃষিতে
13. যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়, তাকে বলে –
A. বাগিচা কৃষি B. উদ্যান কৃষি
C. ব্যাপক কৃষি D. মিশ্র কৃষি
14. কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় –
A. লৌহ ইস্পাত শিল্প B. পেট্রোরসায়ন শিল্পে
C. কাগজ শিল্পে D. পাট শিল্পে
15. একটি সংযােজনভিত্তিক শিল্পের উদাহরণ হল –
A. পর্যটন শিল্প B. কাগজ শিল্প
C. কার্পাস শিল্প D. মােটরগাড়ি শিল্প
16. পর্যটন যে ধরনের অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ –
A. প্রাথমিক স্তরের B. দ্বিতীয় স্তরের
C. তৃতীয় স্তরের D. চতুর্থ স্তরের
17. WTO-এর সদর দপ্তর আছে –
A. লন্ডন B. নিউইয়র্ক
C. কাঠমান্ডু D. জেনিভা
18. ভারতের সর্বাধিক বয়স-লিঙ্গ অনুপাত (2011) যুক্ত রাজ্যটি হল –
A. কেরালা B. মেঘালয়
C. মণিপুর D. বিহার
19. বন্যাপ্রবণ অঞ্চলে মানুষের যে ধরনের বসতি গড়ে ওঠে –
A. জলবিন্দু B. শুষ্কবিন্দু
C. ভাসমান D. বৃত্তাকার
20. সুন্দরবন অঞ্চল যে ধরনের পরিকল্পনা অঞ্চলের অন্তর্গত তা হল –
A. ক্ষুদ্র B. মাঝারি
C. বৃহৎ D. অতি বৃহৎ