মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 9

Madhyamik Geography Multiple Choice Questions (MCQ), Set - 9, মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন উত্তর Set - 9, Geography, Madhyamik, class 10, ভূগোল, মাধ্যমিক ভূগোল, মাধ্যমিক ভূগোল মক টেস্ট, Madhyamik Geography MCQ Mock Test, madhyamik-geography-mcq-mock-test, MCQ, MCQ Question answer, Geopedia Info, wbbse Geography, https://www.geopediainfo.com/search/label/X https://www.geopediainfo.com/search/label/X-Mock%20Test https://www.geopediainfo.com/search/label/X-MCQ?&max-results=7
Madhyamik Geography MCQ 

1. নিক বিন্দুতে সৃষ্টি হয়   
A. অশ্বখুরাকৃতি হ্রদ      B. পলল শঙ্কু
C. জলপ্রপাত               D. প্লাবনভূমি
 
2. 'Basket of egg topography' বলা হয়  
A. ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে
B. বহিঃধৌত সমভূমিকে
C. এসকার গঠিত অঞ্চলকে
D. গ্রাবরেখাকে
 
3. মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলে   
A. সার্ক            B. বাজাদা
C. গৌর           D. ওয়াদি
 
4. বায়ুর গতিমাপক যন্ত্রের নাম   
A. ব্যারােমিটার        B. রেন গজ
C. অ্যানিমােমিটার    D. থার্মোমিটার
 
5. স্থলবায়ু প্রবাহিত হয়   
A. সবসময়      B. দিনে
C. রাতে           D. কোন কোন দিন
 
6. শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়  
A. ক্রান্তীয় মৌসুমি জলবায়ুতে
B. নিরক্ষীয় জলবায়ুতে
C. ভূমধ্যসাগরীয় জলবায়ুতে
D. তুন্দ্রা জলবায়ুতে
 
7. মরা জোয়ার হয়   
A. পূর্ণিমায়            B. অষ্টমী তিথিতে
C. অমাবস্যায়        D. প্রতিদিন
 
8. বেরিং স্রোত প্রবাহিত হয়  
A. আটলান্টিক মহাসাগরে
B. ভারত মহাসাগরে
C. প্রশান্ত মহাসাগরে
D. সুমেরু মহাসাগরে
 
9. একটি সংক্রামক বর্জ্য হল  
A. প্লাসটিক প্যাকেট     B. ধান ক্ষেত্রের সার
C. সিসা                     D. ব্যবহুত ব্যান্ডেজ
 
10. তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ   
A. আর্সেনিক           B. সীসা
C. ইউরেনিয়াম       D. গােবর
 
11. ভারত চিনের সীমারেখা  
A. লাইন অফ কন্ট্রোল
B. ম্যাকমােহন লাইন
C. ডুরান্ড লাইন
D. ্যাডক্লিফ লাইন
 
12. ভারতের পশ্চিমঘাট পর্বত একটি   
A. ভঙ্গিল পর্বত           B. আগ্নেয় পর্বত
C. ক্ষয়জাত পর্বত        D. স্তুপ পর্বত
 
13. মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে  
A. কোনার নদীতে      B. বরাকর নদীতে
C. দামােদর নদে      D. কংসাবতী নদীতে
 
14. ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়   
A. তরাই অঞ্চলে      B. সুন্দরবনে
C. রাজস্থানে           D. মধ্যপ্রদেশে
 
15. সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হল  
A. বাগিচা শস্য          B. জায়িদ শস্য
C. খারিফ শস্য          D. রবি শস্য
 
16. IISCO শিল্প কেন্দ্রটি অবস্থিত   
A. দুর্গাপুরে           B. জামশেদপুর
C. রৌরকেল্লায়      D. বার্ণপুর-কুলটিতে
 
17. ভারতের বিজ্ঞান নগরী বলা হয়   
A. হায়দ্রাবাদকে      B. চেন্নাইকে
C. বেঙ্গালুরুকে       D. দিল্লিকে
 
19. ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর হল   
A. মুম্বাই           B. নভসেবা
C. হলদিয়া       D. চেন্নাই
 
20. মিলিয়ন শিট মানচিত্রগুলির ব্যাপ্তি   
A. 4°X4°           B. 2°X2°
C. 1° X1°          D. 15'X15'
Theme images by chuwy. Powered by Blogger.
close